প্লিজ ওয়েক আপ মুহম্মদ জুবায়ের.......

লুৎফর রহমান রিটন এর ছবি
লিখেছেন লুৎফর রহমান রিটন (তারিখ: বিষ্যুদ, ০৪/০৯/২০০৮ - ৫:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মুহম্মদ জুবায়ের

ওভাই কবি প্লিজ ওয়েক আপ। এভাবে আর কতো? আমার দিনটা না হয় কাজের যান্ত্রিকতার খপ্পড়ে পড়ে কেটে যাচ্ছে ঠিকই, কিন্তু রাত যে কাটে না! প্রায় প্রতি রাতে মিনিমাম ঘন্টাখানেক কথা না বলে কি আমরা ঘুমুতে গেছি কখনো?

ডালাসে হাসপাতালের বেডে লাইফ সাপোর্ট নিয়ে দিনের পর দিন এভাবে শুয়ে থাকাটা আপনাকে মানাচ্ছে না জুবায়ের ভ্রাতা।

প্রতিদিন ইমেইল চেক করি, ওখানে আপনার কোনো মেইল নেই। মধ্যরাতে টেলিফোন বেজে উঠলে ক্ষিপ্র গতিতে রিসিভ করি। না। ও প্রান্ত থেকে কেউ বলে না-ও ভাই কবি কহেন, কি করেন?

আমরা দুজন দুজনকে ‘ওভাই কবি’ সম্বোধন করি। এই সম্বোধনটা আমাদের কাছে এক ধরণের ভদ্র গালি বিশেষ। দুজনেই মৃদু প্রতিবাদ করি আবার দুজনেই মেনে নিই সম্বোধনটা। এটাও আমাদের প্রাত্যহিক আনন্দের একটি অনুষঙ্গ।

আমাদের আলোচ্যসূচিতে পৃথিবীর তাবৎ বিষয়ের সঙ্গে থাকা বাধ্যতামূলক বিষয়টির নাম সচলায়তন। কারো কোনো লেখা ভালো লাগলে সেই লেখাটি নিয়ে দীর্ঘ আলোচনার পর আপনি বলেন- এই কথাগুলো লিখে ফেলেন। আমি বলি কম্পোজ করে দেবে কে? শুধুমাত্র কম্পোজ আলস্যের কারণে জীবনে কতো লেখা যে বাকি থেকে গেলো!

আমার টুকটাক কিছু গদ্য সচলায়তনে সিরিজ আকারে লেখার পরিকল্পনার সঙ্গে আপনিও জড়িত। আপনার নিজের জন্যে রেখে দেয়া ‘সিকি আধুলি গদ্যগুলি’ শিরোনামটি আমার খুবই পছন্দ। কিন্তু আপনি কিছুতেই শিরোনামটি আমাকে ধার দেবেন না। নতুন একটা শিরোনাম আপনি না দেয়া পর্যন্ত আমি যে লেখাটা শুরুই করতে পারছি না। ওভাই কবি শিরোনামটা বলার জন্যে একটা কল দিন প্লিজ!

বাংলাদেশের শিল্প-সাহিত্যের অঙ্গণে আপনার ঘনিষ্ঠ এবং বন্ধুবান্ধবদের অধিকাংশই আমারও পরিচিত এবং কেউ কেউ খুবই ঘনিষ্ঠজন। আমাদের আলাপচারিতায় তাদের প্রসঙ্গও উঠে আসে হুটহাট। কতো নাম! আফজাল-ফরিদী-পীযূষ-সুবর্ণা-আবদুল্লাহ আল মামুন-আবদুল্লাহ আবু সায়ীদ-আল মনসুর-সেলিনা হোসেন-আখতারুজ্জামান ইলিয়াস-শওকত আলী-মিলন-কাজি হাসান হাবিব-ফিরোজ সারোয়ার-আবিদ আজাদ-রোকনুজ্জামান খান দাদাভাই-রফিকুল হক দাদুভাই-আবদুর রহমান-মাহবুব হাসান-নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু-রাবেয়া খাতুন-ফরিদুর রেজা সাগর-দিনু বিল্লাহ-বদিউজ্জামান নাসিম-আবেদ খান-মতিউর রহমান-মুর্শেদ-অরূপ-হিমু-কতো নাম!কতো প্রসঙ্গ!

কথার মাঝখানে শুরু হয় আপনার কাশি-একটানা। অত্যন্ত কষ্টকর সেই কাশির সমাপ্তিতে আমি প্রতিবারই বলি-যাক, আপনি যে সুস্থ আছেন সেটার প্রমাণ দিলেন। আপনি না কাশলেই বরং আমি চিন্তিত হয়ে পড়ি। আপনি বলেন-হ। ঠিকই কইছেন।

আপনার দীর্ঘ গদ্য রচনার একটি পিডিএফ পাঠিয়ে দিয়ে বলেন-কহেন কবি পইড়া কহেন হইলো কিছু? আমাকে পড়তে হয় রাত জেগে। পরীক্ষার পড়ার তৈরির মতো করে। তারপর সেই লেখা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা। ভালোলাগা মন্দলাগা দ্বিমত সহমত পরামর্শ।

আপনার আত্মজৈবনিক একটি লেখা পড়ে জানতে পারি আপনার অভিমানী এক ছোটভাইয়ের কথা। প্রায় কৈশোর থেকেই যে ঘর পালানো। তার বিষয়েও কথা হয়। অনুজের প্রতি মমতায় আর্দ্র হয়ে ওঠে আপনার কণ্ঠ-বড় ভাইয়ের কাছ থেকে প্রাপ্য স্নেহ আর আদর থেকে বঞ্চিত ছেলেটার জন্যে আপনি হাহাকার করে ওঠেন। এই প্রথম আমি আমার নীতি বিরুদ্ধ একটা কাজ করতে বাধ্য হই। আপনাকে বলি-আপনার আদরের সেই ছোটভাইটির সঙ্গে আপনার যোগাযোগ কিন্তু এখনো বহাল। আপনি জানতে চান-কি ভাবে? আপনি চেনেন ওকে?

আমি বলি-এই সচলায়তনে আপনি তার লেখায় এবং সে আপনার লেখায় মন্তব্য তো ঠিকই করে যাচ্ছেন। সে ছদ্মনামধারী বলে আপনি তাকে চিনতে পারছেন না।
আপনার ছোটভাইটি নিজ থেকে পরিচয়টি প্রকাশ করছে না। আমার উচিৎ ছিলো ওর পরিচয়টি গোপন রাখা। কিন্তু অগ্রজের হাহাকারের কাছে আমি পরাজিত হলাম। (আমাকে ক্ষমা করবেন মেধাবী ছোটভাইটি!)

জুবায়ের ভাই, সাপ্তাহিক-এর ঈদ সংখ্যার জন্যে ছোটদের উপন্যাসটি লিখে একটা পিডিএফ আপনাকে পাঠিয়েছিলাম। কথা ছিলো এবার আপনি পরীক্ষার্থীর মতো ওটা পাঠ শেষে আমার সঙ্গে আলোচনায় বসবেন। এবার আপনার পরীক্ষা নেবো আমি। লেখাটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। ওভাই কবি, আপনার ভালোলাগা মন্দলাগা দ্বিমত সহমত পরামর্শের অপেক্ষায় আছি। কিন্তু আপনি দেখছি বড্ড ফাঁকিবাজ! এখনো শুয়ে আছেন হাসপাতালের বেডে!

আপনার স্ত্রী-কন্যা-পুত্রের পাশাপাশি আপনার বন্ধুরা,সচলায়তনের প্রিয়মুখগুলো আপনার জেগে ওঠার অপেক্ষায় অসহ্য প্রহর গুনছি। প্লিজ ওয়েক আপ মুহম্মদ জুবায়ের..........

০৩ সেপ্টেম্বর ২০০৮
অটোয়া, কানাডা


মন্তব্য

হিমু এর ছবি

কণ্ঠ মেলাই। জুবায়ের ভাই, আমরা অপেক্ষায় আছি।


হাঁটুপানির জলদস্যু

জিফরান খালেদ এর ছবি

হ, আসেন আবার ভাই...

মুশফিকা মুমু এর ছবি

মন খারাপ দোয়া করছি তারাতারি সুস্থ হয়ে উঠুন মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেজওয়ান এর ছবি

প্রার্থনা করছি.. জুবায়ের ভাই সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি...

সুজন চৌধুরী এর ছবি

কোন মানে হয়!
এই কটা দিন ধরে সচলে ঢুকিই শুধু জুবায়ের ভাইয়ের শেষ অবস্থা জানার জন্য।
ধুর মশাই!
আসেন তো।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

হাসান মোরশেদ এর ছবি

স্রষ্টা বলে কেউ থেকে থাকেন যদি-আপনি কি শুনছেন?
মানুষটাকে সুস্থ করে দিন দয়া করে ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আকতার আহমেদ এর ছবি

ফিরে আসুন জুবায়ের ভাই
সবাই আপনার অপেক্ষায়..

রাফি এর ছবি

জুবায়ের ভাইয়ের দ্রুত আরোগ্য লাভ কামনা করছি।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

অনিকেত এর ছবি

জুবায়ের ভাই,
সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে----

অভিজিৎ এর ছবি

প্লিজ ওয়েক আপ মুহম্মদ জুবায়ের...



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

রেনেট এর ছবি

জুবায়ের ভাই খুব শীঘ্রি সুস্থ হয়ে ফিরে আসবেন, এই কামনা করছি।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সৌরভ এর ছবি

জুবায়ের ভাই সুস্থ হয়ে উঠুন।


আবার লিখবো হয়তো কোন দিন

তারেক এর ছবি

ফিরে আসুন দ্রুত ! ওয়েইক আপ জুবায়ের ভাই !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

জাহিদ হোসেন এর ছবি

জেগে ওঠার সময় হোল। আমরা সবাই আপনার প্রতীক্ষায় আছি।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

অমিত আহমেদ এর ছবি

অপেক্ষায় আছি।
জুবায়ের ভাই সুস্থ হয়ে উঠবেন।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

মাহবুব লীলেন এর ছবি

ফিরে আসেন

সেলিনা তুলি এর ছবি

এত মানুষের শুভকামনায় আশাকরি খুব শীগ্রই সুস্থ হয়ে উঠবেন কবি মুহম্মদ জুবায়ের ।

অনিন্দিতা এর ছবি

জুবায়ের ভাই আমরা আপনার জন্য অপেক্ষা করছি।
তাড়াতাড়ি ফিরুন।

কীর্তিনাশা এর ছবি

জুবায়ের ভাই-এর দ্রুত আরোগ্য কামনা করছি।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুমন চৌধুরী এর ছবি

জুবায়ের ভাই সুস্থ হয়ে উঠুন



অজ্ঞাতবাস

বিপ্লব রহমান এর ছবি

প্লিজ ওয়েক আপ মুহম্মদ জুবায়ের...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

স্বপ্নাহত এর ছবি

জুবায়ের ভাইয়ের জন্য শুভকামনা

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

ফারুক ওয়াসিফ এর ছবি

জুবায়ের ভাই, আপনার শিয়রে জাগরূকদের দলে এত মানুষ অধীর। জুবায়ের ভাই এই মুহূর্তে সবচেয়ে প্রিয় সংবাদটা যেন আমরা পাই, যেন জানি আপনি হেসে উঠেছেন, লিখতে বসেছেন...

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

নন্দিনী এর ছবি

প্লীজ তাড়াতাড়ি ফিরে আসুন, আপনার লেখা পড়ার অপেক্ষায় আছি ।

নন্দিনী

রায়হান আবীর এর ছবি

we miss u...

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

দেবোত্তম দাশ এর ছবি

জুবায়ের ভাই তাড়াতাড়ি সুস্থ হোন !!! প্লি্জ
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

জ্বিনের বাদশা এর ছবি

সূস্থ্য হয়ে উঠুন তাড়াতাড়ি জুবায়ের ভাই ...বাতিঘরগুলোতে আলো জ্বালাতে হবে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

শেখ জলিল এর ছবি

প্রিয় গদ্যলেখক জুবায়ের ভাইয়ের অপেক্ষায় আছি।
জেগে উঠুন জুবায়ের ভাই। তাড়াতাড়ি সুস্থ হোন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

পরিবর্তনশীল এর ছবি

তাড়াতাড়ি চলে আসেন। তাড়াতাড়ি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

শিক্ষানবিস এর ছবি

জুবায়ের ভাই তাড়াতাড়ি ফিরে আসুন, আমাদের মাঝে

অতিথি লেখক এর ছবি

সূস্থ্য হয়ে জেগে উঠুন জুবায়ের ভাই ... আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি

তানিয়া

রণদীপম বসু এর ছবি

কী জুবায়ের ভাই, উঠছেন না কেন ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এতো ডাক কি অস্বীকার করতে পারবেন?
আমিও শামিল হইলাম...

******
রিটন ভাই... ফিরোজ সারোয়ার কি বাঙলা একাডেমীর ফিরোজ সারোয়ার? বরিশালের?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নিরিবিলি এর ছবি

তাড়াতাড়ি ফিরে আসুন প্লিজ। আমরা সবাই অপেক্ষায় আছি।

নিরিবিলি এর ছবি

তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুন আমরা সবাই আপনার অপেক্ষায় আছি

অমিত এর ছবি

তাড়াতাড়ি ভাল হয়ে উঠুন।

দ্রোহী এর ছবি

জুবায়ের ভাই, আপনার অপেক্ষায় আছি...........


কী ব্লগার? ডরাইলা?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি আবার লিখবেন সেই প্রতীক্ষায় আছি...

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেকদিন তো হলো, এবার ফিরে আসুন! মন খারাপ
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

নজমুল আলবাব এর ছবি

ও গল্পদাদু আসেন না কেন তাড়াতাড়ি? ডাক শুনেন না আপনি?

ভুল সময়ের মর্মাহত বাউল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ফিরে আসুন, জুবায়ের ভাই

রূপক কর্মকার এর ছবি

রিটন ভাই, মুহম্মদ জুবায়ের বেঁচে থাকতে লেখাটি একবার পড়েছিলাম। এক রকম অনুভূতি। তিনি চলে যাওয়ার পর আজ আরও একবার পড়লাম। আরেক রকম অনুভূতি। ভালো লেখার বহুমাত্রিকতা বোধহয় একেই বলে। ছড়াকার হিসেবে আপনার পরিচিতি অনেক। গদ্যকার হিসেবেও অনেকেরই প্রিয়, জানেন কি? আমি সামান্য একজন পাঠক। কবিতাই বেশি পড়ি। কবিতার মতো নির্মল গদ্য পেলেও পড়ি। বার বার পড়ি। যেমন আপনার এই লেখাটা।
.................................................................................
"নোবেল-বুকার নিয়ে এত কেন ফুর্তি করে বোকা পাঠকেরা?/মিডিয়ার উলুবনে সবই যেনতেনপ্রকারেণ।/প্রাচ্যের পদক হাতে স্নানে যায় বনলতা সেন।" -আবু হাসান শাহরিয়ার

____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।