জায়গীরনামার মোড়ক উন্মোচনের ছবি

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: রবি, ১৫/০২/২০০৯ - ৯:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজিজ মার্কেটের শুদ্ধস্বর থেকে বই নিয়ে এসেছেন সবজান্তা ।

IMG_1320

মোড়ক উন্মোচনের উপস্থিত থাকব । সবজান্তা, সবুজ বাঘ এবং আবু রেজা কে দেখা যাচ্ছে ।
IMG_1326

লোক জমেছে প্রচুর, কিন্তু প্রকাশক এখনো এলেননা । চিন্তায় পড়েছেন তাই লেখক । মুঠোফোনে প্রকাশকের সাথে যোগাযোগের চেষ্টা ।
IMG_1328

অবশেষে এলেন সস্ত্রীক প্রকাশক ।
IMG_1329

নজরুল ওরফে দেলগীর ভাই, সাথে নুপুর ভাবী ।
IMG_1344

লিটল-ম্যাগ চত্ত্বরে শুদ্ধস্বরের স্টলে বসেছে সবজান্তা আর সবুজ বাঘ ।
IMG_1330

সাক্ষাতকার দিচ্ছেন আহমেদুর রশীদ ।
IMG_1339

নজরুল মঞ্চে, যেখানে মোড়ক উন্মোচন হবে ।
IMG_1359

একবার পরিকল্পনা ঝালিয়ে নিচ্ছেন মাহবুব লীলেন আর আহমেদুর রশীদ ।
IMG_1363

অনুষ্ঠান শুরু হয়েছে ...
IMG_1374

বক্তব্য রাখছেন প্রকাশক ।
IMG_1389

জায়গীরনামা সম্পর্কে দুটি কথা বলছেন মাহবুব লীলেন ।
IMG_1379

জায়গীরনামার মোড়ক উন্মোচন করলেন আমজাদ হোসেন ।
IMG_1398

মোড়ক উন্মোচনের পর খুশি প্রকাশক ।
IMG_1426

লেখক ও প্রকাশক ।
IMG_1434

এবং লেখকের সাথে এই অধম ।
IMG_1435


মন্তব্য

পলাশ দত্ত এর ছবি

প্রথমবার জানতে পারছিলাম কবে উন্মোচন হবে বই। পেছানোর পর আর জানতে পারলাম না! টুটুল ভাইকে আজকে ওই সময়ের কাছাকাছিই কি ফোন করছিলাম আমি? মন খারাপ
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অতন্দ্র প্রহরী এর ছবি

ছবিগুলো দারুন!

* সবজান্তার কোমর কি খুব ব্যথা করছিল? চোখ টিপি
* নজু ভাই কী ক্যামেরা দেখলেই পাগলা হয়ে যান?! অ্যাঁ
* টুটুল ভাইকে পুরা হাল্কের মতো লাগছে সবুজরঙা ছবিটাতে খাইছে
* শেষ ছবিতে মনে হচ্ছে জলিল ভাই ডাকাত সর্দারের কবলে পড়েছেন দেঁতো হাসি

এনকিদু এর ছবি

সবজান্তার কোমরে ব্যাথা না, হাতে ব্যাথা । বই বহন করে আনতে হাত ব্যাথা হয়েছে । কোমর দিয়ে হাত মালিশ করছে ।

নজু ভাই আসলে অন্য সময় পাগল থাকেন, ক্যামেরা দেখলে একটু পাগলামি থামে ।

টুটুল ভাইকে উদ্ধার করার জন্য মেলায় বিডিআর ডাকা হয়েছে, এখনো সে আসে নাই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

অনেক মানুষ।

=============================

এনকিদু এর ছবি

তোমরা ছাড়া । আসো না কেন ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আফসোস। থাকতে পারিনি...

এনকিদু এর ছবি

আমারো সেই আফসোস ... অনেকেই থাকতে পারলেন না । অনেকে পেরেও থাকলেন না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এটাই বুঝলাম... নজরুল (মঞ্চ) ছাড়া গতি নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি

আবার কয় । ভাগ্যিস আপনি মঞ্চটা বানাইছিলেন । তবে মঞ্চের উপরে আপনার যে পিতলের আবক্ষ মূর্তিটা আছে, তার সাথে আপনার এখনের চেহারা মিলে না । ছোটকালের ছবি দেখে মনে হয় বানিয়েছে, তাই না ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রেনেট এর ছবি

চমতকার ছবি এবং পোস্ট। এঙ্কিদু ভাইকে উত্তম জাঝা!
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এনকিদু এর ছবি

ধন্যবাদ রেনেট ভাই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এটাই বুঝলাম... নজরুল (মঞ্চ) ছাড়া গতি নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

একনিদুকে অসংখ্য ধন্যবাদ। জলিল ভাইকে আবারো অভিনন্দন ।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

এনকিদু এর ছবি

হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সবজান্তা সব জায়গায় ক্যান? এনকিদুর দোস্ত বইলা? হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সবজান্তা এর ছবি

কই মন খারাপ

জলিল ভাইয়ের ছবি আমার চেয়ে বেশি চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

এনকিদু এর ছবি

আরে আরে কয় কি । আপনারা সবাই তো আমার দোস্ত ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ধুসর গোধূলি এর ছবি

- সবজান্তার ডাইনে তো বুঝলাম গিরিন টাইগার বাট বাম দিকে এইটা কোন টাইগ্রীস?

নজু ভাইয়ের লগে আমার একটা জাগাতে মিলে। ক্যামেরার দিকে তাকাইলে আমার মুখচুখ অটোমেটিক বেসাইজ হয়া যায়। ক্লিপ লাগায়াও সিধা রাখতে পারি না। মন খারাপ

টুটুল ভাইরে 'সেইরম' লাগতাছে। তয় জলিল মামু'র উদ্বিগ্নতা স্পর্শ করছে আমারেও।
জায়গীর নামার জন্য অনেক (আবারো) শুভ কামনা জলিল মামু।

[অটোগ্রাফ সহকারে একটা বই শেলফে তুইলা রাইখেন, এই গরীব হানা দিবো কইলাম বইটার লাইগ্যা]
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এনকিদু এর ছবি

ঐটা টাইগ্রিস না, উইফ্রেটিস ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আবু রেজা এর ছবি

দারুণ তো!!!
হৈ হৈ কান্ড,রৈ রৈ ব্যাপার!!!
.......................................
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

এনকিদু এর ছবি

হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আহমেদুর রশীদ এর ছবি

ঘোলা কাচেঁর ক্যামরা দিয়া এনকিদু দেখছি ভালোই ছবি উঠায়। আপনারে ২৮ তারিখ পর্যন্ত অফিসিয়াল ক্যামেরাম্যান নিয়োগ দেয়া হলো।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

এনকিদু এর ছবি

আছি, সাধ্যমত চেষ্টা করুম । অ্যাডভান্স পাইলে সাধ্য বাড়বে চোখ টিপি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

প্রকৃতিপ্রেমিক(অফলাইনে) এর ছবি

দারুণ লাগলো পড়ে।

বাঘমামাকে ভেবেছিলাম কালো মতো একটা মানুষ গায়ে সবুজ ছোপছোপ দাগ, কিন্তু এতো দেখি ফর্সা! একনিদুকে ভেবেছিলাম ছোট একটা পিচ্চি টাইপের হবেন হয়তো। কিন্তু একী!

জলিল ভাইকে বুড়া কেউ ভেবেছিলাম। ইনি তো খুরশিদ আলমের মত দেখতে। নজু ভাইয়ের সব ছবিই এরকম (ঘটনা কী?)

প্রকাশকের ভারী আর সবজান্তার পন্ডিত মার্কা চেহারা আগেই দেখছিলাম, তাই মন্তব্য নেই।

এরপর একটা দীর্ঘশ্বাস। আহারে কতকিছু মিস হয়ে গেল।

এনকিদু এর ছবি

পড়ে দারুন লাগল ? আমিতো পড়ার চাইতে দেখার জিনিস বেশি দিয়েছিলাম । যাক গে, ভাল লেগেছে জেনে খুশি হলাম ।

আপনি মনে হচ্ছে ব্লগীয় গতিপ্রকৃতির প্রথম সূত্রটা জানেননা অথবা মনে রাখতে পারেননি । সূত্রটা হল, কারো লেখা ব্লগ পড়ে তার রং-রূপ-আকার-আকৃতি সম্পর্কে কোন ধারনা তৈরী করা যাবে না ।

সূত্রটা আমিও জানতাম না । প্রথম বার সচল আড্ডায় যেয়ে শিখেছি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নুরুজ্জামান মানিক এর ছবি

ছবিগুলো হয়েছে গুল্লি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

এনকিদু এর ছবি

ধন্যবাদ হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কীর্তিনাশা এর ছবি

ছবিগুলো তুমুল চলুক

দুঃখ একটাই আমি থাকতারলাম না মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

ধন্যবাদ


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি

ছবি আসলে হওয়া উচিত এমনঃ

ধূমায়িত কলম হাতে মাটিতে শায়িত প্রকাশকের উপর একটা পা তুলে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ানো লেখক।

কিংবা পাত্রদের ভূমিকা উল্টানো যেতে পারে। ধূমায়িত মাইক হাতে প্রকাশক ...


হাঁটুপানির জলদস্যু

এনকিদু এর ছবি

লেখক না হয়ে লেখিক হলে এই দৃশ্যটা জমত ভাল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শেখ জলিল এর ছবি

ছবিগুলো দারুণ! সাথে মন্তব্যগুলোও মজার।
ধন্যবাদ এনকিদু।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

এনকিদু এর ছবি

হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।