সচলায়তন কি বন্ধ করতে হবে?

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: রবি, ১৪/০৯/২০০৮ - ৮:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

STOP sachalayatan


pls stop sachalayatan. it's not a good site for bangladeshi. it's simply speaking lots and showing it has somethings....but everyone know sachalayatan has nothing. even the site has no good developer and no more updates and it's marketing fake and trying do business but the sachalayatan has no more care of quality. so stop sachalayatan and we are going to open new campaign against sachalayatan.

STOP Sachalayatan & Make It Achalayatan. Bull shit.


বেনামে এই অভিযোগপত্রটি পাওয়া গেল আজ।
সামনে দেখি মহা দুর্দিন!!!

পুনশ্চ: বিনোদনের আকালের সময় এমন চমৎকার ভয় ধরানো চিঠি পড়ার সুযোগ থাকাটা মন্দ না.... গড়াগড়ি দিয়া হাসি!


মন্তব্য

সৌরভ এর ছবি


it's marketing fake and trying do business

আপনার চাকুরিটা কবে গেলো?
শেষ পর্যন্ত ব্যবসায় নামলেন। গড়াগড়ি দিয়া হাসি

দাড়ান আরো কিছু ভালো ইমোটিকন খুঁজি।



২৭. বেহেস্ত যাওনের খায়েশ হগ্গলের, আপত্তি শুধু মরনে


আবার লিখবো হয়তো কোন দিন

অতিথি লেখক এর ছবি

মজাক পাইলাম.

আকতার আহমেদ এর ছবি

ডরাইছি !

সবজান্তা এর ছবি

পাঁচ দিলাম। আপনারে না, চিঠি লেখককে।


অলমিতি বিস্তারেণ

সৌরভ এর ছবি

চেয়ারের নিচে
আপাতত আমি চেয়ারের তলায় শেল্টার নিলাম।


আবার লিখবো হয়তো কোন দিন

রায়হান আবীর এর ছবি

বস চাপেন একটু। আমারে ঢুকতে দেন।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

ঝরাপাতা এর ছবি

চোখ দুইখান টর্চ বাত্তির মতো ঘুরাইলে কেমনে অইবো। নিমাতি বইয়া থাহেন।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍জায়গা কম হইলে আমার এইখানে আসেন

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৌরভ এর ছবি

আমার শেল্টারটা কেমন হইসে, দাদা?


আবার লিখবো হয়তো কোন দিন

সবজান্তা এর ছবি

অরূপ ভাই, আমি আপনি সাধারণত চিঠি লেখলে কি করি ?

শেষে নিজের নাম দেই।

এই চিঠির ভদ্রলোকও শেষে নিজের নাম দিছেন।

Bull shit

হো হো হো


অলমিতি বিস্তারেণ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হো হো হো

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ঝরাপাতা এর ছবি

হে হে হে!! আমারো বুল শিটের মেইলটা ভালো লাগছে। এমন নির্মল বিনোদন এই ঈদের বাজারে বড়ই দুর্লভ।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ গড়াগড়ি দিয়া হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অনিকেত এর ছবি

এইটা দারুন বলেছ বস!

হে হে হে

মৃদুল আহমেদ এর ছবি

অসাধারণ এই মন্তব্যের জন্য আপনার একটা খাওয়া পাওনা রইল আমার কাছে... সময়মতো বুঝে নেবেন, আর আপাতত এই কমেন্টের ওপরেই স্কোর দাগালাম বিশ তারা দেঁতো হাসি
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সুমন চৌধুরী এর ছবি

এইটা কে পাঠাইছে ট্রেস করতে পারো? অন্তত ভূগোল টা?



অজ্ঞাতবাস

সুমন চৌধুরী এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

- ধরা খাইলে সুমস্যা নাই, মারা খাইলে কিঞ্চিতাছে! চোখ টিপি
সম্পাদক সাবের কুনটাক্ট এ্যাড্রেস দেও গুপুনে, গিয়া শালি নিয়া আসি! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৌরভ এর ছবি

এইটা কি আভ্যন্তরীণ নাশকতামূলক তৎপরতা?
জম্মন-কানাডা-জাপান সমন্বিত ভায়রা-ভাই পরিষদ এর পক্ষ থেকে নিন্দা জানাইলাম। আমরা শীগগিরই একটা বিবৃতি দেবো।


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি
Shadhoo [অতিথি] এর ছবি

ইতা কিতা কন ! ডরাইছি !

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হো হো হো

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পরিবর্তনশীল এর ছবি

কতদিন কুন লেখা পইড়া এমুন মজাক পাই নাই।
খাড়ান একটু হামাগুড়ি দিয়া লই।
আমার আবার মজাক পাইলে হামাগুড়ি দিতে মন চায়।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

সচলায়তন বন্ধ হলে কী করুম? মাথার চুল ছিড়া লই তয় একটা উপায় বেরুবানে!!
তাপু শিকদার

পুতুল এর ছবি

দারুন মজার তো!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অতিথি লেখক এর ছবি

হুম............... এই বেকুব গুলা উদয় হয় কোথা থেকে ? আল্লাহ মালুম ।
নিবিড়

অছ্যুৎ বলাই এর ছবি

কিছু ছাগোল পুরা কুত্তাপাগোল হইয়া গেছে। সচলায়তন তাদের কি বাঁশ দিছে এইটাই বুঝি না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুজন চৌধুরী এর ছবি

এইয়া কৈছে কুন হালায় হি !!??
..... পোলারে ধোরিয়া এহেবারে সোমান কোরিয়া হালামু।
হেশে প্যাচ্ পেইচ্চা ক্যাদায় বোইয়া পোন্চ খোজ্ ফে হি।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কে বলে, সচলায়তনে মজার লেখা নাই!
বেনামী লেখক ভাই, আরও কিছু ছাড়েন। হেভি জোশ পাইলাম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুজিব মেহদী এর ছবি

ইস, এইবার আর লগইন না হয়ে থাকা গেল না!

সচলায়তনের কোয়ালিটি নিয়া যার এত মাথা ব্যথা, তাকে তো দেখি একটা সংবর্ধনা না দিলেই নয়। জনাব বার্তা প্রেরক, আপনি রেডি থাকেন, আপনার জন্য বিশাল একটা মানপত্র রচনা করতে ইতোমধ্যে বায়না করা হয়েছে।
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সময়ের ব্যস্ততায় সচলায়তনে ঠিকঠাক লগইন করা হয় না। উকিঁ মেরে পড়ি কাজের ফাঁকে ফাঁকে।
কিন্তু এই পত্রপাঠ করিয়া আর রহিতে পারলাম না ঘরেতে... লগ ইন করতেই হইলো।

মাঝে মাঝে এইরকম লেখা পড়লে আয়ু বাড়ে... অনুরোধ করি মাসে অন্তত এইরকম একটা পত্র প্রেরণের। প্রয়োজনে চান্দা তুইলা লেখক সন্মানীর ব্যবস্থা করা যাইতে পারে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ব্যাটাক বাঘের বাচ্চা কতি হবি! আন্ধার থেনে হাঁক মারিসে!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনারা এসব পোস্ট দেন আর ছাগলেরা খুরা-নৃত্য আরম্ভ করুক।

শ্যাজা এর ছবি

মজা।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

দ্রোহী এর ছবি




বিলাতের চিঠি নাকি?


কী ব্লগার? ডরাইলা?

ধ্রুব হাসান এর ছবি

চলুক

দ্রোহী এর ছবি

আমি কইলাম আংরেজিটুকু পইড়া কিছু বুঝি নাই!


কী ব্লগার? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

ডরামু !!! আমি !!!
হে হে হে হে.........প্রোফাইলে কেবল বুকের ছবি দেখছেন। ভুড়ির ছবি এখনো দেখেন নাই। দেখলে বুঝতেন!!!!!!!!!!!!!


কী ব্লগার? ডরাইলা?

অনিকেত এর ছবি

এই অসাধারন সাহিত্য-কর্মের জন্য জনাব বেনামী লেখক মতান্তরে 'Bull shit" সাহেব কে আন্তরিক শুভেচ্ছা। তাকে আগাম বুকার প্রাইজ-পুলিটজার-নোবেল প্রাইজের জন্য শর্ট লিষ্ট করা হোক--বিশ্ব বাসীর দরবারে এই আমার আব্দার॥

it's simply speaking lots and showing it has somethings....but everyone know sachalayatan has nothing.

উপরিল্লিখিত বাক্যবন্ধ খেয়াল করলে দেখবেন এটা নিম্নোক্ত বাংলা বাক্যাবলী হইতে সরাসরি অনুদিত হইয়াছেঃ

" এইটা খালি বকবক করতাসে আর ভাব লইতাসে যেন বিরাট কিছু---কিন্তু হগলেই জানে সচলায়তন আসলে কিছুই না"

খুব ছোট বেলায় 'বাংলা-থেকে-হুবহু-ইংরাজীতে-অনুদিত' একটি বাক্যবন্ধের দেখা পেয়েছিলামঃ

ভারী বদ = Very bad

উপোরোক্ত সমীকরনের দুই পাশে বাক্যের গঠন ও ঊচ্চারনের সাযুজ্য লক্ষনীয়। সেদিন যে আমোদ পেয়েছিলাম---আজ হাজার বছর পর একই আমোদে আমোদিত হইলাম।

sachalayatan has no more care of quality

আলোচিত বাক্যে Preposition এর দুর্ধর্ষ ব্যবহারের প্রতি সকলের দৃষ্টি আকর্ষন করছি।

পরিশেষে, বেনামি ওরফে Bull shit ছাহেব-কে আপামর সচলায়তনবাসীর পক্ষ হইতে অশেষ শুভেচ্ছা। সচলায়তন ব্লক করার পর এইটা দ্বিতীয় মহত্তম ঘটনা।

আমি তার দীর্ঘজীবন কামনা করি।

সবাই বলেন-আমিন!

সৌরভ এর ছবি

ভাই, আপনার অনুবাদ পইড়া তাও মাথায় কিছু ঢুকলো। পুরাটার তর্জমা চাই। দেঁতো হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

অনিকেত এর ছবি

হে হে হে

অতিথি লেখক এর ছবি

নাই কাজ তো খই ভাজ..........

কল্পনা

..........................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

মাহবুব লীলেন এর ছবি

ব্যবসা তো করেন কিন্তু আমাদের কমিশনের টাকা দিতে অত গাড়িমসি করেন কেন?

তাড়াতাড়ি পাঠান
নাইলে কিন্তু বুলশিটের দোকানে গিয়ে মার্কেটিংয়ের চাকরি নিমু

অনিকেত এর ছবি

হা হা হা

নিরিবিলি এর ছবি

হো হো হো

দিগন্ত এর ছবি

অসাধারণ ভাষার জন্য এই ভাষার কারিগরকে সাহিত্যে নোবেলের জন্য সচলায়তন থেকে নমিনেট করা হোক। হো হো হো


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

খেকশিয়াল এর ছবি

এম্নেই আমার ইংরেজীর যে অবস্থা, তার উপর এই হুমকিমূলক ইংরেজীর পাঠ উদ্ধার করতে গিয়ে যা জানতাম তাও ভুইলা যাইতাসি !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দেবোত্তম দাশ এর ছবি

আমিও লগইন না করে থাকতে পারলাম না।
আইছা বদ্দার সোর্স কি চেক করা যায় না, আর করারই বা কি দরকার ?

-----------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

ইশতিয়াক রউফ এর ছবি

আমিও লগইন না করে পারলাম না। ব্যস্ততার মুণ্ডুপাত করে একটু হেসে নিতে হল। হাসি

স্নিগ্ধা এর ছবি

so stop sachalayatan and we are going to open new campaign against sachalayatan.

অরূপ, আমার মনে বড় ইচ্ছা এই 'opening' ceremony টা একটু দেখি, বলা তো যায় না - অলিম্পিকেরটার গৌরবও হয়তো ধূলায় মিশে যাবে? কোন দেশে গেলে দেখা যাবে একটু যদি জানাতেন!

রেনেট এর ছবি

আভিশ্যি সচলায়তন বনধ করতি হবি। পড়াশোনার বারোটা বাজাচ্ছে সচল।
বুলশিট ভাই এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অনিকেত এর ছবি

হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বুলশিট ভাই এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হাসান মোরশেদ এর ছবি

তবে যে যাই বলুন, মহাশয় কিন্তু অতিশয় ভদ্দরলোক, কেমন 'পিলিজ' বলে শুরু করেছেন।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অমিত আহমেদ এর ছবি

মেসেজ পড়ে ব্যাপক ভয় পাইছি। ভদ্রলোক যে শুধু ব্যাপক ভয় দেখাতে জানেন তা নয়, ইংরাজিতেও তাঁর ব্যাপক দখল। বাংলাদেশীদের নিয়ে তাঁর ব্যাপক চিন্তা, যদিও মেসেজটি বাংলায় লেখেন নাই - সম্ভবত আন্তর্জাতিক মহলে ব্যাপক ভাবে দৃষ্টি আকর্ষণের জন্য। সচলায়তনের "marketing fake" এর ব্যাপারটি ভদ্রলোক দড়াবাজ স্পাইয়ের মতো ধরে ফেলেছেন। ব্যাপক!


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

কীর্তিনাশা এর ছবি

ওরে মোর আল্লাহ্ !! অ্যাঁ
ষাঁড়ের লাদি'র পত্র পইড়া ডরে আমার কইলজা কাঁপে!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তারেক এর ছবি

অরুপদা, আসেন জামাতে ইন্নালিল্লাহ পড়ি... আমাদের নরকবাস আনন্দময় হউক।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নজমুল আলবাব এর ছবি

আমার ভাগের টাকা কই অরূপ???

ভুল সময়ের মর্মাহত বাউল

অবাঞ্ছিত এর ছবি

এইদিকে তো আমি প্যান্ট ভিজায়ে ফেলাইলাম !

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

আহমেদুর রশীদ এর ছবি

আমি য্যান জিলাপির ভাগ পাই।

---------------------------------------------------------
ভাটির মানুষ আমি বুঝিনা উজানের গতি...

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি হাহাহাহা threat টা পড়েই মনে হচ্ছে অনেক কাঁচা হাতের, বেচারা! LOL
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পলাশ দত্ত এর ছবি

সচলায়তন বন্ধ করার ভালো উপায় হচ্ছে এর চেয়ে ভালো আর একটা সাইট বানানো। তাহলেই তো আর আমরা কেউ সচলায়তনে আসবো না! হা হা হা।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আনিস মাহমুদ এর ছবি

সচলায়তন বুল শিটের কোথায় কামড় দিয়েছে, বুঝলাম না। তবে বুল শিট বাবাজি এখন নিশ্চয়ই বুঝতে পারছে, সচলদের কামড় কেমন লাগে।

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

হাহাহা। কিছু মানুষ ভাই পারেও বটে! অরূপ'দা, ট্রেস করা গেল কি কে পাঠিয়েছে এই ভীতিকর অভিযোগপত্র? চোখ টিপি
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

রণদীপম বসু এর ছবি

আপনেরা যাই কন, সচলায়তন লইয়া অন্তত একজন ভদ্রলোক যে ভাবেন, এইটাই তো বিরাট কিছু !
আমি আরো ভাবতাম, সচলায়তন হইলো আমগো মতো কতকগুলা নাবাল পোলাপাইনের ইয়ার্কি মারার জায়গা। এইখানে কি আর ভদ্দরলোকেরা ঢুকেন ? ওমা এহন দেখি ভদ্দরলোকেরা তলে তলে ঠিইই এইহানে আহে। আর এই নাবালগো কাপড়ের তলে কী আছে তাও খুঁজে !
এহন তো দেখি কাপড় চোপড় একটু সামলাইয়া রাখা লাগবো !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

বিপ্লব রহমান এর ছবি

অনেকদিন এমন রম্য রচনা পড়ি নি!!! হো হো হো হো হো হো হো হো হো


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মির্জা এর ছবি

Naseer Uddin Hozzar Nabojonmo!

(ভাইজান যদি বাংলা না বোঝেন তাই.........

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা।

এই জন্যই গুরু জেমস গেয়ে গেছেঃ

নিজের প্রতি যত্ন নিও, পত্র দিও, পত্র দিও

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।