হামলা-মামলার আপদ সরকার

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: রবি, ২৬/০৮/২০০৭ - ৪:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

না

লাঠিপেটা, টিয়ার গ্যাস, আক্রমণ হামলার পর সাম্প্রতিক ঘটনা নিয়ে মামলাও করেছে সরকার। মামলা কার বিরুদ্ধে? সরকারের বর্তমান মুখপাত্র সেনাপ্রধান বলছেন এই ঘটনা অপশক্তির ষড়যন্ত্র। কারা এই অপশক্তি, কী তাদের ষড়যন্ত্র? এর কোনো জবাব তারা দেন না। এ বিষয়ে তাদের জবাব একেবারে এফডিসি'র সংলাপ: অপশক্তির ষড়যন্ত্র।

সেনাপ্রধান আরো বলেছেন, অসত্ রাজনীতিক আর দুষ্টলোক জড়িত ছিল এর সাথে, গোয়েন্দারা খোঁজ নিয়ে দেখছে। ঘটনার পর ছাত্রদলের এক নেতাকে ধরা হয়েছে আর দুই বিশ্ববিদ্যালয়ের জামাত-শিবির বিরোধী পাঁচ শিক্ষককে। বিনা ওয়ারেন্টে তাদেরকে ধরে নির্যাতনের পর কোর্টে হাজির করে আবার রিমান্ডেও নেয়া হয়েছে।
তবে এই কি আপনাদের অপশক্তি আর দুষ্টলোক?

ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনা নিয়ে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই তদন্তের ফলাফল পর্যন্ত অপেক্ষা করার দায়সারা নাটকটুকুও আপনারা করতে পারছেন না। কে আপনাদের পায়ের নিচের মাটি এতো দ্রুত সরিয়ে নিলো?

তদন্তের আগেই মামলা হয়েছে, হতে পারে মানছি। ঢাকায় মামলা হয়েছে মোটমাট ৮২,০০০ লোকের বিরুদ্ধে। সারা দেশের সব মামলা যোগ করলে এই সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যেতে পারে।

আর কত লোক রাস্তায় আপনাদের বিরুদ্ধে নামলে তাদের আপনারা ষড়যন্ত্রকারী না বলে জনগণ বলবেন?
কত সেনাসদস্যের সেনাবাহিনীর সেনাপ্রধান আপনি, মি: সেনাপ্রধান?


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

আর কতো মানুষ মরলে বলবে তুমি শেষে,
সত্যিকারের অনেক মানুষ গেছে বাণের জলে ভেসে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অপালা এর ছবি

যখন আর্মিতে পাল্টা ক্যু হবে,তখন।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এটা অসম্ভব নয়।
মনে রাখতে হবে মঈনউদ্দীন চারজন সিনিয়রকে ডিঙিয়ে সেনাপ্রধান হয়েছেন। এবং তা হয়েছেন তারেক রহমানের আর্শীবাদে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এখানে একটা মজার বিষয় আছে-- বিচার বিভাগীয় তদন্ত রিপোর্ট দিতে হবে ১৫ দিনের মধ্যে। অথচ কারফিউ থাকলে আর বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র না থাকলে তথা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে এই বিচার বিভাগীয় তদন্তকারিরা কীসের তদন্ত করবে তা বোঝা শক্ত।

এত মানুষের বিরুদ্ধে মামলা আগে কখনো হয়েছে কি? আমার কেন যেন হাসি পাচ্ছে। কোটি কোটি টাকা ছড়ানোর কথা বলা হচ্ছে, তাও আবার স্বয়ং সেনাপ্রধানের মুখ থেকে। তার কথা গুরুত্ব কেন যেন অন্যকিছুর গন্ধ ছড়াচ্ছে। অনেকটা শেখ হাসিনার আমলের বহুলপ্রচারিত সাবোটাজ-ষড়যন্ত্রের অভিযোগের মতো।

কেমিকেল আলী এর ছবি

জনাব মঈন কি এমন লোক যে উনাকেই এখন প্রতিদিন খবরের শিরোনাম হতে হচ্ছে?

আবার বলে যে সেনাবাহিনীর চেয়ারের কোন লোভ নাই।
দেশ ভরিয়া গেল হরিদাস পালে!!

হাসান মোরশেদ এর ছবি

দিনে দিনে বহু বাড়িতেছে দেনা,শুধিতে হইবে ঋণ

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ইশতিয়াক রউফ এর ছবি

মাহফুজ আনাম বিবিসি'তে ভাল মন্তব্য দিয়েছেন। এত লোকের বিরুদ্ধে বেনামে মামলা করা মানে একটা কোটা তৈরি করে নেওয়া যাতে যাকে খুশি ফাঁসানো হবে পরবর্তীতে।

শেষ লাইনটা ভাবানোর মত।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

লোক ধরার পর তারপর মামলা করার অনেক কষ্ট। কাগজপত্র, প্রমাণাদি তৈরি করা।
পুলিশের কাজ সহজ হয়ে গেল এখন। যাকেই ধরবে তাকেই এই মামলায় এ্যারেস্ট দেখাবে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মুহম্মদ জুবায়ের এর ছবি

সব আমলেই এরা একই কথা বলে, একই কায়দায় অভিযোগ করে। কান পচে গেলো।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সৌরভ এর ছবি

প্রেক্ষাপট পাল্টেছে, পৃথিবী অনেক উলটপালট হয়ে গেছে।
কিন্তু, আমলা ও বাহিনীকর্তারা সেই একই খোলসে আছে। তাই সেই একই স্ট্র্যাটেজি।
এক সদস্যের কমিটিও নাকি বানানো হয়েছে। হাসার মতো ব্যাপার।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

বিপ্লব রহমান এর ছবি

জে. মইন আরো বলেছেন, ১৯ আগস্টের ষড়যন্ত্র মোকাবিলা করা হয়েছে।...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ওরা ষড়যন্ত্র পড়ে বড় হয়েছে।
প্রতিবাদ কী তারা জানে না। তবে জানবে, সময়ে যদি দেশের পরিস্থিতির উন্নতি না হয় তবে জানবে প্রতিবাদী মানুষ কি শক্তিশালী।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হাসিব এর ছবি

দেশ ভরিয়া গেলো হরিদাস পালে

অয়ন এর ছবি

ভয়ে আছি, কখন বাসা থেকে ধরে নিয়ে যায় ।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

নিজ দেশে এই ভয়ে থাকা কি মারাত্মক।
গুলিস্তান এ্যাভিনিউতে এতগুলো বোমা ফুটলো। সেই ষড়যন্ত্র, সেই বোমাবাজির কোনো মোকাবিলা তারা আজ তিন বছরেও করতে পারলো না।
অথচ জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ যখন ঘটালো মানুষ প্রকাশ্যে,তাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে চলছে অত্যাচার।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সুমন চৌধুরী এর ছবি

দেশ ভরিয়া গেলো হরিদাস পালে
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

মেঘ এর ছবি

মেঘ
দেশ ভরিয়া গেল হরিদাস পালে!!

এ থেকে একটা সত্য উ নিজেই স্বাীকার করলেন ষড়যন্ত্রের মিছিলে প্রতিবাদে অন্তত ৮২০০০ মানুষ অংশ নিয়েছিলো! বুঝছেন ভাইয়েরা ও বোনেরা সেই ছুড বেলায় ইরশাদ চাচায় যেমন ছপছপ পানিতে হাঁইটা তেরান দিতো হেই স্টাইলে উ তেরান দেয়। ইরশাদের আল্লাহপাকের দেয়া একখানা থোনা আছিলো দেখার মতোন, উ এর হেইডাও নাই। দেশি তরমুজের বিচির লাহান দেখতে এক বেডাইন কত কথাই না কইতাছে!

ইলিপ দেয় জাগায় জাগায়...হেলিকপ্টারের তেল পুড়াইয়া।...

কবে যে আসল পিডানি স্টার্ট হইবো বইসা আছি আমি আমার ভাঙ্গা হাতে দৃই একখান বাড়ি দেতে চাই ই চাই।

মেঘ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

মেঘ, আপনার বাসার কাছে থাকে কিন্তু!
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।