নিমকি ছড়া-০২

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: শুক্র, ১৪/১১/২০০৮ - ১২:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই ছড়াতে ছন্দ আছে, অশ্লীলতার গন্ধ আছে, বাইচা গেছেন যাদের দুচোখ বন্ধ আছে…
ছোট ছোট দু-লাইনে, মনটা কারো দুলাই নে, তবুও যদি একটু খানিক মনটা কারো দোলে… আসেন আমার কোলে!

০১.
রসটা ছিল আদি…
শিকার হল বাঁদি!

০২.
ঢাকা এখন ভেটেরনারি…
মুচড়ে ওঠে পেটের নাড়ি!

০৩.
টেম্পোচালক বলল রাতে…
লন বাড়াডা যে যার হাতে!

০৪.
যেই বলেছি, ভাবি!
মিষ্টি হেসে তাঁকে ভাবার সম্মতি দেন ভাবি!

০৫.
ডাকত শুধু বিধাতাকে,
সহ্যেরও তো সীমা আছে… দিলেন করে সিধা তাকে!

০৬.
প্রায় প্রতিদিন রাত্রে…
ব্যস্ত কেন হাত রে?

০৭.
যে কাজ সারার চুপিসারে…
সবাই চুপি চুপি সারে!

০৮.
যাচ্ছ কোথায়? প্রশ্ন শুনেই জবাব সে দেয় আধো হেসে…
গোয়া ছুঁয়ে হিমালয়ের জঙ্ঘা এবং পাদদেশে…

০৯. (এটি আকতার আহমেদের সৌজন্যে প্রাপ্ত)
টিচার এলেন অসময়ে
ছাত্র যখন রসময়-এ…


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

বাঁদি... চিন্তিত

মৃদুল আহমেদ এর ছবি

জ্বি!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অতন্দ্র প্রহরী এর ছবি

যথারীতি দুর্দান্ত, জট্টিল! চলুক
আপনার হাত আসলেই সোনা দিয়া বান্ধাইয়া দেওয়া উচিত হো হো হো

আনিস মাহমুদ এর ছবি

উদ্ধৃতি:
আপনার হাত আসলেই সোনা দিয়া বান্ধাইয়া দেওয়া উচিত

আহেম!

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

- বান্ধাইতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, তার চাইতে তাঁর হাতে কাঁচা সোনার একটা বিস্কুট ধরিয়ে দেয়া যায় না?
আসুন বান্ধাইয়া দেয়ার পরিবর্তে বলি,
"মৃদুল ভাইয়ের হাতে আসলেই সোনা ধরিয়ে দেয়া উচিৎ"।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

কাঁচাই হইতে হবে, এমন কোন কথা আছে? চিন্তিত
ঠিকাছে, মৃদুল ভাইয়ের এমন দারুন ছড়িকা'র (সৌজন্যে- সন্ন্যাসী মহাশয়) জন্য তার হাতে সোনা ধরিয়ে দেয়া হোক, আর এই কাজের দায়িত্ব অর্পণ করা হোক মাননীয় ধুগোদা'র উপর দেঁতো হাসি

আনিস মাহমুদ এর ছবি

জটিলেশ্বর!

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

স্নিগ্ধা এর ছবি

আবারো বলি - হায় মৃদুল!!

ধুসর গোধূলি এর ছবি

ছয় নাম্বারেতে চোখটা জ্বলে,
হইছে খাইষ্টার ডিব্বা!
ভয়েই আছি, কখন যে দেইখা ফেলে-
লুকানো শ্বশুর আব্বা!

আদাব আরজ হ্যায় চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

খাইসে! আমাদের ধুগো'দা তো নামীদামী ছড়াকারদের কাতারে নিজের নাম তুইলাই ছাড়বে দেখি! আসেন, সবাই বলি- এনশাল্লাহ্! দেঁতো হাসি

আনিস মাহমুদ এর ছবি

এনশাল্লাহ্ না বলে এনশাল্লী বললে মনে হয় ধূগো-র বেশি ভাল লাগবে।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা... দুর্দান্ত! এখন থেকে "এনশাল্লী"-ই বলা হবে ধুগো'দার ক্ষেত্রে! হো হো হো
আনিস ভাইয়ের মাথায় দেখি এইসব গিজগিজ করে! একআধটু ছিটেফোটাও যদি পাইতাম! হাসি

ধুসর গোধূলি এর ছবি

- যাক গরীবের দুঃখে আরেকজনের শামিল। আপনি আমার দুঃখ না বুঝলে আর কে বুঝবে আনিস ভাই? আফটার অল আমাদের দুজনের মধ্যেই যৎ-কিঞ্চিৎ-সামান্য মিল বিদ্যমান।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

মানে! আনিস ভাইও আপনার মতো .... খোঁজেন নাকি!! অ্যাঁ

আনিস মাহমুদ এর ছবি

না না, মিল মানে ধূগোও চোখ বন্ধ করে ঘুমায়, আমিও... দেঁতো হাসি

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

যাক, বড়োই স্বস্তি পেলাম জেনে চোখ টিপি

এনকিদু এর ছবি

অতন্দ্র প্রহরী লিখেছেন:
খাইসে! আমাদের ধুগো'দা তো নামীদামী ছড়াকারদের কাতারে নিজের নাম তুইলাই ছাড়বে দেখি! আসেন, সবাই বলি- এনশাল্লাহ্! দেঁতো হাসি

উহুঁ , বলেন ইয়া হাবিবি !!

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

ইয়া হাবিবি দেঁতো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অমন্তব্যনীয়...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আলমগীর এর ছবি

সবাই এমন করলে কেমন হবে?
শিশুতোষ লেখা দেন, মৃদুলদা। দেঁতো হাসি

হিমু এর ছবি

... সন্ন্যাসীদা আর আমি মিলে একদিন ধ্যানস্থ হয়ে ভাবছিলাম, একটা দলগত খাইষ্টা ছড়ার পুস্তক বার করা যায় কি না ...


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পাবলিক আওয়াজ দ্যায় না কেন?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আওয়াজ দিলাম... দেঁতো হাসি

(এইরকম একটা প্রচেষ্ঠা হইছিলো আনন্দভুবন-এ থাকতে... কম্পিউটারে একটা ফাইল রাখা ছিলো... যার যখন খাইস্টা কথা লিখতে ইচ্ছা হইতো সে তখন গিয়া দুই চাইর লাইন যোগ কইরা আসতো... এইভাবে বাড়তে বাড়তে অনেকদূর গেছিলো... সেইটা যে এখন কার কাছে আছে)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আনিস মাহমুদ এর ছবি

দ্যালাম আওয়াজ!

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

ধুসর গোধূলি এর ছবি
তারেক এর ছবি

দিলেন্ত সকালটা খাইষ্টা কইরা... বরবাদ আপনে পুরাই দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

৯ নম্বরে জাঝা ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দুর্দান্ত হচ্ছে এই রস-কণিকা!
০৪. ০৮, ০৯ বিপ্লবাত্মক!

যেই বলেছি, ভাবি!
মিষ্টি হেসে তাঁকে ভাবার সম্মতি দেন ভাবি!

মনে পড়লো:
- বিয়াই?
- বিয়ান।

(আনিস মাহমুদের সৌজন্যে)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- সন্ন্যাসীদা, আপনে আনিস ভাইয়ের মতো কোমলমতি মানুষটাকে জড়িয়ে 'ইয়ে' টাইপের কথা বলায় তেব্র নেন্দা জ্ঞাপন করলাম।

(পারলে আরো ছাড়েন) দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

খেকশিয়াল এর ছবি

এটম বোম সব !! হো হো হো

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

এনকিদু এর ছবি

এটম সাইজের বোম একেকটা হো হো হো

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পরিবর্তনশীল এর ছবি

কঠিন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কীর্তিনাশা এর ছবি

নিমকি ছড়া পড়তে দারুন মজা লাগে। দেঁতো হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রায়হান আবীর এর ছবি

আমি একটা ছড়া কোট করতে চাই, কিন্তু করুম না। দেঁতো হাসি

=============================

কনফুসিয়াস এর ছবি

মারাত্মক হইছে!

-----------------------------------
তুমি যা জিনিস গুরু আমি জানি, আর কেউ জানে না

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

বিপ্রতীপ এর ছবি

সন্যাসীদা আর হিমু ভাইয়ের ভাত মারবেন দেখছি!!...ফাইভ স্টার দাগানো হলো দেঁতো হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://biprodhar.com

রণদীপম বসু এর ছবি

নষ্টগুলা এক হইয়াছে কেষ্টটা কই খবর নাই
নিষ্টা কথায় পৃষ্ঠা ভরে বিষটা মারা জবর ভাই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অছ্যুৎ বলাই এর ছবি

০৩ কেমনে কি!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

যূথচারী এর ছবি

ভাল


চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...


চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...

মুশফিকা মুমু এর ছবি

আপনিও দেখা যায়।। হি হি হি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দেবোত্তম দাশ এর ছবি

সোনা না সুনা চোখ টিপি
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পুতুল এর ছবি

ছড়া দিয়া বান্ধিয়াছেন পাঠকের দেশ
নিমকীর মজায় আমি বলি বেশ বেশ।
আহা বলি বেশ বেশ!!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

এনকিদু এর ছবি

ভাই !! ভাই !!

আপনার নিমকি গুলা তো একটা একটার থেকে বেশি !!!

শেষেরটা এই সংখ্যায় সেরা ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আরিফ জেবতিক এর ছবি

ঝাক্কাস ,
বলেছেন আক্কাস ।

মাহবুব লীলেন এর ছবি

বুঝি নাই
ছড়াগুলোর নিচে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

মহামতি লীলেনের সাথে একমত। আজকাল লোকজন এমনসব লেখা লেখেন যেগুলোর বেশিরভাগ শব্দের মানে বুঝিনা। সুতরাং এধরনের লেখায় পাদটীকা বাধ্যতামূলক করা হোক। প্রয়োজনে সুজন চৌধুরীর ইলাস্ট্রেশন যোগ করা হোক।



তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সাইফুল আকবর খান এর ছবি

হাসি
বেশ। সেইরকম অদ্ভুত!
হাসি

-------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

s-s এর ছবি

মৃদুল না শিশুতোষ ছড়াকার ছিলো???????

মৃদুল আহমেদ এর ছবি

আছি তো এখনো!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।