আণবিক মহাকাব্য

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: রবি, ১৫/০৬/২০০৮ - ২:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সবাই অণুগল্প লিখে, আমি লিখলাম আণবিক মহাকাব্য।

নামকরণটা আণবিক মহাকাব্য না হইয়া স্ট্রিং মহাকাব্যও হইতে পারতো। কিন্তু বিজ্ঞানীরা এখনো এই বিষয়ে দৌড়ের উপরে আছেন বলে সেদিকে আর গেলাম না। মহাকাব্য নামকরণেও একটা বিরাট শানে নুযুল আছে। বেইল নাই দেইখা আপাতত সেদিকেও গেলাম না।

জগতের প্রথম আণবিক মহাকাব্যঃ
আগে আছিলাম বোকা... অখন হইছি বোকাচোদা।

আমার মহাকাব্যের প্যাটেন্ট নিয়া রাখলাম। জনগণের মনপছন্দ হইলে পাঁচাইয়া যান, পছন্দ না হইলেও পাঁচান। দেখি পাঁচে পাঁচে কেমন মহাপাঁচ হয়! আছেন কোনো ভাই-বেরাদর যার মনে এইরকম বিটকেলে ধরণের মহাকাব্যের ভাব জাগ্রত হইছে! চোখ টিপি


মন্তব্য

স্পর্শ এর ছবি

আমার এক স্যার ছিল! সেই স্যার আমারে বলত, "তুই তো একটা বোকাচোদা! বোকাচোদা মানে জানিস? মানে হইলো হাবাগঙ্গারাম"
সেই হিসেবে আমি আপনার অনেক আগেই এই জিনিস হইসি! আপনি প্যাটেন্ট ভংগ করসেন!!! চিন্তিত
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি এর ছবি

- বস, স্বরবর্ণ-ব্যাঞ্জণবর্ণ কিন্তু অনেক আগেই আবিষ্কার হইছে। কিন্তু যে ব্যাটা এইসব বেরসিক জিনিষ আবিষ্কার করছে এখন সে যদি দাবী করে 'ওডিসি' তাঁর কৃতিত্ব তাইলে হোমার কবর থাইকা উইঠা আইসা তাঁর সাদাছড়ি দিয়া পিটাইয়া হোতাইয়া লাইবো হালারে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

স্পর্শ এর ছবি

ইয়ে মানে... বোকা'র পরের অংশটা কি আসলেই হইসেন?? ইয়ে, মানে...
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ইশতিয়াক রউফ এর ছবি

অ্যাঁ?

ধুসর গোধূলি এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

এই সার্টিফিকেট তো ব্রাদার আমি দিতে পারবো না! যাহা করিয়াছেন, তাহা করিবার কালে দম হারাইয়াছেন কিনা, কিংবা দম না হারাইলেও আদৌ কাব্যিক ভাবে করিয়াছেন নাকি কাঙালিনী সুফিয়ার মত ইট-ভাঙিয়া করিয়াছেন, তাহা বুঝবার পারতাসি না!

পরিবর্তনশীল এর ছবি

গুরু আমার জীবনে পড়া সেরা আণবিক মহাকাব্য।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কীর্তিনাশা এর ছবি

খাইছেরে ! ইয়া আঙ্গো ধুগো বাই কিয়া কয়!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রায়হান আবীর এর ছবি

সংক্ষেপে উত্তর দেও। পূর্ণমান- ৪*.২৫

১. আনবিক মহাকাব্যের নামকরণের সার্থকতা আলোচনা কর।

২. মহাকবি এখানে বোকাচোদা বলে কাকে বোঝাতে চেয়েছেন?

৩. কবির মন ভালো নেই কেন?

৪. "আণবিক মহাকাব্য" কবিতায় কবি একবিংশ শতকের মানব মনের দর্শন ফুটিয়ে তুলেছেন অসাধারণ লেখনীস্পর্শে। যদি তাই হয়ে থাকে তাহলে আইনস্টাইন কেন বংগদেশে জন্মগ্রহণ করলেন না? উদাহরণ সহ ব্যাখ্যা কর।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

শিক্ষানবিস এর ছবি

যিনি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবেন তাকে "পৃথিবীর প্রথম আনবিক মহাকাব্য বিশারদ" সম্মানে ভূষিত করা হবে।

সুমন চৌধুরী এর ছবি
থার্ড আই এর ছবি

মুসলমান ভাইদের সালাম, হিন্দুভাইকে নমষ্কার অন্য সকল ধর্মাবলম্বীকে শুভেচ্ছা।
হাতের বানটা ছাড়েন পকেট সাবধাণ ! বাচ্চাপোলাপান হাততালি লাগা......
জনাব, আমি (ধু গো) একটা মলম (মহাকাব্য ) বেঁচবো ....এই মলমটা আমি বন কিংবা হেগে বিক্রি করতাম এখন দেখতাছি সচলেও মার্কেট খারাপ না তাই আপনাগো সামনে এই মলম নিয়া আসলাম...
বোকাচোদা বলিয়া আমাকে ভুল বুঝিবেননা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর ।
এই আনবিক মহাকাব্য পাঠ করিলে আপনার মুসকিল আছান থেকে শুরু করিয়া সমস্তবালা মু‍ছিবত দুর হইবে.....একাশি প্রকার বাত ভালো হবে। আম বাত, জাম বাত, খিড়কিড়ি বাত, আইস্যা দাউদ , বইস্যা দাউদ.....রানের চিপার পাপড়ি...খাজলি-বিচি চুলকানী....দাউদ একজিমা সমস্ত কিছু মন্ত্র শক্তির মতো ভালো হয়ে যাবে....

আমার এই আনবিক মহাকাব্য মলমটির দাম মাত্র পাঁচ টাকা, পাঁচ টাকা ......পাঁচ টাকা।
আছেন কোন ভাই -বন্ধু-বালিকা....লাগলে আওয়াজ দিয়েন।

পুনশ্চঃ টাকার পরিবর্তে পাঁচ দাগাইলেও চলিবে।
----------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

স্পর্শ এর ছবি

গুল্লি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি এর ছবি

- পাঠাইলাম ঢাকায় কোম্পানীর প্রচারে, আর আপনে শুরু করলেন কি না সচলায়তনে বিকিকিনি!
মিয়া কোম্পানী তো লাটে উঠবো। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নজমুল আলবাব এর ছবি
ধুসর গোধূলি এর ছবি
স্বপ্নাহত এর ছবি

গুরু আপনার টা দেখে আমার একটা লিখতে ইচছা করলো...

"আমার নাম জিহাদ। আমি একটা কবিতা বলবো..."

আমার মতে এইটা একটা সার্থক আণবিক মহাকাব্য। এইটা দৈর্ঘ্যে প্রস্থে ছোট। কাজেই এটা আণবিক। আর এই মহাকাব্যটার প্রধাণ চরিত্র একটা কাব্য বলতে চাইছে। এখনো বলা শুরু হয়নাই। পাঠক ধরে নিতেই পারে যে সেটা মহাকাব্য হতে যাচ্ছে।

কেমন লিখলাম গুরু? হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- গুরু, এইটাতো দেখি আমার আণবিক মহাকাব্যরেও ছাড়াইয়া গেছেগা। খাড়ান এট্টা নাম দেই এইটারে।
"এটমিক এপিক" অর্থাৎ পারমাণবিক মহাকাব্য হইলে কেমন হয় গুরু? চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ব্যাপারটা আসলে জন্মের পরেই মানুষ বুঝতে পারে। আমাদের পূর্বপুরুষরা বুঝতেই যদি পারতো তাইলে কি আর ....

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আণবিক মহাকাব্য বিষয়ে দানবিক সাইজের মন্তব্যগুলো পড়ে আমার মানবিক অনুভূতিগুলো চাগান দিয়া উঠছে। তাই আমি না পাঁচাইয়া পারিলাম না।

তারেক এর ছবি

ব্যাপক দানবিক হইছে গুরু! পাঁচাইলাম।
থার্ডাই ভাই তো পুরা উড়াইয়ালাইছে !! জাঝা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ধুসর গোধূলি এর ছবি

- হ, থার্ডুরে পাঠাইলাম এক জিনিষের ক্যানভস করতে, হেয় শুরু করছে আরেক জিনিষের। অর চাকরি নট!!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ফারুক ওয়াসিফ এর ছবি

ভাব তো রীতিমতো জাগ্রত হইল, হইল তো হইল এখন বোকা পাই কই???দেঁতো হাসি

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ধুসর গোধূলি এর ছবি

- এই দেখেন আণবিক মহাকাব্যের আছর!!!
আপনে দেখলেন একভাবে, লীলেন ভাই ভাবলো আরেকভাবে। হাসি

আরেশ্শালায়, আমিতো জগদ্বিখ্যাত আণবিক মহাকাব্য রচয়িতা হইয়া গেলাম দেখি! (তালিয়া)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

চিন্তিত
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতন্দ্র প্রহরী এর ছবি

দেঁতো হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আনবিক মহামন্তব্য দিলাম !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ধুসর গোধূলি এর ছবি

- মুমু, বিডিআর ও শিমুল (স্ত্রী-জেন্ডার)কে আণবিক মহা ধন্যবাদ যথাক্রমে ভাবুক, চান্দা ভেটকি এবং আণবিক মহামন্তব্যের জন্য।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ফারুক ওয়াসিফ এর ছবি

মহাকবি দেখি নীরব, নাহ বাড়ী যাই।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ধুসর গোধূলি এর ছবি

- মহাকাবি আগের সারারাত ভেঁড়ার লোম গুণে টায়ার্ড হয়ে যাওয়ার দরুণ একটু ঘুম পরীর লগে টাংকী মারতে গেছিলো! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মাহবুব লীলেন এর ছবি

জগতের প্রথম আণবিক মহাকাব্য একটু সম্পাদনা করি

আগে আছিলাম বোকা... অখন হইছি বোকাচোদা।

সম্পাদিত আণবিক মহাকাব্য

আছিলাম বোকাচোদা... হইছি বোকায়চোদা

ব্যাখ্যা:
আগে বোকারে পাইলে ধইরা ডটডট করতাম
এখন বোকারা আমারে পাইলে ধইরা ডটডট করে
(এইখানে আমি বলিতে ধুগো বুঝাইবে)

ইশতিয়াক রউফ এর ছবি

দুইজন একই সময়ে সম্পাদনায় নেমেছি দেখি। দেঁতো হাসি তবে আমি সাহস করে বোকা কর্তৃক ডটডটিত না করে ডটডটিত বোকা করে দিয়েছি। চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি

- ধন্যি ধন্যি লীলেন ভাই। (তালিয়া)

আপনার সম্পাদনা দ্বিতীয় সংস্করণে কৃতজ্ঞতা স্বীকার সহ তুইলা দিবো নে। কিন্তু সমস্যা তো হইছে অন্য জায়গায়।

বোকা আর বোকা ডটডট এর মধ্যে কোনটা যে আপগ্রেড আর কোনটা ডাউন, সেইটা নিয়াই হাবুডুবু খাইতাছি বইলা এইটা মহাকাব্য হইয়া গেছে। বিভিন্ন কিতাব আর বিভিন্ন মনীষীর মনোভাব মোতাবেক এর অর্থও ভিন্নতা বহন করে। কই যাই হালায়। পুরা চোদনা হয়ে গেলাম দেখি! চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ইশতিয়াক রউফ এর ছবি

ঘুমের মধ্যে ভাবিয়া দেখিলাম, ইহা 'আণবিক মহাকাব্য' হিসেবে আরো উন্নত হইতো যদি ধূ-গো 'বোকা' হইতে 'বোকাx' না হইয়া 'xবোকা' হইতেন। চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি

- ভাইরে, কাব্যের অন্তর্ণিহিত মহাভাবটাই তো ঐখানে।

পিকাসো নাকি ছবি আঁকার পরে রঙেভরা হাতটা একটা রুমালে মুছতো। তো অনেক বছর পরে সেই রুমালটা আবিষ্কৃত হয় কোনো এক চিপা থেকে। সবাই হৈ হৈ করে উঠলো, পিকাসোর আসল চিত্রকর্ম তো তিনি এই রুমালে আঁকছেন। বুঝেন তাইলে ঘটনা!

মহাকাব্য তো আর এমনি এমনি হয় না। গরীবের পশ্চাৎদেশে x, y, চলক বসাইয়া কি আপনি মহাকাব্যের মহাভাব ধারণ করতে পারবেন জনাব?
কি যাতনা বিষে কভু আশীবিষে দংশেনি যারে। মহাকবি আর এই মহাকাব্যের আসল ভাবও বুঝবেন ভাই, সময় আসুক! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ইশতিয়াক রউফ এর ছবি

বিবিধ চলক কী গতিতে চলছে, তার দোলনকাল কত, ইত্যাদি ব্যাপারে জানা গেলে ভাল হত। চোখ টিপি

হিমু এর ছবি

যা বুঝলাম, মহাকবি গোধূলি নিজের সাথে কুকর্মে ব্যস্ত।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- দোস্ত, তোমারে উদ্দেশ্য কইরা দেওয়া ভাষনটা উপরে ভুল কইরা রউফ স্যারের এইখানে মাইরা দিছি। ইট্টু কষ্ট কইরা দেইখা লইও!

আর শোন, ময় মুরুব্বীগো সামনে তুই মুখ খারাপ করোস ক্যান হালা কালিদাস?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হিমুদারে (বিপ্লব)...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

- নজু ভাই, হিমু'র কথায় কিছু মনে কইরেন না। ময় মুরুব্বী একদমই মানে না ব্যাটা! বইকা দিমু নে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

মহাকবির কি মহামতি আলেকজান্ডার হবার শখ হইছে?


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি (এনটয়েশ্ট) এর ছবি

ক্যান, আলেকজান্ডারও কি যুদ্ধ মুদ্ধ ফালাইয়া থুইয়া সচলায়তনে কোবতে লেখটো নাকি? চিন্তিত

দ্রোহী এর ছবি

না মানে আলেকজান্ডারের মতই দেখি বোকাদের পশ্চাৎধাবন করা শুরু করছেন। এই সমস্যা শুরু হইলো কবে?


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- ধুরো মেম্বার সাব, বুঝে না।
এইটা তো ধাবন না, এইটা হইলো লেখন! আনবিক মহাকাব্য লেখন! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

কিন্তু নিজেই কইলেন "বোকাচোদা"।

আমার কী দোষ? আলেকজান্ডারও তাই করতেন কিনা!


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- কইছি নাকি? আপনে যখন কইতাছেন তাইলে অবশ্যই কইছি।
লন এক কাম করি, বোকাগোরে আপনের ইশটিল-লোহার বিকিনি'র মডেল বানাই, হেরপর আলেকজান্ডার ক্যান হেক্টররেও লাগায়া দেই পিছে। চোখ টিপি

যতোবড় কেরদানই হোক। কিছুই কর্তার্বোনা! হে হে হে দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

কথা প্যাঁচান ক্যান মিয়া? কী করছেন? কারে করছেন এইটা কন আগে।


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- আপনেরেও দেহি মওলানার রোগে ধরলো! খালি সন্দেহ করেন!
আমি আর আপনে না মিল-মোহাব্বত!!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

আহা মিল-মোহাব্বতে কোন সমস্যা নাই। ওইটা নষ্ট হয় নাই। ওইটা ঠিকই আছে। তয় মাওলানায় কইলো কারে নাকি কী করছেন!!!! আবার দেখি মহাকাব্য ছাড়ছেন একই বিষয়বস্তু নিয়া। তাই জিগাইতেছি- কারে কী করছেন? দ্যাখেন আপনে না কইলে কইলাম হিমুরে জিগামু। তখন বিষয়টা খারাপ হইবো।


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- আমরা ম্যাঙ্গো জনতা, আমরা জং করি, মোহাব্বাতেন করি, সেইটা আমরা নিজেরা ভিতরে ভিতরে করবো, তার মইধ্যে মোটারাম হিমুরে টাইনা আনার কী দরকার মেম্বার সাব?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

টানলাম কখন? টানার ডর দেখাইলাম কেবল।


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- মোটারামগো নাম দেখলেই আমি ডরাই।
আর তাগোরে টানার ডর দেখাইলে তো কাপড় নষ্ট হবার যোগাড়। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

কোনো ডর নাই।

ইশটিলের জাইঙ্গা পরে খাড়াইবেন। হিমু তো হিমু স্বয়ং আলেকজান্ডারও আপনারে "বোকাচোদা" বানাইতে পারবো না।


কি মাঝি? ডরাইলা?

স্পর্শ এর ছবি

ঐ মিয়া আপনার এই লেখায় আমার কমেন্ট পোস্ট হইতাসেনা !! ইয়ে, মানে...
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি (এনটয়েশ্ট) এর ছবি

হইতাছেনা?
তাইলে এইটা হইলো ক্যান? খাড়ান মোটারামগোরে জিগাই। ফাইজলামি নাকি। আমরা কমেন্ট দেখতে চাইনা, অরা দেখায় ক্যানে?

স্পর্শ এর ছবি

মনে হয় কোটা ফিনিশ কইরা ফালাইছিলাম!! আপনার কাছ থেইকা এই রোগ ধরছে !! ইয়ে, মানে...
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

সৌরভ এর ছবি

এনটয়েন্ট কমেন্ট কী? @শম্পার ছেলের মামা
আরেক্টা এইরম কমেন্ট কর্লে দ্রোহীর বন্দুকটা ধার নিমু কিন্তুক। লগইন করেন।


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- আর করি নাই "এনটয়েন্ট কমেন্ট" (enttäuscht) দেঁতো হাসি
এইবার শম্পার ছেলের লগে আমার সম্পর্কটা যদি কাইণ্ডলী মেহেরবানী কইরা আপডেট করতেন স্যার! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

শম্পার ছেলেকে আপনার ভাগ্নে বলতে পারেন। ভাগ নেবার জন্যই জন্ম কিনা।


কি মাঝি? ডরাইলা?

দ্রোহী এর ছবি

কীসের আবার? শিমুলরে জিগান...


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

শিমুল ঝামেলায় আছে ....পোলাটা ভালা আছিল, মানা করছিলাম, শুনে নাই......


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- হ, আগে ভালা আছিলো। অখন খালি তোপ চালায়। চিন্তা কইরেন না, কয়দিন পরে আপনেও তার কামানের নলের সামনে পড়বেন। তখন আমার লাহানই অবস্থা হইবো! লুঙ্গি হাঁটুর উপড়ে তুইলা খালি দৌড়!!!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

আরে নাহ। শালি কী আমার মাত্র একটা নিকি? আমারে তোপ মারবো না। উল্টা আমিই টোপ ঝুলাইয়া রাখুম। শালির টোপ......


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- এইটা মনে করেন একটা ফান্দেপড়া কমেন্ট দিলেন মেম্বার সাব। আপনের এই কমেন্ট মজলিশে শুরায় উত্থাপন করা হইবে। মওলানা সাব দৌড়ের উপর থাকলেও বিষণ্ণ স্যার এখনো বহাল তবিয়তেই আছেন। আপনের কপালে উলু মেম্বার সাব। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

যার শালি আছে তার কিছু হয়না এই দুনিয়ায় — কথাটা মনে রাইখেন। মজলিশে সুরার সবাইকে আমি কিনে নেবো শালি দিয়ে।


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- আমি বিকি হবো না।
আপনি ইচ্ছা করলে ট্রাই কইরা দেখতে পারেন। এখনই আপনার শালির ফটুক সহ ফুন নাম্বার আপনি আমাকে পাঠিয়ে দেখতে পারেন! চোখ টিপি

মেম্বার সাহেব, শালি দিয়ে এই ধুগো কে কেনা যায় না। রেগে টং
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍পরিবার পরিকল্পনার বিজ্ঞাপনে শুনসিলাম, "আছিলাম বোকা, হইলাম বুদ্ধিমান"।

আর মহাণু কবি (অণুকাব্যের মহাকবি) লিখলেন, "আগে আছিলাম বোকা... অখন হইছি বোকাচোদা।"

অংকে ফেললে দাঁড়ায়, "বুদ্ধিমান = বোকাচোদা"।

ক্যাম্নেকী চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- সারছে।
দিছেন আরও প্যাচ লাগায়া। এতোক্ষণ তো শব্দটারে নিয়াই ঝামেলায় আছিলাম। এখন বুদ্ধিমান ইজ ইক্যুয়েল বানায়া তো দিলেন! মহাকাব্যের চাইতে বড় কোনো জিনিষ আছে? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।