আপন হতে বাহির হয়ে - ৪

সাক্ষী সত্যানন্দ এর ছবি
লিখেছেন সাক্ষী সত্যানন্দ [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৩/০১/২০১৫ - ১২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আবার এক বিদঘুটে প্রশিক্ষণের ঠেলায় বহুদিন কীবোর্ড ছুঁতে পারিনি। খন্দকারের ভিতর-বাহির যাচাইকরণ প্রায় শেষ। বহুদিন থেকেই বাংলাদেশি মুসলমানের মন নামে একটা লেখার আধখানা লিখে বসে আছি, শেষ হচ্ছে না। ওদিকে কড়া নাড়ছেন আইনস্টাইন। নাড়বেন নাইবা কেন? পুরো একটা বছর বিজ্ঞান নিয়ে কিছু লিখিনি ভেবে আমারই কান্না পাচ্ছে। যাই হোক, ফিরে এসেছি আমার একটুকরো খোলা জানালা, প্রিয় সচলায়তনে। আসতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কীবোর্ডে জং ধরে গেছে। সে জট ছোটাতে চাই গ্রীজ-পোস্ট। ভেবে দেখলাম, ছবিব্লগ বানিয়ে ফেলাই সবচেয়ে উত্তম। তারপর আর কি, যথা ভাবনা তথা কর্ম। তাছাড়া প্রশিক্ষণের কষ্টশেষে কেষ্ট মিলেছিল বৈকি। জ্বীনা, সনদপত্র নয়। পেয়েছি মুফতে একখানা ভ্রমণানন্দ। যদিও খুবই দৌড়ের ওপর, তবু খারাপ লাগেনি। রাঙ্গামাটি আর খাগড়াছড়ি মিলিয়ে সেই ভ্রমণের এক টুকরো স্মৃতি ভাগ করে নেবার প্রচেষ্টা এই ছবিব্লগটি। সেইসঙ্গে হাতের জট ছোটানোর পাঁয়তারা। এইপর্বের সব ছবি খাগড়াছড়ি শহরের আশেপাশে আর আলুটিলায় তোলা।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ইহা ছহীহ ভ্রমণব্লগ নহে, বর্ণনা খুঁজিয়া লজ্জা দিবেন না খাইছে

০১। একচিলতে পাহাড়ি মেঘ, অনেক উঁচু

০২। পাহাড়ের ওপরেও "হাউজ দ্যাট" শুনে (নাকি দেখে?) চমকে গেছিলাম

০৩। পাহাড়ি কাশফুল - ১

০৪। পাহাড়ি কাশফুল - ২

০৫। আলুটিলার চুড়া থেকে খাগড়াছড়ি শহরের দূরবীক্ষণীক দৃশ্য

০৬। পাহাড়ের সমতল ভূমি কিংবা আইল-বন্দি জমি

০৭। পাহাড়ের মাথায় ইশকুল-বাড়ি (ছোটক্লাসে আমরা ঠিক এইরকম স্কুল আঁকতাম)

০৮। পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে

০৯। হোটেলের ছাদ দেখে পাখির চোখে খাগড়াছড়ি

১০। পাতালের সিঁড়ি

১১। যমরাজা প্লুটোর দরবার থেকে ফিরে

১২। হে হে হে... এসেছে নতুন রবিঠাকুর, তাকে ছেড়ে দিতে হবে স্থান

১৩। খাগড়াছড়ির কোন এক পল্লীকবি (পল্লীবন্ধু না কিন্তুক)

১৪। হা হা হা... মাইকেলও বাদ যান নি

১৫। ইয়ে... মানে... অনুবাদটা কি "প্র-আলো" আন্তর্জাতিক ডেস্কের করা?

১৬। মাথায় একটা বাড়ি দিয়া দেখেন তো এই জিনিস দেখা যায় কিনা?

১৭। পাহাড়ি বনফুল - ১

১৮। পাহাড়ি বনফুল - ২

১৯। পাহাড়ি বনফুল - ৩

২০। পাহাড়ি বনফুল - ৪

২১। পাহাড়ি বনফুল - ৫

২২। পুলসিরাত, তবে রেলিং আছে

২৩। দুনিয়ার "এপদুর" এক হও

২৪। এই মন্দিরের ছবি তোলার জন্য একটা মাঝারি পাহাড়ে উঠতে হয়েছে

২৫। হেথায় তুকে মানাইছে নয় গো, ইক্কেবারে মানাইছে নয় গো

২৬। পাহাড়ে নাগরিক সেবা

২৭। পথের ধারে এক সরু গলিমুখে রহস্যময় তোরণ

২৮। রহস্যময় তোরণের শীর্ষে ততোধিক রহস্যময় চাকতি

২৯। প্রকৃতির ভাস্কর্য (আহারে, গোলাম মইরা গেল)

৩০। হোটেলের খাবারঘরে কেঠো-শিল্পকর্ম

৩১। হোটেলের খাবারঘরে ত্রিমাত্রিক শিল্পকর্ম

৩২। হোটেলের ছাদ থেকে খাগড়াছড়ির প্যানারোমা প্রচেষ্টা - ১

৩৩। হোটেলের ছাদ থেকে খাগড়াছড়ির প্যানারোমা প্রচেষ্টা - ২

৩৪। হোটেলের ছাদ থেকে খাগড়াছড়ির প্যানারোমা প্রচেষ্টা - ৩

৩৫। গ্রাম ছাড়া ঐ খাগড়াছড়ির পথ - ১

৩৬। গ্রাম ছাড়া ঐ খাগড়াছড়ির পথ - ২

৩৭। মরা হাতি লাখ টাকা

৩৮। গোলামের শোকে আনত বংশদণ্ড আজো কাঁদে, হায় গোলাম!

৩৯। প্রকৃতির পত্রহীন ভাস্কর্য

৪০। রঙ জ্বলে গেছে, তবু এই পাহাড়ের মাথায় এই দৃশ্য দেখে প্রাণ ভরে গেল


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

অ্যাঁ বাকি ছবিডি গেল কই? ওঁয়া ওঁয়া

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আদ্ধেক ছবিই আসে নাই, এডিট করতে গেলাম "ইউসড বাই এনাদার" টাইপের মেসেজ দিল, লগাউট কইরা আবার লগাইলাম, তারপর এডিট করতে গেলাম তখন সেভ করতে গিয়ে নিচের মেসেজ পাচ্ছিঃ

Validation error, please try again. If this error persists, please contact the site administrator.
This content has been modified by another user, changes cannot be saved.

মোডুরা একটু সাহায্য করবেন, কি করা উচিৎ?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমিও তো কই, বাকি ছবি কই গেলো? ফুল টিকিট কাইট্টা হাফ টিকিট উসুল হইলো। পয়সা ফেরত দেন এইবার হাসি

তবে আপনার পোস্ট, খাগড়াছড়ি... দেখতে দেখতে মনটা খারাপ হয়ে যাচ্ছিলো। আমি জানি না রাঙামাটিতে এখন কী অবস্থা। পাহাড়ে শান্তি আসুক।

______________________________________
পথই আমার পথের আড়াল

সাক্ষী সত্যানন্দ এর ছবি

অনিবার্য কারণবশত সম্প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত
আসলে ইন্টারভ্যাল চলতাছিল বস, এইবার দেখেন হাসি

রাঙ্গামাটির ছবি পরের পর্বে আসবে, তখন এ নিয়ে দু-কীবোর্ড লিখব ভেবেছিলাম, মনে করিয়ে দিলেন মন খারাপ

পাহাড়ে শান্তি আসুক।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সত্যপীর এর ছবি

দেওয়াল কবিতা পইড়া সুখ পাইলাম। থাম্বস আপ, বুড়াঙ্গুলুঁচা!

বিশটুচল্লিশ ছবি আইব কবে?

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

খাগড়াছড়িতে আপনার ডেন্টিং ওয়ার্কশপের শাখা নাই?
চাকা-ফুট্টা হইয়া মাঝপথে ব্যাপক সমস্যায় পড়ছিলাম।

ছবি হাজির, এইবার দেখেন হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সত্যপীর এর ছবি

আজিমপুরে একটা গলিতে কাগজে লিফলেট ছিল "পড়াইতে চাই", কোন এক বজ্জাত তার আগে কলম দিয়ে "থা" লিখে রেখেছিল।

এরম ফাঁকিবাজি পুস্ট দেখলে মনে পড়ে সেই কাস্টোমাইজড লিফলেটের কথা খাইছে

..................................................................
#Banshibir.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমরা সেই বহু বছর আগে যেখানেই 'পড়াইতে চাই' পাইতাম, সেখানেই সর্বাগ্রে 'থা' বসায়া দিতাম হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আগেই কইচ্চি "ইহা ছহীহ পুস্ট নহে", তাও গাইল পাড়েন ক্যা? ওঁয়া ওঁয়া

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মাসুদ সজীব এর ছবি

ইটা রাইখ্যা গেলাম...

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

০৮। পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে

ঢাকা শহরের পান্থপথটি কোন পান্থ বা পথিক সৃষ্টি করে নাই, এইটা সৃষ্টি করেছেন জনৈক কবি- লে জে হো মো এরশাদ। চোখ টিপি

১১- রহস্যময় গুহা থেকে ফেরা আগন্তুকের রহস্যময় ছবি, চেহারা সুরত কিছু বোঝা যায় না। মন খারাপ

১২,১৩,১৪- তিনটি কবিতায়ই এক(অথবা একাধিক) মহান বটবৃক্ষের উল্লেখ, অথচ কোন ছবিতেই কোথাও তার দেখা পাওয়া গেল না। কেন? কেন? কেন? চিন্তিত

১৫- অনুবাদ কি বাংলা থেকে ইংলিশ এ করা হয়েছে? নাকি ইংলিশ থেকে বাংলায়? চিন্তিত

২৩- ঝুলন্ত ব্রিজে উঠে কি আসলেই লাফালাফি করেন নাই? সত্যি? অ্যাঁ

২৭ ............... ৪০- কোন ছবি আপলোড না করেই এক একটা চটকদার ক্যাপশন এবং কিছু ধুন-ফুন কৈফিয়ত দিয়া দেওয়ার আইডিয়াটা এক কথায় দারুন! এই কায়দাটা আমার মত ঘরকুনো লোকের খুব কাজে লাগবে। চাল্লু

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ইন্টারেস্টিং তো! জানা ছিল না। আগে পান্থপথ এলাকার নাম কি ছিল? চিন্তিত

র‍্যান্ডম ভ্রমণকারীর ছবি, চেহারায় কিবা আসে যায়? ইয়ে, মানে...

বটবৃক্ষের বাঁধানো গোড়ায় কবিতা আঁকা, গাছের ছবি তুলিনাই। হাসি

আমিও বুঝতে পারিনাই। মন খারাপ

এট্টু করছিলাম, আশেপাশের লোকে ভয় খায় দেইখা থাইমা গেছি। খাইছে

ছবি আপ্লোডাইছি তো আবার (মোট সাড়ে তিন বার) এইবার দ্যাখেন। দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

বাঃ! এই ত কেমন সব ছবি এসে গেছে! ভাল লেগেছে। বিশেষ ভাল লেগেছে ১৬ নংছবির নামকরণ আর ২৩ নং ছবির বিষয়। হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি শয়তানী হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

শাব্দিক এর ছবি

খাগড়াছড়ি যাওয়া হয় নাই কখনো। আগামীতে যাওয়ার ইচ্ছা আছে। থাকা খাওয়ার ব্যবস্থা কেমন?

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ঘুরে আসেন, কি আছে জীবনে? চাল্লু

যেই হোটেলে ছিলাম ভালই তো লাগল হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রৌঢ় ভাবনা এর ছবি

যাই হোক, ফিরে এসেছি আমার একটুকরো খোলা জানালা, প্রিয় সচলায়তনে। আসতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কীবোর্ডে জং ধরে গেছে। সে জট ছোটাতে চাই গ্রীজ-পোস্ট।

আরে, আমিতো মন্তব্যের ভাষাও ভুলে গেছি!
ছবিগুলো দারুণ! হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

পরের পর্বে সাজেক উপত্যকার ছবি আসবে, লাইনে থাকুন

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ত্রিমাত্রিক কবি এর ছবি

ফাঁকিবাজি পুস্ট

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাক্ষী সত্যানন্দ এর ছবি

সতর্কীকরণ না পইড়া পুস্টে ঢুকেন ক্যালা? খাইছে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুবোধ অবোধ এর ছবি

ম্যালাদিন পর লেক্লেন, থুড়ি পিকচারাইলেন। এইটা ফাঁকিবাজি হইলেও পরেরটায় পোষায় দিয়েন। হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আমার ভ্রমণানুভূতি কৈলাম আহত হৈতাছে চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুবোধ অবোধ এর ছবি

ভ্রমণানুভূতি

ভ্রম-নুনু-ভুতি!!!?? চিন্তিত কস্কি মমিন!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আমি ক্যাম্নে জানুম আপনার অনুভূতি কোথায়? খাইছে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুবোধ অবোধ এর ছবি

আমার ভ্রমণানুভূতি কৈলাম আহত হৈতাছে

কে কৈছিল যেন?? হো হো হো

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আমি 'ভ্রমণ বিষয়ক অনুভূতি'র কথা বলেছি লইজ্জা লাগে
সোজা-সাপ্টা মধ্যপদলোপী কর্মধারয় সমাস চাল্লু
কিন্তুক, আপনার অনুভূতি তো বহুব্রীহি সমাস খাইছে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

জহিরুল ইসলাম নাদিম এর ছবি

বুঝলাম সত্যই আনন্দে থাকেন আমাদের সাক্ষী!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি
আনন্দের চাঞ্ছ পাইলে ছাড়িনা, কি আছে জীবনে? দেঁতো হাসি

অটঃ প্রো-পিক দেইখা মজা পাইলাম, শমশের আলী তাইলে আন্নেরে লৈয়া গবেষণা করে? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

জহিরুল ইসলাম নাদিম এর ছবি

এত পরে নি বুঝলেন !!!! ইয়ে, মানে...

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুমম চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুলতানা সাদিয়া এর ছবি

ইসকুল বাড়িটা দারুণ লেগেছে। আহা জীবনে কতো কি যে দেখি নাই!

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, ঘুরতে বাইরাইলেই মনে পড়েঃ "কতো কি যে দেখি নাই!" মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

হিংসুটে বাঙ্গালির বক্তব্য: রে বাঙ্গালি! ঘর হতে দুই পা ফেলিয়া এট্টু দূরে যাইতে না যাইতেই পটাং পটাং ফটুক তুলে পরিবেশ
নষ্ট করা কেনু! রেগে টং

সুশীলের বক্তব্য: বাহ্! ভাইয়া কী সুন্দর সুন্দর সব ছবি!!! ফাঁকিবাজি হয়ে গেলো, ওয়ার্মাপও। এবার দারুণ করে পরবর্তী পোস্ট দিয়ে ফেলুন দেখি দেঁতো হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

পরিবেশও আজকাল অনুভূতিপ্রবণ হয়ে পড়ছে বুঝি? ইয়ে, মানে...

লাইনে থাকুন, সাজেকের নয়নাভিরাম ছবি আসিতেছে। হাসি

তারপর, হাতের জট ছুটলে খন্দকার আর আইনস্টাইন। দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

ভাল লাগছে। তবে একটা কথা-- বনফুল বোধ হয় একটা গ্যাপ দিয়া দিয়া দেখতে হয়। আর এইবারও আমার পুলসিরাত দেখা হইল না। এখন রেলিং দেয়া পুলসিরাত ভাবতেছি----

স্বয়ম

সাক্ষী সত্যানন্দ এর ছবি

রিফ্রেশায় দেখেন তো, আমি তো সবই দেখতে পাচ্ছি ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

রিপুট বের হলু বলে, জনগণের মাত্রারিক্ত ফটুক তোলার জন্য পরিবেশ বিপর্যয়।
মুখ ফুটে বলে না বলে কেন ভাবা হচ্ছে পরিবেশের অনুভূতি নাই? নিশ্চয়ই আছে!

লাইনেই আছি হে। হাতে জট লাগে না বাতে ধরে হয়ত খাইছে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুমম... তাইলে আগেভাগে ফোটুক তুইলা রাখতে হবে... আর হেহ, কইলেই হইল? বাবা জর্দা সমেত দুই খিলি ম্যাপল পাতায় আয়েশ কইরা চিবান দিয়া কীবোর্ডে বইসা যান... চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

যত্তসব বদ বুদ্ধি! মুক্তার মত দাঁত ওসব খেয়ে নষ্ট করি আর কি! রেগে টং
আজ একটা পেইন দিতে যাচ্ছি সচল পাঠকদের। অবশ্য যদি ছাপার যোগ্য হয় তবেই যন্ত্রণা ভোগের ব্যাপার দেঁতো হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

বন্দনা এর ছবি

আহ ছবি ব্লগ, দেখলেই মনে হয় গাদাখানেক ছবি তোলা হয়েছে গতবছরে ব্যপক ঘোরার কারণে, কিন্তু লেখালেখির ডরে পোস্টানো হয়নি।খাগড়াছড়ি যাওয়া হয়নি, আপাতত ছবি দেখে মন ভরাই।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ডরাইলেই ডর, পোস্টায়া দিলে কিসের ডর? চিন্তিত
আপনার প্রোফাইলের পটভূমি কোথায়? সাজেকের চেহারা অনেকটা এমন। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, আপনি তো দেখছি সব্যসাচী লেখক ও ফটুরে! আলুটিলার পথ দিয়ে পায়দলে হেঁটেছি অনেক। জীবনানন্দীয় হাঁটা নয় আক্ষরিক অর্থেই হাঁটা। আপনার ছবি ব্লক সেই স্মৃতির কথা মনে করিয়ে দিল।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

বাহ, দারুণ তো! খাগড়াছড়িতে থাকতেন?

সেই স্মৃতি নিয়ে লিখুন না, আমরাও আপনার সাথী হয়ে সচলের পাতায় হেঁটে আসি আলুটিলার মায়াবী পথে।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

রোমেল চৌধুরী এর ছবি

সবাই কি আর সব্যসাচী হতে পারে? আর তাছাড়া নিজের জোর বুঝে চলতে হয়। একটা ঘটনা বলি তাহলে। চলন বিলে পতিত হবার আগে খালের ভেতর দিয়ে ছুটে যাওয়া বানের তোড় দেখেছেন কখনও? একবার সেই পানির তোড়ে একটা চিলকে আটকে থাকতে দেখেছিলাম। কাছে গিয়ে দেখি দু'পায়ে খামচে ধরে আছে মস্ত বড় এক মাছ, কিন্তু সেই ভার নিয়ে উড়তে পারছে না। আমারও হয়েছে সেই দশা। আমার লেখার দৌড় অর্বাচীন কাব্যপ্রচেষ্টার মধ্যেই সীমাবদ্ধ। এর চেয়ে বেশি ভার নিয়ে লাভ নেই। উড়তে পারবো না।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

সকলেই কবি নয়, কেউ কেউ কবি হাসি
নাহয় স্মৃতিভারাতুর কবিতাই হোক পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

হেথায় তুকে মানাইছে নয় গো, ইক্কেবারে মানাইছে নয় গো

আহা! 'লালপাহাড়ী দেশে যা' গানটারে বড় ভালা পাই হাসি
ছবি দেখে স্মৃতিকাতর হয়ে গেলুম।
চেঙ্গী নদীর দু-একটা ছবি দিতেন! নদীটার মধ্যে একটা শান্তি শান্তি ভাব আছে....

আমার বন্ধু রাশেদ

সাক্ষী সত্যানন্দ এর ছবি

স্মৃতির এট্টু ভাগা দ্যান পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

দুঃখের কথা আর কইয়েন না, চেঙ্গীর ছবি তুলতে পারি নাই ওঁয়া ওঁয়া
চান্দের গাড়ি এক্করে অ্যাপোলো-১১ এর বেগে পার হয়ে গেছিল

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

যাক, তাও তো আপনার লেখা পাওয়া গেলো।

০৯। হোটেলের ছাদ দেখে পাখির চোখে খাগড়াছড়ি - ছাদ থেকে?

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ্যাঁ, ছাদ থেকে। আস্ত হোটেলটাই আবার ছোটখাট একটা পাহাড়ের মাথায়।
তবে ঠিক পাখির চোখে হয়নি আসলে। (ইয়ে, মুরগিও তো পাখিই, তাই না?)

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।