নিজামীর জন্য জামাই আদর : ২৭শে মে, ১৯৯১ সাল

শেহাব এর ছবি
লিখেছেন শেহাব (তারিখ: বুধ, ২৯/১০/২০১৪ - ৩:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

১৯৯১ সালের ২৭শে মে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মনিরুজ্জামান মিঞার আমন্ত্রণে ক্যাম্পাসে গিয়ে ধোলাই খেয়েছিল। ভাবলাম সেদিনের নিউজ ক্লিপগুলো দিয়ে রাখি।

দৈনিক বাংলা

দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ অবজারভার

বাংলাদেশ টাইমস

তদন্ত কমিটি গঠনের খবর


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি
সাইদ এর ছবি

ভিডু দেইখা চউক্ষে পানি আইসা পড়ল

হিমু এর ছবি

বাকশাল নেতা মহিউদ্দিন আহমদ মালটা এখন কোথায়?

ফাইয়াজ জামাল এর ছবি

মারা গেছেন অনেক আগেই। বাকশাল ভেঙ্গে আওয়ামী লীগে যোগদান করেন ঘটনার দুই এক বছরের মধ্যেই। আওয়ামী লীগের এম পি হিসেবেই মারা যান। শেখ মুজিবের লেখা অসমাপ্ত আত্মজীবনীতে তাঁর বরিশালে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া, ১৯৫২ তে মুজিবের সাথে এক সাথে অনশন করা, মুক্তিলাভ ও আওয়ামী লীগে যোগদানের ঘটনার উল্লেখ আছে।

নীড় সন্ধানী এর ছবি

আহ নস্টালজিক হয়ে গেলাম পেপারকাটিং দেখে। আমি তখন ঢাকায় বন্ধুর বাসায় থাকি, বঙ্গবন্ধু এভিনিউ, ক্যাম্পাসে আড্ডা দেই। সেদিন ক্যাম্পাসে যাইনি কি এক কাজে থাকাতে, তবে ঘটনাস্থল থেকে ফিরে আসা অংশগ্রহন কারী বন্ধুটার কাছে শুনছিলাম যে নেতারা তাদেরকে ঠিকমতো মাইরটা দিতে দেয় নাই। মাত্র কখানা দাড়ি ছিড়তে পারছিল। আর মাথামুথায় দু চারটা ঘুষি থাবড়া। তারে বাঁচাইতে গিয়ে অনেক নেতাফেতা মাইর খাইছে। মহিউদ্দিন সাব পরে জাহাঙ্গীর সাত্তার টিংকু ভাইদের কাছে কইছেন তিনি আসলে মনে মনে চাইছিলেন পোলাপাইন নিজামীরে সাইজ করুক, তিনি তারে বাচানির অভিনয় করছেন। কিন্তু পোলাপান তারেও মারতে শুরু করছিল ঝড়ের মুখে, সেজন্য গোস্বা হইছেন।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অছ্যুৎ বলাই এর ছবি

সত্য হলো, রাজাকারদেরকে ঘৃণা করা হয়।

ছাগুদের জন্য মাইরের ওপর ওষুধ নাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অনুপম ত্রিবেদি এর ছবি

এই কারনেই এরা আর বিম্পি বাকশালরে গাইল্লায় চিন্তিত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

দারুণ জিনিস শেয়ার করেছেন।

গোঁসাইবাবু

মেঘলা মানুষ এর ছবি

পেপার কাটিং পড়ে সেরকম আরাম পেলুম দেঁতো হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মিজান, পিষে ফ্যালো
মনিরুজ্জামান মিয়ারে ভালা পাইতাম না, তয় ডাইকা আইনা কামডা ভালই করছে চোখ টিপি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মুস্তাফিজ এর ছবি

আমি সেখানে ছিলাম, আমার পাশে ছিলো শিবিরের কতৃক হাতকাটা সবুর (পরে মারা যায়)।
পত্রিকার একটা কাটিং এ মেরা খোমা দেখা যাতা হায়। দেঁতো হাসি

...........................
Every Picture Tells a Story

নজমুল আলবাব এর ছবি

হো হো হো

কুন্টা কুন্টা?
(৩?)

ইয়াসির আরাফাত এর ছবি

গুরু গুরু

স্যাম এর ছবি

হাতকাটা সবুর কোনটা - এইটুক বললেই হবে চোখ টিপি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ইয়াসির আরাফাত এর ছবি

আমার ধারণা চার নম্বর ছবিতে সর্বডানের গফুর সাহেবই হচ্চেন গিয়া বক্সী ভাই দেঁতো হাসি

মরুদ্যান এর ছবি

চলুক চলুক দারুণ!

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।