কস কী মমিন! - ০৮

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: বুধ, ১৮/০৩/২০০৯ - ৭:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইংরেজী "হোয়াট দি ফ?ক" এর যুতসই বাংলা ধরা যাক, "কস কী মমিন!" নিউজ.কমের একটা বিভাগ হচ্ছে এই "কস কী মমিন"। সেখান থেকে এবং আরো ভিন্ন উৎস থেকে সংগৃহীত খবরের সার নিয়ে লেখা এ সিরিজ।

সতর্কতা: এ লেখার বিষয়বস্তু স্থূল, অশ্লীল কথাও আছে। পড়ার জন্য লগইন করতে হবে। লেখা/অংশ রেফারেন্স/কোটেশন হিসাবে কোথাও উল্লেখ করা যাবে না।

মন খারাপ করে থাকলে কী আর চলে, তাই ভালো করার একটা চেষ্টা দিলাম।


মন্তব্য

তানিয়া এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

ভূঁতের বাচ্চা এর ছবি

হাঃ হাঃ হাঃ হাঃ
আপনার বলার ঢঙ্গে পড়তে বেশি মজা লাগে ভাইয়া !
-----------------------------

--------------------------------------------------------

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
সবকয়টাই জটিলস... হো হো হো

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পান্থ রহমান রেজা এর ছবি

ব্যাপক।

বিপ্রতীপ এর ছবি

শেষেরটা পইড়া এক্কেবারে হা হা প গে গড়াগড়ি দিয়া হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

কল্পনা আক্তার এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

s-s এর ছবি


এই পোপ/ ভ্যাটিক্যান কিছুদিন আগেই বলেছে ওয়াশিং মেশিন লিবারেটেড উইমেন। একে বিদায় মমিন বলার সময় মনে হয় এসে গেছে।

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পোপ কইছে বলে কোথাও শোরগোল নাই, বিশেষ একটা ধর্মের কেউ কইলেই চারিদিকে হৈ হৈ রব উঠতো।

একে বিদায় মমিন বলার সময় মনে হয় এসে গেছে।

সচল জাহিদ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এবার তাকে ছেড়ে দেয়ার বিনিময়ে ৫০ হাজার ডলার ঘুষের প্রস্তাব দেয়। ভাল কথা, টিকিটের দাম ছিল প্রায় ৪ ডলারের মতো।
গড়াগড়ি দিয়া হাসি

আলমগীর এর ছবি

লেখা কোট করা যাবে না কইছি কিন্তু চোখ টিপি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জবাব না দিয়ে বললেই রেস্ট্রিক্ট করতে পারতাম। এখন তো মডুদের কারো হেল্প লাগবে মন খারাপ

আলমগীর এর ছবি

কেউই তোকে এই চিপা থেকে উদ্ধার করতে পারবে না মমিন। (পোতুতো - পোয়েটিক তুই তোকারি অবশ্য মার্জনীয়)
হে হে হে হে খাইছে

অম্লান অভি এর ছবি

সাড়ে বার গুণ জরিমানা! কফিনের একটা নতুন মডেল তৈরী প্রয়োজন কারণ জানাজার মানুষদের পরবর্তী কাজে অংশ গ্রহণের জন্য কি কন মমিন!

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

রেনেট এর ছবি

আলমগীর ভাই রক্স!
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আলমগীর এর ছবি

এই রক কোন রক চোখ টিপি

জুলফিকার কবিরাজ [অতিথি] এর ছবি

খিটকেল ভালই জমাইছেন

অনীক আন্দালিব এর ছবি

পড়তে পড়তে আসলেই হাসি এসে গেল! পুরাই কস কি মমিন অবস্তা!!

শাহেনশাহ সিমন এর ছবি

রসালো...............................

........................................................

শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ইশতিয়াক রউফ এর ছবি

হিমু এর ছবি

এপিটাফটা পর্যন্ত নিজেই যুগিয়ে দিয়েছে ব্যাটা।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধুসর গোধূলি এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

০৪ কাহিনী ইলাস্ট্রেটেড (এই ছবিটি আমার কম্পুতে বসবাস করছে ১৯৯৯ সাল থেকে!)। অশ্লীষ। নিজ দায়িত্বে দেখুন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আলমগীর এর ছবি

এর মধ্যে আপনি ইউক্রেন থেকে রাশিয়া গিয়ে ছবিও তুলে ফেলছেন?
দেঁতো হাসি

লাল মিয়া এর ছবি

পুপের আসলে আর ভাল্লাগেনা



লাইন ছাড়া চলেনা রেলগাড়ি


লাইন ছাড়া চলেনা রেলগাড়ি

আলমগীর এর ছবি

কথা ঠিক।
আপনি দেখি পুরানা লোক। আপনার গান/লেখা পড়ে আসলাম। জোশ।

সুহান রিজওয়ান এর ছবি

হা হা !!!
...সেই...ই রকম হইসে ভাই...!!!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হাহাপগে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

কস্কি মমিন! কস্কি মমিন!

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আলমগীর এর ছবি

জাকাজার মওলানারা কই গেল? বহুদিন দেখি না।

ধুসর গোধূলি এর ছবি

- 'মওলানা' হুজুর সচলে অবস্থান ধর্মঘটে আছেন (মাত্র দুই সপ্তা)। আর 'স্যার' ইদানিং কী সব 'মাল' নিয়া টানাটানি করে শুনলাম। সদ্য অতিথি হিসেবে 'প্রোবেশন'-এ থাকা 'আউলিয়া' বাল্যকালের নস্টালজিয়ায় আছে এখন। আর আমি? এই যে স্মৃতির ব্যাড সেক্টর হাতড়িয়ে বেড়াই। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নজমুল আলবাব এর ছবি

৪ নাম্বারটা হুহু মমিন হইছে।

ভুল সময়ের মর্মাহত বাউল

গৌতম এর ছবি

(গুরু গুরু)
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কীর্তিনাশা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

হাহাপগে

আবারো

হাহাপগে

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

স্পর্শ এর ছবি

ত্রিভুজ প্রেম করতে চাইইইইই।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কমেন্টাইনাকা?

সাইফ তাহসিন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি (কস্কি)
কফিন একটু মডিফাই করা যায় না? হো হো হো

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।