গুরুচন্ডালী - ০০৮

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: শুক্র, ২৫/০৭/২০০৮ - ৫:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নেট এর যন্ত্রণা নাকি উইন্ডোজ বিশ্ঠার ভারে আমার কম্পুখানাই গেছে, সেইটা এখনো ধরতে পারতেছি না। কোনো এক পেজে টিবি দিয়া এক পশলা ঘুমের শট মাইরা উইঠা আবার দ্বিতীয় টিবি দেই। এমনেই চলতাছে, চলবো কতোদিন সেইটাও বুঝতে পারতাছি না।

কালকে রাতে তাইরে নাইরে নাই করে ঘরে ফিরে এমএসএনে লগ ইন করছি ব্যাক এন্ডে। ফ্রন্ট এন্ডে চিন্তা করতেছিলাম নানান গ্যাড়াকলে পইড়া অনেকদিন ছাই-ভষ্ম কিছু লেখা হইতেছে না। কী লেখা যায় এই নিয়া যখন ভাবতেছিলাম ঠিক সেই মুহূর্তে ব্লগার্টুনিস্ট সুজন্দা দিলো টোকা। কয়, 'সচলায়তনের ব্যানরে ঐ ব্যাটা এমনে হা কইরা রইছে ক্যান'!

সুজন্দার ঐ কথা শুইনা উড়মান আমি পড়লাম টুক্কুশ কইরা মাটিতে পইড়ে গেলাম। "কন কী দাদা, আপনে বানান নাই তাইলে! চামে চামে দিলাম আমার দোস্তের ঘাড়ে দোষ চাপাইয়া। এই ব্যাটাই নিশ্চই বানাইছে খামখাম টাইপের এই মুখ!"

শুনে সুজন্দা বলে, টু মুখপোড়াস আর বেইকিং পটেটো হোয়াইল সচলায়তন ইজ অন ফায়ার- এইটা ট্রান্সলেশন করতে! পরীক্ষায় কমন পড়ার খুশিতে জাম্প দিয়া মাটিতে নাইমা আসি। তখন আবার দেখি আড্ডাবাজ খোঁচায়। আমি কই, দাদা কোবতে লেখি! বলে শোনাও। শোনাইলাম। সুজন্দা বলে, বাকীটা কই? আমি কই লেখতাছি। কয় লেইখা ব্লগে দিয়া দ্যাও। আমি কই, জো আজ্ঞা!

তো সেই থাইকাই নিদারুণ চেষ্টা করতেছি আমার কোবতেখানা জনগণের সমীপে প্রকাশ করার। কিন্তু পরে খেয়াল হইলো পান্ডুলিপি তো নাই আমার, ব্লগে দিমু ক্যামনে! তখন খিয়াল হইলো, হিমু প্রমুখ দূর্মুখেরা আমাদের কান ঝালাপালা করে নানান পদের গান অডিও করে খাওয়ায়। আমি কেনো আমার কোবতেকে নয়াস্টাইলে ভিডিও আকারে উপস্থাপন করবো না!

ইউটিউবের হাতে পায়ে ধইরা ৩১ মেগার ভিডিও খানা আপলোডাইলাম ঠিকই মাগার দেখতে আমি নিজেই পাই না। ক্যান পাইনা সেই গল্পই প্রথমে করতেছিলাম। চাক্কা ঘুরে তো ঘুরেই। (কোনো সুহৃদয় ব্যক্তি বিশাল ফাইলরে পুচকী বানায়া ইউটিউবে দেওয়া পন্থা জানাইলে বাধিত হইতাম!) ইস্নিপসে তুলতে গেলাম, কয় সন্দিহান ব্যাপার স্যাপার। আমার নিজের কম্পুতে করা ভিডিও ক্যামনে সন্দিহান হয়, বুঝলাম না!

দেখতে পারা যাক আর না যাক ভিডিওখান শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যেহেতু কোবতেখান আমি ল্যাখছি, তাই জগদ্বিখ্যাত হওয়ার চান্স অনেক বেশি। কেউ অটোগ্রাফ নিতে চাইলে এখনই চাইতে পারেন। পরে আমি বিখ্যাত হইয়া গেলে কৈলাম আর চান্স পাইবেন না, এই আমি কয়ে দিনু!

যদি ইউটিউবে না চলে তবে,
ভিডিওটা ডাউনলোড করা যাবে এখান থেকে
এর জন্য অবশ্য flv প্লেয়ারের দরকার হবে যা ডাউনলোড করা যাবে এখান থেকে


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ধুরো মিয়া, বেশ একটা ভাবের আবেশে চোখ পিটপিট করতেছিলাম লাস্টে আইসা দিলেন তো সব চটকায়া ... ঠিকনা ঠিকনা দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

ধুসর গোধূলি এর ছবি

- ভাই আপনে কোন বাত্তি দিয়া নেট সার্ফ করেন? এতো তাড়াতাড়ি ভিডিওটা দেইখা ফেললেন! চিন্তিত
আমার এইখানে বাফার হৈতে হৈতেই তো রাইত কাবার হৈয়া যায়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

বাকি দুইজন ঘুম গেলে ৩০০-৫০০ কেবিপিএস (বড় বি কইলাম) ডাউনলোড পাই, নাইলে ২০০ এভারেজ ... খারাপ না কি কন? দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

ধুসর গোধূলি এর ছবি

- আমি আর কি দৌড়ের উপরে আছি, আপনের নেট তো দেহি আমার চাইতেও বেশি দৌড়ায়! চলুক

কোবতে কেমন হৈছে বস? আর সাউন্ডটা! কোবতে দেওয়ার ভিডিও তরিকাটা কিমুন! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

কোবতে তো বুঝি না, অকাট মূর্খ ... তয় সাউন্ডটা ভালো ...

পোস্টের তরিকাটা আরো ভালো ... চিন্তা কর্তাছি এখন থেকে এমনেই পোস্টামু কিনা দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

ধুসর গোধূলি এর ছবি

- কোবতে কি আর আমি বুঝি কিংকু!
গদ্যাকারে লেইখা কাট পেস্ট মাইরা দিছি, কোবতে হৈয়া গেছে। দেঁতো হাসি

হ, পোস্টান। আইডিয়ার লাইগা বারো টাকা টিনের বাক্সে ফেলায়া যাইয়েন কৈলাম! (অবশ্য আপনের লাইগ্যা কিঞ্চিৎ ছাড়। কবে জানি কৈতাছিলেন আপনের শ্যালিকা বিদ্যমান!) চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জিফরান খালেদ এর ছবি

কে জানি আমারে কইসিলো কোবতের ফিল্ডে ব্যাট চালাবে না কোনোদিন? (একটু পরে লিঙ্ক দিতাসি)

হালার বেইমান সব...

কাউরে বিশ্বাস নাই...

আর, পোস্ট ভাল হইসে... কবিতা হইসে কোনোরকম... মন থেকে সাধুবাদ দিতে পারতেসি না... বুকে ব্যাথা করতেসে...

বেঈমানে দুনিয়াটা গেল...

ধুসর গোধূলি এর ছবি

- লিংক দেওনের কাম নাই ভাতিজা। বিশ্বাস করছি। হাসি

কোবতে কোনোরোকম হৈছে তাতেই আমি খুশি। দেঁতো হাসি
বাংলায় শব্দের যে কতো আকাল সেইটা কোবতে লিখতে গেলে টের পাওন যায় মনে হয়। আমি হৈলো খাবলিং এন্ড ফিটিং পদ্ধতি অনুসরণ করছি। মানে একটা শব্দ খাবলা দিয়া ধরছি আর আইনা ফিট কইরা দিছি। এই হৈলো আমার কোবতে! দেঁতো হাসি

তয় মিউজিকটা কেমুন লাগছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

সাউন্ডট্র্যাকটা ভাল্লাগছে, কইত্তে মারছেন?

ইস্টিশনের ছবি দেইখা মন কিঞ্চিত স্যাঁতস্যাত কর্তাছিলো, ক্যান কমুনা হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

ধুসর গোধূলি এর ছবি

- হৈ মিয়া, কোলা-ফান্টা খাইছেন নি?
প্রশ্ন করি এক জায়গায় উত্তর দেন আরেক জায়গায়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জিফরান খালেদ এর ছবি

ঐ মিয়া, আস্তে কন! সাইডে চাপেন... কবিতা লিখার ফর্মূলা এইভাবে কয় নাকি কেউ? অকবি কুকবি সব্বাই লিখবো এহন...

মিউজিক শালীগো কুসুমকোমল শইল্যের লাহান হইসে।

প্যাটেন্ট লয়া লন। আমারে কিছু পার্সেন্ট ছাইড়েন।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ধূসর গোধুলির নাম মহাকবি রাখা হোক। এটা শুধু কোবতেই হয় নাই। মহা কোপ্তা হয়ে গেছে। জয়তু মহাKOBI ধূসর গোধুলি!

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

ধুসর গোধূলি এর ছবি
অ্যানোন এর ছবি

হা হা হা।
এমন মাধুরী, ক্লিওপেট্রা, মার্গারেট, মুনমুনের তরে ofu ব্যবহার করা খুব অন্যায় হয়েছে! ডস খেয়েছিলাম, আপনার উদ্দেশ্য সফল হয়েছে ১৫০%। সকালটা শুরু হলো খুব করে হেসে। ধন্যবাদ হাসি

ধুসর গোধূলি এর ছবি
থার্ড আই এর ছবি

উইন্ডোজ বিশ্ঠার ভারে আমার কম্পুখানাই গেছে

খূবই মজাক পাইলাম।
আর বাইছা বাইছা এইসব ভিডিও আপনার কপালে জুটে ?
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধুসর গোধূলি এর ছবি

- ভিডিও জুটলো কই থার্ডু, জুটাইলাম তো নিজেই। ভাবতাছি কপিরাইট প্যাটেন্ট লমু ভিডিওটার, আইডিয়াটারও! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

থার্ড আই এর ছবি

কবিদের ফাঁকিবাজি শিখাইতেছেন। এখনতো আর তাইলে কবিরা পার্কে, জঙ্গলে আর ইস্টিশনে র বেঞ্চিতে বইসা কবতে লেখবোনা। আপনার ভিড্যু দেইখাই কবতে লেইখ্যা ফালাইবো!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অ্যানোন এর ছবি

ডজি সিস্টেম, নাম দিয়েছিলাম 'ভোতা', পাবলিশ হয়েছে কোথাকার কি। ধুত্তুরি।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍হিন্দি ফিল্মের নায়িকারা বাদে আর কোনও মেয়েরে বালা পান না, মনে হয়। চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

সত্যি বলতে কি কবিতা প্রকাশের এহেন ধরন আমার কাছে একদম নতুন। ভাল তো হয়েছেই, তবে কিছু সমালোচনা করি--

কবিতার শুরুটা দারুণ হয়েছে, কিন্তু শেষের একটু আগে এসে কেন যেন হালকা করে ফেলেছেন। মনে হয় "খ্যাতা পুড়ি" টাইপের শব্দগুলো মানানসই হয়নি। আর একদম শেষে এসে তো হাসতে হাসতে মরি -- এই ছিল আপনার মনে, হা হা ....

আচ্ছা ভিডিওটা কে বানাইছে? আপনি? ভালো জিনিস হয়েছে। সত্যিই।

ধুসর গোধূলি এর ছবি

- সত্যি বলতে সিরিয়াস করেই শুরু করেছিলাম। পরে দেখি বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। তাই ঐরকম ইউটার্ণ মারতে হয়েছে। হাসি

সমালোচনা মনে ধরেছে। কিন্তু কিছু একটা তো পুড়তে হবে। মাথায় খ্যাতা এসে গেলো, লাগিয়ে দিলাম। শব্দের দীনতা বা দৈন্য থাকলে যা হয় আরকি!

ভিডিওটা বানিয়েছে মুভিমেকার। আমি খালি তাফালিংটুকু করেছি। দেঁতো হাসি
পরিশেষে আপনাকে দারুণ একটা প্রকৃত ধন্যবাদ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুমন চৌধুরী এর ছবি
দ্রোহী এর ছবি

অনেকদিন পরে আইলাম এই পোস্টে!!!!!! এইটা চোখ এড়াইয়া গেছিল।

দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা মহাকবি গোধূলির কোবতে খানা চালু করার পরই মনে হল এতসব রসের কথা কোন মাইয়ারে কইবো না। কইলে বড়জোর সিগারেটরে কইবো।

কোবতের শেষে এসে তাই দেখলাম! আমি দেখি নস্ত্রাদামুস !!!!!!!!!!!

তয় ...........বদ্দার মতই কই - হেব্বি অইছে!!!!!!!!!!!!


কী ব্লগার? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- যান মিয়া, নেক্সট ইলেকশনে আপনের মেম্বরী খতম!
আমার পোস্টে ঢুঁ মারেন "অনেকদিন পরে"।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

মাঝে আমি কয়দিন নিরুদ্দেশ ছিলাম। সেই ফাঁকে আপনার এই সিনেমাখানা ঢাকা-নারায়ণগঞ্জসহ সারাদেশে মুক্তি পেয়ে গিয়েছিল। আমি যখন সচলায়তনে আবার লগ ইন করলাম ততোদিন এই সিনেমা ঢাকার হলগুলো থেকে সরাসরি পঞ্চগড়ের হলে ট্রান্সফার হয়ে গেছিল। তাই পঞ্চগড় গিয়ে দেখে আসতে হল।

মেম্বরী খতম হইলে কী আর করা। চেয়ারম্যান পোস্টে হিমুর বিরুদ্ধে লড়ুম।


কী ব্লগার? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- এইত্তা কী কন মেম্বর? মাথায় কীড়া হৈছে নি? চিন্তিত

হিমু'র লগে লৈড়া সুবিধা হৈবো না। চেয়ারম্যানের চেয়ার ওর মাপে বানানো। আপনেরে গ্রাম পরিষদে ঢুকামু। খাড়ান মজলিশে সুরায় দেহি কী ডিসিশন হয়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৌরভ এর ছবি

হেহে.. মেম্বারের চেয়ারম্যান হওয়ার সখ হইসে।


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- আমগো লগে শালি লৈয়া দিগদারী কর্ছে, দিমু নি গ্রাম সরকারে পোস্টিং দিয়া! কিন্তু কথা হৈলো তাইলে মেম্বরী কারে দেওন যায়!
হযু কমিশনারও তো রেগুলার না। গম তো পরে চেয়ারম্যানেই সব খাইয়া লাইবো! চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ভূঁতের বাচ্চা এর ছবি

শ্যাষ পর্যন্ত সিগারেট নিয়া কোবতে লিখলেন দাদা !
তবে যাই বলেন উপস্থাপনা কিন্তু জোস হইছে।
পরেরবার পূর্ণ্যদৈর্ঘ্য কবিতে লিখলে যদি আপনি একটু কষ্ট কইরা আবৃত্তি কইরা দিতেন তাইলে কিন্তু জোস হইত। মনে রাইখেন কইলাম। আর আপনার কাছে তো অনেক গুলান অটোগ্রাফ পাওনা আগে থিকাই, অটোগ্রাফ দিয়া স্ক্যান কইরা পাডায় দিয়েন কইলাম।
স্লাইডশো করার জন্য ছবিগুলার বাছাই কিন্তু মচৎকার হইছে।
আপনি গান দিবেন সেই কথা কিন্তু এখনো মনে আছে, ভুলিনাই ভুলিনাই !

--------------------------------------------------------

ধুসর গোধূলি এর ছবি

- এ যাবৎ কয় মণ গব্যঘৃত ঢালছেন শুনি! চোখ টিপি
আমি আবৃত্তি করলে আপনের পিসির স্পীকার ফাইট্টা ধুমা বাইরাইবো মিয়া। পরে আবার আমারে ধরবেন জরিমানা দেয়ার লাইগা। বুঝি, সবই বুঝি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

wow ধু-গো ভাই চমতকার! চমতকার! চমতকার!
খুব সুন্দর হাততালি
স্লাইড গুলো সুন্দর, মিউসিকটাও সুন্দর, কোবতেও ভাল চলুক
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

"অচল আনি" এর ছবি

জব্বর হইছে ..................নয়া তরিকায় কোবতে প্রকাশ।
ইয়া হাবিবি!!
http://www.youtube.com/watch?v=33p_Fdu8eM4

ধুসর গোধূলি এর ছবি

- ভাইরে লিংকের লাইগা আপনেরে জাঝা ।
এক্কারে লারেলাপ্পা জিনিষ এইটা। বহুত খুঁজছি! দেঁতো হাসি

ইয়া হাবিবি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রাফি এর ছবি

চার মিনিটের কবিতা দেখার লাইগা ২০ মিনিট বসাইয়া রাখলেন।

এমন করলে আপনার লগে আর খেলুইমইনা.. যান.
---------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

ধুসর গোধূলি এর ছবি

- ভাই, আপনে এমনে বললে কিন্তু আমিও খেলুম না! মন খারাপ

আপনে তো তাও কুড়ি মিনিটে দেখতে পারছেন। আমি তো নেটে দেখতেই পারলাম না অখনো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

লুৎফুল আরেফীন এর ছবি

প্রথম প্রথম মনে হচ্ছিল, আরি, এই লোক তো সিরিয়াস দেখা যাচ্ছে!!!

এরপর সব ঠিক দেঁতো হাসি

ভালো থাকুন। আরো কবিতা লিখুন।
সিনেমা বানান। আপনার নেটের অবস্থা ভালো হয়ে উঠুক, এই কামনা করি।

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

ধুসর গোধূলি এর ছবি

- আরেফিন ভাই আপনে নেহায়েৎই সু-জন ভাই।
আগে কোনো রকম 'সিরিয়াস' ল্যাখা ল্যাখার টেরাই মারলেই জনগণ আইসা জানান দিয়া যাইতো।
"হেহ হেহ ধুগো সিরিয়াস ল্যাখা ল্যাখছে!" ল্যাখা আর পড়তো না কেউ!

এই শরমে এবং গরমে, দুঃখবোধের চরমে সিরিয়াস ল্যাখা আর লেখি না। পারিনা যে সেইটা নাহয় উহ্যই রাখলাম চোখ টিপি । তয় আপনে যে শেষমেশ "ঠিকাছে" কৈছেন তাতেই এই অধম আদম খুশি। দেঁতো হাসি

তা ভাই বলছিলাম কি, কানকথায় শুনলাম আপনারো নাকি শ্যালিকা আছে। বলছিলাম, আমি কিন্তু পুলা খারাপ না। চেয়ারম্যান মেম্বর, দুয়েরই সাট্টিফিকেট আছে। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দ্যাখতে না পারলে ক্যামনে কি !!!

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত এর ছবি

দ্যাখতে না পারলে ক্যামনে কি !!!

তয় কোবতে খানা ভাল হয়েছে দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাই আমার যা নেটের স্পীড, ভয়েই আর "কোবতা"খানা ওপেন করলাম না! মন খারাপ

রায়হান আবীর এর ছবি

দ্যাখতে নাপার্লে ক্যাম্নে কী...

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

ধুসর গোধূলি এর ছবি

- দ্যাখতে না পারা জনগণের লাইগ্যা তো দিলামই অলটারনেটিভ। ঐটাতেও কাম না কর্লে আসলেই কেম্নে কী!
আমার তো পান্ডুলিপিও নাই যে কোবতেটা এইখানে লেইখা দিমু! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৌরভ এর ছবি

হ, প্রথম লাইনেই বুঝছি, শেষ দৃশ্যে কী আইবো।

স্বল্প বসনারা আহ্বান করে,,,,!!
আহ্হারে, কেউ একজন ওযুর পানি আগাইয়া দে পোলাটারে।


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- লোকজন আগে আগে বুইঝা ফেললে তো পিরোবলেম দেখি! চিন্তিত
আইজকা যেই গরম পড়ছে, ওযুর পানিতে কাম হৈবো না। পুকুর লাগবো, পুকুর! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৌরভ এর ছবি

বৃন্দা আফা ছাড়া আর ফন্ট নাই? ফন্টটা বদখত লাগছে। সোলায়মান চাচা না হোক, সিয়ামরুপালি আফারে তো ডাকা যাইতো। না হইলে অরূপ মিয়ার বিএনজি।


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- আমার পিসিতে সুলু চাচা ছাড়া আর কাউরে রাখি নাই, খালি একটায় আরেকটার চুলে ধইরা টানে। এইটা ডিফল্ট আইসে। সুলুরে দিয়া দেখছিলাম, জুইত পাইনা চোখে। পরেরবার যদি এমন কিছু করি, তখন কিছুমিছু করোন যাইবো।

নিজের হাতে জীবনের পয়লা ভিডিও বানাইছি, তাও ইস্নিপ্স অডিও ফাইলটারে নিতে অস্বীকার করলো দেইখা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ঝরাপাতা এর ছবি

পুরা ফাউল। ২০ মিনিট ধইরা সাধনা শেষে দেখলাম --- ধুম্রশলাকা!! তবে কোবতের চাইতে কোবতে শেষের কোবতে বেশি ভাল্লাগছে........


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ধুসর গোধূলি এর ছবি
ঝরাপাতা এর ছবি

হা হা হা ।।। প্রথমে কবিতার খোঁজ খবর নিলেন তারপর আমার খোঁজ খবর নিলেন, অতপর লাইনে আইলেন।

নিকাহ করছেন নাকি!!

নিশ্চত পরের বার শ্যালিকা কয়জন জিজ্ঞেস করবেন।

ঢেকি স্বর্গে গেলে ও ধান ভানে, নাকি বলেন।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ধুসর গোধূলি এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।