আয়েশ করে আলসেমিতে ৩৮ বছর পার ... ভাল্লাগে না আর

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শনি, ০২/০১/২০১০ - ৯:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যুদ্ধাপরাধীদের বিচারের ওয়াদা কইরা মহাজোট ক্ষমতায় আইলো।

তারপর খালি ছুতারের ঠুকঠাক শুনি।

কামারের এক ঘায়ের অপেক্ষায় আছি, কিন্তু হাতুড়িই না জানি মাঝখান দিয়া হাত বদল হয়!

২০০৯ তো গেলগা। ২০১০ আইলো। দেখি কী হয়!

আর দেখার পাশাপাশি করার মতো কাজ তো একটাই।

বরাহশিকার!
.
.
.

2010 cartoon.2


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

এমনটাই যেন হয়!

সুজন চৌধুরী এর ছবি
নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক এই বছরেই শুয়রের বাচ্চাদের বিচার দেখতে চাই ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সুজন চৌধুরী এর ছবি
নাশতারান এর ছবি

চলুক

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সুজন চৌধুরী এর ছবি
জুয়েইরিযাহ মউ এর ছবি

ঠিক এমনটাই হোক।
ছবিতে উত্তম জাঝা!

-----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

সুজন চৌধুরী এর ছবি
অবাঞ্ছিত এর ছবি

ছবিতে উত্তম জাঝা!

_______________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

সুজন চৌধুরী এর ছবি
নৈষাদ এর ছবি

চমৎকার কার্টুন। প্রত্যাশা যেন সফল হয়।
বাই দ্যা ওয়ে… আপনার নিকের অ্যাম্বিগ্রাম(!) ভাল লাগল।

সুজন চৌধুরী এর ছবি
সাফি এর ছবি

বরাহ শিকার করতেই হবে

সুজন চৌধুরী এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

বেনিয়র ঠুকঠাক নয়
চাই কামারের এক ঘা

সুজন চৌধুরী এর ছবি
তিথীডোর এর ছবি

কার্টুনে বাক্সভর্তি তারা!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুজন চৌধুরী এর ছবি
বর্ষা এর ছবি

ও সুজন্দা, বরাহের মুখটা অনেক কিউট হয়ে গেছে।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

সুজন চৌধুরী এর ছবি
দুষ্ট বালিকা এর ছবি

তারা... দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুজন চৌধুরী এর ছবি
সুরঞ্জনা [অতিথি] এর ছবি

চা খেতে খেতে দেখা আরো ভাল। খাইছে

চা-লাপ

* ভক্তের ধৃষ্টতা ক্ষমা করিবেন দাদা... মন খারাপ

সুহান রিজওয়ান এর ছবি

আরে খাইসে, আপনি তো আপা আরেক চিজ !!! নিজে একটা পোস্ট দ্যান না ??

_________________________________________

সেরিওজা

খেকশিয়াল এর ছবি

আপামনি খুউব খিয়াল কৈরা! আমরা শেয়াল হইলেউ মানুষ, এই বরাহের মাংসে হিশুও করি না! দেঁতো হাসি
আপনার আঁকার হাত তো চমৎকার! পোস্ট দেন নতুন কিছু।

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুজন চৌধুরী এর ছবি
খেকশিয়াল এর ছবি

খাইবো না কেন! আলবৎ খায়! তবে এইখানে 'এই' দ্রষ্টব্য দেঁতো হাসি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুজন চৌধুরী এর ছবি

হাহহাহাহাহহাহাহ.... হো হোহোহোহো....
ধন্যবাদ।
এটাতো আলাদা পোস্ট হয়।
আর ধৃষ্টতার প্রশ্নই ওঠে না, আপনার আইডিয়া আর আঁকার হাত ভালো।
প্রচুর কার্টুন পোস্ট করেন।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

ইয়ে...আমি আবার সচলে কবে যেন নিবন্ধন করে সেই মেইল ও হারায় ফেল্লাম। এখন পাসওয়ার্ড মনে নাই। তাই কার্টুন পোস্ট করা যায় না। মন খারাপ

দেখি, হিমু ভাইয়ের ইনবক্সে গিয়ে কান্না-কাটি করলে কিছু লাভ হতে পারে। মন খারাপ
খাইছে

হিমু এর ছবি

দেখি, হিমু ভাইয়ের ইনবক্সে গিয়ে কান্না-কাটি করলে কিছু লাভ হতে পারে।

এই কথাটা আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে কেবল। আপনি অ্যাকাউন্টজনিত যে কোনো সমস্যায় মডারেটরদের সাথে যোগাযোগ করুন contact অ্যাট sachalayatan ডট কম ঠিকানায়, তাঁরা ব্যবস্থা নেবেন।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

ঠাট্টা করছিলাম, বিব্রতকর পরিস্থিতি তৈরি হোক তা চাই না। খুবই দুঃখিত। মন খারাপ

হিমু এর ছবি

আমি আপনার ঠাট্টাটা অ্যাপ্রিশিয়েট করতে পারছি। খুবই দুঃখিত হওয়ার কারণ নাই।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

রণদীপম বসু এর ছবি

'ফিরে এসো সুরঞ্জনা, কী কথা তাহার সাথে...তার সাথে !'

হা হা হা ! সুজনে সুজন চিনে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুজন চৌধুরী এর ছবি
শাহেনশাহ সিমন এর ছবি

'ফাটাফাটি পেরিয়ে পঞ্চাশ মাইল' চলুক
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

রাহিন হায়দার এর ছবি

খোমাখাতায় দেখেছিলাম। চ্রম!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

রায়হান আবীর এর ছবি

দুইটা কার্টুনই অতিরিক্ত ফাটাফাটি হইছে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হা হা হা ... সেরকম কার্টুন।

সুজন চৌধুরী এর ছবি
সুহান রিজওয়ান এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি

_________________________________________

সেরিওজা

সুজন চৌধুরী এর ছবি
ওডিন এর ছবি

গুরু গুরু

একমাত্র আপনার মুন্ডুতেই এইরকম দুর্বুদ্ধি (!) আসা সম্ভব! এইরকম আরো চাই।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

সুজন চৌধুরী এর ছবি

ধন্যবাদ
বুদ্ধিটা আমার না আমাদের!
যতদিন বরাহ আছে ততদিন আমরাও আছি।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

শুভাশীষ দাশ এর ছবি

আপনে একটা বস।

সুজন চৌধুরী এর ছবি
খেকশিয়াল এর ছবি

প্রভুখণ্ড! প্রভুখণ্ড! এমনটাই হউক!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুজন চৌধুরী এর ছবি

হ দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন এম্রনটাই দ্রিমু!


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

শাহেনশাহ সিমন এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি
চলুক (চলুক) চলুক
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সুজন চৌধুরী এর ছবি
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খাইছে! সেরম জোসিলা হইছে!!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

সুজন্দা এবং সুরঞ্জনাদি দুইজনকেই জাঝা !

বোহেমিয়ান

আনন্দী কল্যাণ এর ছবি

অসাধারণ!!!! সুরঞ্জনার আঁকাও দারুণ!!!! মানুষ কি করে ছবি আঁকতে পারে এটা এখনও বুঝলাম্না!!!

মামুন হক এর ছবি

বরাহদের ছিইল্যা কাইট্টা লবণ লাগাইতে মন চায়।
সুজন্দারে টুপি খোলা সেলাম।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ব্যাপক হইছে... বিরাট...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পান্থ রহমান রেজা এর ছবি

সুজন্দাকে সেলাম।
সাথে সুরঞ্জনাকেও।
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

রাহিন হায়দার এর ছবি

অসাধারণ, সুজন'দা!
চলুক বরাহশিকার।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অতিথি লেখক এর ছবি

সুজন্দা, কার্টুন সুন্দর হয়েছে।

---- মনজুর এলাহী ----

ধার দিয়ে যাই বল্লমে

স্বপ্নদ্রোহ [অতিথি] এর ছবি

দু জনকেই সেলাম, ব্যপক হইছে হাসি

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

২০১০ তো চলতাসে। ওইডা কি ওমনে ঝুইল্যাই থাকবো!
.
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।