আদমচরিত ০৩০

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: শনি, ০৪/১২/২০১০ - ৪:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

adam01

আদম ল্যাপটপে বসিয়া খুটখাট টাইপ করিতেছিল, গিবরিল আসিয়া কহিল, "মৃত্তিকাপুত্র আদম, কী করিতেছ? ফেসবুকে যৌনালাপ?"

আদম রুষিয়া কহিল, "ভোজনের পর কি আর কোনো কর্ম নাই আমার? ওয়েবসাইট আপডেট করিতেছি ওহে গিবরিল! এইবার সকল কুকর্ম ফাঁস করিয়া দিব!"

গিবরিল কহিল, "কাহার কুকর্ম? কীরূপে ফাঁস করিবে?"

আদম কহিল, "স্বর্গলিক্স ডট অর্গ নামে একটি ওয়েবসাইট খুলিয়াছি কি সাধে?"

গিবরিল বিস্মিত হইয়া কহিল, "সেই ওয়েবসাইটে কী ফাঁস করিবে?"

আদম কহিল, "স্বর্গে বহু দুইলম্বরি কার্যক্রম দিবসের পর দিবস ধরিয়া চলমান ওহে গিবরিল! তুমি কি জান, ঈশ্বরের শয়নকক্ষে তাহার খাটিয়ার পাশের তোরঙ্গে কী পাওয়া গিয়াছে?"

গিবরিল দক্ষিণে বামে তাকাইয়া ফিসফিস করিয়া কহিল, "কী?"

আদম কহিল, "রিচার্ড ডকিন্সের দ্য গড ডিল্যুশান! ... ইহার ভিডিও প্রতিবেদন আমাকে পাঠাইয়াছে স্বর্গদূত বিটিভিল!"

গিবরিল আঁতকাইয়া উঠিয়া কহিল, "তওবা তওবা! ঈশ্বর কি জানেন এইসব?"

আদম কহিল, "জানেন বলিয়া মনে হয় না! তবে কিছুক্ষণ পর গোটা স্বর্গে এই খবর রাষ্ট্র করিয়া ছাড়িব! সঙ্গে আরো অনেক কিছু!"

গিবরিল কহিল, "আর কী ফাঁস করিবে?"

আদম কীবোর্ডে অঙ্গুলির তুফান চালাইয়া কহিল, "ঈভ যে শয়তানকে ডাকিয়া জ্ঞানবৃক্ষের বাগান আক্রমণ করিতে উসকাইতেছে, তাহা কি জান?"

গিবরিল হতবাক হইয়া কহিল, "সে কী!"

আদম কহিল, "ঈশ্বরের আর্থিক চুরিচামারির তথ্যও আমার হাতে আসিয়া পৌঁছাইয়াছে। আমার শরীরের অরিজিনাল নকশায় আমাকে দুইটি শিশ্ন নির্মাণ করিয়া দেওয়ার কথা ছিল, কিন্তু ঈশ্বর হতভাগা মৃত্তিকার পরিমাণে নয়ছয় করিবার কারণে আমার ভাগ্যে একটি মাত্র জুটিয়াছে, তাহাও প্রথম নকশার ন্যায় হৃষ্টপুষ্ট নহে! মৃত্তিকার টেণ্ডারের টাকা লুটিয়া খাইয়া ঈশ্বর বাটপার আমার দাম্পত্য জীবনটি ছারখার করিয়া ছাড়িয়াছে! সকল দলিলাদি এখন স্ক্যান করিয়া তুলিয়া দিব ওয়েবসাইটে! হতভাগার খোদকারিতে যদি ল্যাং না মারিয়াছি তো আমার নাম ...!"

এমন সময় গিবরিলের মোবাইলে রিং টোন বাজিয়া উঠিল, "মুন্নি বদনাম হুয়ি গিবরিল তেরে লিয়ে!" গিবরিল ফিসফিস করিয়া কহিল, "বস ফোন মারিয়াছেন!"

আদম চুপ করিয়া টাইপ করিতে লাগিল।

গিবরিল ফোন ধরিয়া হুঁ হাঁ জো হুকুম বলিয়া ফোন রাখিয়া কহিল, "তোমার জন্য দুঃসংবাদ আছে আদম!"

আদম কহিল, "কী?"

গিবরিল কহিল, "তোমার স্বর্গলিক্সের খবর সম্ভবত ঈশ্বর জানিয়া গিয়াছেন। তোমার নামে সারা স্বর্গে রেড অ্যালার্ট জারি হইয়াছে!"

আদম রাগে ফুলিয়া উঠিয়া কহিল, "আমার অপরাধ?"

গিবরিল কহিল, "ঈভ টীজিং!"


মন্তব্য

কৌস্তুভ এর ছবি

হাহাহাহাহাহাহাহাহোহোহোহোহোহো......

সজল এর ছবি

হা হা, ঈভ টিজিং এর ইতিহাস যে এত প্রাচীন, সেটা কেন মাথায় আসলোনা কেন জানে!
---
মানুষ তার স্বপ্নের সমান বড়

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

অতিথি লেখক এর ছবি

দারুন মজাক পাইলাম। দেঁতো হাসি

পাগল মন

দিফিও [অতিথি] এর ছবি

হাহাহা, এইটা দারুণ হইছে! সামুতে এই সিরিজটা প্রথম পড়েছিলাম, মনে আছে পৌরাণিক ছাগুরাম পড়তে গিয়ে হাসতে হাসতে বিষম তুলেছিলাম।

আদমচরিত জোরসে চলুক!

সাইফ তাহসিন এর ছবি

ওরে মুখা বস, আগুন ধরাইয়া দিয়াছেন। বিশেষ ইশ্বর কতৃক করা আদমের আসল প্ল্যানের ব্যাপারটা পড়িয়া ব্যাপক আনন্দু পাইলাম। আর শেষে আসিয়া শেষমেষ আদম ব্যাটা নচ্ছাড় ইভ টিজ়িং এ ফাসিয়া গেল

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

স্পর্শ এর ছবি

হা হা হা!!!

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

আরেকটা মুখাক্লাসিক!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্বাধীন এর ছবি

এইটা জটিল হয়েছে!

দুর্দান্ত এর ছবি

অতি উত্তম!

ওসিরিস এর ছবি

"মুন্নি বদনাম হুয়ি গিবরিল তেরে লিয়ে!"

গড়াগড়ি দিয়া হাসি
_______________________________________________
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???

সবজান্তা এর ছবি

ঈশ্বরের বিছানার পাশে দ্য গড ডিলিউশন... সাত সকালে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেলো।


অলমিতি বিস্তারেণ

মণিকা রশিদ এর ছবি

হাসি থামানো যাচ্ছে না! দারুণ!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সুরঞ্জনা এর ছবি

মারাত্মক ভাল হয়েছে দেঁতো হাসি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

জি.এম.তানিম এর ছবি

এইটা সেইরাম হইসে! দেঁতো হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

শুভাশীষ দাশ এর ছবি

মুখারক্স দেঁতো হাসি

--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অতিথি লেখক এর ছবি

দুর্ধর্ষ!!!!!!!!!!!!!!!!!!!!!!

ভাবছিলাম মন্তব্যে উদ্ধৃতি দিব; কিন্তু কপি করতে গিয়া দেখি পুরা পোস্টটাই কপি হইয়া যায়......তাই আর দিলাম না.........পুরাই হতাশ......এতবড় উদ্ধৃতি মনে রাখা সম্ভব না...আপাতত হাসিকে আটকাতে মহাব্যস্ত......নতুবা হেসেই খুন হইয়া যাব

-অতীত

মর্ম এর ছবি

আপনে নমস্য ব্যক্তি!!!!

[অটঃ চুরি করিয়া হইলেও আপনার এইরূপ লেখা পড়িয়া না লগাইয়া পারিলাম না! আদমেরে সেলাম!! ;)]
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

অতিথি লেখক এর ছবি

বস সকাল বেলা মনটা ভালো করে দিলেন... হাসি আর থামে না......

mizan_ra@hotmaiol.com

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঘুম থেকে উঠে এরকম প্রাণখুলে হাসতে পারলে জীবনটা অনেক আনন্দময় হইতে বাধ্য...
মুখারক্স
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অপছন্দনীয় [অতিথি] এর ছবি

হো হো হো

নাশতারান এর ছবি

আদম কহিল, "রিচার্ড ডকিন্সের দ্য গড ডিল্যুশান! ... ইহার ভিডিও প্রতিবেদন আমাকে পাঠাইয়াছে স্বর্গদূত বিটিভিল!"

গড়াগড়ি দিয়া হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তাসনীম এর ছবি

সুপার্ব।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

গত কিছুদিন আপনার লেখার আগের ধারটা পাচ্ছিলাম না। তবে এই লেখায় সব উসুল হয়ে গেছে! দারুণ হয়েছে। তারকা দেয়ার ক্ষমতা থাকলে পাঁচ তারকা আরেকটি বাড়িত সন্দেহ নাই হাসি

হোম - টুইটার - ফেইসবুক - উইকিপিডিয়া - এ্যাকাডেমিয়া

রায়হান আবীর এর ছবি

মর্মান্তিক!!!!! গড়াগড়ি দিয়া হাসি

মনমাঝি [অতিথি] এর ছবি

আমাদের মধ্যে আরেকজন পরশুরামের আবির্ভাব ঘটলো নাকি ? পড়ে শুধু হাসছিই না, পড়ার সৌভাগ্য হয়েছে বলে নিজেকে ধন্য ও গর্বিত বোধ করছি।

সামী মিয়াদাদ [অতিথি] এর ছবি

কঠিন স্যাটায়ার হইছে....হাসতে হাসতে শ্যাস

অতিথি লেখক এর ছবি

হোহোহোহোহোহোহোহোহোহাহাহাহাহাহাহাহাহাহহাহা............

কামরুল হাসান রাঙা

অতিথি লেখক এর ছবি

হাসতে হাসতে খুন' বুঝি এভাবেই হয়...

অতিথি লেখক এর ছবি

"স্বর্গদূত বিটিভিল" গড়াগড়ি দিয়া হাসি
সিরাম টু দ্য পাউয়ার ইনফিনিটি হইছে... দেঁতো হাসি

"চৈত্রী"

black এর ছবি

আগা মাথা কিছুই বুঝলাম না......;s

black এর ছবি

সরি ভাই... এতক্ষনে বুঝছি...।... আসলেই জটিল হইসে.........

খেকশিয়াল এর ছবি

হাহাহাহাহাহাহাহহাহা
প্রভুখণ্ড! প্রভুখণ্ড! গড়াগড়ি দিয়া হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

সুপার্ব।

---আশফাক আহমেদ

লেনিন [অতিথি] এর ছবি

ঈশ্বরের বিছানার পাশে দ্য গড ডিলিউশন... আপিসে অট্টহাস্য সংবরণ করিতে বেশ কসরত করিতে হইলো। সমঝদারের অভাববোধ করিতেছি।

দুষ্ট বালিকা এর ছবি

কাল দুইটা ফড়িক্কা। মন মেজাজ ভালু আসিলোনা! লিঙ্কু দেইখা আসিলাম! লগিন করিতে বাধ্য হইলাম শুধু এইটুক বলতে যে এটা অসসাধ্রণ হইসে! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হ! চলুক
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সাদাকালো [অতিথি] এর ছবি

হাসির জন্য ট্যাক্স চালু হওয়ার আশংকা দেখা দিচ্ছে।

অতিথি লেখক এর ছবি

মজা পাইলাম, কিন্তু জিব্রাইল দাদুর নাম ‘গিবরিল‘ লিখিবার মানে কি?
- স্বপ্নসতী, ক্যানাডা থেকে

অতিথি লেখক এর ছবি

এইটা বেশি জটিল হইছে। মুখারক্স।

অনন্ত

জাভেদ [অতিথি] এর ছবি

ফালতু। আরো ভালো আশা করেছিলাম। মন খারাপ

মুক্ত বয়ান [অতিথি] এর ছবি

এইটা পুরাই সেরাম হইছে।
সালাম সালাম...

অতিথি লেখক এর ছবি

হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা

জয়িতা

তিথীডোর এর ছবি

"মুন্নি বদনাম হুয়ি গিবরিল তেরে লিয়ে!"
হো হো হো চ্রম!!!!!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মোঃ আসিফ খান [অতিথি] এর ছবি

মজা পাইলাম.....auto

অতিথি লেখক এর ছবি

হা.......হা.......হা....... বেশ মজা পেলাম.......

মোঃ আসিফ খান

বাউলিয়ানা এর ছবি

হে হে হে...বেশি জোশ হাসি

মানিক চন্দ্র দাস এর ছবি

.........................................................

অতিথি লেখক এর ছবি

আমি এত বুঝি না। পবিত্র সত্ত্বায় বিশ্বাস করি আমি। তাঁর সম্পর্কে কম জানি হয়ত। কিন্ত মনে করি, কিছু আদব আমাদের রক্ষা করা। ঠিক, যেমন আমার বাবা বেশ্যাদের কাছে যায় জানার পরেও, আমি নিশ্চয়ই আমার বন্ধুদের বলে বেড়াব না! কেননা সেটা নিজের ই অপমান। এদিকে,খোদা সম্পর্কে তো কিছু ঠিকমত না জেনেই এমন মন্তব্য তো আরও বেশি লজ্জাজনক। আমি মজা পাইনি। কষ্ট পেলাম।কেননা, ঈশ্বর আর তাঁর সৃষ্টিকে আমি সম্মান করি।

ঈশ্বর তিনিই, যিনি সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত। কেউ যদি তৃষনার্ত হয়, আর তাকে ঈশ্বর বলা হয়, তাহলে তা ভূল।

কৌস্তুভ এর ছবি

আপনার মন্তব্য বড়োই আকর্ষণীয়, কিন্তু নাম দেন নি বলে মনোরঞ্জন করার জন্য ধন্যবাদ জানাতে পারলুম না!

অপছন্দনীয় এর ছবি

সব কিছু আসলে সবার জন্য উপভোগ্য নয়। ধর্মের এবং ঈশ্বরের প্রতি কড়া ভক্তিসম্পন্ন এবং 'না জেনেই বিশ্বাস করা' ব্যক্তিদের এই সিরিজটা ভালো লাগার কোন কারণ নেই। সেটার জন্য কষ্ট পাওয়ারও কিছু নেই আসলে। ধর্মীয় নামগুলোকে নিয়ে করা হিউমার যেমন আপনাকে আঘাত করে তেমনি আপনার বিশ্বাসও অন্যকে আঘাত করতে পারে - বিশেষত ধর্মের ভন্ডামি আর নোংরামি (ধর্মের অপপ্রয়োগ নয়) যাদের জীবনকে ইতোমধ্যেই আঘাত করে বসেছে।

আপনার এই কথাটা একটু কেমন যেন লাগলোঃ

ঠিক, যেমন আমার বাবা বেশ্যাদের কাছে যায় জানার পরেও, আমি নিশ্চয়ই আমার বন্ধুদের বলে বেড়াব না! কেননা সেটা নিজের ই অপমান।

অন্য কারো চারিত্রিক সমস্যা যদি থেকে থাকে সেটা তার জন্য অপমানজনক, আপনার জন্য নয়। অনুরোধ করছি মানুষকে ব্যক্তিগত বৈশিষ্ট্য দিয়ে বিচার করতে, প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্য দিয়ে নয়। আপনার কাজের দায়ভার আপনার, আপনার পূর্বপুরুষের কাজের দায় তাঁদেরকে দিন। ঈশ্বরে বিশ্বাস করলে তো কর্মফলেও বিশ্বাস করার কথা, ঈশ্বর নিশ্চয়ই বলেননি আপনার বাবার কর্মের জন্য আপনার ভুগতে হবে?

আপনি যদি মনে করেন নিজের পূর্বপুরুষরা কোন অন্যায় করলেও সেটা চেপে যেতে হবে তাহলে দয়া করে জেনে রাখুন, আমাদের অনেক পারিবারিক নোংরামি এতদূর এসেছে শুধু চেপে রাখার জন্য। আপনি যদি চেপে রাখার কাজটি করেন, তাহলে চেপে রেখে একটা অন্যায়কে ছড়াতে দেয়ার অপরাধে অপরাধী আপনি - এবং সেই অন্যায় যদি আপনাকে বাদ দিয়ে আর কারো জীবনে আঘাত করে, সেক্ষেত্রেও আপনি আংশিক দায়ী।

বোহেমিয়ান এর ছবি

আবার পড়লাম! দুর্দান্তিস!
_________________________________________
ওরে! কত কথা বলে রে!

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

আসিফ মহিউদ্দীন [অতিথি] এর ছবি

আরেকটা ফাটাইন্না লেখা।

কুলদা রায় এর ছবি

বস, আপনার আগমণ-- শুভেচ্ছা স্বাগতম। ইহার তুল্য লেখা দুটি নাই। আপনাকে সেল্যুট।
এখানে রাখছি লেখাটি।
http://www.facebook.com/home.php?sk=group_175427159153318&ap=1
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

তমসো দীপ [অতিথি] এর ছবি

জোশ, এইটা ফেসবুকে আমার খোলা একটা গ্রুপে (http://www.facebook.com/home.php?sk=group_173376392673090&ap=1) শেয়ার করলাম। হাসি

সৈকত চৌধুরী [অতিথি] এর ছবি

অতি উত্তম হয়েছে। অ-সা-ধা-র-ণ!!

আদম কহিল, "রিচার্ড ডকিন্সের দ্য গড ডিল্যুশান! ... ইহার ভিডিও প্রতিবেদন আমাকে পাঠাইয়াছে স্বর্গদূত বিটিভিল!"

হাঃহা, ঈশ্বরের শয়নকক্ষে তাহার খাটিয়ার পাশের তোরঙ্গে পাওয়া The.God Delusion বইটি ফ্রি ডাউনলোড করুন এই লিংক থেকে-

http://www.mediafire.com/download.php?ob15cblvldp32tw

সঞ্জয় গাঙ্গুলী এর ছবি

লেখাটা খুব ভালো হয়েছে বললে ছোট করা হবে। এরকম অনাবিল আনন্দ কজন দিতে পারেন/পারে?
ও হ্যাঁ, আরেকটা কথা। ৭/১২ র অতিথি-র (৪৭ নং) একতরফা ঈশ্বরপ্রীতি যেন একঘড়া গঙ্গাজলে একফোঁটা গোমুত্র। সাবধান, পরেরবার একটু দেখে লিখবেন/আসবেন!

cOx BaZeR vIpErZZZZZZZZZZZZZZZ এর ছবি

ভাই চরম লিখসেন।।।।।।।।।।।।।।।

রিয়েল ডেমোন এর ছবি

হা হা হা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।