আমারে বধিবে যে, ঢাকাতে বাড়িছে সে... (নতুন ছবিসহ)

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বিষ্যুদ, ১৩/০৮/২০০৯ - ১২:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সাতসকালে জি-চিঠি খুলিয়া অকস্মাৎ এক চিঠি দেখিয়া আঁতকাইয়া উঠিলাম!
বহু ফাঁকি মারিয়াছি, এইবেলা বুঝি মান যায়, প্রাণ যায়...
বহুকাল ছড়া লিখি না। লিখিবার আয়াস মিলে না, আয়াস মিলিলে আয়েস করিতে মন চায়। কলম হস্তে ধারণ করিলে স্মরণ হয়, কিবোর্ড ভিন্ন লেখা আমার ক্ষমতায় অসম্ভব হইয়া উঠিয়াছে, আবার কিবোর্ড লইয়া বসিলে বোর্ডে কী লিখিব তাহা এই নগদ ঘিলুটার চারপাশ হাতড়াইয়াও কিছু সন্ধান পাই না!
তাহার পরও দুই চারিটা অপরিণামদর্শী শুভানুধ্যায়ী দয়া দেখাইয়া সম্মান করিয়া ছড়াকার বলিয়া অভিহিত করিয়া থাকে, আমিও পড়ন্ত জমিদারবাড়ির ছোট কর্তার ন্যায় রোঁয়া ফুলাইয়া সেই অভিধা স্কন্ধে ধারণ করিয়া কাল্পনিক গোঁফ চুমড়াইয়া তাহাদিগের সম্বোধনের উপযুক্ত জবাব হইয়াছে মনে করিয়া আত্মতৃপ্তির গোলাপজলে ভাসিতে থাকি!
কিন্তু এইবার বুঝি আর কিছুই অবশিষ্ট রহে না...
শুনিলাম ঢাকায় এক নব্য ছড়াকারের আবির্ভাব ঘটিয়াছে। যদ্যপি সে কোনো ছড়া লিখিয়া কোনো দৈনিকে বা লিটিল ম্যাগাজিনের পাঠকদিগকে শিউরাইয়া তুলে নাই, তথাপি তাহার ছান্দসিক চিৎকারে নিকটবর্তী বহু লোকেরই যখন আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রম হইয়াছে, তখন তাহারা ঠাহর করিয়াছে, নাহ! ইতিহাসে যাহা ঘটিবার, তাহা ঘটিবেই! নিয়তির বিধান কে কবে ঠেকাইয়া রাখিতে পারিয়াছে? বাঘের ঘরে বাঘই হয়, মানুষের ঘরে মানুষ... আর ছড়াকারের ঘরে ছড়াকার হইবে না?
বিগত ১২ আগস্ট, ২০০৯ শ্রীমান আকতার আহমেদের গৃহাভ্যন্তরে যে এক পশলা "রোদ্দুর" আসিয়া পড়িয়াছে, তাহার উত্তাপ এই সুদূর মন্ট্রিয়াল হইতে আমিও টের পাইতেছি...
আর ভাবিতেছি, এইবেলা শেষ। আর বেশিদিন বাকি নাই। কৃষ্ণ বয়ঃপ্রাপ্ত হইয়া মথুরায় আসিয়া অমন ভীষণ নিদারুণ কংসমামার টুঁটি চাপিয়া ধরিয়াছিল, আর ছড়াকারপুত্র "রোদ্দুর" যে কৈশোরেই এই মন্ট্রিয়াল আসিয়া নিরীহ এই “কাগু”র ছড়াকার হিসেবে যা একটু সুনাম সম্মান ছিল, তাহার পিণ্ডি চটকাইয়া দিবে, সন্দেহ কী তায়?
জন্মিয়া মাত্র যে আমাকে "কাগু" বানাইয়াছে, বড় হইয়া সে যে আমাকে "সাগু" বানাইবার বন্দোবস্ত করিবে না, ইহা কোনো কোনো সরলমনা পাঠক বিশ্বাস করিলেও আমার অবিশ্বাস না করিয়া উপায় নাই, কারণ উষ্টাটা খাইতে হইবে আমারই!
তাহার পরও, কংসমামার ন্যায় হিংসাপ্রজ্জ্বলিত না হইয়া উঠিয়া আমি সকরুণ নয়নে অবশ্যম্ভাবী ভবিষ্যতকে মানিয়া লইয়া এই ছড়াকারপুত্রের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করিতেছি... (এইরূপে শ্বেত নিশান উড়াইয়া দিয়া যদি তাহার হৃদয় কিছুটা দ্রবীভূত করা যায়)
শ্রীমান আকতার আহমেদ তাহার প্রথমা কন্যা রোদেলাকে পাইয়াছিলেন ১২ আগস্ট তারিখেই, আবার দ্বিতীযটির ব্যবস্থাও তাহারা কিরূপে একই তারিখে ঘটাইলেন, ইহা জনতার নিকট অনুসন্ধিৎসা এবং নবদম্পতিদের নিকট শিক্ষণীয় বিষয়।
যাহা হউক,উৎকণ্ঠিত পাঠককে জানাইয়া রাখিতেছি, পুত্র ও মাতা পরিপূর্ণ শারীরিক সুস্থাবস্থায় বহাল রহিয়াছেন।
রোদ্দুরের একখানা চিত্রও এই লেখার সহিত খিঁচিয়া দিলাম।
আর সাহস করিয়া কম্পিত হস্তে উক্ত "কাগু"-এর জন্য একখানা ছড়াও লিখিয়া দিলাম...

দেখা যায় যদ্দূর
মাঠভরা রোদ্দুর,
বুক ভরে গেল আহা উত্তাপে তার...
তুমি হবে একদিন প্রিয় ছড়াকার!

ছড়াকারপুত্র রোদ্দুর


মন্তব্য

হিমু এর ছবি

অভিনন্দন আকতার ভাই।

এইবার ঝাপাইয়া পড়েন সচলে। ম্যালাদিন বাং মার্সেন, অ্যালা ছাড়েন কিছু ছড়ার ছররা।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

স্নিগ্ধা এর ছবি

অভিনন্দন!!!!!!

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

অন্তর্মুখী, লাজুক এই ছড়াকারের পুত্র একদিন বাংলার শ্রেষ্ঠ ছড়াকার হবে, রোদ্দুর যেন কখনই মেঘে ঢাকা পড়বে না---- এ প্রত্যাশাটুকুই থাকলো।

আকতার ভাইকে অশেষ অভিনন্দন।

খেকশিয়াল এর ছবি

অভিনন্দন !! অভিনন্দন !! অভিনন্দন !!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

আকতার ভাই অভিনন্দন।

ছড়া দ্যান, ছড়া।


অলমিতি বিস্তারেণ

নীলানজনা এর ছবি

খুব ভালো লাগলো।

অতন্দ্র প্রহরী এর ছবি

অভিনন্দন, আকতার ভাই। অনেক অনেক শুভকামনা থাকল।

সুহান রিজওয়ান এর ছবি

কী ভীষণ মিষ্টি রোদ্দুর !! আকতার ভাই, অভিনন্দন !!

---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এমন কঠিন হিসাব কোন ছড়া পড়িয়া কষিয়াছিলেন তাহা জানিতে মন চায়। অভিনন্দন।

বালক এর ছবি

অভিনন্দন...

_____________________________________________
কার জন্য লিখো তুমি জলবিবরণ : আমার পাতার নৌকা ঝড়জলে ভাসে...

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

দুষ্ট বালিকা এর ছবি

আহা! রোদ্দুর দেখিয়া নয়ন জুড়াইলো! অভিনন্দন বাপু আর কাগুকে...

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তানবীরা এর ছবি

শ্রীমান আকতার আহমেদ তাহার প্রথমা কন্যা রোদেলাকে পাইয়াছিলেন ১২ আগস্ট তারিখেই, আবার দ্বিতীযটির ব্যবস্থাও তাহারা কিরূপে একই তারিখে ঘটাইলেন, ইহা জনতার নিকট অনুসন্ধিৎসা এবং নবদম্পতিদের নিকট শিক্ষণীয় বিষয়। চিন্তিত

অনেক অনেক অনেক অভিনন্দন আকতার ভাই। বেবিটা এত্তো সুইট যে চটকে দিতে ইচ্ছে করছে ।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফ তাহসিন এর ছবি

শ্রীমান আকতার আহমেদ তাহার প্রথমা কন্যা রোদেলাকে পাইয়াছিলেন ১২ আগস্ট তারিখেই, আবার দ্বিতীযটির ব্যবস্থাও তাহারা কিরূপে একই তারিখে ঘটাইলেন, ইহা জনতার নিকট অনুসন্ধিৎসা এবং নবদম্পতিদের নিকট শিক্ষণীয় বিষয়।

গড়াগড়ি দিয়া হাসি, বাহ, আকতার ভাই তো SMC কে হার মানাইলেন,

রোদ্দুরের আগমনে অভিনন্দন আর মিষ্টির পথপানে চেয়ে বসে থাকলুম তীর্থের কাকের মতন দেঁতো হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

পান্থ রহমান রেজা এর ছবি

অভিনন্দন আকতার ভাই। রোদ্দুরের জন্য শুভকামনা!
..................................................................

ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল

অনিকেত এর ছবি

অভিনন্দন আকতার ভাই। অভিনন্দন ভাবী।
ছেলেটা যে কী ভীষন চমৎকার হয়েছে---তার নামটাও সে'রম!

আর রোদ্দুরের 'কাগু'-র উদ্দেশ্যে বলি,

অনুপ্রাস আর যমকে
বেশ খানিকটা চমকে
লিখেছেন হেন ঠমক বহুল লেখা
থাকত যদি শিব্রাম
বলত কেঁদে 'হায় রাম'
'মিদুল' ব্যাটারে পারলে কেউ ঠেকা----

অসাধারন এই লেখার জন্যে মৃদুল ভাই-রে বিশ লক্ষ তারা----

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আকতার ভাই তো রোদেলা আর রোদ্দুর দিয়ে উঠান ভরপুর করে ফেললেন। পরেরটা যেন একটু ছায়াময় হয়।

মামুন হক এর ছবি

আন্তরিক অভিনন্দন মাটির মানুষ প্রিয় বন্ধু আক্তারাম্মেদকে।
রোদ্দুরের জন্য অনেক অনেক ভালোবাসা।
ছড়াকার হোক বা না হোক, কাগুর পিন্ডি চটকাতে যেন ভুল করেনা দেঁতো হাসি

গৌতম এর ছবি

অভিনন্দন আকতার ভাই ও ভাবী। রোদ্দুরকে আদর। রোদ্দুরকে নিয়ে একটা ছড়া দেন তো আকতার ভাই!

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আহমেদুর রশীদ [অতিথি] এর ছবি

এক খরচায় দুই বাড্ডে করার প্ল্যান তাইলে সফল.......অভিনন্দন

আহমেদুর রশীদ [অতিথি] এর ছবি

এক খরচায় দুই বাড্ডে করার প্ল্যান তাইলে সফল.......অভিনন্দন । জটিল হিসাব।

পরী [অতিথি] এর ছবি

কি সুন্দর নাম!! হাসি

অম্লান অভি এর ছবি

সুন্দর! সুন্দর মৃদুল আহামেদ.....তার চেয়ে সুন্দর এই সমন্বয়কারীর কাব্য....রোদ্দুর....অভিনন্দন আকতার দম্পতি

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন.........

নৈশী।

ভুতুম এর ছবি

অভিনন্দন আকতার ভাই! আর ধন্যবাদ মৃদুল ভাইকে অভিনব ভঙ্গিতে এই খবরটা দেয়ার জন্য্।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

মূলত পাঠক এর ছবি

অভিনন্দন!

আকতার আহমেদ এর ছবি

এক কলিগ-বন্ধুরে নিয়া বাসা খুঁজতে বের হইছিলাম উত্তরায়। নিজেদের বাড়ি হওয়ার কারণে ওর অইদিকে ব্যাপক জানাশোনা। দুইজনে রিকসা নিয়া ঘুরতে ঘুরতে ১৩/১৪/১৫ এইরকম অনেকগুলা সেক্টর পার হয়া গেলাম। হঠাত্ বেশ চিপা আর ঘিঞ্জি রাস্তা দিয়া রিক্সা ঢুকতে দেইখা আতংকিত গলায় জিগাইলাম- কী রে কবির, কই নিয়া যাস?

কবির বেশ নির্লিপ্ত গলায় জবাব দেয়-- তুই যে কাম করছস, তাতে তুই ভদ্রলোকের এলাকায় থাকার যোগ্যতা হারাইছস। তাই তোর জন্য বস্তি খুঁজতাসি হো হো হো

সবাইরে ধন্যবাদ!

পরিবর্তনশীল এর ছবি

অভিনন্দন আকতার ভাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

লুৎফুল আরেফীন এর ছবি

অনেক অনেক অভিনন্দন মা, বাবা ও সন্তানকে হাসি

ধুসর গোধূলি এর ছবি

- এহ্ হে রে, রোদ্দুর বাবাজি একটা দিন এদিকে সেদিক করে আসলেই হতো। মৃদুল'দার মতো আমারও যথেষ্ট ডরের কারণ আছে। এই ভদ্রলোক বড় হয়া যখন সচলে দিস্তার পর দিস্তা ছড়া লিখতে থাকবে, ললনা ফ্যানের বাতাসে গ্রীষ্মের প্রখর তাপেও সুশীতল বাতাস খাইবে, তখন তো ১২—আগস্টকে স্মরণ করিয়া আর কেউ ধুগোর নামে পোস্টাইবে না। মন খারাপ

তবে যাই হোক, 'কাগু' হইলে জায়গা চাড়িতেই হইবে। নইলে পরে 'সাগু' হৈতে হৈবে। অতএব, দিলাম ছাড়িয়া জায়গা এই ছড়াকারপুত্র বাইবর্ন ছড়াকারের জন্য।

আক্তার ভাইকে, তাঁর পরিবারকে আর রোদ্দুর ছড়াকারকে অভিনন্দন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

১২ই আগস্ট পাথরে খোদিত হয়েছে জনাব, ভয় নেই।

জেবতিক রাজিব হক [অতিথি] এর ছবি

অভিনন্দন আখতার ভাই এবং ভাবী।
১২ আগষ্ট - ১২ আগষ্ট --- কেম্নে কী?

লেখার জন্য মৃদুল ভাইকে ধন্যবাদ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আররে... বিশাল ব্যাপার!
অভিনন্দন!

স্বপ্নাহত এর ছবি

এতদিন জানতাম আকতার ভাই খালি ছন্দ মিলায়
এখন দেখি ক্যামনে ক্যামনে জানি দুই পিচ্চির জন্মদিনও মিলায়া ফেলসে!
পুরা জটিল অবস্থা দেখি!

অভিনন্দন আকতার ভাই। ভাল থাকেন সবাইকে নিয়ে।

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

যুধিষ্ঠির এর ছবি

অভিনন্দন, প্রিয় ছড়াকার!

কনফুসিয়াস এর ছবি

আমি নিশ্চিত আকতার ভাই অর্থনীতির ছাত্র। দুই সন্তানের জন্মদিন একসাথে পালনের সুবন্দোবস্ত করে ফেলেছেন। হাসি
অভিনন্দন!

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আকতার আহমেদ (স্লো নেটে লগাইতে পারিনা) এর ছবি

আবারও ধন্যবাদ সবাইরে।

রোদ্দুর মিয়া নিজেই ওর কাগু-ফুফুদের ভালোবাসার জবাব দিবে,এই সচলেই...সেদিনের জন্য অপেক্ষায় থাকলাম!

সাইফুল আকবর খান এর ছবি

হ। চলুক
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সাইফুল আকবর খান এর ছবি

ভয় পাওন সুন্দরৈছে!
আর, ছড়াও। হাসি

আকতার ভাইরেও অভিনন্দন।
হ, এহন আবার এট্টু এইদিক আসা উচিত উনার। দেঁতো হাসি

আর মৃদুল্দা',
"লিখিবার আয়াস মিলে না, আয়াস মিলিলে আয়েস করিতে মন চায়।" - বাক্যটা তো বানান-বিভ্রাটে প্যাঁচ খেয়ে গ্যালো মনে হচ্ছে!
'আয়াস' মানে তো চিন্তা, ক্লান্তি, পরিশ্রম, কষ্ট; যে-সুবাদে 'আয়াসসাধ্য' অর্থ কষ্টসাধ্য, আর 'অনায়াসে' মানে সহজে।
আর, আরাম-এর শব্দটা হ'লো 'আয়েশ'।
ফুরসত অর্থে এরকম একটা ব্যবহার আমি প্রচলনে পেয়েছি কারো কারো কথায়, কিন্তু এই মন্তব্য করার আগে নিশ্চিত হওয়ার জন্য অভিধানও দেখে নিলাম একবার, আয়াস-এর তেমন কোনো অভিধান-সিদ্ধ অর্থ পেলাম না। হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

অভিনন্দন প্রিয় ছড়াকার, ছড়াকার-জায়া!

পৃথিবীর সব শুভকামনা রোদ্দুরের জন্য।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নিবিড় এর ছবি

আরে দারুণ খবর। অভিনন্দন আকতার ভাই


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

কীর্তিনাশা এর ছবি

অভিনন্দন আকতার ভাই।

এইবার দ্রুত কিছু ছড়া ছাড়েন......... হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দেরীতে অভিনন্দন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আকতার আহমেদ এর ছবি

এতো ভালোবাসা-মমতা বুকে ধারণ করার পর প্রত্যুত্তরে বলার কিছুই খুঁজে পাচ্ছি না। তাই শুধু কৃতজ্ঞতাটুকু জানিয়ে গেলাম!

মৃদুল আহমেদ এর ছবি

তরে আর প্রত্যুত্তরের ভাষা খুইজা পাইতে হইব না, ছড়ার ভাষা খুইজা নিয়া আমগোরে মজার মজার কয়ডা ছড়া দে! আইলসা কোনানকার!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।