একুশে বইমেলা ২০১৫তে সচলদের নতুন বইগুলো

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বুধ, ১১/০২/২০১৫ - ১২:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একুশে বইমেলায় ২০১৫ সালে প্রকাশিত সচল ও অতিথি সচলদের বইয়ের তালিকা এই পোস্টটিতে যোগ করা হলো।

১.
এসো নিজে করি by চরম উদাস

প্রাপ্তিস্থান: নান্দনিক, স্টল নং ১৯১-১৯২।

২.
পথ চলাতেই আনন্দ by Tareq Onu

প্রাপ্তিস্থান: ছায়াবীথি, স্টল নং ১৫৩-১৫৪।

৩.
চার্বাকের খোঁজে by Ranadipam Basu (রণদীপম বসু)

প্রাপ্তিস্থান: শুদ্ধস্বর, স্টল নং ১৭৪-১৭৬।

৪.
আশাকর্পূর by মাহবুব আজাদ

প্রাপ্তিস্থান: বিপিএল, স্টল নং ৫২৫-৫২৬

৫.
হাবুলের জলদস্যু জাহাজ by মাহবুব আজাদ

প্রাপ্তিস্থান: অনার্য, স্টল নং ২৯৭-২৯৮

৬.
অভাজনের মহাভারত by মাহবুব লীলেন

প্রাপ্তিস্থান: শুদ্ধস্বর, স্টল নং ১৭৪-১৭৬।

৭.
গবেষণায় হাতে খড়ি by রাগিব হাসান

প্রাপ্তিস্থান: আদর্শ, স্টল নং ৪১১-৪১২

৮.
মন প্রকৌশল: স্বপ্ন, অনুপ্রেরণা, আর জীবন গড়ার ফরমুলা by রাগিব হাসান

প্রাপ্তিস্থান: আদর্শ, স্টল নং ৪১১-৪১২

৯.
সাক্ষী ছিলো শিরস্ত্রাণ by Shuhan Rizwan

প্রাপ্তিস্থান: শুদ্ধস্বর, স্টল নং ১৭৪-১৭৬।

১০.
বাংলার তরু লতা গুল্ম by আব্দুল গাফফার রনি

প্রাপ্তিস্থান: বিশ্ব সাহিত্য ভবন, স্টল নং : ১৩৬-১৩৮

১১।
শুঁয়োপোকা থেকে প্রজাপতি by Abdul Gaffar Rony

প্রাপ্তিস্থান: গোধূলি, স্টল নং : ২৭৭


সচল ও অতিথি সচলদের কারো বই যদি প্রকাশিত হয়, অনুগ্রহ করে মন্তব্যের পাতায় গুডরিডস ভুক্তির লিঙ্ক ও প্রাপ্তিস্থান (স্টল নংসহ) জানিয়ে যাবেন, আমরা পোস্টটি নিয়মিত হালনাগাদ করবো। ধন্যবাদ।


মন্তব্য

প্রৌঢ় ভাবনা এর ছবি

ধন্যবাদ, সচলায়তন সম্পৃক্ত সকলের প্রতি।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক চলুক চলুক চলুক চলুক চলুক চলুক চলুক চলুক
সকল সচলেখককে জানাই শুভেচ্ছা
হাততালি হাততালি হাততালি দেঁতো হাসি হাততালি হাততালি হাততালি দেঁতো হাসি হাততালি হাততালি হাততালি

সাথে মূল্য সংযোজন করা যায় কি? আন্দাজ থাকলে প্রস্তুতি নিতে সুবিধা হত।
বিদ্রঃ শুদ্ধস্বরের স্টল নং - ১৭৪, ১৭৫, ১৭৬

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুবোধ অবোধ এর ছবি

সাথে মূল্য সংযোজন করা যায় কি? আন্দাজ থাকলে প্রস্তুতি নিতে সুবিধা হত।

চলুক

সুবোধ অবোধ এর ছবি

হাততালি
কাজের পোস্ট। এখন আর ফেবুতে বিভিন্নজনকে নকাইতে হবে না। দেঁতো হাসি

তারেক অণু এর ছবি
তিথীডোর এর ছবি

এগুলোর মধ্যে তিনটা বইয়ের বুকিং দিয়ে রেখেছি। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

শিশিরকণা এর ছবি

যাক! কষ্ট করে নিজেকে আর লিস্টি করতে হবে না।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

অতিথি লেখক এর ছবি

যাইতে না পারলেও বইগুলা আনাই লমু। আর কেউ যদি গি-ফট দেয় তাইলে তো কথাই নাই।

অতিথি লেখক এর ছবি

"সাক্ষী ছিলো শিরস্ত্রাণ" রিভিউ পড়েই অপেক্ষা করছি কখন বইটা হাতে পাবো? তর আর সইছে না।

----------
রাধাকান্ত

অতিথি লেখক এর ছবি

চলুক
আগের বইমেলার বইগুলো নিয়ে এরকম কোনো পোস্ট আছে?
- সো।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। তারেক ভাই আর উদাস দা'র বই দুইটা কিনে ফেলেছি। বাকিগুলো বুকিং দিয়ে রাখলাম।

ফাহমিদুল হান্নান রূপক

অতিথি লেখক এর ছবি

চলুক

দেবদ্যুতি

অতিথি লেখক এর ছবি

ভালো করেছেন। প্রিয় সচলদের বইয়ের খোজঁখবর পাওয়া যাবে এখান থেকে। ধন্যবাদ।

গোঁসাইবাবু

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

মহাভারতের প্রচ্ছদখানা কেউ একটু জায়গামতো যোগ করে দেন।
http://imgur.com/fRN9RIx


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

সকল সচলেখকদের অভিনন্দন ও শুভেচ্ছা চলুক চলুক চলুক

মহাবিশ্বের পরিব্রাজক

রাগিব এর ছবি

আমার বই দুইটার দাম উল্লেখ করে যাই -

মন প্রকৌশল (উপরের তালিকায় ৮ নং) - ছাপা দাম ১৫০ টাকা, বইমেলার কমিশন এর পরে দাম ১১২.৫০ টাকা।

গবেষণায় হাতে খড়ি (উপরের তালিকায় ৭ নং) - ছাপা দাম ২০০ টাকা, বইমেলার কমিশন এর পরে দাম ১৫০ টাকা।

আর বইমেলা থেকে দুইটা একসাথে কিনলে বোনাস -- দুইটা মিলে দাম ২৫০ টাকা।

(দুইটাই আদর্শ প্রকাশনীর ৪১১-৪১২ স্টলে আছে)

অনলাইনে এখানে কিনতে পাওয়া যাচ্ছে দেশের ভিতরে

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

সজীব ওসমান এর ছবি

আব্দুল গাফফার রনি'র বই বাদ পড়েছে মনে হচ্ছে

অতন্দ্র প্রহরী এর ছবি

এবার এখন বইমেলা যাওয়া হয়নি। ভাবছিলাম কার কার বই বের হলো, সচলায়তনের লেখকদের মাঝে। সুহানের বইটার কথা জানতাম শুধু আগে থেকে। এখন পুরা তালিকা পেয়ে যাওয়ায় সুবিধাই হলো। দরকারি পোস্ট। হাসি

রণদীপম বসু এর ছবি

'চার্বাকের খোঁজে'র বইটার পৃষ্ঠা সংখ্যা ৮৩২ ।
অতএব বুঝতেই পারছেন, বইয়ের গায়ের মূল্য ১৪০০/- টাকা খুব বেশি নয় সে তুলনায়। যদিও মেলার মূল্যছাড় দিয়ে ১০৫০/- বা ১০০০/- টাকা পড়বে।
তবে বইটার ভেতরে প্রচুর জিনিস জমা আছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গুরু গুরু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি

আজ ময়ূখ রিশাদের বই কিনলাম, আব্দুল গাফফার রনি একটি বই ইতিমধ্যে এসেছে, আর ১৩ তারিখে বাংলার তরুলতা আসবে। লেখকদের অনুরোধ করছি এগুলো অ্যাড করে দিতে। আর রিটন ভাইয়ের একাধিক বই এসে গেছে এর মাঝেই।

স্বপ্নহারা এর ছবি

চলুক

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

ত্রিমাত্রিক কবি এর ছবি

কাজের পোস্ট হইছে

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রকিবুল ইসলাম কমল এর ছবি

হাবুলের জলদস্যু জাহাজ এর প্রচ্ছদটা খুব সুন্দর হইছে। কোন কোন বই থাকে না নাম আর প্রচ্ছদ দেখলেই পড়তে মনে চায়। এটা সেরকম।

নুরুজ্জামান মানিক এর ছবি


প্রাপ্তিস্থান : শুদ্ধস্বর [স্টল নং: ১৭৪-১৭৬]

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

হিমু এর ছবি

www.goodreads.com এ এই বইটার ভুক্তি যোগ করে দিন মানিক ভাই।

মুক্তমন এর ছবি

এর মধ্যে গল্পের বই কোনগুলো ,জানালে উপকার হত ৷

শাব্দিক এর ছবি

চলুক
একটা বই পড়ুয়া ইমো দরকার।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

আয়নামতি এর ছবি

এর ভেতর কিছু বই কেনা হবে এনশাল্লাহ! হাসি
যাদের বই বের হলো তাদের সবার জন্য শুভকামনা।
বেশি বেশি বই কিনুন, পকেট, ওয়ালেট খালি করুন দেঁতো হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সবাইকে অভিনন্দন।

সুলতানা সাদিয়া এর ছবি

এখান থেকে কয়েকটি বই তো সংগ্রহ করতেই হবে। আফসোস, এমন দিনে ঘরে বসে আছি। বইমেলায় যাওয়া হচ্ছে না এবার।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

সকল লেখককে অভিনন্দন এবং শুভেচ্ছা!
পোষ্টদাতাকে ধন্যবাদ!

স্বপ্নের ফেরিওয়ালা  এর ছবি

এই লিস্টের ৪ টা বইয়ের কথা জানা ছিল।পোস্টে এসে বাকিগুলাও জানা হল।
বাইরে আছি বলে একজনকে দায়িত্ব দিয়েছিলাম জানা ৪ বই নিয়ে আসার জন্য।
তিনি বললেন"দেখ বাপু এপর্যন্ত ১২ বই কিনেছি প্রায় এক ব্যাগ ভরে গেছে তোমার বই দিয়ে আর সম্ভব না,আর জায়গা নাই, আমারওতো কিছু নিয়ে আসতে হবে" মন খারাপ
আমিও বুকে পাথর চাপা দিলাম,পরবর্তীতে সংগ্রহ করা যাবে বলে হাসি
দরকারি পোস্ট চলুক

আব্দুল গাফফার রনি এর ছবি

https://www.goodreads.com/book/show/24919176
প্রকাশক : বিশ্ব সাহিত্য ভবন, স্টল নং : ১৩৬-১৩৮

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন গো লেখকেরা । হাততালি

==================================
দস্যু ঘচাং ফু

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

সবার জন্য শুভকামনা

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

অতিথি লেখক এর ছবি

অনিঃশেষ শুভকামনা।

আমি সচল নই।

অচল কিনা নিশ্চিত নই তাও!

প্রকাশিত বই সংক্রান্ত তথ্য উপস্থাপন করা যাবে কি?

দীপংকর চন্দ

এক লহমা এর ছবি

এই লেখকদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

প্রাপ্তিস্থান : প্রজ্জলন (স্টল ৩৭৬)

একাকী মানব

অতিথি লেখক এর ছবি

অসংলগ্ন কিছু কথা গল্প যদি হয়

প্রকাশক: বিশ্বসাহিত্য ভবন।
স্টল নং: ১৩৬-১৩৭-১৩৮

অবাস্তব কথা জল বৃক্ষ ফল

প্রকাশক: আদর্শ প্রকাশনী।
স্টল নং: ৪১১-৪১২

সকলের আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থণা রইলো।

বিনীত।

দীপংকর চন্দ

অতিথি লেখক এর ছবি

শুভকামনা সবার জন্য। মেলা থেকে যদি সঙগ্রহ করাসম্ভব না হয় তাহলে ব্যবস্থা কী? বিশেষত পাখির চোখ করে থাকা চার্বাক মনে হচ্ছে সহজে খুঁজে পাব না। আরেকটু বড় হয়ে কিনতে হবে। হা হা হা। সবগুলো বইয়ের মূল্য সংযোজিত হলে ভালো হতো।

স্বয়ম।

তানিম এহসান এর ছবি

শুভকামনা সবার জন্য। হাসি

মিলু এর ছবি

কেউ কি একটু জানাবেন লীলেন-দার বইখানা কোন প্রকাশনীর?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

শুদ্ধস্বর, স্টল নং ১৭৪-১৭৬

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

Amitabh এর ছবি

আব্দুল গাফ্ফার রনির মহাকর্ষ তরঙ্গ-কণার সন্ধনে (গোধুলি) বাদ পড়েছে

- আমিতাভ

আব্দুল গাফফার রনি এর ছবি

https://www.goodreads.com/book/show/24989238
প্রাপ্তিস্থান: বিশ্ব সাহিত্য ভবন, স্টল নং : ১৩৬-১৩৮
https://www.goodreads.com/book/show/24989250
প্রাপ্তিস্থান: গোধূলি, স্টল নং : ২৭৭

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

কুলদা রায় এর ছবি

আমার একটি গল্পের বই বেরিয়েছে নালন্দা প্রকাশনী থেকে। নাম--বৃষ্টি চিহ্নিত জল।

...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

আরাফ  এর ছবি

সকলের জন্য শুভকামনা।

মজিবুর রহমান  এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।