শুভ জন্মদিন মুখা (মুখফোড়)

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: বিষ্যুদ, ০১/০৫/২০০৮ - ২:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

একমাত্র আদমচরিত সিরিজ দিয়েই যে ফাটিয়ে দিতে পারে কেবল, সে আমাদের মুখা। বছর দুয়েক আগে হাতে খড়ি পাওয়া ব্লগ জীবনের শুরুতে মুখার সঙ্গে কতো ব্যাপারেই না ইন্টার‌‌্যাকশন ছিলো! আস্তে আস্তে ইতিহাসের বিভিন্ন কানাগলি, চিপাগলি টপকে, ডাগদর সাবকে অপরিষ্কার বংশদন্ড প্রদানকরতঃ দেশের জরুরী অবস্থার চিপায় পড়ে গাব্রিয়েল মগাদিশু চৌরাসিয়া নামক ঝানু গোয়েন্দার জন্মদাতা মুখা ওরফে আমাদের মুখফোড় নিজেই দুদকের ভয়ে (শোনা কথাঃ সোর্স অজ্ঞাত) কে জানে কোথায় গা ঢাকা দিয়েছে।

রবি বুড়ার চেয়ে ঢের ভালো ল্যাখে, তার স্বগোতক্তি অনেকাংশেই সঠিক। কম কম লিখে বেশি বেশি পড়ার যে অভ্যাসটা আছে বলে দুদক ধারণা করে, সেটাও অমূলক নয় মোটেও। আমাজন থেকে বইয়ের লাইব্রেরী চুরি করতে গিয়েই নাকি দুদকের লিস্টিতে তার নাম উঠে গেছে। এখন দুদকের রোষাণল থেকে বাঁচতে নিজেই আমাজন এলাকায় নিজের নাদুস নুদুস গতরটি ঢাকা দিয়েছে। (এটাও শোনা কথা এবং সোর্স আগের মতোই অজ্ঞাত)।

আদম আর ঈভকে ইডেনে পাঁচ মৌলিক চাহিদার দ্বিতীয়টি ছাড়াই ইচ্ছেমতো ঘুরিয়ে এখন নিজে গাছের খাল বাকলে লজ্জা নিবারণ করছে শুনতে পাওয়া যায়। যথারীতি এটাও অবশ্য শোনা কথা, তবে এখানে সোর্সের নামোল্লেখ করলে আমার গায়ে 'গীবতকারী' তকমা সেঁটে যেতে পারে। হাসি
(যা দিনকাল পড়ছে।)

সেই এক ও অদ্বিতীয় মুখফোড় ওরফে মুখার জন্মদিন যাচ্ছে আজ।

অনেক অনেক শুভ হোক তোর আজকের দিন।

আমাদের মাঝে থাকলে কেক টেক কেটে, মোমবাতি আগরবাতি জ্বালিয়ে না হয় মজা করতে পারতাম। এখন আমাজনের গহীনে তো মোমবাতি আর কেক নিয়ে যাওয়া সম্ভব না। তাই শুভেচ্ছাটা পাঠিয়ে দিলাম বাতাসে ভাসিয়ে।

মুখা মুখা ডাক পাড়ি,
মুখা মোদের পাঁজির ধাড়ি,
আয়রে মুখা সচলে আয়,
বংশখোরের পোঁদ করে খালি হায়হায়।

আমাজন থেকে নেট এ্যাক্সেস পেলে দেখে নিস প্রিয় মুখা। তোকে আমরা ভুলি নাই। যদিও তুই ভুইলা গেছস! মন খারাপ
আশায় আছি, জঙ্গলবুকের মুগলী'র মতো একটা নেংটি পড়ে চলে আসবি তুই আমাদের মাঝারে।

যারা মুখা কে চেনেন নাই এখনো, তারা এখানে টিবি দেন
আর তার পুরাতন একেকটা মাস্টারপিস কীর্তিকলাপ দেখতে এখানে


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মুখফোড়ের জন্মদিনে শুভেচ্ছা। অনেকদিন দেখি না উনাকে। গতবার শুনলাম সন্ধ্যা হলে ব্লগিং বাদ দিয়ে বাচ্চার এ বি সি ডি বই নিয়ে বসে। ঐদিকে বৌয়ের প্যানপানানি। আমি বললাম - এটা নিয়েই লিখেন, সংসার জীবনের সুখ দুঃখ।
নাহ, আর লিখলো কই? কীসব আদমচরিত লিখতো। আদমচরিত-৮ ছিল আমার ফেভারিট।

আবারও শুভেচ্ছা, শুভকামনা।

বিপ্লব রহমান এর ছবি

শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা!
---
(কিন্তু কোথায় ডুব দিলেন হের মুখফোঁড়? অনেকদিন তো হলো। মাঝে মাঝে একটু পদধূলি দিলেও তো পারেন!)


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

পরিবর্তনশীল এর ছবি

শুভ জন্মদিন মুখা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি

- রয়েসরে গুরু।
মুখা কৈলাম জিনিষই একখান। দোস্ত হইয়াও খুবেকটা ঘাটাই নাই আমরা তারে কেউ। কে জানে কখন কারে ধইরা আদমচরিত তে ঢুকায়া দেয়। চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

তারেক এর ছবি

শুভ জন্মদিন।
আমি গত বছর ব্লগিং শুরু করার আগে থেকেই বোধহয় মুখফোঁড় আমাজনে। আদমচরিত আমারো প্রিয়।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ধুসর গোধূলি এর ছবি

- দুদকের চাপ আরকি।

তবে শিমুলরে এবিসিডি'র কথা নাকি কৈছে। রাসেল ডটু তারে মহাখালি মোড়ে দেখছে বিশাল এক চোঙা হাতে। হে আবার দৈনিক স্বর্গবার্তা নামে একটা পত্রিকা বাইর করতে চাইছিলো। মুখা নাকি তাঁর হেভেন রিপোর্টার। শেষ খবর পাওয়া পর্যন্ত অবশ্য স্যালারী নিয়া বিরোধের খবর শোনা গেছে।

আমি অবশ্য দেখি নাই।
_________________________________
<সযতনে বেখেয়াল>

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন।

বিপ্লব রহমান এর ছবি

অফটপিক: এইমাত্র ছাগুরাম সুলভ নিয়ে মুখফোড়ের আরেকটা মাস্টারপিস আরেকবার পড়লাম। বীর জনতা ঢুঁ মারতে পারেন এইখানে দেঁতো হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ফারুক ওয়াসিফ এর ছবি

শুভ জন্মদিন


মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সুমন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন মুখেন্দ্রনাথ ঠাকুর।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হিমু এর ছবি

মুখার জন্য শুকনা কাঁথা, আদম আর ঈভের জন্য আরো দুইটা।


হাঁটুপানির জলদস্যু

নজমুল আলবাব এর ছবি

মুখারে খুব মিস করি।
শুভ জন্মদিন মুখা।

থকিস বেটা
রসেবসে

ভুল সময়ের মর্মাহত বাউল

আরিফ জেবতিক এর ছবি

ভদ্রলোক ভালো ছিলেন , উনার লেখা আমি খুব পছন্দ করতাম ।
আফসোস , বেঁচে থাকতে উনার যোগ্য কদর হলো না ।

এখন স্বর্গে গিয়ে আদম আর ইভের সাথে ছো্টৃ একটা আপেল নিয়ে কাড়াকাড়ি করতে হবে ।

eru এর ছবি

শুভ জন্মদিন ।

থার্ড আই এর ছবি

একদা মুখাকে আংশিক হত্যা করা হইয়াছিলো তার পরও তিনি ফিরে এসেছিলেন। আজ নিশ্চই ধু গো'র এই জন্মদিন বার্তায় মুখা আবারও সচল হবেন।

মুখার জন্য শুভেচ্ছা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অমিত এর ছবি

মুখারে, কৈ গেলি বাপধন !!!

বিবাগিনী এর ছবি

সবাই আপনাকে খুঁজে তো! চলে আসেন মুখফোঁড়। শুভ জন্মদিন হাসি

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

সুলতানা পারভীন শিমুল এর ছবি

শুভ জন্মদিন।
সচলায়তন থেকে উনার দূরে থাকার আসল কারণটা কি?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

শেখ জলিল এর ছবি

মুখফোড়কে জন্মদিনের শুভকামনা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍শুভ জন্মদিন।

পুনশ্চ. যদ্দূর জানি, টিস্যু দান বিষয়ক প্রবাদতূল্য বাক্যটির কপিরাইট তাঁর।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রায়হান আবীর এর ছবি

শুভ জন্মদিন...

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন........গা ঢাকা দেবার কারণ কি?
-নিরিবিলি

রায়হান আবীর এর ছবি

আল্লাগু...উনি তো বিশাল বস...গোধূ আর বিল্পবদার লিঙ্কগুলা পড়লাম।

সেমেস্টারের ছুটিতে উনার সব ল্যাখা পইড়া ফেলাইতে হবে...

অফ টপিক:ব্লগিং এ আমি বাচ্চা...সচল দিয়েই শুরু। এখন মাঝে মাঝে সামহোয়ারিনে ঢু মারি। সেখানে সবাই সবাই খালি ছাগু ছাগু করে। এই ব্যাটেকে, বুঝতাম না। আজকে ক্লিয়ার হইলো। হাসি

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন, মুখফোঁড়!
ভুঁইফোড় হয়ে চলে আসুন সচলায়তনে।

মুখফোড় এর ছবি

সবাইকে ধন্যবাদ জানাই। মে দিবসে জন্মাইয়াছি, কিন্তু খাটনির করাল গ্রাস হইতে মুক্তি নাই, উদয়াস্ত খাটিয়া মরিতে হইতেছে। সাংসারিক প্রতিকূলতা ঠেলিয়া ঠেলিয়া ব্লগিঙে অরুচি ধরিয়া গিয়াছে। তথাপি ঘরণীর রক্তচক্ষু এড়াইয়া কালেভদ্রে সচলায়তনে আসিয়া কিছু লিখিবার চেষ্টা থাকিবে। সকলের প্রতি শুভেচ্ছা রহিলো। এখন গিয়া নিদ্রার চেষ্টা করি।



নিঝুম নিশুতি রাতে, একা শুয়ে তেতলাতে, খালি খালি খিদে পায় ক্যানো রে?

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন মুখা! চোখ টিপি


কি মাঝি? ডরাইলা?

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন মুখফোঁড়

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অছ্যুৎ বলাই এর ছবি

মুখা মারাত্মক কামেল আদমী। কিন্তু বিয়ার পরে বৌয়ের দৌড়ানি খাইয়া পুরা ভেজাবিড়াল হয়া গেছে। আরেকখান নিউজ দেই। গত ফেব্রুআরিতে মুখা দ্বিতীয় কন্যা সন্তানের জনক হয়েছে। এরপর থেকে তার ব্লগিংয়ের স্বাদআল্লাদের অবস্থা করুণ।

হেপি বার্থ ডে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

- শালার কী আর কমু দুষ্কের কথা।
সমাইন্যা পুলাপাইন দুই কন্যার বাপ হয়, আর আমি শালায় কন্যাতো দূরের কথা কন্যার মারেই অখনো খুঁইজা পাইলাম না! মন খারাপ

দে পানাহ্ দে, ইয়া ইলাহি-
দে পানাহ্
________________________
<সযতনে বেখেয়াল>

অছ্যুৎ বলাই এর ছবি

মুখার নাকি শালী আছে পুরা তিন পিস। জিগাইলাম তাগো মুবাইল নাম্বার কত? আমারে কইতে চায় না। মন খারাপ

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

- মুখার শালির নাম্বার পরে, আগে কন মুখার নাম্বার কতো!
আর বালাই ষাট, আপনে তার শালীগো নাম্বার দিয়া কী করবেন?

আস্তাগফিরুল্লাহ॥
_________________________________
<সযতনে বেখেয়াল>

অছ্যুৎ বলাই এর ছবি

ক্যান, বিয়া করলে কি স্বাদআল্লাদ থাকতে নেই?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

- হাহাহাহা
এই কমেন্ট আপনি নির্ঘাত রেষ্ট্রিকটেড রাখছেন দেঁতো হাসি
______________
<সযতনে বেখেয়াল>

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।