হায়রে ঠোলা আপনভোলা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৭/১২/২০১২ - ১০:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটা জিনিস খুব ভালো পায় দেশের সকল ঠোলাই
দুবলা শিকার পাইলে বাগে ইচ্ছা মত ধোলাই!
ছাত্র পেলে পিটায় পুলিশ, শিক্ষকেরে মারে
সাংবাদিকের নাগাল পেলে চামড়া ছুটায় ছাড়ে

ঠোলার কাছে সকল সমান পুরুষ কি বা নারী
কথার আগে চালায় পুলিশ পাছায় লাঠির বাড়ি
লীগ বলেন আর বিএনপি কন, ঠোলার বাড়ি ছাড়া
কোনো দলই পায় না দিতে গদির উপর পাড়া
বৃটিশ আমল থেকেই মামু আমজনতার যম
নরম পেলে গরম হতে পুলিশ পারঙ্গম
চোরডাকাত আর সন্ত্রাসীদের পায় না ছুতে টিকি
আমজনতার সঙ্গে পুলিশ চক্ষু রাঙ্গায় ঠিকই
থানায় গেলে হয়রানি হয়, না গেলে হয় আরো
পুলিশ তুমি আমজনতার পুটকি খালি মারো
কিন্তু কয়েক সপ্তা ধরে রক্তলোলুপ ঠোলা
স্বভাব ভুলে হঠাৎ কেন এমন আপনভোলা?
ঢাকাই ছবির নায়ক ছাড়া ঠোলার গায়ে হাত
তোলার সাহস আছে, দেশে কেমন সে বজ্জাত?
জামাত শিবির সামনে পেলে পুলিশ কেন চুপ
কোথায় থাকে তখন তাদের আজরাইলের রূপ?
গান্ধীবাদী নম্র হয়ে খাচ্ছে তারা মার
ঠোলার গায়ে আগুন দিয়ে শিবির পগার পার!
ইচ্ছা মত দিচ্ছে ঘুষি অস্ত্র নিল কেড়ে
হাসছে জামাত হাসছে শিবির ঠোলার গোয়া মেরে
মন্ত্রী মখা বলছে ঠোলা থাকবে সহনশীল
যতই মারুক জামাত এসে ঠোলার থোতায় কিল
শিবির এসে ঠোলার গালে যতই বসাক চড়
অন্য সে গাল ফিরিয়ে দিবে শান্তি কবুতর
পুলিশ থেকে পায় না রেহাই তাজউদ্দীনের নাতি
সেই ঠোলাকে জামাত শিবির হোগায় মারে লাথি
বেতার এবং অস্ত্র কেড়ে পিটিয়ে তুলে ছাল
তবুও ঠোলা রা কাড়ে না, এমন কলিকাল!
পুলিশ তুমি ভয় পেও না, আস্থা রাখো ঠিক
তোমায় এসে বাঁচিয়ে দিবে দেশের পাবলিক!
রাস্তাঘাটে ধোলাই খেলে আওয়াজ দিও ভাই
আমজনতা সজাগ, জামাত রক্ষা তোদের নাই।

(হাড্ডি খিজির)


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তোফা তোফা... এটা সচলে আপনার দ্বিতীয় লেখা?

রাতঃস্মরণীয় এর ছবি

উত্তম জাঝা!

চালিয়ে যান, দুটো ছড়াই চরম ভালো লেগেছে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ত্যাঁদড় এর ছবি

চলুক

অরফিয়াস এর ছবি

ওয়াহ ওয়াহ, ক্যায়া বাত, ক্যায়া বাত !!!! গুরু গুরু

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তানজিম এর ছবি

আপনার ছড়ার হাত তো দেখি দুর্দান্ত মশাই ! পর পর দুই বলেই ছক্কা !!!

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলতে থাকুক আপনার জ্বালাময়ী ছড়া।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

স্যাম এর ছবি

তুখখার!!! শয়তানী হাসি

চরম উদাস এর ছবি

আরে জটিল হাততালি

অতিথি লেখক এর ছবি

সেইরকম!!! গুরু গুরু

ফারাসাত

স্বপ্ন হীন এর ছবি

আমজনতা সজাগ, জামাত রক্ষা তোদের নাই।

চলুক গুল্লি

কুমার এর ছবি

চমৎকার।

কড়িকাঠুরে এর ছবি

আরে চালান চালান... হাততালি

পুতুল এর ছবি

সরকারের কী উদ্দেশ্য সেটা জানে কেবল সরকার। মার তো খাচ্ছে শুধি পুলিশ না, পুলিশের নকরীদাতা জনগনও। এই বেন্মাগুলারে সরকার কেন এত পাত্তা দিচ্ছে কিছুতেই বুঝতে পারি না!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সত্যপীর এর ছবি

হোতায়ালা খিজির হোতায়ালা।

শিবির ও শূকরের ছড়া সিরিজ জারি থাকুক। এই ট্যাগ "শিবির বা শূকরের ছড়া" ও রাখতারেন।

..................................................................
#Banshibir.

সাফিনাজ আরজু এর ছবি

শিবির ও শূকরের ছড়া সিরিজ জারি থাকুক। এই ট্যাগ "শিবির বা শূকরের ছড়া" ও রাখতারেন।

চলুক

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সাফিনাজ আরজু এর ছবি

গুল্লি
চলুক আরও আসুক, পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অতিথি লেখক এর ছবি

অসাধারণ, লগ ইন করতেই হলো। দ্বিতীয় কিস্তি! সিরিজটা চালান।

স্বয়ম

সজল এর ছবি

খাইছে, দুইটা ছড়াই ভয়াবহ রকমের ভালো

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

অনার্য সঙ্গীত এর ছবি

সচলে অসামান্য প্রতিভাবান ছড়াকাররা আছেন। সচলে বাংলাদেশের বাংলাভাষার সেরা ছাড়াকাররা আছেন। কিন্তু গুরুদের গুরু রিটন ভাই ছাড়া কেউ এখন লেখেন না।
আপনি সচলে ছড়ার খরা ঘুচাবেন সেই আশায় রইলাম।

লেখা প্রসঙ্গে: অতি অসাধারণ। কিন্তু শেষটা জমেনি। পাঞ্চ পেলাম না। হাসি

আরো আরো আরো লিখুন।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ঈপ্সিত আর চম্পাকলি এর ছবি

আপনি তো দারুন ছড়াকার। চালিয়ে যান। থেমে যাবেন না যেন।আপনার ছড়া পড়ে মাথায় ছোড়ার পোকা নড়ে উঠছে।

ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমার কাছে কিন্তু শেষটা ভালো লেগেছে। শেষ বিচারে পুলিশ আমাদের রাষ্ট্রযন্ত্রের অংশ, প্রজাতন্ত্রের রক্ষক, জনগনের সাহায্যকারী, আইন-শৃঙ্খলারক্ষাকারী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ অনেক, কিন্তু পুলিশ ছাড়া আমাদের চলবে না। পুলিশের মধ্যে কিছু বরাহ যে নেই তা নয়। তবে বাকি পুলিশদেরকে বরাভয় আমাদেরকেই দিতে হবে।

আমরা ন্যায়ের রক্ষক পুলিশের পাশে আছি। একটা বরাহ রাষ্ট্রের যে পদেই আসীন থাকুক আমরা তার বিরুদ্ধে আছি।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কীর্তিনাশা এর ছবি

পাংখা হয়া গেলাম আপনার গুরু গুরু

ছড়া লিখা হোতায়ালান জামাত শিবির ছাগুরে
ছন্দকলায় দেখায়া দেন আপনে কত ঘাগুরে !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

হাড্ডি খিজির, আপনার ছড়ার ব্যাপারে মন্তব্য নিষ্প্রয়োজন। একটা অনুরোধ করি। কয়েকটা জুতসই শ্লোগান বানান তো। অনেক দিন হয় মনমতো নতুন শ্লোগান পাচ্ছি না।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্যাম এর ছবি

চলুক হাততালি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সম্ভাবনাময় প্রতিভাবান একজন ছড়াকার পেলাম আমরা!

পুলিশ তুমি ভয় পেও না, আস্থা রাখো ঠিক
তোমায় এসে বাঁচিয়ে দিবে দেশের পাবলিক!
রাস্তাঘাটে ধোলাই খেলে আওয়াজ দিও ভাই
আমজনতা সজাগ, জামাত রক্ষা তোদের নাই।

এই বক্তব্যে আরো কিছু ছত্র আসলে ভালো হত বোধ হয়!


_____________________
Give Her Freedom!

যুমার এর ছবি

চলুক

হিমু এর ছবি

চলুক!

কৌস্তুভ এর ছবি

মামা আপনে ঘ্যামা দেঁতো হাসি

অমি_বন্যা এর ছবি

আপনার ছড়াগুলো বেশ মজার হচ্ছে। সিরাম , চালিয়ে যান হাড্ডি খিজির ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চলুক

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

লুৎফর রহমান রিটন এর ছবি

হাততালি

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

তানিম এহসান এর ছবি

চলুক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।