কেরামতি

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ১১/০৭/২০১৩ - ৫:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছেলেটা আমাদের স্কুলে ক্লাস সিক্সের ফার্স্ট টার্ম পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে ভর্তি হয়েছিল। ইংরেজীর ক্লাস চলছিল, রঞ্জন স্যার ক্লাস নিচ্ছিলেন। রবিন আর ঝন্টু বেঞ্চের উপর একে অন্যের কান ধরে দাঁড়িয়ে ছিল, আর মাথা নীচু করে কুটকুট করে হাসছিলো। আর আমরা হাসছিলাম ডেস্কের তলায় মুখ গুজে। স্যার একখানা রামধমক দিবেন এমন সময় হেডস্যার একটা ছেলেকে নিয়ে ক্লাসে ঢুকলেন। ঢুকেই রবিন আর ঝন্টুর দিকে তাঁর বিখ্যাত ভ্রু উলটানো হাসি দিয়ে একটু দেখলেন। রঞ্জন স্যার গদ্গদ মুখে এগিয়ে আসলে হেডস্যার আমাদের দিকে তাকিয়ে বললেন,

"ওকে বয়েজ, ওর নাম তুষার। তুষার আমাদের স্কুলে আজকেই ভর্তি হলো। ও তোমাদের সাথে আজ থেকে পড়বে। আশা করি ও তোমাদের একজন খুব ভাল বন্ধু হবে।" তারপর স্যার ছেলেটার দিকে ফিরে বললেন, "তুষার, ইন্ট্রোডিউজ ইওরসেলফ।"

ছেলেটা মনে হয় বুঝতে পারলো না। স্যার একটু থেমে ভ্রু কুঁচকে আবার বললেন, "নিজের সম্পর্কে কিছু বলো"।

তুষার ছেলেটা দুবলা পাতলা গড়নের, গায়ের রঙ কালো। ঢিলেঢালা শার্ট আর হাফপ্যান্ট পরে, কাধের ব্যাগটা টেনে আমতা আমতা করে ও কি বলেছিল এখন খেয়াল পড়ছে না। হয়তো তখনও খেয়াল করিনি।

ছেলেটা কথা শেষ করে পিছনে সুমনের পাশে গিয়ে বসলো। আমরা সবাই মজা দেখার জন্য পিছনে ঘুরে ছিলাম। সুমন আমাদের হতাশ করলো না, ছেলেটার মাথায় চাটি মেরে বললো, "তোর নাম তুষার?" ছেলেটা সুমনের দিকে শান্ত চোখে তাকালো, কিছুক্ষণ তাকিয়ে বললো, "হ্যাঁ, আমি তুষার। তুমি?" সুমন কথা না বাড়িয়ে বললো, "টিফিন আনছস?"। সুমনের কাজই হলো সবার টিফিন খাওয়া। ছেলেটা সুমনের দিকে তাকিয়ে হাসলো। সুমন বেশ মুশকো, আমাদের সবার থেকে ভাল স্বাস্থ্য। সারাদিন এর-তার সাথে মারপিট করে, আমরা ওকে তেমন একটা ঘাটাই না। তুষারের মুখের হাসি মিলিয়ে না যেতেই সুমন তড়িৎগতিতে ডেস্কের নীচে দিয়ে ডান হাতে একটা কোতকা মারলো ছেলেটার কাঁখে। শ্বাস আটকে ওর মুখ দিয়ে শুধু "হুক" করে শব্দ বের হয়ে আসলো। মাথা নীচু করে সুমন তুষারের কানে কানে বললো, "খাড়া, ক্লাসটা শেষ হউক, তোর হাসি বাইর করতাসি।"

ক্লাস শেষে সুমন খেলো তুষারের টিফিন আর তুষার সুমনের হাতে বেদম মার।

আমরা ভেবেছিলাম তুষার সুমনের নামে নালিশ করবে। কিন্তু পরদিন সুমনকে বহাল তবিয়তে ক্লাসে ঢুকতে দেখে আমরা একটু অবাক হলাম। সুমনের নামে ছেলেটা নালিশ করেনি। করলে সুমনকে আজকে আর ক্লাসে দেখা যেত না। রুমে ঢোকার আগেই দেখতাম হেডস্যারের অফিসে সে জোড়া বেতের ঠ্যাঙ্গানি খাচ্ছে। সুমনের জন্য এটা ছিল নিত্য-নৈমেত্তিক ব্যাপার। তখনো ক্লাস শুরু হয়নি। ক্লাসে ঢুকেই সুমন তুষারের কাছে গিয়ে দাঁড়ালো, হাসিমুখে বললো,

"গুডবয়! বন্ধুগো নামে কখনো নালিশ করতে হয় না। আমারে ডরাবি তো সারা বছর ভালোয় ভালোয় ক্লাস করতে পারবি। যা আজকে আর তোর টিফিন খামু না।" তুষার কিছু না বলে শান্ত চোখে, মুখে একটু হাসি ঝুলিয়ে সুমনের দিকে তাকিয়ে থাকলো।

তুষারের মত এরকম অদ্ভুত রকম শান্ত ছেলে আমরা কখনো দেখিনি। এতটা শান্ত, এতটা নির্লিপ্ত একটা ছেলে কিভাবে হয় আমি ভেবে পাই না। কোনকিছুতেই তার কিছু আসতো যেতো না। সেদিন সমাজ ক্লাসে যখন রহমতুল্লাহ স্যার ওকে পড়া জিজ্ঞেস করছিলেন, অসীম পিছন থেকে ওর বেঞ্চে একটা ডিম রেখে দিলো। ডিমে যখন তুষারের প্যান্ট মাখামাখি হয়ে গেল, আমাদের তখন হাসতে হাসতে মরার দশা। মনে আছে, তুষারের মুখেও তখনো হাসি ছিল। আস্তে আস্তে সবাই ওকে পেয়ে বসলো। প্রায়ই দেখা যেত ওকে নিয়ে কেউ না কেউ মজা করছে। হয়তো পারভেজ ওর জুতার ফিতে বেঁধে দিয়ে আছাড় খাওয়ায়, নয়তো জাফরি বলপেন দিয়ে ওর শার্টে আঁকিবুকি করে। তুষার কারো সাথে মিশতো না। কিন্তু একটা ব্যাপার, তুষার পড়াশুনায় কিন্তু বেশ ভালই ছিল। এ কয়দিনেই ও পরীক্ষা, ক্লাস-পারফর্মন্সে ফার্স্টবয় তারেককে ছাড়িয়ে গিয়েছিল। মনে আছে তারেক, মিশুরা একবার খাতির করতে গিয়েছিল, কিন্তু তেমন লাভ হয়নি। তুষার কারো সাথেই কখনো মেশেনি। সুমন ওর থেকে দেখে দেখেই সব লিখতো, ওকে দিয়ে ওর হোমওয়ার্ক ও করাতো ক্লাসে এসে। তুষারও বিনা বাক্যব্যয়ে সব করে দিতো। এসব ঝঞ্ঝাট ঝুট ঝামেলা বাদ দিলে, তুষার ক্লাসে আসতো-ক্লাস করতো-আর ঘন্টা পড়লে চলে যেত। এই ছিল ওর প্রতিদিনের রুটিন। এর বাইরে ওকে আর কিছু করতে দেখিনি আমরা। ওর এই স্বভাবের জন্য বাংলার স্যার ওর নামই দিয়ে দিলেন অসাড়।

সেদিন থার্ড টার্মের শেষ পরীক্ষা ছিলো। অংক। পরীক্ষা শেষ। আমরা সবাই খুশিতে টগবগ। ছুটোছুটি হুটপুটি শেষ হলে ছোট মাঠের শেষে যে ঘরটাতে কাঠমিস্ত্রী কাজ করতো তার বারান্দায় এসেছি। দেখি তুষার এক কোনে বসে বই খুলে দেখছে। নানারকম গল্পগুজব শেষে আড্ডা এসে থামলো ছেলেমানুষীতে। কে কি করে দেখাতে পারে। জিভ ভাঁজ করে তারেক বেশ ভাব নিল। জাফরি আরেক কাঠি বেশি, সে জিভ উলটে ফেলতে পারে। সেটা আবার কেউ পারে না। সম্রাট দুই হাতের সবগুলো আঙ্গুলই উল্টো ভাঁজ করে একদম কবজিতে শুইয়ে ফেলতে পারে। এটা আগে কখনো দেখায় নি, সবাই একেবারে আঁতকে উঠলাম।হঠাৎ পারভেজের খেয়াল হলো তুষার এখানে আছে, ও চেঁচিয়ে বলল,

"কিরে অসাড় কেমন পরীক্ষা দিলি"।

বই থেকে মুখ না তুলেই তুষার বললো, "ভাল।"

"কি মনে হয়.. তারেক কে টেক্কা দিতে পারবি, ফার্স্ট হতে পারবি?"

"পারবো" তুষারের নির্লিপ্ত উত্তর।

"পড়াশুনা ছাড়া আর কি কিছু পারিস তুই?"

হাসির হুল্লোড় বয়ে গেল একটা। তুষার হঠাৎ বলে বসলো, "পারি.."
পারভেজ নিজের একটা কেরামতি দেখাতে যাবে, হঠাৎ তুষারের কথায় ফিরে তাকালো, বললো, "এদিকে তাকা.." তারপর চোখের মণি একদম উপরে তুলে ফেলে চোখ একদম সাদা করে ফেললো। বন্ধুদের কয়েকজন আঁতকে উঠলো। পারভেজের এইটা আমি আগে দেখেছিলাম। সচরাচর এটা তেমন দেখায় না ও, সবাইকে চমকে দেবার জন্য বাঁচিয়ে রাখে ও এই কেরামতি। আমি তুষারকে দেখছিলাম, হাসিমুখ করে পারভেজকে দেখছিলো ও।

পারভেজ চোখ আবার ঠিক করে জিজ্ঞেস করলো, "পারবি এমন করতে?"

"এরকম পারবো না"

"হুহ! পারলে তো কাজই হতো, ব্যাটা অসাড়", আবার হাসাহাসি।

"তবে আমি অন্য কিছু পা্রি .." ,

বলে তুষার বই গুছিয়ে ব্যাগে ভরে এক কোনায় রেখে আমাদের সামনে চলে আসলো। সবাই হাসি থামিয়ে তুষারের দিকে তাকালাম। পারভেজ বললো,

"কই দ্যাখা দেখি, কী পারিস।"

তুষার আমাদের সামনে এসে দাঁড়ালো.. শান্তচোখে আমাদের সবার দিকে তাকিয়ে একটু হাসলো.. আর হাওয়ায় মিলিয়ে গেল।


মন্তব্য

মরুদ্যান এর ছবি

চলুক

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

খেকশিয়াল এর ছবি

হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

হিমু এর ছবি

দারুণ হয়েছে!

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ হিমু ভাই হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

এত ঝরঝরে লেখার গল্প পড়ার সুযোগ খুব বেশী আসে না। চলুক চলুক
তবে মুস্কিলটা বাঁধল অন্য যায়গায়। যদিও ক্যাটেগরী-তে জানিয়েই দিয়েছিলেন যে এটি অণুগল্প, চমৎকার লেখার গুণে গল্প এত ভাল লাগতে রইল যে এই রকম ঝটাকসে শেষ হয়ে যাওয়ায় খুব-ই একটা অতৃপ্তি ঘইটা গেল। তাত্তাড়ি আর একটা ছাড়েন, পিলিজ।
(সুনীল গাঙ্গুলীর সেই, রাক্ষুসীটার হাতে মারা পড়া নদীর গল্প বলিয়ের কবিতাটা মনে পড়ে গেল)
- একলহমা

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

বেচারাথেরিয়াম এর ছবি

শেষটা পুরাই কুপা

খেকশিয়াল এর ছবি

হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সত্যপীর এর ছবি

খাইছে!

..................................................................
#Banshibir.

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

চলুক

খেকশিয়াল এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

গুরু গুরু

ঘটনা হইলো, গল্প যেহেতু আপনি লেখসেন, আমি জানতাম শেষে একটা 'কাহিনী' থাকবে। আপনি আমাকে ভুল প্রমাণ করেন নাই দেঁতো হাসি

গল্প তুখোড় হইসে। কেন যে লেখেন না নিয়মিত...

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ কমরেড দেঁতো হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মেঘা এর ছবি

অসাধারণ হয়েছে! একেবারে ঝরঝরে লেখা। মনে হয় যেন চোখে দেখছি! চলুক

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ আপনাকে হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জি.এম.তানিম এর ছবি

শেষ লাইনটা পড়ে একেবারে শিউরে উঠলাম। দারুণ!

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ হে হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনিকেত এর ছবি

ভাই রে ভাই---গল্পের শেষ পড়ে অবলীলায় মুখ দিয়ে বেরিয়ে গেল 'হোয়াট দ্য ফ---'
এমন জমাটি গল্প অনেক দিন পড়ি নাই---
আপ্নে ভস্লুক---

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

খেকশিয়াল এর ছবি

গুরু গুরু
ধন্যবাদ অনিকেতদা হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

লুৎফুল আরেফীন এর ছবি

আরি সাঙ্ঘাতিক তো!!!

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তিথীডোর এর ছবি

নুতন ছাত্র হিসেবে বছরের মাঝখানে ভর্তি হওয়া, 'ইন্ট্রোডিউজ ইওরসেলফ', ক্লাসের মুশকো ছেলেটির হাতে মার খাওয়া--
'দীপু নাম্বার টু'র কথা মনে পড়ছিল।

শেষটা দারুণ। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি এর ছবি

দীপু নাম্বার টুর কথা মনে পড়ছিল। একদম ঠিক কথা!

কিন্তু সমাপ্তি যা দিছে গুল্লি

খেকশিয়াল এর ছবি

লেখতে গিয়ে আমারো মনে পড়ছিল, গল্পটার মধ্যে অনেক ক্যারাক্টার আমার স্কুলজীবন থেকে নেয়া, নাম শুধু বদলে দিয়েছি।
ধন্যবাদ তিথীডোর হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

এইটা কী লিখলেন!!! শেষটা পড়ে থম মেরে বসে থাকলাম কিছুক্ষণ - ঘুণাক্ষরেও ধারণা করতে পারিনি এমন জব্বর একটা টুইস্ট দেবেন লাস্টে!! ওহ!! অনেকদিন এমন চমৎকার গল্প পড়িনি!

আজকে রাতে আমার ছেলেকে এটা বেড টাইম স্টোরী হিসেবে শোনাতে চাই।

খেকশিয়াল এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

gregorianboy এর ছবি

হ গল্পটা ভাল হইছে কিন্তু কিছু চরিত্রের নামে সমস্যা আছে। এই রকম হইলে কিন্তু তরে নিয়াও লেখুম।

খেকশিয়াল এর ছবি

হাহাহাহা সুমইন্না!! এই সুমন কিন্তু তুই না, নাম খালি তোরটা ইউজ করছি দেঁতো হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

হাহাহা... আমি গল্প পড়ার সময় "সুমন"-এর বর্ণনা পইরা হাইসা ফেলছিলাম দেঁতো হাসি

সাফি এর ছবি

খাইসে!!

খেকশিয়াল এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

খুব ভালো লাগলো পড়ে।

--------------
মিলন

খেকশিয়াল এর ছবি

হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দুঃখবিলাসী এর ছবি

কিতারে ভাই??? হইলো কিস্যু? যখন মাত্র গেড়ে বসলাম তখন আপনি, নাহ ভালো হইলোনা ঘটনাটা।

খেকশিয়াল এর ছবি

মন খারাপ

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কল্যাণ এর ছবি

অ্যাঁ অসাধারণ গল্প। অসাড় হয়ে গেলাম। আবার পড়ি।

চলুক গুরু গুরু পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

_______________
আমার নামের মধ্যে ১৩

খেকশিয়াল এর ছবি

গুরু গুরু আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্যাম এর ছবি

উত্তম জাঝা! হাততালি

খেকশিয়াল এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আয়ন এর ছবি

দারুন তো হাসি

খেকশিয়াল এর ছবি

হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মাহবুব লীলেন এর ছবি

গল্প ভালো কিন্তু তেতুলটা বাদ পড়ে গেছে

খেকশিয়াল এর ছবি

লীলেনদা!! ভাল আছেন? দেঁতো হাসি এরপরে তেতুল মাখাইয়া দিমু নে দেঁতো হাসি
ধইন্যাপাতা দাদা হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তারেক অণু এর ছবি

বনফুলের ছায়া থেকে নাকি? শেষ লাইনটা বাদে বেশ জমেছিল,

খেকশিয়াল এর ছবি

নারে, হঠাৎ মাথায় আসলো, লিখে ফেললাম।

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

বাহ! চমৎকার!!
ছোট গল্প শেষ হইয়াও শেষ হয় না। কিন্তু এটা শেষ হয়ে আবার বড় করে শুরু হলো।

আব্দুল্লাহ এ এম

তাপস শর্মা এর ছবি

ভালো লেগেছে। একেবারে পিচ্চিতোষ গপ্পো পড়তে মাঝেমাঝে ভীষণ ভালো লাগে দেঁতো হাসি শেষের চমকটাও দারুণ

চরম উদাস এর ছবি

বয় ফাইচি ইয়ে, মানে...

শিশিরকণা এর ছবি

বয় বালক ফাইয়া আপ্নে কি করবেন গো দাদা?

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

শিশিরকণা এর ছবি

ঝট করে শেষ হয়ে যাওয়াটা ভালো লাগছে। টুইস্ট দেওয়া নিয়ে কোন আড়ম্বর নাই এই জিনিসটা ভালো লাগছে।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

নিরীহ মানুষ  এর ছবি

ফাইন হইছে

সুহান রিজওয়ান এর ছবি

আমি ভাবসিলাম শেষের টুইস্টটা দিবেন ব্রুটাল কিছু দিয়া। নিজের মাথা ছিঁড়া ফেলাইসে বা আরেকজনের হাত কাইটা নিসে এম্নে !!

বাকি গল্পটা কিন্তু খুব মসৃণ হইসে, ওয়ান মোর প্লিজ !!
[এই কমেন্ট আমি সকালে করসিলাম, এখন দেখি আসে নাই :(]

সবজান্তা এর ছবি

টুইস্টটা আমিও এইরকমই ভাবতেছিলাম। আমি ভাবসি নিশ্চিত কারো মুণ্ডু উপড়ায়া ফেলবে। শেষটা আমাকেও একটু অবাক করসে। এই জন্যেই আরো বেশি ভালো লাগসে!

অতিথি লেখক এর ছবি

হাততালি
বাহ!!

-----------------
সুবোধ অবোধ

আয়নামতি এর ছবি

টুইস্টটা ব্রুটাল কিছু হবে না জানা ছিল কিন্তু! তবে আমাদের এভাবে হা করিয়ে হাওয়া হয়ে যাবে ভাবিনি।
বেশি লিখতে অনুরোধ করবো না। মাঝে মাঝেই লিখবেন। কারণ এমন ঝাটকা সব সময় খাওয়া ভালু না দেঁতো হাসি

মাসুম এর ছবি

পড়ছিলাম আর ভাবছিলাম চমক টা আসবে কখন, পড়তে পড়তে একদম শেষ লাইনে এসে পাইলাম চমক!

গপ ভালা লাগছে

আশালতা এর ছবি

আপনার লেখা বলেই শুরু থেকেই বুক ধুকধুক করছিল। শেষে এসে একদম হাতে কিল ঠুকে বলতেই হল, দারুণ!!

----------------
স্বপ্ন হোক শক্তি

সাকিন উল আলম ইভান  এর ছবি

শেষে এইটা কি হইলো ??!! পুরাই তব্দা!!

দারুন একটা গল্প পড়লাম । এক কথায় অসাধারন । গুরু গুরু

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

খুব দারুণ অনুগল্প ! খুব ভালো লেগেছে । হাততালি

ত্রিমাত্রিক কবি এর ছবি

বাহ চমৎকার গল্প!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রণদীপম বসু এর ছবি

উহুম, দিলে লালা ঝরলো না, তয় চমকাইয়া গেলাম !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

nodee এর ছবি

অসাড় হয়ে গেলুম ভ্রাত ...দারুন ট্টুইস্ট

প্রৌঢ় ভাবনা এর ছবি

আহা, ফা টা ফা টি !

নজমুল আলবাব এর ছবি

জমিয়ে দিলেতো পুরা।

এ হাসনাত এর ছবি

গুল্লি

নীড় সন্ধানী এর ছবি

আমার ধারণার আকাশের কোনায়ও ছিল না এই পরিণতি। দারুণ দেখিয়েছেন হাততালি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ....
ওয়ান মোর প্লিজ হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

রানা মেহের এর ছবি

আরে জোস।
চমতকার গল্প

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

ধুসর জলছবি এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু আপ্নি যে কেন এত কম লেখেন!

খেকশিয়াল এর ছবি

সবাইকে অসংখ্য ধন্যবাদ হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ওডিন এর ছবি

এইটাতো পুরা আমার গল্প হে কমরেড! দেঁতো হাসি আক্ষরিক অর্থেই, ইফ ইউ নো হোয়াট আই মিন চোখ টিপি

আমি ভাবছিলাম শেষে এসে তুষার পারভেজের ওপর ঝাঁপিয়ে পড়ে ওর গলার কিছু অংশ কামড়ে ছিঁড়ে নেবে, তারপরেও যা হইছে সেইটাও অদ্ভুদ! গুরু গুরু

মর্ম এর ছবি

চমকটা, দুর্দান্তিস!

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

অতিথি লেখক এর ছবি

এমনে কইরা খেইল দেখাইয়া শেষ কইরা দিলেন, এইডা কিছু হইল।

সৌ রভ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।