যাত্রা

শাহেনশাহ সিমন এর ছবি
লিখেছেন শাহেনশাহ সিমন (তারিখ: রবি, ০২/০৮/২০০৯ - ৪:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সিগারেটে সুখ টান দিতেই আশরাফ দুদ্দাড় করে ঢুকলো কেবিনে।

  • স্যার, স্যার।
  • কী হইছে?
  • স্যার, ১৬-ঘ কেবিনে ঝামেলা হইছে স্যার।

মোটা চশমার আড়ালে ঢেকে থাকা চোখ দু'টো ঝিলিক দিয়ে উঠলো তাঁর, লোভে। সটান দাঁড়িয়ে নাক টানতে থাকল। 'শালার গেটিস মাস্টারোলগুলা এমন খবর প্রত্যেক ট্রিপেই আনে, কিন্তুক লাভ হয়না প্রায়সুমই। আজকা যদি কিছু না হয়, তাইলে আশরাফরে ক্লীনার বানায় দিবাম!' অভ্যস্থ হাতে সাদা কোট পড়লো সে আশরাফকে চক্ষুগ্নিবানে জ্বালাতে জ্বালাতে। দৃঢ় পদক্ষেপে এসে দাঁড়াল কেবিনের সামনে। হ্যাচকা টানে দরজা সরিয়ে ঢুকে পড়লো আচমকা। চারটা পঁচিশোর্ধ ছেলে অপ্রস্তুত হয়ে তাকালো তাঁর দিকে।

  • টিকিট?

দলের লিডার এগিয়ে দিলো টিকিট।

লিডারসহ বাকী চারজনের দিকে মাপা মাপা দৃষ্টি দিয়ে সবাইকে মাপলো সে। টিকিটের দিকে তাকিয়ে ঠোঁটে ক্রুড় হাসি ফুটিয়ে তুল্ল টিটি।

  • কিন্তুক আপনেগো মইধ্যে হাফ টিকিট কিডা?

বিদেশফেরতা এক বন্ধুপ্রতিম বড়ভাইকে নিয়ে তিনজন ট্রেন ভ্রমনে বেরিয়েছিল। বুদ্ধিমানের মতই সেই বন্ধুপ্রতিম বড়ভাই ট্রেনের একটা বাথ বুকিং দিয়েছিলো, তিনটি ফুল টিকিটের সাথে ছিল একটা হাফ টিকিট। কীভাবে অমিত আহমেদ তাঁর সুযোগ্য নেতৃত্বে এ সমস্যার নিপাট করেছিলেন? এনকিদু কেন এ বয়সেও হাফ টিকিটে ভ্রমন করল? সচল অমিত আহমেদ বা বহূদিনের অনুপস্থিত সচল অয়ন তার স্বেচ্ছানির্বাসন থেকে ফিরে এসে উক্ত ঘটনার সূচারু ব্যাখ্যা দিবেন বলে আমি বিশ্বাস করি দেঁতো হাসি


মন্তব্য

সাইফুল আকবর খান এর ছবি

অ্যাঁ
দিনপঞ্জি | ভ্রমনকাহিনী | ভ্রমন্থন | স্মৃতিচারণ | সববয়সী
?!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

শাহেনশাহ সিমন এর ছবি

ইয়ে, মানে...

_________________
ঝাউবনে লুকোনো যায় না

পান্থ রহমান রেজা এর ছবি

এনকিদু কি পান্থ যে হাফ টিকেট কিনবো! চোখ টিপি
এনকিদু তো এখন সিলেট! এইডা কি ওইখানের ঘটনা?

শাহেনশাহ সিমন  [অতিথি] এর ছবি

এনকিদুরে জিগান চোখ টিপি

হাসান মোরশেদ এর ছবি

কাহিনী কিন্তু মৎস্যগন্ধা হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

হ ! আমারও তাই মনে হইতেছে।

তবে শাহেনশাহের লেখার স্টাইলটা কিন্তু ভালো হইছে ।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ধন্যবাদ আরিফ ভাই হাসি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ইয়ে, এর মানেটা কী? ইয়ে, মানে...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ইয়ে, এর মানেটা কী? ইয়ে, মানে...

আরিফ জেবতিক এর ছবি

"পঁচিশোর্ধ ছেলে" টার্মটা কি বুঝে শুনে ব্যবহৃত ?
আমি তো গত পঁচিশবছর ধরেই এদেরকে পচিশোর্ধ বলে চিনি।

রণদীপম বসু এর ছবি

আমি গ্যারান্টি দিতে পারি, আগামী পঁচিশ বছর পরও এরা পঁচিশোর্ধ থাকবে...! সাংঘাতিক অবস্থা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহহাআহা... গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অমিত আহমেদ এর ছবি

আরিফ ভাই এর মন্তব্যে আপত্তি জানাইলাম রেগে টং


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

সুহান রিজওয়ান এর ছবি

আমি তো গত পঁচিশবছর ধরেই এদেরকে পচিশোর্ধ বলে চিনি।

হিহি... দেঁতো হাসি
মন্তব্য নিষ্প্রয়োজন !!

---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

পলাশ দত্ত এর ছবি

জাতি দেখতে চায় শাহেনশাহ সিমনের বিশ্বাসের মর্যাদা অমিত আহমেদ রেখেছেন। চোখ টিপি
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

মুস্তাফিজ এর ছবি

ঘটনা রহস্যজনক

...........................
Every Picture Tells a Story

মাহবুব লীলেন এর ছবি

সংযোজন:

ফেরত যাবার জন্যও পঁচিশোর্ধরা তিনখানা ফুল আর একখান হাফ টিকিট কাটে

পরে তিনজনের ফিরে যাবার প্লান বাতিল হয়ে গেলে বেশি টাকা ফেরত পাবার আশায় তিনখানা ফুল টিকিট ফেরত দিয়ে একজনের ফেরার জন্য রেখে দেয় অবশিষ্ট হাফ টিকিট

সেই হাফ টিকিট নিয়ে স্টেশনে হাজির হয় শাহেনশাহ সিমন

কিন্তু হাফ টিকিটের সিটে স্থানসংকুলানের অভাবে তাকে বলা হয় আরেকখান ফুল টিকিট কিনতে
কিন্তু ততক্ষণে ট্রেনের সব টিকিট শেষ
অগত্যা সিমন ট্রেনের হাফ টিকিটের সাথে বাসের একখান ফুল টিকিট কিনে একা একা দেড় সিটের ভাড়া দিয়ে ঢাকা পৌঁছায়...

নিবিড় এর ছবি

এই তাইলে ঘটনা চিন্তিত


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সুহান রিজওয়ান এর ছবি

বিয়াফক মজারু হইসে তাইলে বলতে হয় ...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কাহিনী তাইলে এইখানে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাইফুল আকবর খান এর ছবি

একটা ডিউ "ওহ্ আচ্ছা" ব'লে গেলাম। চোখ টিপি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নজমুল আলবাব এর ছবি
কীর্তিনাশা এর ছবি

পুরা কাহিনী ঝানতে মঞ্চায় ..............

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভুতুম এর ছবি

কাহিনী কি?

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

অতন্দ্র প্রহরী এর ছবি

কেউ বিসমিল্লাহ্ বইলা শুরু করেন...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

কোথাও কেউ নেই!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।