এদেরকে টাকা দেবোনা কারণ এরা জামাতি

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: সোম, ১৯/১২/২০১১ - ১০:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সবকিছু হরেদরে মিলে গেছে বলে কি মিলে যেতে হবে? মুক্তিযুদ্ধের কথা বলে ছবিতে যাদের দেখি জামাতের সাথে হাত মেলায়, ইসলামী ব্যাংকের পরিচালক হয়ে যায়, সব করতে পারে - তাদের দেখে কি হতাশ হয়ে হাল ছেড়ে দিতে হবে? মেনে নিতে হবে আমার নিজস্ব সামর্থ্যে যতটা করা সম্ভব আমি তাও করবোনা?

আগের পোস্ট ‘আমরা কেন জামাতকে টাকা দেই’ থেকে যে নামগুলো পাওয়া গেছে তার সব এখানে সংযুক্ত করে দিলাম। যার ইচ্ছে হবে টাকা দেবেন, যার ইচ্ছে হবে দেবেননা - কিন্ত ’এই করে সেই হবেনা’ এইসব কথা না বললে খুব খুশী হবো। নিজের বাড়ীর দেয়াল ভেঙে পাশের বাড়ীর দেয়ালে গিয়ে ঠেকেছি, সেখানেও অন্তত শক্তভাবে দাড়িয়ে থাকতে চাই!

মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের একজন সাধারণ মানুষ হিসেবে বরং আমি এখন জেনে গেছি আরো কিছু নাম। এই নামগুলো জানতে যারা সহায়তা করেছেন তাদের কাছে কৃতজ্ঞ। চট্টগ্রাম গেলে অন্তত একবেলা জামান হোটেলে না খেলে ভালো লাগতোনা, আর খাবোনা।

জাতীয় পর্যায় -

ইবনে সিনা গ্রুপ
ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল
কেয়ারী গ্রুপ
দিগন্ত টিভি
এস. এ পরিবহন
এরোনটিক্যাল কলেজ অফ বাংলাদেশ
আকিজ গ্রুপ, আদ-দ্বীন হাসপাতাল (প্রশ্ন উঠেছে এরা আদৌ জামাত সংশ্লিষ্ট কিনা)

প্রশ্ন উঠেছে ‘ডেসটিনি গ্রুপ’ জামাত সংশ্লিষ্ট কিনা, পপুলার ফার্মাসিউটিক্যাল জামাত সংশ্লিষ্ট কিনা; কারো কিছু জানা আছে?

শিক্ষা প্রতিষ্ঠান: এশিয়ান ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, মানারাত
কোচিং সেন্টার: রেটিনা, শুভেচ্ছা, কংক্রিট
নির্মাণ: উন্মোচন রিয়েল এস্টেট, বসুধা বিল্ডার্স, মিশন ডেভেলপার্স, কোরাল রীফ প্রপার্টিজ, এস.এ.এফ হোল্ডিংস
ইনস্যুরেন্স: ফারইস্ট ইনস্যুরেন্স
ফার্মাসিউটিক্যাল: বায়োফার্মা, পপুলার (নিশ্চিত হওয়া যায়নি)

অঞ্চলভিত্তিক -

খুলনা:
সাহাল বুক কর্নার, খানজাহান আলি রোড, খুলনা
কদর হোটেল, কেডিএ এভিনিউ
অটবি শো-রুম, রয়েল মোড়, খুলনা

চট্টগ্রাম:
ন্যাশনাল হাসপাতাল, মেহেদিবাগ
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, ও.আর.নিজাম রোড
সাউদার্ন ইউনিভার্সিটি, মেহেদিবাগ
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
আইডিয়াল স্কুল, জামালখান
প্রেসিডেন্সি স্কুল (ঠিকানা প্রদান করা হয়নি)
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়, সুগন্ধা আবাসিক এলাকা
মাওলানা গ্রুপ
কিউপিএস
জামান হোটেল (খাবার হোটেল, এদের অনেকগুলো শাখা রয়েছে)

বগুড়া:
সেলিম হোটেল (খাবার হোটেল?)

সিলেট:
আল-হামরা শপিং সিটি, জিন্দাবাজার
উইমেনস মেডিক্যাল কলেজ
গ্রিন লাইন পরিবহন (তথ্য প্রদানকারী নিশ্চিত নন)
ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার, সিলেট

আর একটা কথা, আগের পোস্টটিতে একজন “মাহবুব”কে বোঝাতে যেয়ে যে সময়টুকু আমাদের ক্ষয় হয়েছে তাই দিয়ে আরো অনেক কিছু করা যেত, এদের পাত্তা না দেয়াই ভালো। এরা কোনদিন বুঝেছে? বুঝবে কোনদিন? আত্মফাপড়ে পড়ে থাকা মানুষকে বোঝানোর চাইতে বরং নিজের ঘরের ময়লা পরিষ্কার করাও ভালো, ভালো চোখ বুজে মহৎ কোন স্বপ্ন দেখা।

কারো যদি মনে হয় আরো নাম যোগ করে যাবেন, করে যান। এই বিষয়ে আর কোন পোষ্ট দেবনা। কিন্ত একটাই কথা, নিজের ব্যক্তিগত শত্রুতা থেকে কোন নাম দেবেননা দয়া করে এবং নিশ্চিত না হলে সেটাও জানিয়ে যাবেন।


মন্তব্য

চরম উদাস এর ছবি

চলুক
এইভাবে হালাল ব্যবসার পেটে লাথি মারলে চলব? খাইছে

তানিম এহসান এর ছবি

অন্যত্র পেট ভরে উঠবে নিশ্চিত এবং সেই ভরা পেটে তৃপ্তির ঢেকুর তুলে আর যাই হোক বেজন্মা পয়দা হবেনা।

প্রৌঢ় ভাবনা এর ছবি

'ডেসটিনি গ্রুপ' এর চেয়ারম্যানতো জনাব হারুনুর রশীদ যিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সেক্রেটারি। তাঁরাতো যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার।

তানিম এহসান এর ছবি

রিটায়ারমেন্টের পর প্রচুর টাকা দিয়ে তাকে চেয়ারে বসিয়ে সবকিছু হালাল করে ফেলেছে এরা। হারুন সাহেব চ্যায়ারমেন হলেও ডেসটিনি তিনি চালাননা বলেই জানি।

ডেসটিনি গ্রুপের জামাত সংশ্লিষ্টতা আসলেই আছে কিনা সেটা নিশ্চিত হতে চাইছি আসলে।

রাতঃস্মরণীয় এর ছবি

হারুন সাহেব চেয়ারমেন হলেও ডেসটিনি তিনি চালাননা বলেই জানি।

১০০% সঠিক। অক্টোবরে লন্ডন থেকে ফেরার পথে দুবাই থেকে এমিরেটসের বিজনেস ক্লাসে পাশের সিটে পেয়েছিলাম ডেসটিনি, বেস্ট গ্রুপ এবং বৈশাখী টিভির নির্বাহী পরিচালককে। তার ভাষ্যমতে জেনারেল হারুন তাদের প্রতিষ্ঠানের বেতনভূক একজন কর্মকর্তা থেকে বেশি কিছু নন। আমার মনে হয়েছে, বন্দুক থুয়ে গুলি করার জন্যে তাদের একটা শক্ত কাঁধ প্রয়োজন ছিলো যা জেনারেল হারুনের আছে। ভদ্রলোকের কথাবার্তায় অবশ্য কোনও জামাতী আলামত পেলাম না।

সাংবাদিক রাহুল রাহাও এই গ্রুপের একজন কর্মকর্তা। রাহুলকে যতদুর চিনি বা জানি, কোনও জামাত সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানে তার কাজ করার কথা নয়। আমার দুজনেই রাজপথে জামাত-শিবির বিরোধী আন্দোলনের সক্রিয় সাথী ছিলাম।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

নীড় সন্ধানী এর ছবি

ডেসটিনি গ্রুপ বিরাট ঘোলাপানির পুকুর। এখানে কার কাঁধে বন্দুক রেখে কে কোন মাছ শিকার করছে সেটা শিকারীই বলতে পারবে। এটাকে নিয়ে কোন কনক্লুশানে আসা সহজ নয়। আজকাল এরকম ভাইবেরাদর খিচুড়ি গ্রুপের সংখ্যা বাড়ছে।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

guest_writter এর ছবি

beacon pharmaceutical এবং beacon real estate.

দীপাবলি।

হিমু এর ছবি

বিকন হাওয়াভবন ঘনিষ্ঠ ওবায়দুল করিমের প্রতিষ্ঠান না?

ঝুমন এর ছবি

অ.ট. হিমু ভাই সচলে বেশকিছুদিন আগে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে একটা ব্লগ লেখা হয়েছিল যেখানে নির্ঝর নামে একজন অনেক তথ্য উপাত্ত দিয়ে বুঝিয়েছিলেন বঙ্গবন্ধু ১৯৭৩ সালে যাদের ক্ষমা করেছিলেন সেটা সাধারণ ক্ষমা নয়। হত্যা, ধর্ষণ, লুটপাটের অভিযুক্তদের কখোনোই ক্ষমা করা হয়নি। আপনার যদি মনে থাকে কে লিখেছিলেন ব্লগটা তাহলে আমাকে যদি জানাতেন তাহলে উপকৃত হতাম। আমি সচলে খুঁজেছি, পাই নি। আবার কোনভাবে কারো সাথে যোগাযোগও করতে পারছিনা অ্যাকাউন্ট নেই বলে।

সাম্য এর ছবি
নুরুজ্জামান মানিক এর ছবি

বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমাঃ ডকুমেন্টস সহ সকল মিথ্যাচারের প্রমাণ

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ঝুমন এর ছবি

ধন্যবাদ সাম্য এবং নুরুজ্জামান মানিক

guest_writter এর ছবি

আমি শুনেছি এটা জামাতপন্থী। অবশ্য হাওয়া ভবন ঘনিষ্ট হলে, জামাতপন্থী হওয়ার ঝুঁকি থেকেই যায়।

দীপাবলি।

mahmud এর ছবি

Beacon is totally jamat related organization. the chairman of the beacon mr. shakhawat is one of the director of mission group and he was expatriate of saudi arabia.

মুস্তাফিজ এর ছবি

নয়াদিগন্ত পত্রিকা

...........................
Every Picture Tells a Story

তানিম এহসান এর ছবি

কম খরচে পাওয়া যায়, মীর কাশেম আলীর মালিকানাধীন। ধন্যবাদ মুস্তাফিজ ভাই।

গোলাম মোস্তফা এর ছবি

বগুড়ার সেলিম হোটেল যতদূর সম্ভব জানি তাবলীগ, জামায়াত শিবিরের কোন সংগঠন নয়।

তানিম এহসান এর ছবি

বগুড়ার আর কেউ এটা নিশ্চিত করতে পারবেন কি?

তাপস শর্মা এর ছবি

দাদাভাই অলওয়েজ পাশে আছি। আপনি যে লড়াই শুরু করেছেন তা আগুনের মতো জ্বলে উঠুক...... চলুক চলুক চলুক

তানিম এহসান এর ছবি

আমি নিতান্তই সাধারণ মানুষ ভাই, কোন যুদ্ধ শুরু করিনি। অনেকদিন ধরেই একটা তালিকা করা যায় কিনা ভাবছিলাম। আপনাকে ধন্যবাদ।

অন্যকেউ এর ছবি

আমি ভোজনরসিক মানুষ। চট্টগ্রামে গিয়ে জামান হোটেলে খাইনি এরকম খুব কমই ঘটেছে। এদের নাম দেখে অবাক হয়ে গেলাম। জানাই ছিলো না। এদের মালিকানা সম্পর্কে আর কিছু বিস্তারিত জানানো কি সম্ভব?
অন্য জানা প্রতিষ্ঠানগুলো এড়িয়ে চলি সবসময়। জামান হোটেল, যত খারাপই লাগুক, সেই তালিকায় নেমে গেলো আজকে। আর কখনোই যাওয়া হবে না।

লেখায় উত্তম জাঝা!

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

নির্ঝরা শ্রাবণ এর ছবি

জামান হোটেলের ব্যাপারে আমার খানিকটা খটকা আছে। কারণ এটা এখন ফ্র্যাঞ্চাইজি। রয়েল্টির বিনিময়ে যে কেউ এর যেকোনো একটা শাখা খুলে ব্যবসা করতে পারে। জামান হোটেলের মুরাদপুর ইস্লামী ব্যাংক এর নিচ তলার শাখাটা জামাতী মালিকানায় বলে জানি। বাকীগুলোর মালিকানা সম্পর্কে জানা নেই। এমনকি এর মূল মালিক সম্পর্কেও জানি না। কারো কাছে তথ্য থাকলে জানান।

তারেক অণু এর ছবি
স্যাম এর ছবি

তানিম - সাথে আছি...

হিমু এর ছবি

চলুক।

নরাধম এর ছবি

ফুলকলি (মিষ্টির দোকান, এদের অনেকগুলি শাখা রয়েছে), চট্টগ্রাম

তানিম এহসান এর ছবি

নামটা ব্যাপক বিনোদন দিলো। ভালো কথা মনে করিয়ে দিয়েছেন - ফুলকলি আসর বলে মনে হয় জামাতের একটা কিছু আছে, আরেকটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে এরা বেশ জেহাদি ক্যাসেট বের করে, ওয়াজ বের করে। সেটার নাম মনে পড়ছেনা এই মুহূর্তে।

তারাপ কোয়াস এর ছবি

অমি পিয়াল ভাইয়ের পোষ্ট থেকে জামাতের মাদক ব্যাবসা কাহিনীর বিশদ পেলাম। তালিকায় এটা আর ওটাও থাকুক।


love the life you live. live the life you love.

সাফি এর ছবি

আমার মনে হয় এই লেখাটা আরেকটু গোছানো হওয়া উচিত ছিল। প্রথম লেখাটায় বিভিন্ন জনের মতামত আহ্বান করেছিলেন, তার ফলোআপ লেখা হওয়া উচিত ছিলো, অনুসন্ধান করে একটা তথ্য সম্বৃদ্ধ লেখা যাতে প্রকৃত জামাতি পৃষ্ঠোপোষকদের তালিকা পাওয়া যেত । এ ব্যাপারে পিয়াল ভাইয়ের লেখাগুলো দেখলে ধারনা পাবেন।

তানিম এহসান এর ছবি

তারাপ কোয়াস, পিয়াল ভাইয়ের লেখা দুটো পড়লাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

শুধুমাত্র একটি তালিকা তৈরী করার চেষ্টা থেকেই এই পোস্ট, এর বেশি কাজ করার মত সময়, সুযোগ কোনটাই নেই আমার। সাফি ভাই, আপনার ফিডব্যাক মাথায় থাকবে পরবর্তীতে, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চলুক

নীড় সন্ধানী এর ছবি

চট্টগ্রামের আরো কয়েকটা জামাতি পরিচালিত প্রতিষ্ঠান:
১. বায়তুশ শরফ - শিক্ষাপ্রতিষ্ঠান
২. ফুলকলি - মিষ্টির ব্যবসা
৩. সাফ হোল্ডিংস - রিয়েল এস্টেট (SAF)
৪. কোরাল রীফ প্রোপার্টিজ - রিয়েল এস্টেট (CORAL REEF)
৫. এমএফসি - ফাস্ট ফুড শপ (MFC)
৬. এমডিসি - রিয়েল এস্টেট (MDC)
৭. আল জাবির ইনস্টিটিউট - শিক্ষা প্রতিষ্ঠান

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তানভীর এর ছবি

বায়তুশ শরফের প্রতিষ্ঠাতারা আমি জানতাম সবাই মুসলিম লীগের। আর ঢাকায়ও বায়তুশ শরফের মসজিদ/শিক্ষা প্রতিষ্ঠান আছে কাওরান বাজারে।

নীড় সন্ধানী এর ছবি

আদিতে মুসলিম লীগের প্রতিষ্ঠা হলেও বর্তমানে সম্পূর্ন জামাতের প্রভাবে পরিচালিত। স্কুল মাদ্রাসা ছাড়াও কক্সবাজারে এদের হাসপাতালও আছে।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তানিম এহসান এর ছবি

আপনি একা যতটা তথ্য দিলেন তার তুলনা নেই। ভাই নীড়সন্ধানী, এখন এই নামগুলো নিয়ে কি করা যায় বলুনতো, বসে থাকবো? হাসি

নীড় সন্ধানী এর ছবি

আমরা কেবল তালিকা তৈরী করে তাকিয়ে থাকবো। তবে জনসচেতনতা বলে একটা বস্তু আছে সেটার কিছু উন্নতি হলেও হতে পারে।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

নীড় সন্ধানী এর ছবি

জাতীয় পর্যায়ে আরো কয়েকটা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ জামাতের প্রভাবদুষ্ট-
১. এক্সিম ব্যাংক
২. সাউথ ইষ্ট ব্যাংক
৩. আল আরাফাহ ইসলামী ব্যাংক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

২. সাউথ ইষ্ট ব্যাংক

জান্তাম্নাতো । আমি অবশ্য টাকা দেইনা, নেই(বেতন) চোখ টিপি

তানিম এহসান এর ছবি

আপনার পক্ষেতো চুপিচুপি জানা সম্ভব তাহলে। বেতন নেয়ায় কোন সমস্যা তৈরী না করে হাসি নিশ্চিত করা যায় কি? বেশি বেশি নেন, নিতে ক্ষতি দেখছিনা আপাতত চোখ টিপি

Thotkata এর ছবি

২. সাউথ ইষ্ট ব্যাংক

এই আজ্গুবি খবর কোথাই পেলেন ভাই। আন্দাজে কথা বলা আপ্নার মত ব্লগার এর সাজে না। সাউথ ইষ্ট ব্যাংক এর সাথে জামাত এর কোনো সম্পরক নাই।

তানিম এহসান এর ছবি

চিন্তিত

নীড় সন্ধানী এর ছবি

সরাসরি জামাতের প্রতিষ্ঠান বলি নাই। বলেছি এই প্রতিষ্ঠানগুলোর "পরিচালনা পরিষদ জামাতের প্রভাবদুষ্ট"। সাউথ ইষ্ট ব্যাংকের ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলে জানতাম না। হিডেন জামাতীর সংখ্যা দেশে আশংকাজনক হারে বেড়েছে। এখানে আওয়ামীলীগের পরিচালক থাকলেও অবাক হবার কিছু নেই। কিছু কিছু প্রতিষ্ঠানে জামাত বিএনপি আওয়ামীলীগ মিলেমিশে খায়। আরেকটা ব্যাংকের নাম বাদ গেছে। সোশ্যাল ইনভেষ্টমেন্ট ব্যাংক।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

@ নীড় সন্ধানী

খুব সম্ভবত আপনি আপনার কমেন্ট এমেন্ড করেছেন। অসুবিধা নেই। সাউথইষ্ট ব্যাংকের পরিচালনা পরিষদে কে জামাতি আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে জানাবেন কি? তবে নিছক অনুমানের ভিত্তিতে বলবেন না।

মাহবুবুল হক এর ছবি

সারাদেশে যতগুলো ক্যাডেট মাদ্রাসা আছে সবগুলো জামাতি আদর্শের লোকদ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। এটি মওদুদী শিক্ষা ও জামাতি আদর্শ সুকৌশলে পুশ করার জন্য একেবারে সাংগঠনিক পদক্ষেপ। এছাড়া ঢাকার
হলিচাইল্ড স্কুল এন্ড কলেজ, ডারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জামাতি আদর্শ প্রচারকারী প্রতিষ্ঠান,
গ্রিন ইউভার্সিটিও এই কাতারে আছে বলে শুনেছি তবে নিশ্চিত নই।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

তানিম এহসান এর ছবি

কে নিশ্চিত করতে পারবে?

হুতুম এর ছবি

কিছুটা অপ্রাসঙ্গিক হলেও একটা গল্প বলার লোভ সামলাতে পারছি না।বছর দেড়েক আগে,আমি তখন খুলনায়।কোন এক ছুটির দিনে হঠাৎই কয়েকটি বইয়ের কিছু পাতা ফটোকপি করার দরকার হয়ে পড়ল।তালিকায় ছিল একাত্তরের গনহত্যা এবং যুদ্ধাপরাধের বিচার বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ বই।সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না,বাসার আশেপাশে একমাত্র ওই সাহাল বুক কর্নারই খোলা পেলাম।জামাতিদের টাকা দেব না - এই চিন্তা মাথায় না এলেও ঐ দোকান থেকে ফটোকপি করাবার ইচ্ছে ছিলনা প্রথমে।কিন্তু হঠাৎ করেই মাথায় ঝোঁক চেপে গেল,এইসব বইয়ের সামনে ওই দোকানের মালিক কর্মচারীদের রেসপন্স কেমন হয় সেটা যাচাই করে দেখার ইচ্ছেটা চাপা দিতে পারলাম না।চলে গেলাম ওখানে,এমনই কপাল আশেপাশেই দাঁড়ানো ছিল খুলনার বেশ কয়েকজন প্রভাবশালী জামাত নেতা।তাদের সামনে দিয়ে খুব তাচ্ছিল্য ভরে হেঁটে গিয়ে বইগুলো মেলে ধরলাম।

দাঁড়িয়ে থাকা জামাতের নেতা গুলো,দোকানে বসে থাকা শিবির জামাতের ছোকরারা এবং যে ছেলেটা ফটোকপি করছিল - এদের সেই বিস্মিত,কুঁকড়ে যাওয়া চাহনিটা তারিয়ে তারিয়ে দেখা আমার জীবনের সবচেয়ে সুখকর মুহূর্তগুলোর একটি।

জারীফ এর ছবি

হুতুম ভাই, জামাতের এই দোকানটাতে আগুন লাগাইতে ইচ্ছা করতেসে। আপনি কি সাথে আসেন?

তানিম এহসান এর ছবি

আগুন লাগানোর দরকার কি? বেশি বেশি এইসব বই ফটোকপি করেন চোখ টিপি .... আর সবচাইতে বেশি যেটা করতে পারেন তথ্যটা ছড়িয়ে দেয়া, যাতে কেউ ওখানে না যায়, আগুন লাগায়ে বরং এদের পক্ষে কথা বলার লোক তৈরী হবে।

তানিম এহসান এর ছবি

হাসি

achena এর ছবি

ফোকাস কোচিং সেনটার, রংপুর।
Insurance কোমপানি গুলোর কি অবসথা???

তানিম এহসান এর ছবি

রংপুর থেকে মনে হয় এইপ্রথম কেউ কোন আওয়াজ দিলো। ইনশিওরেন্স কোম্পানীর নাম আসছে একটা, উপরে দেখেন।

guesr_writer rajkonya এর ছবি

ধন্যবাদ।

পদ্মজা এর ছবি

আমি পাকিস্তানী ওড়না কিনিনা, সালওয়ার কানিজ কিনিনা।
যেসব বাঙ্গালী নারী খুব আহ্লাদিত হয়ে লজ্জা নিবারণ বা শখের বশে পাকি পোষাক পড়েন, তাদের ৭১'র নির্যাতিত নারীদের কথা মনে করিয়ে দিতে চাই।
এই লেখার সঙ্গে ঠিক প্রাসঙ্গিক না হলেও, মনে হোল এই কথাটা মনে করিয়ে দেয়া উচিৎ।

Heyaly02 এর ছবি

তানসির প্রপার্টিজ।
প্লিজ ভাইজানেরা এই পোস্টে যে যেটার নাম জানেন আপডেট করেন।একটা ভালো দরকারী ডাটাবেজ হিসেবে পরে কাজে লাগবে।সবাই সাবধান থাকতে পারবে।

তানিম এহসান এর ছবি

সাবধান হওয়ার চাইতে সচেতন হওয়া এবং সেই সচেতনতার চর্চা করাটা সবচাইতে বেশি প্রয়োজন। আমরা খুব দ্রুত ভুলে যাই, অন্তত বিগত ২২ বছর ধরে তাই দেখছি।

mahmud এর ছবি

বিডি ফুডস, এলিন ফুডস, মেট্রো শপিং এন্ড মেট্রো হোমস।

মাহমুদ।

তানিম এহসান এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।

দণ্ডিত এর ছবি

ভুতের আড্ডা রেস্টুরেন্ট খিলগাও
একেবারেই জামাতের পেটের ভেতরের লোকজনের রেস্টুরেন্ট এটা।

-দণ্ডিত

তানিম এহসান এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।

রাতঃস্মরণীয় এর ছবি

ফুলকুড়ির আসরে কেউ চাঁদা দিয়েন না এবং বাচ্চাকে পাঠায়েন না।

Zeo Properties Ltd. এটার চেয়ারম্যান ছিলো (বা এখনও আছে) এককালের কুখ্যাত শিবির ক্যাডার শাহাবুদ্দীন লষ্কর ধীরা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানিম এহসান এর ছবি

শিবিরের সব মানুষমারা ক্যাডাররাই কেমন করে যেন বড় বড় ব্যবসায়ী কিংবা অফিসার হয়ে যায়। তাদের নামে যত বেশি মামলা তত বেশি খাতির! বিচার নাই ..

কামরুল চৌধুরি এর ছবি

ডিফারেন্ট টাচ ব্যান্ডের শ্রাবনের মেঘগুলো জড় হল আকাশে গানটা যে বিখ্যাত শিল্পি গেয়েছিল- সেই মেজবা রহমান কিন্তু পাঁড় জামাতী। সে একবার খুলনা বি.এল. বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনে শিবিরের পদপ্রার্থী হয়ে জিতেছিল।

তানিম এহসান এর ছবি

হায়রে, এই গান না গাইলে আমাদের গানের আড্ডা পূর্ণতা পেতোনা, এখনও গাওয়া হয়।

সাইফ জুয়েল এর ছবি

দৈনিক সংগ্রাম,শীর্ষ নিউজ, মিশন গ্রুপ (রিয়েল ষ্টেট ব্যবসা), ক্যামব্রিয়ান কলেজ

তানিম এহসান এর ছবি

হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

তানিম, অটবি নিয়ে একটু খটকা আছে। প্রথমত, খুলনা রয়েলের মোড়ের ফার্ণিচারের দোকানটা সম্ভবত অটবির না। অটবির শো রুম শেখপাড়ার মোড়ে জনকন্ঠ অফিসের পাশে, বেশ বড়সড় একটা তিনতলা শোরুম।

অটবির মালিকপক্ষ সম্পর্কে আপনার জানা না থাকলে বলি- অটবির প্রতিষ্ঠাতা মালিক ছিলেন বিশিষ্ঠ ভাষ্কর (শুনেছি একদা তিনি চারুকলা ইন্সটিটিউটেও শিক্ষকতা করেছেন) নিতুন কুণ্ডু। তার দূর্ঘটনাজনিত মৃত্যুর পর তার সম্তানেরা অটবির মালিক হয়। এদের জামাতী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যদিও শোনা যায় জামাতে বিধর্মী ফ্রন্ট জাতীয় কিছু একটা আছে। তবে হ্যাঁ, যদি লোকাল সেলস এজেন্ট জামাতী হয় বা কোনও কর্মচারীর ফোনে যদি সাঈদীর ওয়াজ মেহফিল বাজে, সেটা একটা বিষয় বটে। আমি নিশ্চিত হতে অনুরোধ করছি যে রয়েলের মোড়ের শো রুমটার কথা বললেন সেটা অটবির কি না। দ্বিতীয়ত, রিংটোনটা আদৌ শোরুমের কারো মোবাইলে বাজে না কি কোন খরিদ্দারের মোবাইলে বেজেছে এটাও একটু নিশ্চিত হলে ভালো হয়।

তবে, আপনার এই উদ্যোগে সাধুবাদ জানাচ্ছি এবং সাথে থাকছি।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানিম এহসান এর ছবি

এখনতো মনে হয় শো-রুম নেয়া কোন সমস্যা নয়, নির্দিষ্ট পরিমান টাকার বিনিময়ে যে কেউ অটবি-পারটেক্স এর শো-রুম নিতে পারে। আর সেই শোরুমে আওয়াজ শুনে আমি নিজে কয়েকবার সামনে পেছনে আসা-যাওয়া করেছি। আমি নিশ্চিত।

কুশল এর ছবি

রাজশাহীঃ

  • জমজম হাসপাতাল
  • জমজম কমিউনিটি সেন্টার

তানিম এহসান এর ছবি

এই জমজম হাসপাতাল নামে একটা হাসপাতাল কক্সবাজার যেতেও পড়ে। একই মালিকানা কি?

রফিকুন্ননবী নয়ন এর ছবি

তানশীর প্রপার্টিজ

এটার মালিক বুয়েট এর শিবির নেতা ০২ ব্যাচের আইপিই এর যুবায়ের

আরেফিন এর ছবি

তবলীগ জমায়েত এর সাথে জামাতে ইস্লামীর সংশ্লিষ্টতা কত টুকু? জানতে চাচ্ছি। দায়িত্বের সাথে জানান। সম্ভব হলে refference উল্লেখ করুন। নতুন পাঠক হিসেবে আপনাদের কাছে আমার এই ছোট্ট আবদার টুকু রইল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।