মেঘের পরে মেঘ ...

নাশতারান এর ছবি
লিখেছেন নাশতারান (তারিখ: শনি, ২৭/০২/২০১০ - ৩:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

তখন শুধইু মেঘের ছবি তুলতাম। এগারো তলার বারান্দা থেকে ক্যামেরা বাড়ালে মেঘেদের দেখা মিলত সবার আগে। আকাশের মেজাজ বদলালে মেঘেরা রং বদলে সেজে গুজে ছবি তুলতে ডাকত।
সে অনেক আগের কথা। ক্যামেরার জাতপাত বুঝতাম না। মুঠোফোনের দুবলা ক্যামেরাই ছিলো ভরসা। এরপর মুঠোফোন বদলেছে কয়েক দফা। মেগাপিক্সেল এগিয়েছে কদম দুয়েক। মেঘেরাও রং বদলেছে বহুবার। বারান্দায়, পথেঘাটে, নদীর বুকেও ডাক দিয়েছে অনেক। কিন্তু ইদানীং ওদের ডাকে সাড়া দেওয়া হয়না আর। সচলায়তনের আলোকচিত্রীদের ছবি দেখে মনে হয় মেঘেদের প্রতি অবিচার করা হবে ওসব আবজাব ছবি তুলে।

সেই গোড়ার দিকের বেহিসেবি কিছু ছবি দিলাম। গুণগত দিক থেকে নিঃসন্দেহে কিছুই নয়। তাতে মেঘেদের কী দোষ? তাই ছবিগুলো দিচ্ছি মেঘেদের সৌজন্যে।

১ আকাশের মুখ থমথমে। মেঘেরা ফুলে ফেঁপে ছুটে আসছে জল ঝরাতে।

 megh (10)

২ "তুলট মেঘা, ধূলট মেঘা, তোমরা সবে ঘামো"
megh

৩ শহুরে বিকেলের অলস মেঘ
megh (5)

৪ গর্জে ওঠার অপেক্ষায়
megh (13)

৫ ছেঁড়া ছেঁড়া মেঘ
megh (4)

৬ পদ্মার বুকে, শেষ বিকেলে
megh (7)

৭ নাগরিক আকাশে মেঘেরাও তারে বাঁধা
megh (2)

৮ কষ্টেসৃষ্টে ইটপাথর এড়িয়ে এক টুকরো একলা আকাশ
megh (11)

৯ আকাশে আগুন ধরেছে। ছুটেছে মেঘেদের দমকল বাহিনী।
megh (14)

১০ সৈকতে
by trishia '03, on Flickr" href="http://www.flickr.com/photos/7636448@N05/4391936872/">megh (8)

১১ সাগরপারে শুয়ে ইচ্ছে হয় আকাশে ডুব দিতে
megh (12)

১২ গোলাপি রোদে মাখা বিকেলের মেঘ
megh (15)

১৩ মেঘ ছুটেছে মেঘের ডাকে
megh (3)

১৪ আকাশ চিরে মেঘের হাসি
megh (6)

১৫ মেঘবন্দি রূপালি আকাশ
megh (9)


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চমত্‍কার সব ছবি।
ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তে ইচ্ছে করছে!

নাশতারান এর ছবি

বেরিয়ে পড়ুন। তারপর ছবি দেখতে দিন আমাদের।
আর, আপনার নিকটা কিন্তু জানান নি। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মুস্তাফিজ এর ছবি

হাঁস যে ক্লিকারেও ঘুরে সেটা তো জানতামনা

...........................
Every Picture Tells a Story

নাশতারান এর ছবি

ফ্লিকারে আমার যাওয়া-আসাকে ঘুরাঘুরি বলা যায়না আসলে। সচলায়তনে ছবি দেওয়ার জন্যই ওখানে ঢুঁ মারা হয় মাঝে মধ্যে। আর আমার ফটোগ্রাফির দশা তো দেখতেই পাচ্ছেন।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দময়ন্তী এর ছবি

দারুণ! আমিও মেঘের ছবি তুলতে খুব ভালোবাসি৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

নাশতারান এর ছবি

আপনার মেঘেদের ছবি দেখতে চাই। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

সাগর যেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে-
আকাশ-ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে ।
মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ-দোলায় শুয়ে-

মেঘদের আমিও অনেক ভালবাসি।নানা রঙের মেঘ দলের ছবি দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।ছবি গুল সত্যিই অসাধারন।

ঘুম পরী

নাশতারান এর ছবি

ছবিগুলো নয়, মেঘগুলো অসাধারণ। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তিথীডোর এর ছবি

"আমি ভালবাসি মেঘ/
যেসব মেঘেরা ভেসে যায়, ঐ এখানে.. ঐ সেখানে
বিস্ময়কর মেঘেরা!!"

ছবিতে উত্তম জাঝা!

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নাশতারান এর ছবি

ধন্যবাদ। মেঘেরা আসলেই বিস্ময়কর।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ধুসর গোধূলি এর ছবি
নাশতারান এর ছবি

আপনি কি "মেয়ের পরে মেয়ে ..." শিরোনাম দেখে পোস্টে ঢুকেছিলেন নাকি? চোখ টিপি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

ছবি ভাল, ক্যাপশনগুলোও ভাল লাগল।

কৌস্তুভ

নাশতারান এর ছবি

ধন্যবাদ। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মণিকা রশিদ এর ছবি

মেঘের অনেক রঙ, এই নিয়ে গতকাল কন্যার সাথে কথা হচ্ছিল বাড়ি ফিরতে ফিরতে।
এই ছবিগুলো বসে বসে ওকে দেখালাম...দশ নাম্বারের ছবিটি আমাদের দুজনেরই বিশেষ প্রিয়।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নাশতারান এর ছবি

আপনাদের দুজনকেই ধন্যবাদ। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সবুজ বাঘ এর ছবি

হুমমমমমমমমমমমমম। মেঘে গাংচিল কো? খালি মেঘ তরকারি ছাড়া ভাতের মতোই সাদা।

নাশতারান এর ছবি

গাংচিলেরা ভিয়াইপি। আমার মতো নিস্যাদের কপালে জোটে না। আমার সাদা ভাতই ভরসা।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

বোহেমিয়ান এর ছবি

মেঘেদের সৌজন্যে দেয়া ছবি আর ক্যাপশন ভালই লাগল ।
আমার ভয়াবহ স্লো নেট কি করে যে দেখাতে পারল, তাতে আমি অবাক হয়ে গেলাম!!
আমারো কয়েকটা আছে। তবে এত বর্ণের নাই । আপলোড করে পরে একদিন শেয়ার করা যাবে ।

পদ্মার বুকে ছবিটা কেমন যেন হয়েছে । খাইছে
স্পিডবোট থেকে তুলেছিলেন নাকি?

__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

নাশতারান এর ছবি

পদ্মার বুকে ছবিটা কেমন যেন হয়েছে ।
হো হো হো

আমার তো সব কটা ছবিই কেমন যেন লাগে। পদ্মার ছবিটা ফেরি থেকে তোলা। সন্ধ্যা তখন নামব নামব করছে। তার উপরে ভিজিয়ে ক্যামেরা।

আপনার ছবিগুলো দেখার অপেক্ষায় রইলাম।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তুলিরেখা এর ছবি

আহা! আশ্চর্য সুন্দর! মুগ্ধ হয়ে গেলাম!
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নাশতারান এর ছবি

আর আমি দারুণ খুশি হয়ে গেলাম!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

রেশনুভা এর ছবি

পোস্ট ভালো লাগলো। তোমার জন্য এই ছবিটা আমার তরফ থেকে উপহার। আমার বাসার জানালা থেকে তোলা কোন একদিন ভোরে।
আকাশের রঙ
----------------------------------------------

আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।

নাশতারান এর ছবি

অশেষ ধন্যবাদ। ফেসবুকে দেখেছিলাম। তখনি ভীষণ মনে ধরেছিলো।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সাইফ তাহসিন এর ছবি

দারুন, মনে হইতাছে, ভালু ক্যামেরা কেনার সময় হইয়া গেছে, ১,২ ৫,৬,৭ দারুন আসত কিন্তু কেমন যেন ছোপছোপ আসছে, মোবাইল দিয়ে তোলা নাকি? নাকি আমার মনিটরের দোষ? যাউকগা, মেঘের ছবি দেইখা বিয়াফক আনন্দু পাইলুম
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নাশতারান এর ছবি

ঠিক ধরেছেন। ১-৬ মোবাইলে তোলা। তাও ফ্ল্যাশ ছাড়া, ভিজিএ।

ভালু ক্যামেরার কথা বলে বুকটা ভেঙ্গে দিলেন। মন খারাপ

যাউক গা। আনন্দ পেয়েছেন জেনে অনেক খুশি হলাম।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

জি.এম.তানিম এর ছবি

আকাশ কখনও পুরনো হয় না... কোথায় যেন পড়েছিলাম।

ভালো হয়েছে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নাশতারান এর ছবি

হুম। আকাশ প্রতিদিনই নতুন।

আপনার প্রেরণাই আমার পাথেয়। দেঁতো হাসি
নাইলে এসব আবজাব ছবি দিতে সাহস করতাম না।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতন্দ্র প্রহরী এর ছবি

মেঘের যতো রঙ...

বেশ ভালো ছবি। ছবিব্লগানো চলুক হাসি

নাশতারান এর ছবি

বাপরে! আরো চলবে?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

হাসিব এর ছবি
নাশতারান এর ছবি

দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

৩ এবং ৭ বেশী ভাল্লাগলো। ফটোগ্রাফি চলতে থাকুক। আপনারা যারা ঢাকায় থাকেন তারা শুধু এধরনের ছবিই নয়, ছবিতেই একটা দিনের ব্লগ লিখে ফেলতে পারেন। সকাল থেকে সন্ধ্যা, এরকম।

নাশতারান এর ছবি

ধন্যবাদ। তেমন একটা ব্লগও লিখে ফেলব নাহয়। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

শুভাশীষ দাশ এর ছবি

ভালো। চালান।

নাশতারান এর ছবি

আচ্ছা দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তাসনীম এর ছবি

চলুক
টেক্সাসের মেঘের ছবি দিলাম আপনার জন্য।

Texas Sky

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

নাশতারান এর ছবি

মুখে পুরে দিতে ইচ্ছে করে মেঘগুলোকে। দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সাইফ তাহসিন এর ছবি

কেন? দেশে হাওয়াই মিঠাই পাওয়া যায় না চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নাশতারান এর ছবি

যায়। কিন্তু সেগুলো এমন করে হাওয়ায় ভাসে না। খাইছে

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

কনফুসিয়াস এর ছবি

৭ নম্বর ছবি আর ক্যাপশান দুর্দান্ত লাগলো।

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নাশতারান এর ছবি

ধন্যবাদ !!!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ওডিন এর ছবি

মেঘগুলো অসাধারণ- ছবিগুলোও। মুঠোফোনের 'দুবলা' ক্যামেরা দিয়েও দুর্দান্ত সব ছবি তুলেছেন।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

নাশতারান এর ছবি

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।