অণুগল্প: বিভ্রাট!

অমিত আহমেদ এর ছবি
লিখেছেন অমিত আহমেদ (তারিখ: শনি, ২২/০৩/২০০৮ - ১২:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

‘রাতের জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে?’ গ্লাসের তলে জমে থাকা হুইস্কিটুকু একটানে শেষ করে জিজ্ঞেস করেন ভদ্রলোক।
‘জ্বী না।’
‘তাহলে আর এখানে বসে কি করবেন? চলেন আমার রুমে। কনফারেনসটা ভালোয় ভালোয় শেষ হয়েছে। এখন তার সেলিব্রেশন করা যাক।’

দ্বিমত করার কারণ দেখিনা। হোটেল বারে বেশ ভালোই গেলা হয়ে গেছে। কাল দুপুরে ফ্লাইট। এখন এমনিতেও নিজের রুমে গিয়ে টিভি দেখতাম। ভদ্রলোক বেশ আমুদে মনে হচ্ছে। তাঁর সাথেই না হয় আড্ডা জমানো যাক।

‘কিছু অর্ডার দিলে কেমন হয়?’ চোখ টিপে শুধান ভদ্রলোক।
আমিও তাই ভাবছিলাম। দু’ফোটা গিললেই ক্ষুধায় পেট কিড়মিড় করে আমার, ‘অতি উত্তম প্রস্তাব! তবে আমি লোকাল অর্ডার করতে চাচ্ছি না।’
‘আপনার কোনো সাজেশন?’
‘ইটালিয়ান?’
‘মন্দ হয় না... তবে ক্যারিবিয়ান আপনার কেমন লাগে?’
‘চলে, তবে মেক্সিকান ভালো লাগে তার চেয়েও বেশি।’
‘মেক্সিকান আবার আমার বিশেষ রোচে না। চাইনিজে আপত্তি আছে?’
‘মোটেই না। চাইনিজ-ই সই!’ রাজি হয়ে যাই। ফ্রাইড রাইস, সুইট-সাওয়ার চিকেন বল আর চাওমিনের কল্পনায় লোল জমে মুখে।
‘সাথে কনডম আছে তো?’
মুখ হা হয়ে যায় আমার, ‘কনডম! কেন?’
‘এসব চাইনিজ পতিতাদের সাথে কনডম ছাড়া সঙ্গমে যাবো? পাগল নাকি! আলবাৎ না!’

আমি ফ্যালফ্যাল তাকিয়ে থাকি।

উৎসর্গ: সংসারে এক সন্ন্যাসী। তাঁর "ছোট্ট গোল রুটি" সিরিজটা পড়েই নতুন করে ‘অণুগল্প’ লেখার তাগিদ জেগেছে মনে।

© অমিত আহমেদ

দ্বিতীয় প্রকাশ: ই-গল্পগ্রন্থ, "ফেলে আসা গল্প যতো", সীমাহীন সংলাপ, ২০০৯


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সন্ন্যাসী'জি-র নতুন খাদেমকে স্বাগতম। চোখ টিপি

অমিত আহমেদ এর ছবি
পরিবর্তনশীল এর ছবি

হে হে হে হে
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অমিত আহমেদ এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

একই সাথে আনন্দিত ও উৎসাহিত বোধ করছি। চলুক!!

অমিত আহমেদ এর ছবি

ধন্যবাদ।
অনিয়মিত ভাবে চালানোর ইচ্ছে আছে।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

তারেক এর ছবি

খাইছে! কি থেইকা কি হইয়া গেল! (বিপ্লব)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অমিত আহমেদ এর ছবি

সেটাই হাসি
ধন্যবাদ।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

অতিথি লেখক এর ছবি

এইগুলানের হইছেটা কি!!!!!

কল্পনা আক্তার

...............................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অমিত আহমেদ এর ছবি

তেমন কিছু না।
সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার দেঁতো হাসি


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

রায়হান আবীর এর ছবি

ক্যাম্নে কী?

---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

অমিত আহমেদ এর ছবি
শেখ জলিল এর ছবি

বেশ মজার বিভ্রাট।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অমিত আহমেদ এর ছবি

পিলে চমকে যাবার মতো...


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
একেই বোধহয় বলে, আমি কই কি
আর আমার সারিন্দায় বাজায় কি....

.......................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অমিত আহমেদ এর ছবি

হেঃ হেঃ হেঃ
বলেছেন মন্দ না!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

আহমেদুর রশীদ এর ছবি

এইরাম রাম বিভ্রাট সবার কপালে জোটে না!
বেড়ে হয়েছে।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অমিত আহমেদ এর ছবি
ঝরাপাতা এর ছবি

খাইছে! এভাবে সবাই শুরু করলে সচলায়তন থেকে খাইস্টায়তন হয়ে যাওয়ার সম্ভাবিলিটি আছে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অমিত আহমেদ এর ছবি

আয় হায় বলেন কি!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

দৃশা এর ছবি

খাইছে! এভাবে সবাই শুরু করলে সচলায়তন থেকে খাইস্টায়তন হয়ে যাওয়ার সম্ভাবিলিটি আছে... ঝরাপাতা এইভাবে মানুষের মনের কথা আগে থেইকা টের পাইয়া চুরি করা আর চামে দিয়া কমান্টাইয়া দেওয়া কইলাম অন্যায়...পেতিইইবাদ করবাম।

দৃশা

অমিত আহমেদ এর ছবি
স্বপ্নাহত এর ছবি

এখন থাইকা চাইনিজ খাওনের কথা শুনলেই আপনার কথা মনে হইবো চোখ টিপি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

অমিত আহমেদ এর ছবি

জোশিশম্যা (কপিরাইট বদ্দা)
মানে - কছ কি!
দেঁতো হাসি


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

দ্রোহী এর ছবি

ছিঃ ছিঃ— পুরা অশ্লীল !!!!!!!!!!!!!!!!!! (তবে গল্প জটিল হয়েছে !!!) খাইছে


কি মাঝি? ডরাইলা?

অমিত আহমেদ এর ছবি
ফারুক হাসান এর ছবি

কে যে আসল বলদ, বোঝা গেল না! হাসি
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

অমিত আহমেদ এর ছবি

সেটাই জাতির বিবেকের কাছে প্রশ্ন!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

খাইছে! আমারে গল্প উত্সর্গ? অ্যাঁ

কিন্তু ছোট্ট গোল রুটি সিরিজের একটি গল্পও তো আমার রচনা নয়! আমার কৃতিত্ব তাতে অতি নগণ্য। তা যা-ই হোক, উত্সর্গ বলে কথা! ধন্যবাদ, অমিত আহমেদ।

গল্পটা জম্পেশ হয়েছে। অধিকাংশ খুদে গল্পের প্রধান বৈশিষ্ট্য "শেষের মোচড়" আপনার গল্পেও উপস্থিত।

তবে আপত্তি আছে নামকরণের বানান নিয়ে। অবশ্য অনুগল্প বলতে আপনি যদি বুঝিয়ে থাকেন "ফলো-আপ স্টোরি" (ব্যঙ্গ বঙ্গাভিধান স্টাইলে), তাহলে আপত্তি নেই কোনও। তবে খুদে গল্প বুঝিয়ে থাকলে লেখা উচিত ছিলো অণুগল্প।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অমিত আহমেদ এর ছবি

ধন্যবাদ সন্ন্যাসী।

আমারই ভুল। বানানটা শুধরে নিলাম।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

উদাস এর ছবি

মজা পেলাম বেশ। এটা সিরিজ হিসেবে পাব আশাকরি।

অমিত আহমেদ এর ছবি

ধন্যবাদ।
অনিয়মিত সিরিজ হিসেবে চালানোর ইচ্ছে আছে।
একটা ভালো নাম খুঁজছি, অণুগল্প মানাচ্ছে না।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

স্বপ্নাহত এর ছবি

অমিত ভাই, আপনার কমেন্ট এর শেষভাগে ওয়েব সাইট,ফেসবুক,ইমেইল এর লিংক এড করার দূর্দান্ত আইডিয়াটার জন্য একটা অনারারী পাঁচ তারকা দিলাম হাসি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

অমিত আহমেদ এর ছবি

কৃতার্থ হলাম হাসি


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

রাবাব এর ছবি

হেক!

অমিত আহমেদ এর ছবি

ইংরেজি হেক না বাংলা?


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

রাবাব এর ছবি

হা হা। পিওর বাংলা! হেক=হিক্কা! চোখ টিপি

অমিত আহমেদ এর ছবি

তাইলে ঠিকাছে দেঁতো হাসি


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

নিঘাত তিথি এর ছবি

খাইছে
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

অমিত আহমেদ এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।