দুবাই বিমানবন্দরে একা একা

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: শনি, ২০/০২/২০১০ - ৫:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

দুবাই বিমানবন্দরে বসে একা একা। একমাসের ঢাকা, বইমেলা, ভাইবোন, যানজট সবই হঠাৎ করে স্মৃতিসহ একটি পর্দার আড়ালে। এ সময়টি একা একা কাটানো বেশ কষ্টের। মরুভুমির মাঝে এই বিমানবন্দরের শীতল বিশালতার মাঝে সে কষ্ট আরো বেশী তীব্র হয়ে ধরা দেয়। সবচেয়ে ছোট বোনটি খুব আদরের। যতক্ষণ দেশে থাকি, প্রায় আকড়ে থাকে আমাকে। আমার এই বিষন্নতার একটি বিশাল অংশে ও জায়গা করে নিয়েছে।

এবারের বইমেলা যে ভাবে উপভোগ করেছি, এমনটি হয়তো আর হবে না কখনো। নিজের বই প্রকাশ, সচলায়তনের বিভিন্ন ব্লগারদের সাথে প্রথম চাক্ষুষ পরিচয়, মোড়ক উন্মোচণ, আড্ডা জীবনের একটি নতুন দিক খোলার মতোই উত্তেজনাকর। সবচেয়ে বড় কথা হচ্ছে, সচলায়তনের প্রতিটি ব্লগারকে ভালো লেগেছে আমার। এদের প্রত্যেকেই নিজস্ব আলোকে উজ্জল। এসব নিয়ে আরো বিস্তারিত লিখব বলে আশা করছি।

খুব কষ্ট দিয়েছে ঢাকার যানজট। এবার যে হাল দেখেছি, পাঁচ বছর পর কী হবে, সেটি কল্পনা করতে গেলে চোখে অন্ধকার দেখি। এসব ও বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা সমাধানে আমাদের ক্ষমতাশীন হোতাদের যে অবহেলা, তা নতুন না হলেও ঘৃণ্য। এসব হোতারা যে দলের টিকিট নিয়েই ক্ষমতাশীন হন না কেনো, এদের রাজনৈতিক পদচারণায় কোনো পার্থক্য দেখা যায়না। এরা দেশের সাধারণ মানুষকে মানুষ হিসেবে দেখেন কি? আমার মনে হয় না। এরা যুদ্ধাপরাধীদের বিচার করবেন? এক অপরাধীর হাতে অন্য অপরাধীর বিচার? যুদ্ধাপরাধীদের বিচার চাই, এবং সে বিচার তাদের হাতে হওয়া দরকার যাদের নিজেদের ভেতরে নুণ্যতম সততা রয়েছে। বাংলাদেশে এ অবধি এমন কোন শাসক আজ অবধি ক্ষমতায় আসে নি। হয়তো সে কারণেই যুদ্ধাপরাধীরা আজ অবধি আমাদের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে মহানন্দে।

এসব নিয়ে আরো বিস্তারিত লিখব। একটু পরই মিউনিখের দিকে উড়বে বিমান। বোর্ডিং শুরু হয়েছে। শুনলাম খুব তুষার পড়েছে জার্মানীতে। সব সচল এবং বিশেষ করে ঢাকার সচলদের জন্যে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বিদায় তীরুদা... আপনার সঙ্গ এই বইমেলায় একটা ভিন্ন মাত্রা দিয়েছিলো। অনেক ভালো লাগলো। আবার আগামী বইমেলায় দেখা হবার আশা নিয়ে বসে রইলাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রাহিন হায়দার এর ছবি

এবার যে হাল দেখেছি, পাঁচ বছর পর কী হবে, সেটি কল্পনা করতে গেলে চোখে অন্ধকার দেখি।

আমি তো কল্পনা করার সাহসটুকুও রাখি না!

যাত্রা শুভ হোক।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বিস্তারিত আশা করছি। শুভ যাত্রা।

তিথীডোর এর ছবি

বিস্তারিত পোস্টের জন্যে অপেক্ষা রইলো ভাইয়া!
যাত্রা শুভ হোক...

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মাহবুব রানা এর ছবি

অপেক্ষা বিস্তারিত পোস্টের।

ধুসর গোধূলি এর ছবি

- আরে কীসের তুষার! কালকে রীতিমতো ঘাম দিছে আমার শরীরে। রাতে ঘুমের ভেতরেও ঘেমে নেয়ে উঠছি।

আপনাদের এদিকে বোধ'য় আরও কিছুদিন শীতের কামর থাকবে, কিন্তু আমাদের দিকে মনেহয় খুব শীঘ্রই কুকিল ডাকবে।

এইবার আসল কথা জিগাই, বই কয়টা আনছেন তীরুদা? কবে আসবো বই নিতে। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হাসিব এর ছবি

তুমি লাইনে চাইর নাম্বার ।

নাশতারান এর ছবি

আপনাদের এদিকে বোধ'য় আরও কিছুদিন শীতের কামর থাকবে, কিন্তু আমাদের দিকে মনেহয় খুব শীঘ্রই কুকিল ডাকবে।

কামড়ুজ্জামান দলছুট

ক্যাম্নেকী? চোখ টিপি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মৃদুল আহমেদ এর ছবি

ঠিকমতো পৌঁছান!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সবুজ বাঘ এর ছবি

শুভ বিদায় তীরুদা।

বিজ্ঞান আপনাকে ভালোবাসুক, ভালোবাসুক ম্যায়াবি বিজ্ঞানীরা।

সুমন চৌধুরী এর ছবি

কমেন যি গুট নাখ হাউজে ....



অজ্ঞাতবাস

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মিস ইয়্যূ তীরু'দা! নিরাপদে পৌঁছান বাকী পথ...। শুভকামনা।

অতন্দ্র প্রহরী এর ছবি

ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক হোক, তীরু'দা। এবার দেখা হলো না। পরেরবার নিশ্চয়ই হবে, আশা করি। ভালো থাকবেন।

অতিথি লেখক এর ছবি

৫ বছর পর এসে তো বিমানবন্দরেই নামতে পারবেন না। যে বিমানবন্দর থেকে দেশ ছেড়েছেন, আবার এসে দেখবেন সেটার নামই বদলে গেছে!!! মন খারাপ
ভাল থাকুন।

- মুক্ত বয়ান

ফকির লালন এর ছবি

হাজার বছর পর আসলে ও দেশ, দেশই থাকবে। ট্রাফিক হয়তো আরো খারাপ হবে, ভোগাবে, তবু, আপ্নারা যারা নিজের মধ্যে দেশকে ধারন করেন, যাদের জন্য দেশ আমিত্বরই অন্য নাম, তাদের জন্য তা তখনো মাদকতাময়, কেবলই ডাকে, অনুরণন জাগায়, সব বদলালেও সেটুকু বদলাবে না।

দেশ ছাড়ার কষ্টটুকু সামলে উঠুন, কী যে ভীষন সামনের কটা দিন! সাহস রাখুন, রুটিন আবার সব দখল করে নেবে।

যুধিষ্ঠির এর ছবি

এক অপরাধীর হাতে অন্য অপরাধীর বিচার? যুদ্ধাপরাধীদের বিচার চাই, এবং সে বিচার তাদের হাতে হওয়া দরকার যাদের নিজেদের ভেতরে নুণ্যতম সততা রয়েছে। বাংলাদেশে এ অবধি এমন কোন শাসক আজ অবধি ক্ষমতায় আসে নি।

কঠিন সত্য কথা বললেন তীরন্দাজদা। ভীষণ হতাশ হয়ে যাই এই সত্যটায়।

ভালোভাবে পৌঁছে যান।

শেখ জলিল এর ছবি

আপনার সাহচর্য এবারের বইমেলায় নতুন মাত্রা যোগ করেছিল।
শুভ বিদায়....যাত্রা শুভ হোক।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নাশতারান এর ছবি

ভালো থাকুন, তীরুদা। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সাইফ তাহসিন এর ছবি

যাত্রা শুভ হোক তীরুদা, আপনার লেখার অপেক্ষায় থাকব, আপনার লেখনির যাদুতেই নাহয় এবারের বইমেলা উপভোগ করবো।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চলে গেলেন?

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দুষ্ট বালিকা এর ছবি

চলে গেলেন, মন্টাই খ্রাপ হয়ে গেলো! ভালো মতো গল্পই করা হলোনা! মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সাইফুল আকবর খান এর ছবি

এমনই হয়!
এক, এক আমারই দেখা হইলো না আপনার সাথে। অথচ খুব ইচ্ছা ছিলো! মন খারাপ

আর কোনো বিষয়ে কী আর বলবো!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মুস্তাফিজ এর ছবি

আড্ডাটাই হলোনা

...........................
Every Picture Tells a Story

গৌতম এর ছবি

বইমেলা থেকে মালিবাগ- রিকশার দূরত্বে অনেকটা পথ। এতোটা পথ একসাথে গল্প করতে করতে যাওয়ার স্মৃতিটুকু তারিয়ে তারিয়ে উপভোগ করা যাবে পরের বার দেখা না হওয়া পর্যন্ত। ভালো থাকবেন।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সাইফ তাহসিন এর ছবি

অনেকদিন আপনার কোন সাড়াশব্দ নেই, তাই একটা খোঁচা দিয়ে গেলাম, বিনিময়ে তীর আসবে এই প্রত্যাশায় থাকলাম

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।