ঈদ সচলাড্ডা!

মৃত্তিকা এর ছবি
লিখেছেন মৃত্তিকা [অতিথি] (তারিখ: সোম, ২১/০৯/২০০৯ - ৭:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঈদের দিন সকালে উঠিয়াই দন্ত মার্জন পর্ব সারিয়া হন্তদন্ত করিয়া গাড়ি চালাইয়া হাজির হইলাম ডাগদর সাহেবের বাড়ি। তবে কোন চিকিথসা চাহিবারে নহে। ঈদের সকালের নাস্তা ভোজন পর্বে যোগদান করিতে। অতঃপর আমাদের পদধূলি দরজার বাহিরেই রাখিয়া তাহাদের ঘরে প্রবেশ করিলাম এবং হাঁকাইয়া সকলকে ঈদ মোবারক জানাইলাম। কোলাকুলি পর্ব সমাপ্তির পর প্রজাপতির রন্ধিত জর্দা, সেমাই, চটপটি, কাবাব ও বিরিয়ানি খাইয়া খাণিক খোশগল্প করিয়া আবারও হন্তদন্ত সহকারে বাড়ি ফিরিলাম। কারণ, অনেক পদ রন্ধন বাকি যে! রাত্তিরে উনারা সকলে হানা দিবেন! আমিও কম কিসে! বলিলাম সব করিবো, তবে বিশিষ্ট তবলা বাদককে তবলা সাথে লইয়া আসিতে হইবে!

অতঃপর বহুকষ্টে কয়েক পদ রন্ধন করিয়া যখন একটুখানি হাঁপাইতে হাঁপাইতে জিরাইতেছিলাম তখনই তেনারা সক্কলে আসিয়া উপস্থিত হইলেন। কি আর করা, তাহাদিগকে খাইবার বলিলাম। অমনি তাহারা যেভাবে টেবিল ভাঙ্গিয়া খাবারের উপর ঝাঁপাইয়া পড়িলো, তাহা দেখিয়া আমার চক্ষু কোটর হইতে বাহির হইয়া কিছুক্ষণ লাফালাফি করিয়া আবার ঢুকিয়া গেলো! যাহা হউক, অবশেষে ভোজ সমাপ্ত হইলে বিশিষ্ট তবলচীকে অনুরোধ করা হইলো একটু বাজিয়ে শোনাতে। তাহার পর যাহা হইলো তাহা দেখিয়া এবং শুনিয়া আমার চক্ষু আবারও কোটর হইতে বাহির হইয়া দ্বিগুণ পরিমান লম্ফ ঝম্ফ করিয়া থামিয়া গেলো বিধায় উহাদিগকে আপন হাতের অংগুলি দিয়া কোত কোরিয়া ঢুকাইয়া দিলাম। এবার আপনারাই দেখুন এবং শুনুন………..

বি দ্রঃ অনিকেত’দা কে বিশেষ ভাবে ধন্যবাদ তার কথা রাখার জন্য। তবলাটি সংগে করে আনার জন্যে। অল্প সময়ে তেমন কিছুই শোনা হলো না তবু যেটুকু শুনলাম তাতে এক বাক্যে বলে দিলাম, “তিনি দারুণ বাজান!”
সবাই ভালো থাকুন, ঈদ মোবারক!
১।

২। তবলা ও গীটার এর জেলী

৩। তবলা ও গীটারের আরো একটি জেলী


মন্তব্য

রেশনুভা এর ছবি

অনিকেত'দা সিরাম জোশিলা হইছে।
আর সাইফ ভাইয়ের বাসায় সকালের পর্ব আর মৃত্তিকা'পু আপনার বাসায় যে রাতে লোকজন ঝাঁপাইয়া পড়িল এই খবর গোপনসূত্রে গতকালই পাইয়াছিলাম ... দেঁতো হাসি

মৃত্তিকা এর ছবি

খবর পাইলেন তবে আসিয়া পড়িলেই পারিতেন, তাহলে আপনিও ঝাপাইতে পারিতেন!

রণদীপম বসু এর ছবি

মাইনাস !
তবলা-বাদন এতো কিপ্টাইয়া শুনাইলে মাইনাস না দিয়া কি উপায় আছে ! বিশেষ করে অনিকেতদার একক বাদনে চতুরঙ্গের ভূমিকাটাই শুরু হইলো না, তার আগেই.....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

_প্রজাপতি এর ছবি

রনদা অনিকেতদার একক বাদনের একটা বড় ক্লিপ দিলাম আপনার জন্য। যদিও মাঝে পোলাপাইন্দের লম্ফঝম্প আছে ।

-------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

রণদীপম বসু এর ছবি

ভালো কাজ দেখিয়েছেন চতুরঙ্গে (চতুরঙ্গই তো ! নাকি ভুল বলছি !), আর কাহারবাটা সাদামাটা করে আমাদেরকে ঠকানো হযেছে। জরিমানা হবে অনিকেত দা। দেশে এলে তা পরিশোধ করতে হবে কিন্তু !
ঈদ মুবারক সবাইকে, সাথে পুজোর শুভেচ্ছা। ছোট্ট মামণিটাকে অনেক অনেক আদর।

পাশে তো সাইফ ভাই ছিলেন, তাই না ? আর দূরে সোফায় কে ছিলেন চিনতে পারি নি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মৃত্তিকা এর ছবি

রণদা আপনারা ছাড়া কি আর জমজমাট হতে পারে আড্ডা? তবুও এই সাদামাটা পরিবেশ খানিক জমে উঠেছিলো তবলচীর গুণে।
জি, পাশে আমাদের হাতুরে ডাক্তার সাইফ ভাই আর দূরে বসা ভদ্রলোক হলেন স্রিনি, উনি প্রতিবেশী ও অনিকেও'দার সহপাঠী, দক্ষিণ ভারতীয়।

রণদীপম বসু এর ছবি

আরে আরে লজ্জা দিচ্ছেন কেনো ! আপনাদের আড্ডায় ছিলো গভীরতা, যা মুগ্ধতা দিয়ে মাখানো। আর আমাদেরটায় ছিলো ব্যাপ্তি, যেখানে আমরা সব বাদাইম্যারা হাউখাউ করছি ! হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মৃত্তিকা এর ছবি

এইটা চরম হইসে!

যুধিষ্ঠির এর ছবি

সুন্দর!

চতুরঙ্গ, কাহারবা... এসব তো ঠিকমত বুঝি না। তবে এগুলোর কোনটাই আগে "হইসে এইবার চলো আমরা খাওয়া দাওয়া করি" বলে শেষ হতে শুনিনি! দেঁতো হাসি

অনিকেত এর ছবি

@যুধিষ্ঠির' দা

চতুরঙ্গ, কাহারবা... এসব তো ঠিকমত বুঝি না। তবে এগুলোর কোনটাই আগে "হইসে এইবার চলো আমরা খাওয়া দাওয়া করি" বলে শেষ হতে শুনিনি!

---হা হা হা হা -----

মৃত্তিকা এর ছবি

রণদা, বাচ্চা কাচ্চাদেরর যন্ত্রণায় রেগে টং খুব অল্প সময় তবলা বাদন শোনা গেলো! সেটুকুর খানিকটা এখানে। আমাদেরও মন ভরে নাই এতো অল্পে তবুও এই দারুণ জিনিস শেয়ার না করে যাই কোথায় বলুন?

_প্রজাপতি এর ছবি

অসম্ভব সুন্দর একটা সন্ধা কেটেছে কালকে, মৃত্তিকাকে অনেক ধন্যবাদ তার আতিথেয়তার জন্য। আর অনিকেতদা আর গিটারবাজকের অসাধারন কারসাজিতো আপ্নারা দেখলেনই। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুধু শুনলাম আর সেই ঘোর এখনো কাটেনি ।
--------------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

রেশনুভা এর ছবি

হিংসা দিলাম, অনেক হিংসা।
ভিডিওতে একটা 'পিচ্চি পরী'কে দেখলাম; মনে তো কয় সাইফ ভাই আর আপনার যৌথ প্রযোজনার ফলাফল। দেঁতো হাসি । অনেক আদর ওর জন্য।

_প্রজাপতি এর ছবি

পিচ্চি পরীর ছবি দেখে ভুলেন না, ও যে কী জিনিষ এক সাক্ষাতেই হাড়ে হাড়ে সবাই টের পেয়ে যায়।
আপনার ঈদ কেমন কাটলো, সাহানের কাছে আপনার কথা শুনি প্রায়। ভালো থেকেন ।
-------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

অতিথি লেখক এর ছবি

মৃত্তিকা আপু আমরা কি দাওয়াত পাইতে পারতাম না!!!!!!!!

দলছুট।
============
বন্ধু হব যদি হাত বাড়াও।

মৃত্তিকা এর ছবি

অবশ্যই পাইবেন আগামীতে, আপাততো মন খারাপটা তবলা শুনে সরিয়ে ফেলুন দেঁতো হাসি

তীরন্দাজ এর ছবি

দারিন তবলা আর দারুন আড্ডা। সেটি জানানোর জন্যেই কাজের মাঝেও লগিন করলাম।

গীটার বাজালেন কে? কেউ কারো চাইতে কম যাননা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মৃত্তিকা এর ছবি

ধন্যবাদ তীরুদা। আসলে কাছে থেকে বসে না শুনলে বোঝা যাবে না কি অসাধারণ বাজান এই তবলচী!
বি দ্রঃ গীটার বাদক আমার স্বামী লইজ্জা লাগে

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু মৃত্তিকা একটা অসাধারণ রাতের জন্যে--
অমন উষ্ণ আতিথেয়তার জন্যে--

সবচেয়ে বড় ধন্যবাদ, আমার গতানুগতিক দিনপঞ্জীতে একটা মনে রাখার মত দিনের সংযোজন করার জন্যে

ধন্যবাদ মৃত্তিকা, তার তুখোড় গীটারচী(!) স্বামী তন্ময়, আমাদের সদা হাস্যময়ী প্রজাপতি আর আনন্দবাজ সাইফ কে---প্রবাসে ঈদের আমেজ এনে দেবার জন্যে নয়, বরং আমাকে একটা রাতের জন্য কষ্টগুলো ভুলিয়ে রাখার জন্য---
সুখাদ্য আর সুবাদ্যের আয়োজন করার জন্যে----

অনেক ধন্যবাদ!!

হিমু এর ছবি

থায়েকবাই অক্টোবরফেস্টে আইসা পড়েন।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মৃত্তিকা এর ছবি

ক্যান? বাকিরা আসতার্বোনা?

হিমু এর ছবি

ভাব্লাম, আপ্নারা হয়তো আমার মতোই নামাজি, বিয়ারটিয়ার খান্না ... দেঁতো হাসি



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

_প্রজাপতি এর ছবি

ভাবাভাবির কাম নাই, শুধু টিকেটগুলা পাঠায় দেন, আমরা হক্কলে ফাল পাড়ি পাড়ি চলি আসবো আপনাগো ফেস্টমেস্টে।
------------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

শাহেনশাহ সিমন এর ছবি

চলুক

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মৃত্তিকা এর ছবি

ধন্যবাদ সিমন!
সচল হবার অভিনন্দন রইলো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমাদেরও হইছে ঈদ সচলাড্ডা। এতক্ষন সবকয়ডা আমার বাড়িতেই আছিলো। যদিও আমারে রান্নাঘরেই কাটাইতে হইছে সারাক্ষন এগুলার খাওন রানতে। তবু মজা হইছে অনেক। মাত্রই গেলো সবগুলা...

অনিকেত্দা তো জোশ...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মৃত্তিকা এর ছবি

তাই নাকি, আবারও? আপনের উপর দিয়ে যা ঝড় যাচ্ছে পর পর! (পোলাপাইন গুলারে ধইরা বিয়া দিয়া দেন তাইলে কম জ্বালাইবো!)

ঈদের শুভেচ্ছা নজরুল ভাই ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এগুলারে বিয়া করবো কে? কোন মেয়ের ঠ্যাকা পড়ছে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রেনেসাঁ [অতিথি] এর ছবি

দুরে থাইকা সবই মিস করিলাম।

মৃত্তিকা এর ছবি

মন খারাপ

তানবীরা এর ছবি

মৃত্তিক যতোক্ষন খাবারের ছবি না দিয়েছো, ততোক্ষন বিশ্বাস যাই না। প্রজাপতির আইটেমগুলাতো শুনলাম কিন্তু তুমিতো বললা না কি রানছো? বিশ্বাস করি না কিছুতেই না যে তুমি রানতে ঝানোওওওওওওওও শয়তানী হাসি শয়তানী হাসি

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

_প্রজাপতি এর ছবি

ঈদ মোবারক তানবীরাপু, কেমন কাটলো আপনাদের ঈদ?
মৃত্তিকার হয়ে আমিই ছবি দিয়ে দিলুম, সাথে সাইফের রান্না করা ইস্পিশাল বিরিয়ানী।

From khana
From khana

------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

মৃত্তিকা এর ছবি

কি বলেন আপু! এত্তো সব জ্যাম জেলীর পর এখনও এই মামুলি খাবার দাবারের ছবি দেখতে চান?
আমি রাধতে পারিনা? রেগে টং ঠিক হ্যায় দিতেসি!

মৃত্তিকা এর ছবি

পোলাউ, রোস্ট, রেজালা, ফিশ ফ্রাই, মটর পনির, ভেজিটেবল, ডিম.......আরও আছিলো, টেবিলে ধরে নাই দেঁতো হাসি
IMG_3579

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনের বাড়িতে দাওয়াত খাইতে মঞ্চায়
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মৃত্তিকা এর ছবি

কবে আসবেন বলেন, বিশাআআআল পার্টি দিবো তাহলে! হাসি

তানবীরা এর ছবি

ঈদ ঝাকানাকা কাটছে, অন্যজনের বাসায়তো চোখ টিপি , আমি শুধু পুডিং আর কাচ্চি বানিয়েছিলাম। বিরিয়ানীর ছবি সেইরম হইছে। সেইফব্বাইতো হেভভী কুক, তুমি লাকী আছো।

মৃত্তিকা, আড্ডার নিউজের সাথে খাওয়ার ছবি দেয়া ফরজে কিফায়া। জ্যাম জেলীর লিঙ্ক আমার আসে না, তাই খাওয়া দেইখাই পুষাইলাম।

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মৃত্তিকা এর ছবি
সাইফ তাহসিন এর ছবি

কি গো মৃত্তিকা ম্যাডাম, ছবি আর ভিডিও দিয়া সচল গরম করে ফেলেছ দেখি, এত মউজ করলাম, আর সেটা তুমি সর্টকাটে লেখে দিলা চোখ টিপি একটু বিস্তারিত লেখতা, তবে লেখা ভালো লাগছে। ভবিষ্যতে সাধু অথবা চলিত যে কোন একটায় লেইখ, একটু খিচুড়ি হয়ে গেছে, এখনও পুলিশি হামলা হয় নাই দেখে অবাক হইসি। যাক, একটু বেশি বেশি লেখ, তাহলে জড়তা কেটে যাবে। চলুক, আরো আসুক লেখা।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মৃত্তিকা এর ছবি

হুম। একটু খিচুড়ি হয়ে গেছে যেটা সকালে নিজেই ধরতে পেরেছি, সাথে দুইটা বানান ভুল আছে। সংশোধনের জন্য লিখেছিলাম কিন্তু হয়তো তার আগেই প্রকাশিত হয়ে গেছে।

সুহান রিজওয়ান এর ছবি

ভিডু সব নামায়ে দেখলাম; তাই দেরী হইলো...
আড্ডা দীর্ঘজীবি হোক, কি দেশে-কি বিদেশে, আড্ডার জুড়ি নাই ...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

মৃত্তিকা এর ছবি

এক্কেবারে ঠিক বলছেন, লাখ কথার এক কথা! চলুক

রণদীপম বসু এর ছবি

এই সব খাউয়াল লোকগুলারে নিয়া সব জায়গাতেই গ্যাঞ্জাম ! এমুন সুন্দর গানা'র আসর থুইয়া হেরা খানা লইয়া লাফালাফি শুরু করছে ! কী যে করি হেগোরে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মৃত্তিকা এর ছবি

সেটাই রণ'দা, সুর আর তালের মর্ম কেউই বুঝলো না! মন খারাপ

মূলত পাঠক এর ছবি

খানা আর গানা নিয়ে ভালোই কেটেছে দেখি।

অফিসিয়ালি হিংসা জানানো হইল।

স্নিগ্ধা এর ছবি

অফিসিয়ালি হিংসা জানানো হইল।

সেটা কি আর আলাদা করে অফিসিয়ালি জানানোর দরকার আছে!!!

আপনি যেরকম হিংসুটে কিসিমের মানুষ, তাতে মুখ খোলা মানেই তো হিংসা দেয়া দেঁতো হাসি

মৃত্তিকা এর ছবি

একটু আধটু হিংসা থাকা ভালো তো আপু দেঁতো হাসি নইলে সব যে মানুষ থেকে মহামানব হয়ে যাবেন! সেটা ভালো হবেনা একদম!

মৃত্তিকা এর ছবি

হুম, তবে পরিপূর্ণ হয়নি। পুরো সচলায়তন থাকলে হতো। (যদিও আমার বাড়িতে জায়গা হতো না তবুও আঁটাতাম)

আসন্ন পূজার শুভেচ্ছা রইলো আপনাকে।

অতন্দ্র প্রহরী এর ছবি

ভালো মজা করেছেন দেখা যাচ্ছে। খাবারের ছবি দেখেই তো খেতে ইচ্ছা করছে মন খারাপ

মৃত্তিকা এর ছবি

হাসি

ধুসর গোধূলি এর ছবি

- কী!!! আমাগোর লগে তাফালিং?? খাড়ান জেমজেলীতরবারী সবই করুম অক্টোবরফেস্টের আড্ডায়। হিমুর প্যানপ্যানানীর লগে আমার উড়াধুরা পিয়ানো জেমজেলীতরবারী লগে থাকবো তীরুদার তবলায় থাবড়া (নাইলে কিল)। যাইবেন কোয়ানে মনু?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মৃত্তিকা এর ছবি

উদ্ধৃতিঃ
"যাইবেন কোয়ানে মনু?"

-জর্মান যাবোয়ানে গুষ্টি বাইন্দা দেঁতো হাসি হেই সময় বোঝবেনানে ঠেলা!

জাহিদ হোসেন এর ছবি

তবলা-গীটার বাজানো দেখে মনটা বড়ই খারাপ হয়ে গেল। সব গুণ যদি কয়েকজনের উপরেই ভর করে, তাহলে বাকী আমাদের আর দুনিয়ায় আসবার দরকার কি ছিল? শুধু হাততালি দেবার জন্যে?
আপনাদের আনন্দ করার কথা শুনে ভালোও লাগছে, আবার হিংসেও হচ্ছে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

মৃত্তিকা এর ছবি

আপনার যে সাবলীল লেখালেখির ক্ষমতা আছে, সেটা কি কোন গুণ নয় জাহিদ ভাই?
সময় বের করে ঘুরে যান একবার ডেলাওয়ারে হাসি

আলমগীর এর ছবি

"হইছে চল এবার আমরা খাওয়া দাওয়া করি"।

_প্রজাপতি এর ছবি

এটা আমার সবচেয়ে মজা লাগছে । হাহাহা
---------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

তুলিরেখা এর ছবি

আরে কি চমৎকার !!!

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

রেনেট এর ছবি

আমি এসব পুস্ট পড়িনা।
ছবিও দেখিনা।
(এত খাবার মানুষ খায়? মন খারাপ মন খারাপ )

---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।