সেন্টমার্টিন ভ্রমণঃ ছবি ব্লগ-১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৯/১২/২০১২ - ৪:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সেন্ট মার্টিন। নীলাভ স্বপ্নের দ্বীপ। গত সপ্তাহে তিন বন্ধু মিলে গিয়েছিলাম সেন্ট মার্টিন। বাংলাদেশে এত সুন্দর একটা দ্বীপ আছে না দেখলে বিশ্বাস করা কঠিন। চারিদিকে শুধু নীল আর নীল। ওপরে নীল আকাশ, নিচে নীল জল। যেন একটা নীল স্বপ্নপুরী। এই নীল মোহনীয় রূপ ক্যামেরার ফ্রেমে ধরার অপচেষ্টা করেছি মাত্র।

St. Martin's Islandটেকনাফ থেকে সেন্টমার্টিন গামী জাহাজে উঠার পথ।

St. Martin's Islandখাবারের আশায় জাহাজের পিছনে উড়ন্ত গাংচিল।

St. Martin's Islandঐ দেখা যায় সেন্টমার্টিন!

St. Martin's Islandনীলাভ সেন্টমার্টিন!

St. Martin's Islandসৈকত।

St. Martin's Islandপ্রবাল।

St. Martin's Islandপ্রবাল।

St. Martin's Island Fishing Boatরাঙ্গা তরনী।

 Fishing Boat মাতাল তরনী।

St. Martin's Islandনারিকেল বীথি ।

St. Martin's Islandশ্রেষ্ঠ ফুটবলার।

St. Martin's Islandসব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে... (ওয়ারফেইজ)

St. Martin's Islandসব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে... (ওয়ারফেইজ)

আমার অন্যান্যঃ
রাঙ্গামাটির পথে লো...
বান্দরবন-১: নীলগিরির পথে লো..
বান্দরবন-২: নীলাচল ও অন্যান্য
অবশেষে কক্সবাজার...
ইদ্রাকপুর কেল্লা : কালের সাক্ষী..
ঢোলসমুদ্র দিঘি : বিলুপ্তির পথে আরেকটি দিঘি

লালকমল
pronaya@yahoo.com


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

#অসম্ভব রকমের সুন্দর হয়েছে, অভিনন্দন আপনাকে লালকমল ভাই, শুভেচ্ছা অজস্র। উত্তম জাঝা!

#আসলেই দেখা হয় নাই চক্ষু মেলিয়া।।। উত্তম জাঝা!

#ভাল থাকুন।

আশরাফুল কবীর

লালকমল এর ছবি

মন্তব্য করার জন্য আপ্নকেও ধন্যবাদ।

প্রৌঢ় ভাবনা এর ছবি

দারুণ সব ছবি !

লালকমল এর ছবি

ধন্যবাদ।

তারেক অণু এর ছবি

আপনার পোস্ট খুব উৎসাহ নিয়ে দেখি সবসময়ই, কিন্তু এবার মনে হল ছবির ক্ষেত্রে আপনে নিজের প্রতি সুবিচার করেন নি, পাখির ঝাঁকের ছবিটা খেয়াল করে দেখুন- এটা কি আসলেই আপনার ক্যামেরার কাজ বলে মনে হয়?

ঘোরাঘুরি চলুক, চলুক ছবি এবং লেখা-

লালকমল এর ছবি

ধন্যবাদ বস। পাখির ছবিটা আসলেই খারাপ হয়ছে। আমি এটা দিতে চাচ্ছিলাম না। শুধু ভ্রমনের সিক্যুয়েন্স মানার জন্য এই ছবিটা দিয়েছি।
ভাল থাকবেন।

শাব্দিক এর ছবি

লেখা আর বর্ণনা আর একটু বেশি হলে ভাল লাগত। ছবি এককথায় অসাধারণ।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

লালকমল এর ছবি

শুধু ছবি পোষ্ট করা ছাড়া আর কিছুই পারি না।
ধন্যবাদ।

মনি শামিম এর ছবি

আপনার তোলা কয়েকটি ছবি দেখে মুগ্ধ হলাম। প্রথম ও শেষ ছবিটি অসাধারণ। নৌকোর ছবি দুটি মন ছুঁয়ে গেল। তবে আপনার ছবিতে রঙ খুব ভাল আসেনি, আলোটাও একটু ম্যাড়ম্যাড়ে মনে হয়েছে কিছু ছবিতে। সাগরপারে শেষ বিকেলের ছবির রঙ আর একটু গাড় হলে দেখতে ভাল লাগে। সামনে আরও ভালো ছবির প্রত্যাশায় রইলাম।

-মনি শামিম

লালকমল এর ছবি

ধন্যবাদ।

কিষান এর ছবি

সেন্ট মার্টিনস ঘুরে এসেছি। স্বর্গীয় জায়গা।

আপনার ছবিগুলো দারুণ লাগলো চলুক

লালকমল এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফাহিম হাসান এর ছবি

ছবিব্লগ চলুক। ফটোগ্রাফির প্রতি আপনার আগ্রহ আছে দেখে ভালো লাগল।

খাওয়া-দাওয়ার ছবি কই? আপনারা কিছু খান নাই? চোখ টিপি

মাধুকরী এর ছবি

কদিন আগে আমিও ঘুরে এসেছি সেন্ট মারটিন। তাই ছবিগুলো দেখে স্মৃতি রোমন্থন করলাম। অসাধারণ এক দ্বীপ । স্বপ্নের মত। আপনার ছবিগুলো অসাধারণ হয়েছে । বিশেষ করে নারিকেল বীথি আর খোলসচূর্নময় সৈকতের ছবি মন ভরে দিয়েছে । ফ্রেমিং খুব ভালো আপনার । ধন্যবাদ ।

অতিথি লেখক এর ছবি

ভাল লেগেছে ছবিগুলো। আমি কখনো যাইনি সেখানে, সামনে যাবার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছিনা। হয়ত দাঁত পড়ে যাবার কালে যেতে পারব। আপনার ছবিগুলোর সৌজন্যে ঘুরে আসলাম। ধন্যবাদ
- ব্যাঙের ছাতা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।