নারী, রমণী, নায়িকা, গায়িকা এবং বালিকা বিষয়ক কুইজ।

পরিবর্তনশীল এর ছবি
লিখেছেন পরিবর্তনশীল (তারিখ: বিষ্যুদ, ২৩/০৭/২০০৯ - ১১:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

(ইহা মূলত আমরা যারা অবিবাহিত পুলাপাইন আছি তাদের জন্য আয়োজন করা হয়েছে। বিবাহিতরা নিজ দায়িত্বে অংশগ্রহণ করুন। এই কুইজে দেয়া উত্তর যদি আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি নিয়ে আসে- তার জন্য কুইজ কমিটি দায়ী থাকবে না।
আর সবচে বড় কথা এটাকে সিরিয়াসলি যাতে কোন অবস্থাতেই কেউ না নেন। )

নিয়মাবলী:

উত্তর হতে হবে সর্বজনীন। মানে আপনি উত্তরে যার নাম বলবেন- সে মোটামুটি সবার কাছে পরিচিত থাকতে হবে। উদাহরণ:
প্রশ্ন: যাকে শুধু একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।
উত্তর: অর্দ্রে হেপবার্ন।
তবে কেউ যদি অপরিচিত কোন নাম লিখতে চান, কুইজ কমিটি সে ব্যাপারে হস্তক্ষেপ করবে না :)। এমনকি ইচ্ছে হলে শুধু নামের প্রথম অক্ষর লিখে দিতে পারেন।

এবার মূলপর্বে প্রবেশ করছি্। ঝটপট উত্তর দিয়ে ফেলুন।

১। ছোটবেলায়, মানে যখন একটু একটু বড় হওয়া শুরু করছেন, তখন ছবিতে যাকে দেখে মনে হইলো, আমার এমুন লাগতেছে ক্যান?

২। যাকে শুধু একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।

৩। যাকে দশ সেন্টিমিটার দূর থেকে শুধু দেখলেই হবে। এমনকি ছুঁয়েও দেখতে চান না। কারণ, ছুঁয়ে দেখলে তার ভেঙে পড়ার সম্ভাবনা আছে।

৪। সারা পৃথিবী হেঁটে এসে দেখলাম, আসলে এই হলো বনলতা সেন।

৫। যার কন্ঠস্বর রাগা ভৈরবীর চেয়েও সুধাময়ী।

৬। শয্যায় কড়া নাড়ে যে।


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

১। পামেলা এণ্ডারসন।
২। কঙ্কনা সেনসর্মা (বিশেষ করে ঋতুপর্ণ সেনগুপ্তের 'তিতলি' ছবির 'তিতলি'কে।
৩। নাতালি পোর্টম্যান।
৪। অপর্ণা সেন।
৫। শ্রেয়া ঘোষাল।
৬। মনিকা বেলুচ্চি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

১। চিন্তিত
২। চিন্তিত
৩। চিন্তিত
৪। চিন্তিত
৫। চিন্তিত
৬। চিন্তিত

পোলাটার হইলটা কী?! সব দোষ লীলেন ভাইয়ের। একটা সিলেটি মাইয়া যোগাড় কইরা দিলেই আর এইসব হইত না।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এহ!
এইসব গোপন কথা আপনাকে বলবো কেনু?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

১। ছোটবেলায়, মানে যখন একটু একটু বড় হওয়া শুরু করছেন, তখন ছবিতে যাকে দেখে মনে হইলো, আমার এমুন লাগতেছে ক্যান?
উত্তর: একটা আরশোলা, দেখে গা রিরি করে উঠেছিল।

২। যাকে শুধু একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।
উত্তর: সুন্দরবনের বাঘ।

৩। যাকে দশ সেন্টিমিটার দূর থেকে শুধু দেখলেই হবে। এমনকি ছুঁয়েও দেখতে চান না। কারণ, ছুঁয়ে দেখলে তার ভেঙে পড়ার সম্ভাবনা আছে।
উত্তর: অস্ট্রেলিয়ার কোয়ালা।

৪। সারা পৃথিবী হেঁটে এসে দেখলাম, আসলে এই হলো বনলতা সেন।
উত্তর: বাংলাদেশ।

৫। যার কন্ঠস্বর রাগা ভৈরবীর চেয়েও সুধাময়ী।
উত্তর: বুলবুলি

৬। শয্যায় কড়া নাড়ে যে।
উত্তর: সালিম আলীর পাখির বইটা

রাগিব এর ছবি

পিপি ভাই, সাবধানে উত্তর দেয়ার পুরো টিউটোরিয়াল দেখিয়ে দিলেন হাসি

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

কল্পনা আক্তার এর ছবি

জবাবে নামের সার্থকতা বিদ্যমান দেঁতো হাসি

........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

১ নম্বর উত্তর পড়ে হাসতে হাসতে শেষ.... হো হো হো

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পরিবর্তনশীল এর ছবি

@প্রহরী ভাই; এত চিন্তা না কইরা তাড়াতাড়ি উত্তর দ্যান পিলিজ হাসি

@শিমুল ভাই: গোপন কথা আবার কী? উত্তর চাই হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

পরিবর্তনশীল এর ছবি

‌পিপিদা : কুইজের নামের লেখা আছে কী বিষয়ে কুইজ! মন খারাপ কেউ কিছু জানায় না মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

৫ নম্বরের উত্তর হচ্ছে আমার বউ। বাকী প্রশ্নগুলো আমার জন্য ঠিক যায়না অথবা উত্তর আন্দাজ করা যায়।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আচ্ছা, ঠিকাছে, দিলাম উত্তর।

১) সুচিত্রা সেন
২) সুচিত্রা সেন
৩) সুচিত্রা সেন
৪) সুচিত্রা সেন
৫) সুচিত্রা সেন
৬) সুচিত্রা সেন

তানবীরা এর ছবি

শিমুল, মনে হয় নানী - দাদীদেরকে বড়ই শ্রদ্ধা করে ঃ),
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ইয়ে মানে, আমাদের আকাঙ্ক্ষার রমণীদের বয়েস নাকি বাড়ে না। সেই ১৮-২৬ এ ঘুরঘুর করে।

পরিবর্তনশীল এর ছবি

শাবাস ব্যাটা। গুড আনসার দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

পরিবর্তনশীল এর ছবি

শিমুল ভাই, গুড। খুশি হইলাম। আমি ধইরা নিছি কেউই উত্তর দিবে না হাসি
--------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সাইফ তাহসিন এর ছবি

১। পাশের বাড়ীর মেয়েটা চোখ টিপি
২। জেটা জোনস
৩। যুউই ডেশচ্যানেল
৪। বউ
৫। প্রজাপতি
৬। শারমিন আশরাফ
গড়াগড়ি দিয়া হাসি দেখা যাক, পাঠককুল ফান্দে পা দেয় কিনা দেঁতো হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সুহান রিজওয়ান এর ছবি

ভাইয়ের লগে কিন্তু আমার দুইডা কমন পরসে, ভাইবেন না যে দেইখা লিখসি... ---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সাইফ তাহসিন এর ছবি

নারে ভাই দেইখা লেখা লাগব কেন! এইটারে কয় চোরে চোরে মাসতুতো ভাই, মনের মিলতো থাকবেই

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সুহান রিজওয়ান এর ছবি

০১। সিন্দাবাদের মীভ
০২। সোনালী বেন্দ্রে
০৩। ক্যাথরিন জেটা জোন্স
০৪। ঢাকা ভার্সিটির এক কন্যা ...
০৫। মৌসুমী ভৌমিক
০৬। পাশের বাসার ভাবী ...

---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

পরিবর্তনশীল এর ছবি

আহা! মীভের কথা মনে করাইয়া দিলেন। আরেকজন ছিল রবিন হুডের মিরাণ্ডা সম্ভবত। থীফ অফ বাগদাদের নূরজাহান । দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রণদীপম বসু এর ছবি

আমি কি এই পোস্ট পড়ছি ? না পড়ি নাই !

তয় আমি বুঝি না ছুঁমু কি ছুঁমু না এইসব কী ? যারে দেইখা কেমন কেমন লাইছিলো তারে ছুঁইবার ইচ্ছা হইলে ছুঁইয়া দিবেন ! আর ছুঁইলে মাইর খাইবার সম্ভাবনা বেশি দেখলে ছুঁইবেন না ! এর লাইগা সারা পৃথিবী হাঁটারই বা দরকারটা কী শুনি ? সারা পৃথিবী হাইটা হাইটা বুড়া বয়সে ফিরা আইসা কি রাগা ভৈরবীর শ্রাদ্ধ করবেন ! লীলেন গোসাই আপনেরে কথা দিয়া কথা রাখে নাই, এইটা ঠিক করে নাই। হেও পরিবর্তন হইয়া গেছে ! তাই সিলেটি মাইয়া কড়া না নাড়লে কী আর করবেন !
জগতটাই পরিবর্তনশীল !

ধারেকাছে কোনো আশ্রম টাশ্রম আছে কিনা খোঁজ নেন। প্রয়োজনে প্রহরী বা পান্থর সাহায্য নেন। এই লাইনে হেরা নাকি ইদানিং খুব শাইন করতেছে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পরিবর্তনশীল এর ছবি

শেষ পর্যন্ত ও ডরাইছে। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

১। পামেলা অ্যান্ডারসন (বেওয়াচ দেখার পর)
২। মনিকা বেলুচ্চি
৩। মনিকা বেলুচ্চি
৪। মনিকা বেলুচ্চি
৫। মনিকা বেলুচ্চি
৬। মনিকা বেলুচ্চি

পরিবর্তনশীল এর ছবি

মনিকা বেলুচ্চির বিরাট ফ্যান দেখা যায়। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তানবীরা এর ছবি

এরকম নারীবিদ্বেষী, পুরুষতান্ত্রিক পোষ্টরে কইসা মাইনাসসসসসসসসসসসস। আমি এই পোষ্টে কোনদিনও ঢুকি নাইইইইইইইইইইইইই।

জীবনেও যেনো পরিবর্তনশীলদের বিবাহের স্ট্যাটাস পরিবর্তন না হয় ঃ)

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

স্নিগ্ধা এর ছবি

ইয়ে, তানবীরা - আমি 'ইট্টু কনফিউজড মতো' হয়ে গেলাম - মানে, এই পোস্ট নারীবিদ্বেষী?? নারীপ্রেমে বলে এরা খাবি খাচ্ছে, খেতে খেতে হাঁচোড়পাচোড় করে তীরে উঠে কোনমতে একটা পোস্ট দিচ্ছে, দিয়ে আবার কোনো না কোনো নারীর স্বপ্নে আধা-মশগুল হয়ে যাচ্ছে - আর, আপনি বললেন এই পোস্ট নারীবিদ্বেষী অ্যাঁ

আর, আপনার বদদোয়ায় কাজ হবে বলে মনে হয় না। পরিবর্তনশীলদের 'বিবাহ স্ট্যাটাস' পরিবর্তিত হবে। তবে কিনা, পরিবর্তন হলেও এমন একজনের কারণে হবে যে এই লিস্টের কুনু নাম্বারেই নাই দেঁতো হাসি

তানবীরা এর ছবি

স্নিগ্ধাদি, আমাদেরকে কেনো সুযোগ দিলো না তাই রেগে বলেছি। নর, নায়ক, গায়ক ও বালকের কথা বলার সুযোগ আমরাওতো চাই বলেন?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

স্নিগ্ধা এর ছবি

নর, নায়ক, গায়ক ও বালকের কথা বলার সুযোগ আমরাওতো চাই বলেন?

তো, আপনি সেই সুযোগদানেঅবারিতদ্বার একটা পোস্ট দিয়ে ফেলছেন না কেনু? দেখিই না কী হয় হাসি

তানবীরা এর ছবি

আমার আঙ্গুল কাটা, আপনে দেন প্লীইইইইইজ ঃ)

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

স্নিগ্ধা এর ছবি

আরে, কাটা আঙ্গুল নিয়ে তো আপনি পোস্ট দিচ্ছেনই, আর এটা একটা অনুরোধ কর্ল্লাম অমনি আমার ঘাড়ে ঠেলে দিচ্ছেন?! মন খারাপ

guest write rajkonya এর ছবি

সহমত, স্নিগ্ধা আপু।

সাইফ তাহসিন এর ছবি

কথা সত্য তনু আপা, তুমারে এমুন সুযুগ না দিবার জইন্যে পরিবর্তনশীলের বিরুদ্ধে জানায় তীব্র ভৎসনা খাইছে

দেখসো অবস্থা, যেই পোস্ট দেবার কথা আসছে, সাথে সাথে তনু আপার আঙুল কাটার কথা মনে পড়সে হো হো হো

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সাইফ তাহসিন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি কঠিন কইসেন স্নিগ্ধাপু

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রজাপতি [অতিথি] এর ছবি

আমিও তানবীরাপুর সাথে সহমত। শুধু সচলের পোলাপাইনের জন্য কুইজ করা হয়েছে।

আমদের নারীবর্গকে অংশগ্রহন করতে না দেয়ায় আমরা তেব্র পেতিবাদ জানাই দেঁতো হাসি

পরিবর্তনশীল এর ছবি

তাতাপুর বদদোয়া থেইকা রক্ষা করার জন্য স্নিগ্ধাদিকে অনেক ধন্যবাদ।
আর পেতিবাদে কুন লাভ হইবো না প্রজাপতি হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নহারা এর ছবি

১। মেরিলিন মনরো
২। ক্যাটরিনা কাইফ
৩। এলিশা কাথবার্ট
৪। মনিকা বেলুচ্চি
৫। শানিয়া টোয়েইন
৬। কামিলা বেলে
দেঁতো হাসি
বউ জানলে...বিদায় সবাইরে!।। মন খারাপ
-----------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

পরিবর্তনশীল এর ছবি

বউ জানলে...বিদায় সবাইরে!।।

ভাইজান। বাঁইচা আছেন নাকি গ্যাছেন। ইকটু জানায়েন। আমরা টেনশনে আছি। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নহারা এর ছবি

৪। বউ!!

সাইফ ভাই কি সংসার বাচাঁইলেন নাকি?...খাইছে

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

সাইফ তাহসিন এর ছবি

ভাইরে, করুম কি, রাইতে লিভিং রুমে ঘুমানোর কোন ইচ্ছা নাই দেঁতো হাসি , বহুত কষ্টে একখান বিয়া করসি, তারপর যদি ... .... ...

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

জাহিদ হোসেন এর ছবি

এসব তো অনেক হোল। এবার একটা গল্প-টল্প লিখলে মনে হয় ভালো হোত। অনেকদিন আপনার গল্প পড়িনা।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

পরিবর্তনশীল এর ছবি

অনেক হলো মানে। এইটাতো প্রথমবারের মতো আয়োজন করা হইছে। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি

- ক্যুইজটা দেইখা মনে জোর পাইতাছি। একটা টেরাই দিমু নাকি খালের ঐ পাড়ে খাড়াইয়া ক্যুইজের উত্তরগুলা দেবার? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সাইফ তাহসিন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি দেন ধুগোদা, আমরা আসি না, কেউ গিয়ান্জাম করলে শালী তো রেডি চোখ টিপি তাছাড়া মেম্বরসাব, মামুন ভাইও আসে, আপনার ভয় কিসের দেঁতো হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

পরিবর্তনশীল এর ছবি

গুরু শেষে আপনিও ডরাইলেন। দুনিয়া থেইকা সাহসী মানুষ কমে যাইতেছে মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মামুন হক এর ছবি

১। ঈশিতা
২। আনা কুর্নিকোভা
৩। স্কারলেট জোহান্সেন
৪। বনলতা সেন ( কোন বিকল্প আজও পাই নাই)
৫। নোরা জোনস
৬। লিস্টি অনেক লম্বা দেঁতো হাসি

পরিবর্তনশীল এর ছবি

লিস্টি অনেক লম্বা

মামুন ভাইয়ের সততায় একরাশ মুগ্ধতা। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

১. মৌসুমি / চম্পা
২. ঐশ্বরিয়া রায়
৩. বিদ্যা বালান
৪. মনিকা বেলুচ্চি
৫. মাধুরি দিক্ষীত
৬. মনিকা বেলুচ্চি

পরিবর্তনশীল এর ছবি

হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নিবিড় এর ছবি

কি সমস্যা, উত্তর দিতে গেলে যে ছয়টা মেয়ের নাম জানা লাগে চিন্তিত আমি তো এতগুলা নামই জানি না দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

পরিবর্তনশীল এর ছবি

না জানলে দূর হ। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ঋদ্ধ [অতিথি] এর ছবি

১। ছোটবেলায়, মানে যখন একটু একটু বড় হওয়া শুরু করছেন, তখন ছবিতে যাকে দেখে মনে হইলো, আমার এমুন লাগতেছে ক্যান?
- সোনালী বেন্দ্রে

২। যাকে শুধু একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।
- অর্দ্রে হেপবার্ন

৩। যাকে দশ সেন্টিমিটার দূর থেকে শুধু দেখলেই হবে। এমনকি ছুঁয়েও দেখতে চান না। কারণ, ছুঁয়ে দেখলে তার ভেঙে পড়ার সম্ভাবনা আছে।
- অরোরা ভ্যায়িল্যান্টকোর্ট

৪। সারা পৃথিবী হেঁটে এসে দেখলাম, আসলে এই হলো বনলতা সেন।
- 'সে'

৫। যার কন্ঠস্বর রাগা ভৈরবীর চেয়েও সুধাময়ী।
- শ্রেয়া ঘোষাল

৬। শয্যায় কড়া নাড়ে যে।
ভার্সিটির কয়েকজন বালিকা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পোস্ট থেকে অনেক জ্ঞান (নাম ও ছবি) আহরিত হলো।

তুলিরেখা এর ছবি

হায় হায়, নর নায়ক গায়ক বাদক বালকের পোস্ট হইলে এইরকম কত সোনালী বান্দর, কারিবিয়ানের জলদস্যু, রবিনহুড, কমলা উইলিয়াম, বাংলার ডাকাত, ভবানী পাঠক কইতে পারতাম গো। চানস দেয় না কেন? চিন্তিত

তানবীরা, প্রজাপতি স্নিগ্ধা--লন আফারা, আফনেরা এমুন একখান বালকীয় কুইজীয় পোস্ট দিয়া দিকে দিকে ডাক দ্যান।

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

১। ছোটবেলায়, মানে যখন একটু একটু বড় হওয়া শুরু করছেন, তখন ছবিতে যাকে দেখে মনে হইলো, আমার এমুন লাগতেছে ক্যান?
- নীলক্ষেত থেকে ১০ টাকা সপ্তাহ দরে ভাড়া করা বইয়ের পাতায় দেখা কোনো এক কলগার্লের ঝাপসা ছবি আর পর্বতে লুকিয়ে দেখা পোস্টারের নায়িকা

২। যাকে শুধু একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।
- প্রিন্সেস ডায়না

৩। যাকে দশ সেন্টিমিটার দূর থেকে শুধু দেখলেই হবে। এমনকি ছুঁয়েও দেখতে চান না। কারণ, ছুঁয়ে দেখলে তার ভেঙে পড়ার সম্ভাবনা আছে।
- এখানে কোনো বালিকার নাম মনে পড়তেছে না, গান মনে আসতেছে... রবীবাবুর গান- "তুমি কথা কয়ো না, তুমি হেঁটে চলে যাও, এই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও"

৪। সারা পৃথিবী হেঁটে এসে দেখলাম, আসলে এই হলো বনলতা সেন।
- বনলতা সেনরে আমি কখনো নারী রমণী,নায়িকা গায়িকা বালিকা ভাবি নাই...

৫। যার কন্ঠস্বর রাগা ভৈরবীর চেয়েও সুধাময়ী।
- তরুণ বয়সে একবার ১ সপ্তাহ অফিস ছুটি নিছিলাম... সারা সপ্তাহ শুধু একজনের সঙ্গে ফোনে কথা কইছি। ঐ ১ সপ্তাহে ২ বারই বাড়ির বাইরে গেছিলাম, সেইটা তার লগেই দেখা করতে। এক নাগাড়ে সর্বোচ্চ কথা কইছিলাম ১০ ঘন্টা।
তবে তার কণ্ঠ রাগা ভৈরবীর চেয়েও সুধাময়ী কি না আমি জানি না।

৬। শয্যায় কড়া নাড়ে যে।
তালিকা অবশ্যই অনেক বেশি দীর্ঘ। তবে এঞ্জেলিনা জলি আর মনিকা বেলুচ্চির কথা বিশেষভাবে উল্লেখ করতেই হবে।
(বিয়ার আগে মা জিগাইলো তোর কোনো পছন্দের মেয়ে আছে? থাকলে ক, প্রস্তাব পাঠাই, আমি কইলাম আছে তিনটা। কয় কে কে? আমি কইলাম- জলি, সালমা আর মনিকা। যেহেতু তিনটা নামের মধ্যেই একটু বাঙ্গালীয়ানা ভাব আছে তাই মা বুঝতে পারলো না। সেইটা নিয়া এখনো হাসাহাসি করি)

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রেনেট এর ছবি

আমি খালি গায়িকারটা বলিঃ

শ্রেয়া ঘোষাল আর বম্বে জয়শ্রী
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

স্বপ্নহারা এর ছবি

মনিকারে মনে হয় সবাই-ই চায়...আদিম যুগ হইলে কত লাশ যে পড়ত!!
---------------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অতিথি লেখক এর ছবি

১। ছোটবেলায় ভালু লুক ছিলাম!!! রবিন হুডের মেয়েটাকে দেখলে শুধু এট্টু...খাইছে
২। অবশ্য ই হেপবার্ন!
৩। হেপবার্ন
৪। জানি না তো!
৫। কনফিউশন!!!
৬। মনিকা ছাড়া আবার কে!

বোহেমিয়ান

বিষণ্ণ বাউন্ডুলে [অতিথি] এর ছবি

হাঃ হাঃ
ব্যাপক মজা লাগল পইড়া।
তয়,আন্সার দিমু না।লইজ্জা লাগে!

জি.এম.তানিম এর ছবি

তালিকাটি পোস্টদাতার মতোই পরিবর্তনশীল। খাইছে এই মুহূর্তে যাদের কথা মনে পড়ছে তাদের মধ্যে...

১. জিলিয়ান অ্যান্ডারসন (দ্য এক্স ফাইলসের ডানা স্কালি)
২. অড্রে হেপবার্ন (রোমান হলিডে)
৩. অড্রে টোটু (এমিলি)
৪. এই স্থানটা খালি আছে মনে হয়... চিন্তিত
৫. শ্রেয়া ঘোষাল
৬. মনিকা বেলুচ্চি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

guest_writer এর ছবি

১) ববিতা
২) এ্যাশ
৩) ভার্সিটির এক বড় আপু
৪) এখনো পৃথিবীর পথে হাঁটছি
৫) সুনিধী চৌহান
৬) জেটা জোন্স

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।