আবারও ভারত বনধ, ১৫ মার্চ - পোস্টার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৬/০৩/২০১২ - ৪:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

কোনভাবেই কমেন্ট এ পোস্টার গুলোর লিঙ্ক দিতে না পেরে পোস্ট আকার এ দিলাম।

স্যাম

ছবি: 
08/24/2007 - 2:03পূর্বাহ্ন
08/24/2007 - 2:03পূর্বাহ্ন
08/24/2007 - 2:03পূর্বাহ্ন

মন্তব্য

ধূসর জলছবি এর ছবি

চলুক

উজানগাঁ এর ছবি

বাহ্ ! সুন্দর হয়েছে পোস্টারগুলো।

মাহমুদ.জেনেভা এর ছবি

ভালো হয়েছে!
আরেক টু জ্বালাময়ি হলে ভালো হতো!
[কোন বিচিত্র কারনে আমার মনে হয় এটা যিনি করেছেন উনি আর্কিটেক্ট! ফটোগ্রাফার হলে তাজা রক্তের ছাপ ছাপ থাকতো ঃ একান্তই আমার নিজের ভাবনা]

দ্রোহী এর ছবি

দারুণ সব পোস্টার!!!!!!!

স্যাম এর ছবি

ধন্যবাদ সবাইকে! এখানে আপ্লোড করার পর রংগুলো কেমন যেন হয়ে গেল মন খারাপ - ফ্লিকার এ ঠিক আছে (এর থেকে জ্বালাময়ি চোখ টিপি ) - কিন্তু লিঙ্ক দিতে পারছিনা - হিমু ভাই কোনটা এপ্রুভ করলে ফেসবুক বা অন্য মিডিয়ায় ব্যবহার উপযোগী করা যেতে পারে

হিমু এর ছবি

আমি অ্যাপ্রুভ করার কেউ না রে ভাই। আপনি তো নকশা করেই দিয়েছেন, যার যেটা খুশি ব্যবহার করতে থাকুন। তবে তৃতীয়টাতে "১৫ মার্চ" দূর থেকে চোখে পড়ে না, তাই প্রথম দুটো বহুল ব্যবহৃত হতে পারে।

স্যাম এর ছবি

হুম! ঠিক আছে।

আমি শিপলু এর ছবি

উত্তম জাঝা!

অতন্দ্র প্রহরী এর ছবি

দুর্দান্ত! চলুক

ধুসর গোধূলি এর ছবি

আপনার ফ্লিকারের ফটোস্ট্রিম থেকে ছবিতে ক্লিক করলে যে লিংকটা খোলে, সেই লিংকটা/গুলো এখানে দিয়ে দেন, মন্তব্যে।

অন্যকেউ এর ছবি

ভালো হয়েছে, স্যাম। চলুক চলুক

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

প্রথমটা দারুণ। এগুলা বেশি রেজুলুশনে নামাবার ব্যবস্থা থাকলে ভালো হয়।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

আপনার শেয়ার করা তিনটা পোস্টারকে নিয়ে টাইম লাইনের কভার ফটো বানালাম। এখানে শেয়ার করে গেলাম যাতে অন্যরাও ব্যবহার করতে পারেন।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ছবির লোকেশনে যেতে পারছি না। হাইপারলিংকড না, এখান থেকে সেইভ করলে কভারের জন্যে সাইজটা ঠিক থাকছে না সম্ভবত।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

এই লিঙ্কটা থেকে একটু চেষ্টা করে দেখবেন?

http://www.facebook.com/photo.php?fbid=10150579091706549&set=a.10150301134436549.334648.570126548&type=1

সত্যপীর এর ছবি

অসাধারন। অসাধারন। চোখ আটকে যাবার মত পোস্টার।

..................................................................
#Banshibir.

মোহন এর ছবি

পোস্টারে ১ দিনের জন্য এর আগে "অন্তত" বা "কমপক্ষে" শব্দটি যোগ করা উচিত বলে মনে হয়।

কিম্ভূত এর ছবি

আপনার পোস্টারগুলো দারুণ! বিশেষ করে ২নং টা। উত্তম জাঝা!

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

আমাকে স্যাম মেইল করে অনুরোধ করেছেন পোস্টার গুলোর ফ্লিকারের লিঙ্ক সংযুক্ত করতে। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে লিঙ্কগুলো যুক্ত করছি।

পুনশ্চ: মূল পোস্টারগুলো 669 x 1024 । এখানে দেখার সুবিধার জন্যে পিক্সেল কমিয়ে দিয়েছি। তবে ডাউনলোড করলে বড়টাই দেখতে পাবেন।

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

পিক্সেল মনে হয় কমেনি চিন্তিত

স্যাম এর ছবি

অনেক অনেক ধন্যবাদ নিয়াজ ভাই - আমি কোন কমেন্ট এই লিঙ্ক পেস্ট করতে পারছিলামনা - লিঙ্ক অপশন এ সব ঠিক মত দেয়ার পর - সংরক্ষন ক্লিক করার পর মেসেজ আসে "---- প্লিজ কমপ্লিট ওয়ার্ড ভেরিফিকেশন বিলো" - কিন্তু কোথাও ওয়ার্ড ভেরিফিকেশন এর কিছু দেখিনা - আগে যেমন একটা বক্স থাকতো - এনিওয়ে ধন্যবাদ আবারও - অনেক সময়েই দেখেছি মুল পোস্ট এর চাইতে কমেন্ট অনেক ভাল হয় - আবার ও প্রমাণ পেলাম হাসি চোখ টিপি

মাহিন এর ছবি

প্রথমটা সুন্দর হয়েছে বেশী

স্যাম এর ছবি
চরম উদাস এর ছবি

দারুণ চলুক

প্রৌঢ় ভাবনা এর ছবি

ধন্যবাদ, খুব ভাল কাজ হয়েছে।

কুমার এর ছবি

খুব ভালো হয়েছে পোষ্টারগুলো। হাততালি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক চলুক


_____________________
Give Her Freedom!

আয়নামতি এর ছবি

চলুক

মেঘা এর ছবি

২য় পোষ্টারটা খুব চমৎকার হয়েছে। ফেসবুকে এটা দিতে চাই। সবাই এক সাথে তাদের প্রোফাইল পিকচার আর টাইম লাইন কভার ছবিতে ব্যবহার করলে অনেক দ্রুত সচেতনতা তৈরী করা সম্ভব হবে বলে আশা করি।

নিটোল এর ছবি

সুন্দর হয়েছে পোস্টারগুলো। চলুক

_________________
[খোমাখাতা]

বৃষ্টির রঙ এর ছবি

পোস্টারগুলো গুল্লি আমি তো প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছি । অনেক ভালো একটা আইডিয়া। আরো বিস্তৃত করা দরকার। অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

স্যাম এর ছবি

পোস্টারগুলো হিমু ভাই এর লেখার সাথে থাকলে ভাল হত - মূল ব্যপারটা ভারতবিরোধীতা নয় - বিদ্বেষ নয় - ভারত এর ভুমিকা আমাদের মুক্তিযুদ্ধে অতুলনীয় - কিন্তু বন্ধুর অন্যায় ও অন্যায়ই - বাপের অন্যায় ও তাই - ওই লেখাটায় এবং হিমু ভাই এর আগের লেখাটায় খুব পরিস্কার ভাবে বলা আছে -পোস্টার এ কিন্তু অতটা নাই-হয়ত সম্ভব ও না- কিন্তু এবারের প্রতিবাদটা একটু জোরেশোরে হওয়া উচিত - ছড়িয়ে থাকা আমাদের সব কথাগুলো সহ একটা পোস্ট হলে খুব ভাল হত - শেয়ার করতেও সুবিধা হত - ১৫ই মার্চ এর পর ফলোয়াপ ও চাই - সবাই আইডিয়া শেয়ার করুন - গতবার ঘরে প্রতিবাদ টা করতে পেরেছিলাম এবার আরেকটু এগোতে চাই---- এভাবে আস্তে আস্তে চলুন মাথা উচু করে দাড়াই!

তানিম এহসান এর ছবি

চলুক চলুক

Joy Imran এর ছবি

দারুন হইছে ।

আরিফ_শ্রাবন এর ছবি

ভাইজান অনুমতি না নিয়াই ফেবু তে পোস্ট করে দিলাম। সাথে আছি চলুক

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
আবির এর ছবি

ওসাদারান উদ্যোগ,কিন্তু শুধুমাত্র একদিন নয় আশাকরি আমরা প্রতিদিন ভারতীয় পণ্য ও সেবা বর্জন করতে পারব। পোস্টার গূলা ওণেক সুন্দর হৈছে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

স্যাম, আপনার এই পোস্টারগুলো ১৫ মার্চের কার্যক্রমের প্রচারণামূলক কাজে ব্যবহার করা যাবে ধরে নিচ্ছি। সবক্ষেত্রে কৃতজ্ঞতা স্বীকার করার ব্যবস্থা না থাকলে সমস্যা আছে কিনা জানালে ভালো হয়। ধন্যবাদ আপনাকে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

স্যাম এর ছবি

ব্যবহার করলেই কৃতজ্ঞ থাকব হাসি প্রচারণাটা অনেক বেশী হওয়া প্রয়োজন ---

স্যাম এর ছবি

@যাযাবর - খুব ই দুঃখিত - উপরের কমেন্ট টি ভুল বুঝতে পারে অনেকে - আমি বুঝাতে চেয়েছি - ব্যানার গুলো ব্যবহার করলেই কৃতজ্ঞ থাকব - কৃতজ্ঞতা স্বীকার করার কোন প্রয়োজন নেই চোখ টিপি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অনেক ধন্যবাদ। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

হাসনাত মিলন এর ছবি

কিন্ত শুধু ১৫ই মার্চেই কেন? আজ ১৩ই মার্চ, হাতে আছে ২ দিন। প্রচারের জন্য এবং ব্যাপকতার জন্য ১৫ই মার্চ সংশোধন করে... সপ্তাহের অন্তত একদিন এটা পালন করা উচি্ত; এভাবে প্রচার করা হলে মনে হয় আরো ভালো হতো। এটা আমার একান্ত মতামত।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।