বজ্র হয়ে বিদ্ধ করি তাকে

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: শনি, ২৯/০৯/২০১২ - ৯:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সকাল থেকে ঝুম বৃষ্টি, চতুর্দিকে প্যাক কাদায় হাঁটাই মুস্কিল। ক্যাম্পের সবাই গোল হয়ে ভাত খেতে বসেছে মাত্র, এমন সময় আজিজ মাস্টার দ্রুত ঢুকে দলের কিশোরী মেয়েটিকে বললেন, “ঐ গাছে উইঠা দেখতো, নদীত কিসের জানি আওয়াজ পাইলাম।” ফট করে ভাত ফেলে হাত না মুছেই বাইনোকুলারটা টান দিয়ে পাঁই পাঁই ছুট লাগালো মেয়েটি, পিছল সুপারি গাছ বেয়ে বাঁদরের মত মগডালে উঠে দূরবীন চোখে দিল। কড়া বৃষ্টিতে কিছু ঠাহর করাই মুস্কিল। ভালো করে এক লহমা দেখল সে, পরমুহুর্তেই দলের দিকে ফিরে রিনরিনে গলায় চাপা চিৎকার দিল, “মিলিটারি! মিলিটারি গানবুট!”

কিসের ভাত কিসের কি, সবাই স্টেনগান নিয়ে নদীর ধারে পজিশন নিল। কিশোরী মেয়েটি সদ্য বন্দুক চালানো শিখেছে, কমান্ডার তাকে একটা স্টেনগানও দিয়েছে কয়দিন আগে। ঐটে দুই হাতে ধরে সেও শুয়ে পজিশন নিল কাশেমের পাশে। কাশেম খুব ভালো গুলি চালায়, টিপ সাংঘাতিক! তাকে অনুসরণ করা যাক। হাল্কা উঁচু করে ধরে কাশেম যেরকম র‍্যাট ট্যাট ট্যাট গুলি চালিয়ে যাচ্ছে ঐরকম করতে গিয়ে বন্দুক মেয়েটির প্রায় হাতের বাইরে ছিটকে যেতে চায়। বাপরে কি জোর কাশেমের, মেয়েটি ভাবে। শক্ত করে ধরে বন্দুক এবার, গানবোটের দিকে তাক করে। এক দুইটা খানসেনা খতম করতেই হবে।

এলোপাতাড়ি গুলি বেরুতে থাকে মেয়েটির বন্দুক থেকে, তাক ঠিক রাখতে হিমসিম খায় সে। এক মুহুর্ত দম নেয় মেয়েটি, তারপর প্রাণপণে বন্দুক চেপে ধরে গুলি করে এক খানসেনাকে লক্ষ্য করে। সোজা মাথায় হিট করে বুলেট, কাটা কলাগাছের মত নদীতে পড়ে যায় সেই সৈন্য।

দাঁত বের করে হেসে ফেলে মেয়েটি আনন্দে। মারছি। একটারে মারছি। এইবার আরেকটা ধরি...

সন্ধ্যের দিকে গোলাগুলি কমে আসে, কমান্ডারের হাতছানি অনুসরণ করে বুকে হেঁটে গ্রামের দিকে যেতে শুরু করে মুক্তিযোদ্ধার দলটি। সহযোদ্ধা জলিল কিশোরী মেয়েটির দিকে তাকিয়ে মাথা উঁচিয়ে ইশারা করে, সব ঠিকঠাক? সারাদিন বুকে হেঁটে কনুই আর পায়ের গোড়ালি ছিলে ব্যথায় টনটন করছে, তবু বীর কিশোরী মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীক মাথা ঝাঁকিয়ে ইশারা দেয়, সব ঠিকঠাক। রাতের অন্ধকারে মিলিয়ে যেতে থাকে দলটি।

রাত পোহাতে বেশি বাকি নেই।


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

কিন্তু কত বড় নিমকহারাম আমরা!
৭৩ থেকে ৯৫ পর্যন্ত ২২ বছর উনার কোন হদিসই জানতো না কেউ।


তারামন বিবি

বিশ্ববিদ্যালয়ের ‌ছাত্রাবস্থায় দুলজান নামের এক বীরাঙ্গনার সাথে দেখা করার মহাসৌভাগ্য হয়েছিল। ডাইরীতে উনার একাত্তরের নানান ঘটনার বর্ণনা লিখেছিলাম। সচলায়তনে পোস্ট করব।

তারেক অণু এর ছবি

লিখুন জলদি। পোস্ট দারুণ পীরসাহেব

সত্যপীর এর ছবি

হাসি

..................................................................
#Banshibir.

সত্যপীর এর ছবি

দ্রুত পোস্ট চাই.

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

রাত পোহাতে বেশি বাকি নেই।

চলুক

জুন এর ছবি

গুরু গুরু

যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...

সত্যপীর এর ছবি

হাসি

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

চলুক চলুক
তারামন বিবি বীরপ্রতীক গুরু গুরু

সত্যপীর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

..................................................................
#Banshibir.

মৃত্যুময় ঈষৎ এর ছবি

টানটান উত্তেজনায় পড়লাম। অসাধারণ চলুক

উনাদের দেওয়া দেশটাকেই বেঁচে খাচ্ছি, শুষে নিচ্ছি.............. মন খারাপ


_____________________
Give Her Freedom!

সত্যপীর এর ছবি

এই গল্পটা লিখে আমি অসম্ভব আরাম পেয়েছি. কি অসাধারণ কিছু মানুষ আমাদের পূর্বপুরুষ.

..................................................................
#Banshibir.

অরফিয়াস এর ছবি

তারামন বিবিকে খুঁজে বের করার জন্য অসংখ্য চিঠি লিখে যিনি অক্লান্ত প্রয়াস চালিয়েছিলেন, তিনি বিমল স্যার, আমার বাবার সহকর্মী ছিলেন। তাকেও বা কয়জন চেনে?

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

নীড় সন্ধানী এর ছবি

বিমল স্যারকে গুরু গুরু

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

স্যাম এর ছবি

বিমল স্যারকে গুরু গুরু

স্যাম এর ছবি

বিমল স্যারকে নিয়ে জানতে চাই অরফিয়াস----

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

বিমল স্যারকে হাজারো সালাম।

সত্যপীর এর ছবি

বিমল স্যারকে নিয়ে লিখুন.

..................................................................
#Banshibir.

অমি_বন্যা এর ছবি

উত্তম জাঝা! চলুক

নীড় সন্ধানী এর ছবি

ছোট্ট গল্পের ভেলায় কী চমৎকার একটা ইতিহাস দেখলাম চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সত্যপীর এর ছবি

ধন্যবাদ নীড় সন্ধানী.

..................................................................
#Banshibir.

দুর্দান্ত এর ছবি

প্রশ্নঃ

১) ভারতে প্রশিক্ষিত দশ-বিশ জনের স্কোয়াডপ্রতি ৪ টি থ্রি-নট-থ্রি, ৩ টি সাব মেশিনগান (স্টেন-কারবাইন-একে) ও একটি এলএমজি ইস্যু করা হয়। খেয়াল করুন, দলের সবার হাতে অস্ত্র দেয়া হয়নি/যায়নি। সদ্য বন্দুক চালনা শিখেছে এমন কারো হাতে দেবার মত অতিরিক্ত স্বয়ংক্রিয় অস্ত্র ও হাত পাকানোর মত গুলি কি আমাদের মুক্তিবাহিনীর কোনদিনও ছিল?

২) শায়িত পজিশনে স্টেনগান ব্যাবহার করে কি দূরের চলমান লক্ষভেদ করা যায়?

সত্যপীর এর ছবি

১. এই সাক্ষাতকারেরhttp://www.e-palki.com/es6.htm ৭ নং প্যারা থেকে গল্পের আইডিয়া নিয়েছি. তারামন বিবি বলছেন তিনিও স্টেনগান নিয়ে বাকিদের মত গুলি করছেন.

২. কনুই আর পায়ের পাতার উপর ভর করে চলাফেরার কথা আছে. তবে শায়িত অবস্থায় স্টেনগান চালানোর উল্লেখ নেই ঠিকই. স্টেনগান কি বসে বা দাঁড়িয়ে চালাতে হয়?

..................................................................
#Banshibir.

দুর্দান্ত এর ছবি

পড়লাম। মোটামুটি সকল সাক্ষাতকারেই তিনি এই একটি আকস্মিক (কিছুটা ঘটনাক্রমেও) অস্ত্র ধরার ঘটনার কথা সবিস্তারে বলেছেন, এবং সেখানে একজনই শত্রুহননের কথা বলা হচ্ছে। এরপরে উল্লেখ করা হয় যে তিনি আরো অনেকগুলো অপারেশনে অংশগ্রহন করেন। কিন্ত সবিস্তারে সে সকল অপারেশানের কথা, অন্তন্ত নেটে পাওয়া লেখাগুলোতে, আমি দেখছিনা।

শুধু একটি মাত্র পাকসেনা হত্যা আর ছদ্মবেশে ক্যাম্পের খবর আনার জন্য নিশ্চই তিনি বীর-প্রতীক পদক পাননি। তার বিরত্বপূর্ন সম্মুখযুদ্ধের বিবরন কোথা থেকে জানা যায়, বলতে পারেন?

শুয়েও স্টেনগান চালানো সম্ভব। কিন্তু বিষয়টা লক্ষভেদের। স্টেনগানের নকশা দূরে লক্ষভেদ করার জন্য নয়। এটা মূলত এমবুশ বা শহুরে পরিস্থিতিতে 'ব্রাশ ফায়ার' করার অস্ত্র যার রেঞ্জ একশ' গজের বেশী না।

সত্যপীর এর ছবি

সবিস্তার যুদ্ধের বিবরণ আমিও নেটে পাইনি। কিছু বইপত্র কিনতে হবে মনে হচ্ছে।

..................................................................
#Banshibir.

অনার্য সঙ্গীত এর ছবি

শ্রদ্ধা

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সত্যপীর এর ছবি

চলুক

..................................................................
#Banshibir.

রংতুলি এর ছবি

স্যালুট তারামন বিবি!

সত্যপীর এর ছবি

ঠিক কথা।

..................................................................
#Banshibir.

তিথীডোর এর ছবি

চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

চরম উদাস এর ছবি

চলুক

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চলুক

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুহান রিজওয়ান এর ছবি

শেষ দুইটা লাইন মনে হয় ছেঁটে দিতে পারেন রি-রাইট করলে, ওখানেই শেষ হলে ভালো বেশি লাগতো না?

গল্পটা সুন্দর কিন্তু হাসি চলুক

সত্যপীর এর ছবি

প্রুফরিডিং এর সময় শেষ লাইনের আগে এক প্যারা ছেঁটে বাদ দিয়েছি। এইরকম এন্ডিং ই চাচ্ছিলাম। কি জানি জমে নাই হয়তো, কিন্তু আমি লিখে খুব আরাম পেয়েছি।

গল্প লেখা ভারি কঠিন ব্যাপার।

..................................................................
#Banshibir.

রিসালাত বারী এর ছবি

চলুক

তাসনীম এর ছবি

চলুক

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ক্রেসিডা এর ছবি

দারুন গল্প; চমৎকার লাগলো সত্যপীর ভাই।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সত্যপীর এর ছবি

ধন্যবাদ ক্রেসিডা।

..................................................................
#Banshibir.

দুর্দান্ত এর ছবি

সম্পূর্ন ভিন্ন প্রসঙ্গে আবার তারামন বিবির নাম সামনে চলে এল।
ব্র্যাকব্যাংক দাবী করছে, তারা তারামন বিবিকে আজীবন ভাতা প্রদান করবে। চমতকার সি এস আর।

সত্যপীর এর ছবি

বাহ বেশ চলুক

..................................................................
#Banshibir.

কড়িকাঠুরে এর ছবি

চলুক

শ্রদ্ধা...

মুস্তাফিজ এর ছবি

দারুন, চমৎকার।

...........................
Every Picture Tells a Story

সত্যপীর এর ছবি

ধন্যবাদ মুস্তাফিজ ভাই।

..................................................................
#Banshibir.

সাফি এর ছবি

চমৎকার লাগলো।

সত্যপীর এর ছবি

ধন্যবাদ সাফি ভাই।

..................................................................
#Banshibir.

সত্যপীর এর ছবি

তিথীডোর, চরম উদাস, প্রৌঢ় ভাবনা, শিমুল আপা, রিসালাত বারী, তাসনীম ভাই ও কড়িকাঠুরে, উৎসাহের জন্য অসংখ্য ধন্যবাদ হাসি

..................................................................
#Banshibir.

রু এর ছবি

খুব ভাল লাগলো।

সত্যপীর এর ছবি

ধন্যবাদ।

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

গর্বে বুকটা ভরে গেলো। এই রকম কত অজস্র মানুষের শত ত্যাগের বিনিময়ে অর্জিত যে দেশ, তাকে আজ খুবলে খাচ্ছে রাজনীতিবিদ, আমলা, সুবিধাভোগী ইত্যাদির র মুখোশপরা কিছু শকুন। আফসোস!

-অয়ন

সত্যপীর এর ছবি

মন খারাপ

..................................................................
#Banshibir.

শান্ত এর ছবি

চমৎকার লাগলো। ধন্যবাদ পীরসাবকে।

__________
সুপ্রিয় দেব শান্ত

সত্যপীর এর ছবি

আছেন ভালো?

..................................................................
#Banshibir.

নিরবতা এর ছবি

চলুক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গুরু গুরু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।