মানুষের নীতিমালা: বিকৃত মানবজন্ম

অনার্য সঙ্গীত এর ছবি
লিখেছেন অনার্য সঙ্গীত (তারিখ: সোম, ০৮/০২/২০১০ - ৩:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(১)
তো বলছিলাম যে, আপনার বোঁচা নাকের কারণ আপনার কোষের ভেতরে থাকা আপনার নাক বিষয়ক নীতিমালা। সেখানে লেখা রয়েছে, "এই ব্যক্তির নাসিকা বোঁচা হইবে" দেঁতো হাসি । মানুষের নীতিমালা বিষয়ে কঠিন রকমের প্যাঁচাল আগেই পেড়েছি। সে দিকে আর যাব না। আর আপনারও অতশত না জানলে চলবে।

[লেখাটির প্রথম ভাগের কিঞ্চিৎ জটিলতা ভালো না লাগলে লাফ দিয়ে দ্বিতীয় ভাগে চলে যান।]

নাকের কথা যখন উঠলোই তখন একটি কথা আবার বলে রাখি, আপনার কোষের ভেতরে আছে 'নাক' সম্পর্কিত দুটি নীতি। দুটিই একটি ফাইলে ভরে রাখা। আপনার নাকের গড়ন, গঠন, রং, চরিত্র সব আপনার নাক বিষয়ক নীতি দ্বারাই নির্ধারিত হয়। নাক বিষয়ক দুটি নীতি আপনি পেয়েছেন আপনার বাবা এবং মায়ের কাছ থেকে। তবে এই ব্যপারটা অমোঘ নয়। এর ব্যতিক্রম আছে। মানে আপনার কোন বৈশিষ্ঠের জন্য আপনার শরীরে কখনো কখনো একটিমাত্র নীতিও থাকতে পারে।

কেমনে?
কখন?

কোন নীতি যদি সেক্স ক্রোমোজমে থাকে, তাহলে পুরুষের শরীরে সেটি দুটি না থেকে একটিও থাকতে পারে।

খাড়ান বুঝায়ে বলি,

মানুষ সহ অনেক প্রাণির সেক্স ক্রোমোজম বলে একজোড়া ক্রোমোজম থাকে। সাধারণ ক্রোমোজম একইরকম দুইটা করে জোড়া বেঁধে থাকে, কিন্তু সেক্স ক্রোমোজম পুরুষদের থাকে দুইটা দুই রকম। মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজম দুইরকমের X আর Y।

যার সেক্স ক্রোমোজম 'XX' সে মেয়ে। আর যার 'XY' সে ছেলে।

ক্রোমোজমে থাকে জিন।

আর এই জিন হচ্ছে আপনার বৈশিষ্ঠের নীতি। আপনার যদি লেজ গজানোর জিন থাকে তাহলে সত্যিই আপনার লেজ গজাবে। হাসি

একটা ক্রোমোজমে অনেকগুলো জিন থাকতে পারে। একেকটার একেক কাজ। ধরেন, মানুষের যে সেক্স ক্রোমোজম X, সেখানে একটা জিন থাকে যার কাজ একটা বিশেষ প্রোটিন বানানো যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ধরা যাক রক্ত জমাট বাঁধানো বিশেষ এই প্রোটিন যে জিনটি বানায় তার নাম 'অটুট বন্ধন" দেঁতো হাসি । এখন হিসাব সহজ, যার শরীরে আছে "অটুট বন্ধন" তার কোথাও কেটে ছিঁড়ে গেলে রক্ত জমাট বাঁধে। আর যার "অটুট বন্ধন" বন্ধন নেই, একটুখানি কেটে গেলেই রক্তক্ষরণে সে কুপোকাত।

এখন বুঝতে চেষ্টা করেন হাসি , X ক্রোমোজমে থাকে "অটুট বন্ধন"। মেয়েদের X ক্রোমোজম থাকে দুইটা। মানে কোন একটা X ক্রোমোজমে কিঞ্চিৎ গড়বড় হলেও সমস্যা নেই। সেই সমস্যা মিটিয়ে ফেলে আরেকটি X ক্রোমোজম। অনেকটা এক বন্দুকে গুলি না হলে আরেকটা দিয়ে মারার মত। কিন্তু ছেলেদের কোন X ক্রোমোজমে যদি কোন ঝামেলা হয় তাহলে!? তাহলে কিছু করার নেই মন খারাপ । কারণ ছেলেদের X ক্রোমোজম থাকে মাত্র একটা। মেয়েদের শরীরে সেক্স ক্রোমোজমের কোন একটিতে বিকৃতি বা কোন সমস্যা থাকলে তাই খুব কম ক্ষেত্রেই তা প্রকাশ পায়। কিন্তু ছেলেদের সেক্স ক্রোমোজমে কোন একটিতে কোনরকম সমস্যা থাকলে তা অবশ্যই প্রকাশিত হয়। মন খারাপ

ধরেন একটি মেয়ের দুটি X ক্রোমোজমের একটিতে কোন "অটুট বন্ধন" নেই। সে নিজে সুস্থ্য হলেও নিজের শরীরে বয়ে চলেছে অপরিপূর্ণ ক্রোমোজম। এখন তার পরিবারের কি হবে?

তার পরিবারের ঠিক তাই হবে, যা হয়েছিল রানী ভিক্টোরিয়ার পরিবারে।

এই পরিবারের মেয়েরা সবাই সুস্থ হলেও তাদের অর্ধেক শরীরে বয়ে নিয়ে চলবে একটি অপরিপূর্ণ জিন। আর ছেলেদের অর্ধেক জন্মাবে অসুস্থ হয়ে। কেন এরকম হয় তা একশতাব্দীরও বেশি আগে বলে গিয়েছিলেন আমার প্রিয় পাদ্রী মেন্ডেল হাসি । (পাদ্রীর নীতিমালা ব্যাখ্যা করার জন্য আস্ত দুটি পর্ব (পড়ুন ) লিখতে হয়েছে। সেগুলো বেশ খটমট কথায় লেখা। যারা সেই পর্ব দুটি পড়েননি তারা এই ছবিটি দেখলে হয়তো বুঝতে পারবেন হাসি )

(২)
এইবার আসেন পুরুষ হয়ে জন্মেছে বলে নারীর উপর খবরদারি করতে চাওয়া মোল্লাদের মুখে চুনকালি লেপন করি দেঁতো হাসি

সব মানুষ স্বাভাবিক ভাবে নারী। হাসি

মানে যদি আতকা কোন বাগড়া না দেয়া হয় তাহলে সব মানবশিশু নারী হয়ে জন্মাবে। ভ্রুনের সৃষ্টিলগ্নে বিশেষ বাগড়া দেয়া হলে তবেই কোন শিশু জন্মাবে পুরুষ হয়ে। বাগড়া দেয়াকে যদি বিকৃতি বলা যায় তাহলে পুরুষ বস্তুত বিকৃত মানবজন্ম।

কেম্নেকী?

নারীর থাকে দুইটা XX ক্রোমোজম। স্বাভাবিকভাবে কাজ করতে পারে বলে XX ওয়ালা ভ্রুন বেড়ে ওঠে নারী হয়ে। ব্যপারটি একদম স্বাভাবিক। হাসি

একটি ভ্রুন তখন পুরুষ হয়ে বেড়ে ওঠে যখন তার দুটি XX ক্রোমোজমের বদলে থাকে একটি X আর একটি Y ক্রোমোজম। X ক্রোমোজমটি স্বাভাবিকভাকে ওভারি (Ovary) তৈরি করে। কিন্তু Y ক্রোমোজমে থাকে sry* নামের একটি জিন। সে গিয়ে ওভারি তৈরির প্রকৃয়ায় বাগড়া দেয়। ফলে ওভারি তৈরি না হয়ে তৈরি হয় টেসটিস (Testes)। টেসটিস থেকে তৈরি হয় টেস্টোস্টেরন (testosterone) নামের হরমোন। এই হরমোনের কারসাজিতে ভ্রুনের মধ্যে পুরুষের বৈশিষ্ঠগুলো তৈরি হতে থাকে।

মোল্লা ভাইয়েরা লক্ষ্য করেন, নারী হওয়ার জন্য কিন্তু কোন গুঁতাগুতির দরকার হয়না। স্বভাবিকভাবে বাড়তে দিলেই একটি ভ্রুন নারী শিশু হয়ে বেড়ে ওঠে। সেই স্বাভাবিক প্রকৃয়ায় Y ক্রোমোজমের sry* জিনটি বাধা সৃষ্টি করলেই তবে একটি ভ্রুন পুরুষ শিশু হয়ে জন্মায়।

*জিনের নামের নিচে দাগ দিতে পারিনি মন খারাপ

এইবার ভূমিকা দেঁতো হাসি

মানুষের নীতিমালা দুই পর্ব লিখে দীর্ঘদিন আর কোন বিজ্ঞান বিষয়ক লেখা দেয়া হয়নি। টুটুল ভাইয়ের গুঁতায় নিজের একটি বই লিখছিলাম। আর তাছাড়া পড়াশোনা বিষয়ক বিশেষ ব্যস্ততা দেঁতো হাসি ছিল অনেক বেশি। এর মধ্যে যে কয়টি লেখা দিয়েছি তা সব 'ঠাসঠুস করে ছেড়ে দেয়া' মার্কা লেখা। এখনো আমি অনেকটা ব্যস্ত। তবুও যা লিখতে ইচ্ছে করে, দীর্ঘদিন তা না লেখার জ্বালা আর সহ্য হচ্ছিল না হাসি

মানুষের নীতিমালা শেষ হয়নি। এখনো অনেকটা লিখতে চাই।

যদি আপনারা ভরসা দেন তবেই হাসি


মন্তব্য

ধ্রুব বর্ণন এর ছবি

আহ! বেশ লাগলো ছোট লেখা বলে অতৃপ্তি রয়ে গেল তাও নয়। অনেক আগে হুমায়ুন আজাদের নারী পড়ে মনে হয়েছিল এই কথাটি - "সব মানুষ স্বাভাবিক ভাবে নারী।"

মানে যদি আতকা কোন বাগড়া না দেয়া হয় তাহলে সব মানবশিশু নারী হয়ে জন্মাবে। ভ্রুনের সৃষ্টিলগ্নে বিশেষ বাগড়া দেয়া হলে তবে কোন শিশু জন্মাবে নারী হয়ে।

এই কথায় একটু গরমিল দেখতে পাচ্ছি মনে হয়।

আরো পড়ার ইচ্ছা থাকলো।

----------------------------------
জীবন অনেকটা জড়ই, কিন্তু অনন্য!

অনার্য সঙ্গীত এর ছবি

ইস! দ্রুত লিখে গেছি বলে এই ভুল হয়েছে।

আসলে কথাটা হবে এমন:

মানে যদি আতকা কোন বাগড়া না দেয়া হয় তাহলে সব মানবশিশু নারী হয়ে জন্মাবে। ভ্রুনের সৃষ্টিলগ্নে বিশেষ বাগড়া দেয়া হলে তবে কোন শিশু জন্মাবে পুরুষ হয়ে।

কোন মডু ভাই কি দয়া করে ঠিক করে দেবেন?

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রাহিন হায়দার এর ছবি

সবাই যে স্বাভাবিকভাবে নারী, এ ব্যাপারটা খুবই জলবৎ তরলং করে লিখেছেন চলুক । সম্ভবত দ্বিতীয় লিঙ্গে প্রথম পড়েছিলাম কথাটা।

ভ্রুনের সৃষ্টিলগ্নে বিশেষ বাগড়া দেয়া হলে তবে কোন শিশু জন্মাবে নারী হয়ে।

একটা 'না' বাদ গেছে মনে হয়।

'নীতিমালা' লিখে ফেলেন তাড়াতাড়ি।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অনার্য সঙ্গীত এর ছবি

বড় ভুল হয়ে গেছে। মডু ভাইকে ঠিক করে দেয়ার অনুরোধ করেছি। হাসি

মন্তব্যের জন্য ধন্যবাদ।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নাশতারান এর ছবি

ভরসা দিলাম। জোর কদমে এগিয়ে যান।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি ধন্যবাদ বুনো চোখ টিপি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

আনন্দী কল্যাণ এর ছবি

খুব সহজ করে লিখলেন তো!!! আমার মত বায়োলজিকানা মানুষও
বুঝে গেল।

"নীতিমালা" পড়তে চাই আরো।

--------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ। আমিও আরো লিখতে চাই। হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মূলত পাঠক এর ছবি

লিখতে থাকুন। আর বেসিকস লেখা হলে একটু এপিজেনেটিকস নিয়ে লিখুন। টাইমে একটা জব্বর লেখা পড়লাম, বলা হচ্ছে এপিজেনেটিকস নাকি জিন আবিষ্কারের পর সব চেয়ে বড়ো ঘটনা জিনতত্ত্বের জগতে।

অনার্য সঙ্গীত এর ছবি

এপিজেনেটিকস নিয়ে লিখতে চেষ্টা করব মূলো'দা হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তারানা_শব্দ এর ছবি

মোল্লা ভাইয়েরা লক্ষ্য করেন, নারী হওয়ার জন্য কিন্তু কোন গুঁতাগুতির দরকার হয়না।

হিহিহিহিহি...

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

অনার্য সঙ্গীত এর ছবি

হেহে দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

হিমু এর ছবি
অনার্য সঙ্গীত এর ছবি

থ্যাঙ্কিউ হিম্ভাই
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তুলিরেখা এর ছবি

জব্বর লেখা! পরিষ্কার বোঝা গেল, জানাও গেল অনেক। আরো অনেক লিখুন।
আপনার বইটা যে বের হলো তার কি কোনো সফট কপি আছে?
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ।
প্রকাশনীতে লেখার সফট কপিটা আছে। ব্যস্ততার জন্য নিয়ে আসা হচ্ছে না।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

জুয়েইরিযাহ মউ এর ছবি

যাক্ !!
সিরিজটা তবে চলবে ... দেঁতো হাসি
আমিতো ভাবলাম- গায়েব হয়ে গেলো, আর কি দেখা মিলবে.... খাইছে
আগেই বলেছি এই সিরিজের বর্ণনার ভাষার বদৌলতে জটিল জিনিসগুলো সহজভাবে পাঠকের মাথায় ঢুকে যায় অনায়াসে।
পরের পর্বের অপেক্ষায়... চলুক

-----------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অনার্য সঙ্গীত এর ছবি

কিছু পাঠকের উৎসাহ ভোলা যায় না। সিরিজটাও তাই থামে না হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনিন্দ্য রহমান এর ছবি

সব মানুষ স্বাভাবিক ভাবে নারী।

আমি এই কথাটা মানি।
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অনার্য সঙ্গীত এর ছবি

না মাইন্যা উপায়ও নাই ভাই হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

স্নিগ্ধা এর ছবি

হে হে - অনার্য, অনিবার্য কারণেই এই পর্বটা একদম সঙ্গীতের মতো মরমে গিয়া পশিল দেঁতো হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

এখন খুশি হয়ে পার্টি দেন দেখি দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মৃদুল আহমেদ এর ছবি

লেখা জবর। তাড়াহুড়া কমাও। তাহলে আরো জমবে।
উদ্ধৃতি : যদি আপনারা ভরসা দেন তবেই
আরে লিখ মিয়া। এত পুনুপুনু কইরো না তো! হাসি
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অনার্য সঙ্গীত এর ছবি

তাড়াহুড়া কমানোর চেষ্টা চালাচ্ছি।
আর পুনুপুনু'কেও তালাক দিলাম মৃদুল্দা দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দুষ্ট বালিকা এর ছবি

সেরাম লেগেছে ভাইজান, আরও আসুক। [আপ্নের বইটা কাল পড়া শুরু করবো, অটোগ্রাফ দিতে হবে কিন্তু!]

-------------------------
ওলো সুজন আমার ঘরে তবু আইলোনা
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলোনা!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনার্য সঙ্গীত এর ছবি

কী আরো আসবে? বই নাকি লেখা? দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাইফুল আকবর খান এর ছবি

বেশ।
মোটামুটিভাবে আগের জানা জিনিসটাও তোমার এই ভাষ্যভঙ্গির কারণে মজা লাগলো। চলুক

ভরসা থাকুক অনার্য্যের এই জীব-অণুজীব লেখার চালে,
ভরসা থাকুক ক্রোমোজমেও সঙ্গীতের ওই অমোঘ তালে।

দেঁতো হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অনার্য সঙ্গীত এর ছবি

খাইছে
থ্যাঙ্কিউ সাইফুল্ভাই হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

বর্ষা এর ছবি

চলুক

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

গৌতম এর ছবি

ভাইরাসরে এখন জিনে ধরসে! চোখ টিপি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অনার্য সঙ্গীত এর ছবি

মন খারাপ পরীতে কেন ধরে না মন খারাপ
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনার্য সঙ্গীত এর ছবি

মন খারাপ পরীতে কেন ধরে না মন খারাপ
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ওডিন এর ছবি

হক মাওলা! ভরসা দিলাম। ফুঁ-ও দিলাম
চলুক
ঠিকাছে? দেঁতো হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

অনার্য সঙ্গীত এর ছবি

পুরাই ঠিক দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনার্য সঙ্গীত এর ছবি

পুরাই ঠিক দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

জি.এম.তানিম এর ছবি

শিখলাম অনেক কিছু চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

স্পর্শ এর ছবি

এই লেখা পড়ার পরে আপনার বইখানা তো কেনাই লাগে ! হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনার্য সঙ্গীত এর ছবি

দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

খুব ভালো লাগছে... বায়োলজি খুব ইন্টারেস্টিং জিনিশ... শুধু গলাধকরণ করতে হইলেই ঝামেলা....

আরো পোষ্ট দেন... হাসি

-নীল রোদ্দুর

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

_প্রজাপতি এর ছবি

তোমার এই লেখাগুলো আগে পড়িনি, এত সুন্দর করে মেডিকেলে শিক্ষকরা যদি পড়াতো তাহলে কি ভালো হতো।

এই লেখাটা পড়ে আরেকটা জিনিষের কথা মনে পড়ে গেলো। যেসব শিশুরা ছেলে হবে তাদের sry জিন , টেস্টোস্টেরন ছাড়াও আরেকটা হরমোনের উপস্থিতি প্রয়োজন সেটা হলো, Mullarian Inhibitory factor(MIH)। Mullarian factor, যার প্রধান কাজ হলো স্ত্রী প্রজনন তন্ত্রের কিছু অঙ্গ যেমন জরায়ু,ফেলোপিয়ান নালী ও আরো কিছু জায়গার বিকাশ ঘটানো। এজন্য কোন কারনে MF কে অকার্যকর করতে MIF যদি না থাকে তাহলে দেখা যাবে শারীরিক ও মানসিকভাবে একজন পুরুষের ভেতরে জরায়ু, জরায়ুর নালী রয়ে গেছে, যেটা পরে হয়তো হার্নিয়া বা অন্য কোন অপারেশনের সময় ধরা পড়বে আর নাহলে তা অজান্তেই রয়ে যায়।

-----------------------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।