বিব কিনে দাও

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ১০/০৭/২০১৩ - ৫:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ওগো পাশের বাড়ির বালা
তুমি বাঁধালে এক জ্বালা
তুমি চলতে ফিরতে ঝরিয়ে গেলে এই মুমিনের লালা

তোমার সুডৌল ঐ গতর,
তাও রয় না ঢাকা সতর
তায় তিন্তিড়ি জ্ঞান করায় লালা ঝরছে মুমিন শত'র

আমি রোজ সুবা আর শামে
কাবু যাই হয়ে কালঘামে
যখন রাস্তা ধরে আস্তা আস্তা লেড়কিগো ঢল নামে

যেন তিন্তিড়িবন চলে
ঐ জেনানাদের ঢলে
আমি বয়রা হয়ে যাই যে আপন লালার কলকলে

তোমার জন্যে হতভাগী
আমার আল্লামা যায় রাগি
তারে বসানো বেশ কষ্ট যদি একবার ওঠে জাগি

তুমি রও না কেন ঘরে?
স্বামীর চেয়ার টেবিল 'পরে?
তুমি বাইরে গেলে সে সব নিয়ে যায় যদি তস্করে?

তোমার একটা মোটে ছানা
আর একশো টাল বাহানা
খালি জন্মনিয়ন্ত্রণের বেলায় আহ্লাদে আটখানা

তুমি ছাড়বে না আর বাড়ি
ওরে বেলাল্লা বদ নারী
তোমায় পড়লে চোখে সারাটা দিন করতে কি কাম পারি?

তোমার মুমিনমারা ফন্দি
ছেড়ে বাড়িতে রও বন্দী
আর রাস্তাঘাটে আমরা একটু দ্বীন-দুনিয়ায় মন দি'

যদি এ প্রস্তাবে রাজি
নও, তাহলে বদ পাজি
আমার গলায় বাঁধার জন্যে একটা বিব কিনে দাও আজই।


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

তোমার জন্যে হতভাগী
আমার আল্লামা যায় রাগি
তারে বসানো বেশ কষ্ট যদি একবার ওঠে জাগি
কস্কি মমিন! গুল্লি

লাইনে আছি হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ঈয়াসীন এর ছবি

মাত্র ঘুমানোর চিন্তা ভাবনা করছিলাম। দিলেনতো ঘুমের বারোটা বাজাইয়া। পরে ঘুমামু, এখন একটু গড়াগড়ি কইরা হাইসা লই। গড়াগড়ি দিয়া হাসি

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

কৌস্তুভ এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি

সুজন চৌধুরী এর ছবি
আয়নামতি এর ছবি

হো হো হো উত্তম জাঝা!

সুর বসিয়ে গেয়ে ফেলুন এটা।

কৌস্তুভ এর ছবি

ভুট দিলাম

হিমু এর ছবি

র‍্যাপ হতে পারে। চেষ্টা করে দেখবো পরে।

সাফি এর ছবি

রাপ না একটা ধিতান ধিতান বোলে ভাব আছে।

হিমু এর ছবি

কী রে আল্লামা সাফি, আছিস কীরাম?

অকুতোভয় বিপ্লবী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

র‍্যাপ হলেই বেশি ভাল হবে দেঁতো হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমার কাছে বুড়ার 'কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা'র মতো সুর লাগছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অগ্নির এর ছবি

আমিও ভুট দিলাম । গান চাই । রোজায় ইসলামী প্রেমের গান বাজামু ।

রিসালাত বারী এর ছবি

"ভট দিলাম" দেঁতো হাসি

রিসালাত বারী এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

গান হোক, গান হোক।

ইয়াসির আরাফাত এর ছবি

অতি উত্তম প্রস্তাব

আয়নামতি এর ছবি

হোক র‍্যাপ হোক হাততালি

অতিথি লেখক এর ছবি

কোনক্রমে সুজনের মন্তব্য কাপি করে চিপ্টে দিলাম, আর পারলামনা।
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি হাহহাআহহাহাহাহহা
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
আর হিমু-দাদা, এইটা গান হইতেই লাগব। লাগবই লাগব।
- একলহমা

ত্রিমাত্রিক কবি এর ছবি

হো হো হো আপনে অদ্ভূদ! একটা লালাদানি গলায় ঝুলানো আর অবস্থায় আপ্নেরে কল্পনা করতেছি শয়তানী হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

হো হো হো

ফাহিম হাসান এর ছবি
Emran  এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গুল্লি

সত্যপীর এর ছবি

দিলের লালা কি বিব দিয়া যাইব? লাগব সোকিং আন্ডারওয়্যার খাইছে

..................................................................
#Banshibir.

অগ্নির এর ছবি

ডায়াপার হইলেও ভালো হয় ।

অতিথি লেখক এর ছবি

নামট চরম হইছে।
আর কন্সসেপ্ট পুরাই উদাসীয় চরম!!
দেঁতো হাসি

--------------
সুবোধ অবোধ

সত্যপীর এর ছবি

ট্যাগ "দলছুট ০ শফী ১" গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

..................................................................
#Banshibir.

ত্রিমাত্রিক কবি এর ছবি

দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

অতিথি লেখক এর ছবি

রবীন্দ্রনাথ আর জীবনানন্দের যোগ্য উত্তরসূরি গুরু গুরু হাততালি হো হো হো অফ টপিকঃ কুকিল ফিচারিং কালার খবর কি?
ইসরাত

হিমু এর ছবি

আপনি রবীন্দ্রনাথ, জীবনানন্দ আর আমি, তিনজনের ওপরই অবিচার করলেন। কুকিল ফিচারিং কালা আসবে যথাসময়ে। ধন্যবাদ।

মহুয়া  এর ছবি

ইয়েস বাঘ মামা, ইয়েস!!! দারুন । পড়তে পড়তে "আমার রাত জাগা পাখি" গানটার মত করুন সুর ভেসে আসছিলো মনে। গুরু গুরু গুরু গুরু

সবজান্তা এর ছবি

দিব্য দৃষ্টিতে দেখতে পেলাম লাখে লাখে হেফাজতি গলায় বিব বেঁধে মতিঝিলে জিহাদ করতেছে গড়াগড়ি দিয়া হাসি

সাফিনাজ আরজু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গুল্লি গুল্লি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

দুষ্ট বালিকা এর ছবি

লা হাওলা! গড়াগড়ি দিয়া হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

ধ্বংস হয়ে গেলাম।

কল্যাণ এর ছবি

লালা নিয়ে দু দু বার করে এইসব করা ঠিক না। আপনারা লাইনে আসুন। হয় এক্কাপ লালা নিয়ে কাজে লেগে পড়ুন অথবা তেঁতুল বর্জন করুন ইয়ে, মানে...

গান হোক চলুক

_______________
আমার নামের মধ্যে ১৩

অকুতোভয় বিপ্লবী এর ছবি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

তানিম এহসান এর ছবি

দেঁতো হাসি

তানিম এহসান এর ছবি

ওরে! বরকত নেমে আসছে আজকে সচলে! গুল্লি গুল্লি

হেফাজত তোমার নাম কি? তেঁতুল পরিচয়!

অকুতোভয় বিপ্লবী এর ছবি

১। হেফাজত তোমার নাম কি? চুকায় পরিচয়।
২। শফি তোমার কাম কি? লালায় পরিচয়।
৩। মুমিন তোমার নাম কি? বিবে পরিচয়।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

স্যাম এর ছবি

হাহহহাহহাহহহাহহাহহাহা

গুল্লি গুল্লি
শয়তানী হাসি কোলাকুলি উত্তম জাঝা!
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি শয়তানী হাসি

যদি এ প্রস্তাবে রাজি
নও, তাহলে বদ পাজি
আমার গলায় বাঁধার জন্যে একটা বিব কিনে দাও আজই

আপাতত এইটা দিয়ে ঠেকান-

অকুতোভয় বিপ্লবী এর ছবি

চলুক

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অকুতোভয় বিপ্লবী এর ছবি

একটা কার্টুন করার থিম পেয়ে গেলাম আর কি শয়তানী হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

স্যাম এর ছবি

কার্টুন কই? রেগে টং

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
গজব পড়লে কিন্তুক বিব দিয়া ঠেকাইতে পারবেন না... সময় থাকতে লাইনে আসুন

খেকশিয়াল এর ছবি

ধ্বংস! ধ্বংস! ধ্বংস! শয়তানী হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রায়হান আবীর এর ছবি

গুল্লি

রাত-প্রহরী এর ছবি

এইটা কি লিখলেন হিমু?
আপনিতো ভয়ংকর টু দি পাওয়ার ইনফিনিটি। শয়তানী হাসি
তেঁতুলখোর লালাবাজ এর উপর থেকে রাগটা নামছিলোনা।
আমার মনের জ্বালাটা মনে হয় আপনি জুড়িয়ে দিলেন। গুরু গুরু

------------------------
কামরুজ্জামান পলাশ

অতিথি লেখক এর ছবি

ভয়াবহ। শফির পরবর্তি ওয়াজ। মতিঝিলের নেক্সট হেফাজতি জমায়েত হবে বিব কিনে দেয়ার দাবিতে।
স্বয়ম

মনি শামিম এর ছবি

গুল্লি গুল্লি

আপনি পারেনও ভাই। একটা গান বেঁধে ফেলেন!

রাতঃস্মরণীয় এর ছবি

গুল্লি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সুমাদ্রী এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

sabeka এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

তারানা_শব্দ এর ছবি

যদি এ প্রস্তাবে রাজি
নও, তাহলে বদ পাজি
আমার গলায় বাঁধার জন্যে একটা বিব কিনে দাও আজই।

গড়াগড়ি দিয়া হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

কাজি মামুন এর ছবি

তোমায় পড়লে চোখে সারাটা দিন করতে কি কাম পারি?

আসলে কামের লালায় লুট পুট করতে করতেই দিন গড়িয়ে রাত! কামের দুনিয়ায় যারা কামবান, তাদের কামের কমতি হয় না। চাইলেই কামিয়াব হওয়া যায়।

সেইরকম লিখেছেন, হিমু ভাই!

কী কমু এর ছবি

নির্বাচনে জিতে বিজয় সভায় পাশে বসে থাকা এসলামী শিফনে ঢাকা খালেদা জিয়া আর তারেক জিয়ার স্ত্রীর দিকে তাকিয়ে লালা ঝরাচ্ছেন শফী, ভাবতেই গা কেমন করছে।

কোবতেটা আল-লালা শফীকে শোনানো যায় না?

রামগরুড় এর ছবি

আর গানের ব্যাকগ্রাউন্ডে কোরাস, "লালা... লালা.. লা লা লা..."

আবার টার্গেট অডিয়েন্সের ব্যপারটা চিন্তা করে গানটা কাওয়ালী ঘরানার করা যাইতে পারে।

রামগরুড় এর ছবি

আরেকটা সংযোজন, গানের কয়েক ছত্র পর পর (ব্যাকগ্রাউন্ডে) র‍্যাপ ঘরানার লিরিকও বসানো যাইতে পারে, র‍্যাপ লিরিকটা মূলত হবে এরকম --

"শাদি করতে মন চায়...
কুট ম্যারেজ করতে মন চায়...
নিকাহ করতে মন চায়..."

র‍্যাপ ছত্র গুলোকে আরো বৈচিত্রময় করার জন্য "ইয়ো", "ইয়াহ", "ইয়ে" ইত্যাদি ধ্বণাত্মক শব্দমালা বসানো যাইতে পারে, কিংবা কয়েকজন গ্রুপি জেনানা দিয়ে কোরাস আকারে গাওয়ানো যাইতে পারে।

তাপস শর্মা এর ছবি
তারেক অণু এর ছবি

তোমার মুমিনমারা ফন্দি গড়াগড়ি দিয়া হাসি

মরুদ্যান এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ফয়সাল ইজা এর ছবি

হিম্ভাই অণু ভাই কইলো আপ্নে মুমিন মারার (ঈমান নষ্ট করবার) ফন্দি আঁটছেন।

হে হে হে মুমিন মারা এত্তো সহজ না খাইছে মুমিন মরলে শহীদ হয় আর কেতাবে আছে শহীদের মিত্তু নাই দেঁতো হাসি

সুহান রিজওয়ান এর ছবি

লাইক আ বস !!

হিমু এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ।

ক্লোন৯৯ এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

কবিতায় 'তেঁতুল' নাই কেন ? তেঁতুলের অনারে অধমের তিন লাইন দেঁতো হাসি

তুমি তেঁতুল সমই টক
লোভে জিভ করে লকলক
আছে তোমায় দেখে সব মমিনের লালা ঝরার হক

হিমু এর ছবি

তিন্তিড়ি

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

সাংঘাতিক ! সংস্কৃত তিন্তিড়িই যে বাঙলা তেঁতুল জানতাম না !!! মন খারাপ

রণদীপম বসু এর ছবি

আগামীতে বিব-গার্মেন্টসের সম্ভাবনা তৈরি হইতেছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কড়িকাঠুরে  এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গুল্লি
গুরু গুরু ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গুরু গুরু
গুল্লি

______________________________________
পথই আমার পথের আড়াল

রানা মেহের এর ছবি

এইসব কোথথেকে পান রে ভাই?
গড়াগড়ি দিয়া হাসি

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অতিথি লেখক এর ছবি

হা হা হা হা---

আমারও প্রশ্ন- তেতুল কৈ? আর সুর দিলে জব্বর হবে, করা যায় না?

-এস এম নিয়াজ মাওলা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

উপযুক্ত সুর পেলে এটা দারুণ গান হতে পারে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।