ফেইসবুক্তব্য

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ১৮/০৯/২০০৯ - ৯:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:


ফেইসবুকে স্ট্যাটাসে আবোলতাবোল হাবিজাবি লিখি। মাঝেমধ্যে দুয়েক্টা লাইক মারে দুয়েকজন। ভাব্লাম দুয়েক্টা তুলে দিই সচলে। কোনো জ্ঞানের কথা নাই। নেহায়েত ভাবনার ছিটমহল। লীলেন্দার কমকথার পোস্টের আব্দার প্রসঙ্গে এইগুলান জড়ো করার আইডিয়া মাথায় এলো।

  • বাসি তেহারি অনেকটা প্রাক্তনা প্রেমিকার মতোই। একটু যত্ন করে গরম করে নিতে পারলে আগের দিনের চেয়েও মনোহরা হয়।

  • পেঁয়াজ মিলবে রসুনের সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না ...

  • এ জীবন বার বার এসে শুধু নুরুমানিকের্বামহাত দেখিয়ে যায় মন খারাপ

  • বিদায় সাইফুর রহমান। যে দেশকে আপনি ডুবিয়েছিলেন, সেও ডুবাতে জানে।

  • প্রতি বছর আমার জন্মদিনে প্রিয় কারো মৃত্যু হচ্ছে। ২০০৭ এ মারা গেলেন তারাপদ রায়, ২০০৮ এ এহমাদ ফারাজ, ২০০৯ এ টেড কেনেডি। তাই এখন থেকে আমার প্রিয় রাজনীতিবিদ সাকাচৌ।

  • এই কয়দিন খাইলাম গরুর ভুনা মাংস, মুরগির গ্রিল, হাঁস ভুনা, কই মাছ, রুই মাছ, শুঁটকির ভর্তা, বেগুন ভাজা, মুড়িঘন্ট, পুঁইচিংড়ি, বদ্দারহাটের তেহারি, মনির হোসেনের খিচুড়ি, আউগুস্টিনার বিয়ার, হালিম, পুডিং, চকলেট ... আর আজ ... হায়, ডিম ভাজতে যাইতেসি এখন ... বলো আলেয়া, কার শাড়ি দিয়া চোখ মুছি?

  • পরের ইস্ত্রির কথা করিলে চিন্তন, আপন ইস্ত্রির দুঃখ থাকে কতক্ষণ?

  • টোনা কহিল, টুনি, পিঠা করো। টুনি কহিল, দুবাই যামু ট্যাকা দে, ট্যাকা দে দুবাই যামু ...।

  • সকালে উঠিয়া আমি মনে মনে বলি, হায়রে সুখের দিন, কোনখানে গেলি?

  • টোনা কহিল, টুনি, পিঠা কর। টুনি বলিল, এইসব নিম্নবর্গীয়পনা ছাড়ান দে রে ছ্যারা।

  • টোনা বলিল, টুনি, পিঠা করো। টুনি বলিল, ইউ ওয়ান্ট ফ্রাইজ উইদ দ্যাট?

  • টোনা কহিল, টুনি, পিঠা করো। টুনি কহিল, কেনু কেনু কেনু?

  • টোনা বলিল, টুনি, পিঠা করো। টুনি বলিল, ফাক ইউ মাদাফাকা!

  • এই বুড়ো বয়সে এসে শেষ পর্যন্ত উপলব্ধি কর্তেসি, আভি তো ম্যায় জওয়ান হুঁ !!!

  • কিছু কিছু লোক সর্বদাই অন্যের পেছনে আঙুল দিয়ে পরীক্ষা করে, সেখানে গু আছে কি না। খোদার কী ইশারা, তাদের কখনো হতাশ হতে হয় না। আর এই কারণেই, তারা থামে না। মঞ্চায় বলি, ওরে, ড়্যান্ডম স্যাম্পলিং করেও কি বুঝতে পাল্লি না, যে পেছনে আঙুল দিলে গু-ই পাবি, জ্যামজেলি পাবি না?


মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

বিপ্রতীপ এর ছবি

উত্তম জাঝা!
হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ পড়ে যেরকম মজা পেতাম সেরকম মজা পেলাম...
আপনার জন্য ডানহাতের বুড়ো আঙ্গুল চলুক খাইছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

অতিথি লেখক এর ছবি

আর একজন কে পাইলাম যে বইটা পড়েছে। আমি আমার এই বয়সে বইটা দুইবার কিনেছি শতবার পড়েছি একবার ও পুরানো মনে হয় নাই।
একটা হয়ে যাক কি বলেন
"মানুষ সিংহের প্রশংসা করলেও ইঁদুরকেই বেশি পছন্দ করে"- হুমায়ুন আজাদ।

পোস্টের জন্য অনেক ধন্যবাদ। প্রথমটাতো চরম !

গরীব
সাউথ কোরিয়া।

রণদীপম বসু এর ছবি

কিছু মনে করবেন না, হুমায়ুন আজাদের প্রবচনটা শুদ্ধ করে দিচ্ছি-

প্রবচন ১ :
'মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।'
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনীক আন্দালিব এর ছবি

হা হা হা! হাসতে হাসতে শেষ। সবচেয়ে বড়ো ঝাটকা খেলাম টোনাটুনির কথোপকথন পড়তে পড়তে। শেষে এমন ঝাড়ি দিবে টুনি, এটা ঘুণাক্ষরেও ভাবি নাই!

হিমু ভাই, আরো কিছু স্ট্যাটাস পড়তাম চাই!

মাহবুব লীলেন এর ছবি

হ ভাইজান
ঠিক এই রকম কথাগুলো জড়ো করার জন্যই কিংবা পড়ার জন্যই আমার মনে হয়েছে সচলের দেয়ালের একপাশে একটা অনুপোস্ট ঝোলানো যেতে পারে

এক লাইন দুই লাইন

কমেন্ট্ও তাই

হিমু এর ছবি

রোজ সকালে এক চামচ করে পদ্মমধু খান বস! আদা দিয়ে একটু কাঁচা ছোলা ... তারপর কয়েক্টা আণ্ডা। পাঁচতলা সিঁড়ি বেয়ে ওঠেন নামেন কয়েকবার। ছয় সাত কেজির একটা ডাম্বেল কিনে পাম্পান। দুই হাতে। রণদার ইয়োগা পোস্ট থেকে সোজা দেখে এক্টা বাইছা কিছুক্ষণ ইয়োগান। টেনশন লৈয়েন্না একদম। ঝুইলা পড়েন ... আমরা তো আছিইইইইইই!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

দ্রোহী এর ছবি

ডাহুক পাখি বাদ গ্যালো তো। বিয়ের কয়েকদিন আগে আশরাফ ভাইরে দেখতাম ময়মনসিংহে ড্রাইভার পাঠাতো ডাহুক পাখি সংগ্রহের জন্য।

মাহবুব লীলেন এর ছবি

ডিমআন্ডা খাইলে যদি লেখা যাইত তাইলে দুনিয়ার সবচে বড়ো লেখক হইত মোহাম্মদ আলী কিংবা টাইসন

নিদেন পক্ষে আমাদের নায়ক শাকিব

হিমু এর ছবি

আহ হা, খালি ভুল বোঝেন! লেখক হওয়ার জন্য কি খাইতে আর ব্যায়ামাইতে কই? এক্টা প্রিপারেশন লিতে হোবে না?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

পেন্সিলে আঁকা পরী এর ছবি

এই লেখায় স্ট্যাটাসবার্তা সময়ানুক্রমে সবথেকে নতুন থেকে পুরানের দিকে গেছে দেখি।

আপনি কি সব সেইভ করে রেখে দিছিলেন!ইয়ে, মানে...

-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

হিমু এর ছবি

সেইভ করার কাজটা ফেইসবুক করে। আমি শুধু কাটলাম আর সাঁটলাম।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ইশতিয়াক রউফ এর ছবি

আপনার নতুন নতুন বাংলা শব্দগুলো তুলে দেবেন না? চোখ টিপি

আর দুই রাত যাক, অধমের Resolution সংকলনও দিয়ে দেবো নে।

আপাতত খুব সম্প্রতি দেখা কিছু হুদা স্টেটাস দেখাই।

  • রাত ১২ টা,যা করতে গেলে বলো-করোনা করছি না... দাত দিয়ে নখ কাটছি না,অযথাই পা নাড়াচ্ছিনা... না বুঝেই ভাব মারছিনা ...বিশ্বাস করো,করছি না... ১২ টা ১,চেয়ে দেখ জানলা খোলা... তার চোখে জল,দৃষ্টি ঘোলা... আজ শুধু এ টুকুই বলা... শুভ জন্মদিন তোমার......

  • তোমা হতে দূরে সরতে গিয়ে পৃথিবী ছেড়ে যাবার মত কাপুরুষ আমি নই,তাই আমা হতেই দূরে চলে গেলাম....কিন্তু এতদিনের অদেখায়ও ভুলতে পারলাম কই?বরং আমিই অমানুষ হয়ে গেলাম!....হয়ত কাপুরুষরাই সুখী হয়!!

  • I threw my sword, I threw my shield.......Look, I m open to be hurt and killed......plunge my heart deep, hurl ur spear.......for, at least that will bring u near!!!

পেন্সিলে আঁকা পরী এর ছবি

প্রথম টা তো তপুর জন্মদিন গানের লিরিক হাসি
-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

হিমু এর ছবি

"তপুর জন্মদিন" আবার ক্যামঙ্গান?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

পেন্সিলে আঁকা পরী এর ছবি

ক্যামন গান মানে কি! "যাত্রি"র তপু, তার নতুন এল্বামের গান। গানের নাম জন্মদিন।
-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

হিমু এর ছবি

তো সেই গানে তপু কী বল্তে চায়?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধুসর গোধূলি এর ছবি
পরী [অতিথি] এর ছবি

দাদা, তুই'রেও কন চোখ টিপি

হিমু এর ছবি

ডানায় আগুন ধরাইয়া দিমু!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

পরী [অতিথি] এর ছবি

ডানাকাটা পরী চোখ টিপি

হিমু এর ছবি
পরী [অতিথি] এর ছবি

পোড়ানের লাইগা ডানা তো পাওন লাগবো। কাইট্যা ফালায়া দিছি বহুত আগেই।

হিমু এর ছবি

কাইট্যা ফালাইসেন নাকি ধইরা কাইট্যা দিসে কেউ?

ব্যাপার্না। ডানা না পাইলে ল্যাজে আগুন লাগাইয়া দিমু।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

পরী [অতিথি] এর ছবি

গা চুলকায় বৈলা নিজেই কাইট্যালাইছি।তাছাড়া মর্ত্যের পুলাপাইনের ডানাকাটা পরী নিয়া দেখি ফেটিশাছে। চোখ টিপি

ল্যাজ টা নিয়া টানাটানি না করলে হয় না?ঐটা দিয়া কান খুঁচাই

হিমু এর ছবি

ডানা থিকা সরেস দেইখা এক্টা পালক খুইলা রাখার কাম আছিল। তাইলে আরাম কইরা কাঞ্চুল্কাইতে পার্তেন। ব্যাপার না, লেজে আগুন লাগানোর পর কানটাও কাইটা লমুনি। কান নাই তো চুল্কানিও নাই।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

খেকশিয়াল এর ছবি

এতো কাটা পুড়া হিংসা হানাহানি কেনু? পেন্সিলে আঁকা তো.. রাবাট দিয়া মুইছালান

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

হিমু এর ছবি
পরী [অতিথি] এর ছবি

হিমুর চ্রম হিংসাত্মক হৃদয়। পরীর লগে এই কুল(স.) বা ঐ কুলে(ফে.) হানাহানির রাজনীতি না খেললে উনার প্যাটের বিরানী হজম হয় না।

পরী [অতিথি] এর ছবি

হিমুর চ্রম হিংসাত্মক হৃদয়। পরীর লগে এই কুল(স.) বা ঐ কুলে(ফে.) হানাহানির রাজনীতি না খেললে উনার প্যাটের বিরানী হজম হয় না।

স্পর্শ এর ছবি

মাহবুব আজাদের প্রবচন গুচ্ছ।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নূরুমানিকের্বামহাত দিলাম...
অনুপোস্ট চালু করেন... (তারপর দেখা যাবে কেউ আর পোস্ট দিতাছে না, সব অনু পরমানুতে ব্যস্ত)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রেনেসাঁ [অতিথি] এর ছবি

আমরা তিন ভাই প্রচন্ড সাহসী। একবার আমার এক ভাই বাঘের সাথে লড়াই করতে গেল।

তারপর, তারপর?

তারপর আমরা দুই ভাই!!!!!!!!

হিমু তুলনাহীন পুষ্ট

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

বাসি তেহারি অনেকটা প্রাক্তনা প্রেমিকার মতোই। একটু যত্ন করে গরম করে নিতে পারলে আগের দিনের চেয়েও মনোহরা হয়।

এইটা আমার কাছে সেরা লাগছে!! দেঁতো হাসি
---------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

মেহদী হাসান খান এর ছবি

টোনা বলিল, টুনি, পিঠা করো। টুনি বলিল, ফাক ইউ মাদাফাকা!

গড়াগড়ি দিয়া হাসি

খেকশিয়াল এর ছবি

"সময় পেরিয়ে যাচ্ছে, কাউকে প্রেগন্যান্ট হতে হবে" এর অন্তর্ভুক্তি নাই দেখে তীব্র ধিক্কার

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রণদীপম বসু এর ছবি

হা হা হা ! মারহাবা মারহাবা ! চলুক...
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুহান রিজওয়ান এর ছবি

আমি হিমু ভাইয়ের একটা স্ট্যাটাসের অংশ বিশেষ উদ্ধৃত কইরা কমেন্টাইসিলাম... মডুরা কী ওইটা সেন্সর কর্সে নাকী ??
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

এনকিদু এর ছবি

সবগুলাই দারুন, একটা আরেকটার থেকে ভাল । টোনাটুনির সিরিজটা মজা হইছে, আমি নিজেই এখন একটা ঝুলামু ।

টোনা কহিল, টুনি, পিঠা করো। টুনি কহিল, "আমারেই চাইট্টা খা"।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শাহেনশাহ সিমন এর ছবি

ভুল 'আমার্টা' হবে চোখ টিপি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অনার্য সঙ্গীত এর ছবি

আল্লারে... গড়াগড়ি দিয়া হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাইফ তাহসিন এর ছবি

বস, বিয়াফক আনন্দ ফাইলাম, স্টাটাস লাইভ দেইখাও অনেক আনন্দ পাইসিলাম, কিন্তু একসাথে পাইয়া মজাটা মনে হয় বেশি পাইলাম

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রেশনুভা এর ছবি
দুষ্ট বালিকা এর ছবি

একটার পরে আরেকটা... এভাবে বলতে গেলে বলতে হয়, চ্রম-চ্রমার-চ্রমেস্ট! দেঁতো হাসি মানিক ভাইয়ের দুইহাতই উনার পারমিশন ছাড়া দিয়া দিলাম! দেঁতো হাসি

---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

হিমু এর ছবি

হয়নাই। নুরুমানিকের্ডানহাত বলতে কিছু নাই। দিতে চাইলে দুইটা নুরুমানিকের্বামহাত দিতে পারেন।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

দুষ্ট বালিকা এর ছবি

কিন্তুক দুইখান বাম হাতে আপ্নের ফায়দা হবেকি? রাখবেন ক্যাম্নে? দেখতে ভালু/সৌন্দর্য লাগবেনাকিন্তুক, বইলা দিলাম!

----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

হিমু এর ছবি

নুরুমানিকের্বামহাত জিনিস্টা খুব এক্টা সুবিধার্না।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

দুষ্ট বালিকা এর ছবি

তাইলে কি এখন ডিসিশন চেঞ্জ করলেন?... চিন্তিত নিতে চাইতেসেন না ? আপ্নেরে আলকাতরা দিলে নিবেন?...বাম হাত না নিলে বরং ঐটাই দেই, বাঙ্গালিত্ব প্রমান করি চলেন!

--------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

হিমু এর ছবি

আলকাত্রা কিনে দিলে নিবো না কেনু? কিন্তু আপ্নি যদি মাগ্না কারো কাছ থিকা পায়া থাকেন, আর আমারে পাস করার তালে থাকেন তাইলে লমু না দেঁতো হাসি



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

দুষ্ট বালিকা এর ছবি

নিবেন্না? কেনু কেনু কেনু? নিয়ম অনুযায়ী আপ্নেরে যা দিমু সব হাসি হাসি মুখ করে নিতে হবে! আগে নিয়ম মানেন, পরে ভাইঙ্গেন!

--------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শাহেনশাহ সিমন এর ছবি

নুরুমানিকের্বামহাত

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অনার্য সঙ্গীত এর ছবি

হে হে হিমুবাই খ্রাপ কুব খ্রাপ হে হে দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ভ্রম এর ছবি

হাহা... টোনা টুনি সিরিজটা ফাটাফাটি!

হিমু এর ছবি

আরেকটা সিরিজ আছে, কোকারোগীর গান ... কিন্তু ঐটা বেশিখ্রাপ! তাই দিলাম্না।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

জি.এম.তানিম এর ছবি

পইড়াই যাইতেসি... (ফলিং না রিডিং...)

আরও দেন!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সাইফুল আকবর খান এর ছবি

টুনি বলিল, ফেইসবুক্তব্য তো একটার চে' আরেকটা জট্টিল!- পিঠা তাইলে কোনটা দিয়া করমু রে ছ্যারা?! চোখ টিপি

(উত্তম জাঝা!)

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অমিত এর ছবি

গণলাইক দিয়া গেলাম

_প্রজাপতি এর ছবি

চরম মজা লাগলো আপনার সংকলন, আরো চাই ।

---------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

হিমু এর ছবি

এইটা তো আমার গত কয়েকমাসের কুড়ানো নুড়ি। এইরাম পোস্ট আরেক্টা লিখতে লিখতে আগামী বছর ...



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধুসর গোধূলি এর ছবি

- তোর কষাকথন সিরিজ নিয়াও একটা পোস্ট নামা খাদেম আলি। আসল জিনিষ তো নামে না, মনোকষ্টই নামা। আমরা পইড়া বিয়াফক মজা লই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

টেনশন লৈস্না। আসল জিনিস নামলে ঠাণ্ডা হওয়ার আগেই গ্রমাগ্রম পায়া যাবি।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সাধু এর ছবি

আমার কাছে আলেয়া, ছাকাচৌ আর শেষের ড়্যান্ডম স্যাম্পলিং এর জোকটা অসাধারন হয়েছে । এত বেশী পরিমানে হাসিনি বহুদিন । অসংখ্য ধন্যবাদ । আচ্ছা, চরম মাত্রার পলিটিকাল কমেডি, মানে খাস দেশজ পলিটিক্স নিয়ে কিছু আশা করতে পারি কি ! আবারও অনেক ধন্যবাদ ।।
সাধু ।
ইমেইল :

দ্রোহী এর ছবি

দিক্কার। গরমাগরম স্ট্যাটাস মেসেজগুলা নাই দেখে দিক্কার।

পোস্টে "ধূসর গোধূলির বাম হাত"।

চশমাওয়ালি এর ছবি

আপনার লেখা পড়ে বরাবরের মত এইবারও মজা পাইলাম। চশমাওয়ালি নামে আমার কোন ফেইসবুক একাউন্ট নাই থাকলে অবশ্যই আপনার 'ফেইসবুক বাড্ডি' হতে চাইতাম।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

ঝিনুক [অতিথি] এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
হাহাহাহাহাহা
চরম মজা পাইলাম।।

সমুদ্র এর ছবি

দেঁতো হাসি :D

"Life happens while we are busy planning it"

ভুতুম এর ছবি

টোনা বলিল, টুনি, পিঠা করো। টুনি বলিল, ফাক ইউ মাদাফাকা!

টুনিরা এমনই হয় (দীর্ঘশ্বাস) ।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

সিরাত এর ছবি

Mobile e 5 rupi bill uthaiya khuija poira nilam. Miss hoile afsos, bujhen na.

Ei 'kenu kenu kenu'ta classic!দেঁতো হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

লোকজন কত্ত খ্রাপ কি সব চ্রম চ্রম পুষ্ট দেয়।

-------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।