ষোলই ডিসেম্বর সচলাড্ডার কয়েকটি মূহুর্ত

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: বিষ্যুদ, ১৮/১২/২০০৮ - ১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ষোলই ডিসেম্বর সচলাড্ডা - নজরুল ভাই

ঘরে ঢুকা মাত্রই আমাদের সামনে পড়লেন নজরুল ভাই । মারাত্নক সাজ পোষাকে ছিলেন সেদিন নায়ক প্রবর । পাশে রায়হান কে দেখা যাচ্ছে ।

ষোলই ডিসেম্বর সচলাড্ডা - শুরুর দিকে

শুরুর দিকে আড্ডা চলছিল এই ডাইনিং টেবিলটা ঘিরে । কিছুক্ষণ আগেও তানবীরা আপু এই আড্ডায় ছিলেন । আড্ডাবাজেরা আড্ডা দিচ্ছেন, ভদ্রলোক রেনেট ভাই একটু তফাতে রয়েছেন ।

ষোলোই ডিসেম্বর সচলাড্ডা - স্পর্শষোলোই ডিসেম্বর সচলাড্ডা - স্পর্শ

অনেকদিন পর তারেকের সাথে দেখা, কিছুক্ষণ সুখ দুঃখের আলাপ হল । এদিকে স্পর্শ ভেতরের দিকের একটা ঘরে গিয়ে ঢুকেছে । সেখানে একটা বিশাল বিছানা ছিল । স্পর্শ বিছানার দৈর্ঘ প্রস্থ মাপা শুরু করে দিল । আমি একটু পর খুঁজতে গিয়ে দেখি সে এই সব (ভদ্রলোকীয়) কাজ করছে । টেনে বের করে নিয়ে আসলাম ঘরের বাইরে । তারপর মন ভুলানর জন্য সুন্দর পেইন্টিং এর সাথে পোজ মারা ছবি তুলে দিলাম ।

ষোলই ডিসেম্বর সচলাড্ডা - লীলেন

লীলেন ভাইয়ের কোলে নিধি । বাচ্চারা ফেরেস্তা চেনে । ফেরেস্তা লীলেন ভাই সেদিন ভালই খেল দেখালেন । হেন কোন দুষ্টুমি নাই করেন নাই । মানে লোকের সামনে যেসব দুষ্টামি করা যায় সেগুলো আর কি । আমরা আরো লক্ষ্য করলাম লাল জামা হল লীলেন ভাইয়ের ইউনিফর্ম । এটা সম্ভবত আমাদের দেশে ফেরেস্তাদের পোষাক, পাশ্চাত্যে 'এঞ্জেল' রা যেরকম সাদা আলখেল্লা পড়ে সেরকম আর কি ।

ষোলই ডিসেম্বর সচলাড্ডা - রণদা

রণদীপম বসু । ইনি আমাকে হতাশ করেছেন । আমার ধারনা ছিল ইয়োগা ম্যান হয়ত বাস্তবে আর্নল্ড শোয়ার্জনেগারের মত বিশাল ব্যায়ামবীর হবেন, তিনবেলা বিশুদ্ধ প্রাকৃতিক খাদ্য তথা ফলমূল খাবেন, বিড়ি সিগারেট যার দুই চোখের বিশ । ইয়োগার ব্লগে আমাদেরকে তিনি তামাক ত্যাগ করার উপদেশ দিয়েছিলেন । কিন্তু কার্যত দেখা গেল তিনি ভুশ ভুশ করে সিগারেট টানেন । ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি নুপুর ভাবি, কোলে নিধি ।

ষোলই ডিসেম্বর সচলাড্ডা - চকলেট

আমাদের জন্য উপহার মুমু আপুর চকলেট । যারা আসেন নাই তার এই জিনিস হারিয়েছেন । এই চকলেট বিশেষ চকলেট, যে খেয়েছে সেই বুঝেছে । যে একবার খেয়েছে আবারো খেতে চেয়েছে । রায়হান এই চকলেট বিশ কেজি খেয়ে গলা শুকিয়ে চোখ লাল করে ফেলেছিল । পরে পানি খেয়ে গলা ভিজায় ।

ষোলই ডিসেম্বর সচলাড্ডা - আপডেট

সচলাড্ডার লাইভ ব্লগে আপডেট হচ্ছে । অতন্দ্র প্রহরী আর শিক্ষানবীসকে দেখা যাচ্ছে এই মূহুর্তে ব্লগ আপডেট করতে ।

ষোলই ডিসেম্বর সচলাড্ডা - ভদ্রলোক ছবিষোলই ডিসেম্বর সচলাড্ডা - ভদ্রলোক ছবি

ভাবলাম আড্ডা যখন চরমে সেই সময়ের একটা ছবি তুলি । যেই সোফায় লীলেন ভাই, রনদা, সবুজ বাঘ প্রমুখেরা বসেছিলেন তার পেছনে দাঁড়িয়ে একটা স্ন্যাপ নেয়ার চেষ্টা করছিলাম । এর মধ্যে লীলেন ভাই উঠে দাঁড়িয়ে ছবিটাকে ভদ্রলোক ছবি বানিয়ে দিলেন । লোকটা বেশ এনার্জেটিক, প্রায় সবসময় লাফালাফির উপর থাকে । এও কি গোপনে ইয়োগা চর্চা করেন নাকি - রণদা কি মনে হয় ?

ষোলই ডিসেম্বর সচলাড্ডা - আড্ডার মাঝে

অনেকেই এসে পড়েছেন, আড্ডাও জমে উঠেছে । মুজিব ভাই একটু আগেই কয়েকটি লালনের গান গাইলেন, খুব চমৎকার । এক পর্যায়ে রণদা নাচ জুড়ে দিয়েছিলেন । যাই হোক এখন মুমু আপুকে গান গাওয়ানর জন্য জোরাজুরি চলছে । স্পর্শ কোথাও বেল পাচ্ছিল না, তখন পান্থ ভাই মুমু আপুকে যেসব বই উপহার দিয়েছিলেন সেখান থেকে একটা বই নিয়ে পড়ার ভান করেছিল । তাতেও মনে হয় সুবিধা করতে পারেনি, এখন দেখা যাচ্ছে মুমু আপুর পাশে গিয়ে বসে আছেন ।

একটু পর কথা কথায় সুমি আপা বললেন মুমু আপুর প্রোফাইলের ছবির সাথে নাকি চেহারার অনেক মিল । তিনি সম্ভবত মুমু আপুর পুরাতন ছবিটির কথা বলেছিলেন, যেখানে শুধু দুই চোখ আর কপালে টিপ দেখা যেত । যাই হোক মুমু আপুর প্রোফাইল ছবি বর্তমানে একটা ফুল । তো মুমু আপু এই কথা শুনে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে কোন কূল-কিনারা করতে না পেরে বললেন, " আমার প্রোফাইলে তো ছবিটা একটা ফুল " । এই পাশ থেকে স্পর্শ এই চামে বলেদিল " আপনি ফুলের মতই সুন্দর " - বা এই টাইপের কি জানি । আমি ভাবলাম এইবার রেনেট ভাই স্পর্শরে খুন করবে । কপাল ভাল রেনেট ভাই খেয়াল করেনাই, তিনি তখন সুমি আপুর ছেলে আরভিনের সাথে ব্যাস্ত । নাহলে নাটুকে বাড়িতে একটা নাটকীয় কান্ড হয়ে যেত ।

ষোলই ডিসেম্বর সচলাড্ডা - আরভিন

এই ছবিটি আরভিনের তোলা । আরভিন এবং অন্যান পিচ্চিরা সচলাড্ডায় অনেক সচলের চাইতেও বেশি সচল ভূমিকা পালন করেছিল । তানবীরা আপুর আনা কেকটা অনেক্ষণ টেবিলের উপর স্থির পড়েছিল । আরভিন গিয়ে সেই কেক ধরে ঝাঁকাঝাঁকি করে কেকটাকেও সচল করেদিল ।

ষোলই ডিসেম্বর সচলাড্ডা - আনিস ভাইয়ের গানষোলই ডিসেম্বর সচলাড্ডা - আনিস ভাইয়ের গান

মুমু আপু নাকি এক প্যারার বেশি গান গাইবেন না । এক প্যারা এক প্যারা করে দুই খানা আস্ত গান গেয়ে ফেললেন । তারপর গান ধরলেন আনিস ভাই । প্রথম গানটা লীলেন ভাইয়ের খুব একটা পছন্দ হয়নি মনে হয় । দূরে দেখা যাচ্ছে গানের দিকে মনযোগ বাদ দিয়ে হাত পা নেড়ে কি জানি করছেন - এই কারনেই তিনি ব্লার বাকিরা স্পষ্ট ।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এত ঘোলা পানিতে (ছবিতে) কাজ হবেনা, পরিস্কার ছবি চাই।

বিপ্লব রহমান এর ছবি

দীর্ঘশ্বাস! মন খারাপ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রায়হান আবীর এর ছবি

এনকিদু ভাই তাম্বুক খাওনের জন্য আপনারে থ্যাংক্স দিমু ভাবছিলাম- কিন্তু আপনিও দেখি আমার নামে অপপ্রচার শুরু করছেন। আপনারে মাইনাস দেঁতো হাসি

=============================

এনকিদু এর ছবি


এই পোস্টে কিছু করি নাই কাজেই এখানে মাইনাস দেয়া যাবে না ।


চিন্তা কইর না, আমি এমনিতেও তোমারে বদনাম করুম না । আমার টার্গেট স্পর্শ দেঁতো হাসি


তবে তুমি চাইলে আমি তোমাকে নিয়েও একটা পোস্ট দিতে পারি । অর্ধেক সত্যি তার অর্ধেক কল্পনা আর বাকি অর্ধেক নারী।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

ঐ কদু মিয়া আমি কবে তোমার বাড়া ধানে মই দিলাম?? আমার পিছে লাগছো ক্যান??
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

এনকিদু এর ছবি

বস্‌ বাগধারাটা মনে হয় "পাকা ধানে মই দেয়া" হিসেবেই আমরা শিখেছিলাম । পাকা কেমনে বাড়া হইল আমি বুঝলাম না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

বাড়া কি সেইটা যদি বুঝতা!...

কিন্তু আমি বুঝায়ে বলতে পারবো না। কারণ এইখানে কবি নীরব।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

মাহবুব লীলেন এর ছবি

বাড়া কি সেইটা যদি বুঝতা!...

বাড়ি কুষ্টে না চুয়োডাঙা?

স্পর্শ এর ছবি

আশে পাশেই
মাগুরা !
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্বপ্নাহত এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

এনকিদু এর ছবি

বুঝি বলেই মন্তব্য করেছিলাম, না বুঝলে বাংলা উইকিতে ঘুরতে হত । যাউকগা, আসলে কথা হল, *ল পাকে বলে জানতাম, *ড়া পাকা শুরু করল কবে থেকে ? নাকি এইটা আপনার কেরামতি স্পর্শের গুনে ঘটে ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তারেক এর ছবি

ওই মিয়া, এতক্ষণ টিপাটিপি কইরা এই কয়টা ছবি তুলসিলা মোটে?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

এনকিদু এর ছবি


তোকে ভদ্র কবি বলে জানতাম, এখন মনে হচ্ছে ভদ্রলোক রেগে টং


কয় টিপে কয় ছবি - এটা আমার সাথে আমার ক্যামেরার বিশেষ বোঝাপড়া । পাবলিকের বুঝে কাজ নাই ।


কিছু ছবি ঘোলা হয়ে গেছে, আর বেশিরভাগ ছবি রিডান্ডেন্ট । আমার কাছে এমন ঘটনার ছবি কমই আছে যা অতন্দ্র প্রহরী ইতোমধ্যেই পোস্ট করে দেয়নি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তারেক এর ছবি

মানুষ অভ্যাসের দাস। নইলে কি আর বিডিআর অন্যের ক্যামেরার ছবি ছিনতাই করে? হাতসাফাইয়ের পুরান খাছ্‌লত চোখ টিপি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ধুসর গোধূলি এর ছবি

- বিডিআর ভাইয়ের ইয়ে মাচাল!!! রেগে টং
ডাকেন, পঞ্চায়েৎ ডাকেন। আইজকা বাদ মাগরেব।

আর আপনে মিয়া এতোদিকে চান ক্যান? ফটুক আছে ঝুলাইতে থাকেন সমানে! বিডিআর, আর্মি, র‌্যাব- যতো খুশি দেক গা! গুতুম মাছের মতো পিছলাইয়েন না বস। ফটুক পোস্টান! নাইলে আপনের নামেও পঞ্চায়েৎ...!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এনকিদু এর ছবি


পঞ্চায়েৎ ডাকলে খারাপ হয়না, আরেকটা সচলাড্ডা হয়ে যাবে চামে


ঠিকাছে আরো ছবি দিচ্ছি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

কিদু ভাই, দেন দেন, আরো ছবি দেন। ছবি দেখে সবাই বুঝুক তারা কী মিস করসে! চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

এনকিদু এর ছবি

ইয়ে, কোন দেশের সময়ে বাদ মাগরেব, বাংলাদেশ না জার্মানী ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

@ তারেক

পুরান খাছলত, না? দাঁড়ান মিয়া, আপনারে পায়া নেই পরের বার! রেগে টং


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

রণদীপম বসু এর ছবি

এনকিদু তো দেখি রীতিমতো ইয়োগা-শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে ! কিছুদিন আগে কোন বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্য হিসেবে তাঁকে হুমকী দিয়ে রাখা হয়েছিল। ভেবেছিলাম যে খুবই পাজি গোছের কিছু একটা হবে। কিন্তু আড্ডায় সামনে পড়তে দেখি, ওমা, এ তো ভাজা মাছটিও উল্টো খেতে জানে না ! সেই সুবাদে বিশাল মাফ দিয়েছিলাম। কিন্তু এখন তো দেখি আমাকেই ঘোল খাইয়ে দিয়েছে !

বুঝতে পারছি এভাবে তাকে ছেড়ে দেয়া ঠিক হয়নি ! এক মাঘে শীত যায় না কইলাম (আবার হুমকী) !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি


আমি ইয়োগা শত্রু কবে হইলাম ? আপনি জানেন, আমি সারাদিন পদ্মাসনে বসে (নরমালটা, ভয়ঙ্কর গুলো আমি পারি না) কম্পিউটারের কীবোর্ড চাপি ।


হুমকী যত খুশি দেন, মিরপুরে তো আর আমি যাচ্ছি না । আর গেলেও এক দুই নাম্বারের দিকে না চোখ টিপি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

কদু নামটা পছন্দ হইসে!! এইবার পোলাটারে খেপানো যাবে ভাল মত।!! থ্যন্কু বস!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

এনকিদু এর ছবি

লাভ নাই লাভ নাই । আমি ক্ষেপতেছি না হাসি

এগুলা সব আপনার jealousy envy wrath


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স।িজদ এর ছবি

Please do sign in in this form.

http://www.ipetitions.com/petition/freezaidi/

অভ্রনীল এর ছবি

আমি তারা মারতে পারলামনা... নাহলে কদু ভাইরে আমি পাঁচখান তারা দিতাম...
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

এনকিদু এর ছবি

ধন্যবাদ । পাওনা থাকল, সচল হবার পর এসে তারা দিয়েন হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অভ্রনীল এর ছবি

বস আমার আবার গোল্ড ফিশের মেমোরী... একটু মনে করায়া দিয়েন... দেঁতো হাসি
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

রানা মেহের এর ছবি

এই লেখা গুলো না দিলে হয়না?
আর কত নুনের ছিটা দেবেন আপনারা?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ঠিক্কথা, আসেন কদু ভাইরে ঠ্যাঙ্গানি দেই ... সচলে ঢুকলেই মেজাজ গরম হচ্ছে ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

@কিংকং:
মাথা বেশি গরম হইছে? আপতত ঠাণ্ডা করার ব্যবস্থা করতেছি, কিন্তু আগামী বছর ১৬ই ডিসেম্বর মিস করলে কিন্তু খবর আছে...

@ অতন্দ্র প্রহরী:
পারলে এক বোতল ঠাণ্ডা পানি সচলে আপলোড করে দেয়া হোক, যাদের মেজাজ গরম হয়ে যাচ্ছে তাদের জন্য আমাদের দায়িত্ব আছে না!

অতন্দ্র প্রহরী এর ছবি

এক বোতলে কাজ হবে না রে ভাই, পুরা বুড়িগঙ্গাটাই আপলোড করে দিতে হবে মনে হয় চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

তাইলে তাই দ্যান, তবুও এর একটা বিহীত হোক!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কী যে বলেন্না... আমার তো জানামতে আরো অন্তত বেশ কয়েকজন এই আড্ডা নিয়া পোস্ট দিবো অচিরেই... আর ফটো তো যা তোলা হইছে তার ১ ভাগো আসে নাই এখনো... আসিতেছে... ধৈর্য্য ধরেন বিদেশীরা... নুন কাহাকে বলে কতো প্রকার কি কি সব জানিতে পারিবেন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি

তুলনা দিতে চাইলে শুধু নুন দিয়ে পোষাবে না, সব রকম মশলার নাম বলতে হবে । সোজা বাংলায় বললে বলা যায় ঝাল ফ্রাই হয়ে যাবেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

পানি খান, মাথায় পানি ঢালেন হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

রানা মেহের লিখেছেন :

এই লেখা গুলো না দিলে হয়না?
আর কত নুনের ছিটা দেবেন আপনারা?

না দিলেও হয়, কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে নিয়মিত হারে দীর্ঘ সময়ের জন্য সচলাড্ডা গুলোতে যোগদান করতে হবে । যেমনে পারেন তেমনে । ওয়ান্টেড ডেড অর এ্যালাইভ হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রানা মেহের এর ছবি

মেজাজ খুবই খারাপ হচ্ছে কিংকং।
কিছু করছেন না কেন?
কিসের কিংকং আপনি???????????
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

ধুসর গোধূলি এর ছবি

- বিডিআরের পোস্টে দলে দলে যোগ দেন।

ওইখানে সচলের সাধারণ যেকোনো পোস্টে প্রথম তিনশ মন্তব্যের কোটা ছাড়ানোর লক্ষ্যে এক বিশাল বিচিং মাহফিলের আয়োজন করা হইয়াছে। আপনারা উক্ত বিচিং মাহফিলে যোগদান করিয়া প্রবাসী সচলদের পক্ষ হইতে উত্তম জাঝা প্রাপ্ত হউন!

মাহফিল আয়োজক,
যৌথভাবে,

মাননীয় সন্যাসী ঠাকুর

মাননীয় ধুগো

(সাক্ষর স্ক্যান করা হয় নাই)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

"বিশাল বিচিং মাহফিল"! গড়াগড়ি দিয়া হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কী মাহফিল?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি


বিচিং মাহফিল - এইটা বাংলায় বলেছে নাকি ইংরেজীতে আমি এখনো ঠিক নিশ্চিত নই ।


ধরলাম ইংরেজী । সেক্ষেত্রে আমি কিভাবে অংশগ্রহন করতে পারি বুঝতে পারছিনা । আমার একটা y ক্রমোজম ।


ধরলাম বাংলা । তাইলে আমি আসলেই বোক... হয়ে গেলাম । এইটা কেমনে করে ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

স্পর্শ'র ছবিটা দেখে হাসতে হাসতে শেষ! মনে হচ্ছে যেন "ওয়ান্টেড - ডেড অর অ্যালাইভ"! হো হো হো


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

স্পর্শ এর ছবি

এই সবই সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র!! আমার মত জেমস বন্ডএর নায়করে ক্যামেরার কারসাজি তে এই হাল করছে। তিব্র প্রতিবাদ জানাচ্ছি!! রেগে টং

অবশ্য এখন ভিক্ষা সমিতির মুখোপাত্রর পদ পেতে আর ঝামেলা হবেনা দেঁতো হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতন্দ্র প্রহরী এর ছবি

মুখপাত্র পদ প্রাপ্তির জন্য আগাম অভিনন্দন চোখ টিপি দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অনলাইনে ভিসা পাঠান! ঐ মাহফিলে আমরাও যোগ দেই।
কখন কোথায় হবে ঠিকান দ্যান, দলবল নিয়া আইতাছি। আমগো দল এখন অনেক ভারী, দেশের কোন কোন রাজনৈতিক দলের চেয়েও বড় এবং অনেক সংঘবদ্ধ।

কীর্তিনাশা এর ছবি

আসুক আরো ছবি আসুক।
কেমন মজা করছি সেইটা পাব্লিক বুঝুক দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

নাহ ! এখানেও আমি কোথাও নেই, কি দুঃখ ! সচল আড্ডাটি যে আমি ছাড়া অচল ছিল সেটা কেউ বললো না । আমি না প্রথ্ম সবাইকে জানালাম যে আনিস ভাই খুব সুন্দর গান জানে। আপনারা এমন কেন? অতিথি যে লক্ষী এটা ভোলাতো ঠিক না। হাহাহাহাহা খুব ভাল লেগেছে সচলের সবাইকে , এরকম আড্ডায় যগ দিতে পেরে আমি মহা আনন্দিত । এখন থেকে আমিও সচল হব।

Lina Fardows

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমরা তো আপনের নাম না লেখার যৌথ সিদ্ধান্ত নিছি... জানেন না? আপনে গান গাইলেন না কেন? খালি হারমোনিয়াম আইনাই খালাস? গান না গাওয়ায় আপনার বিরুদ্ধে আমাদের নাম না নেওয়া কর্মসূচী... নেক্সট আড্ডায় গান গাইবেন কথা দিলে বিষয়টা নতুন করে ভাবা যেতে পারে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি

ধন্যবাদ লিনা আপু । আমরাও খুব খুশি হব আপনাকে সচলায়তনে এবং আড্ডাগুলোতে নিয়মিত পেলে । দুঃখিত আপনি আসার পর আমি খুব বেশি ছবি তুলিনি । আনিস ভাইয়ের গান শুরু হওয়ার একটু পরেই আমি কাট মেরে ছাদে গেলাম, সাথে ছিল রায়হান আর স্পর্শ - সে আরেক গল্প ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অবাঞ্ছিত এর ছবি

সেই রকম আড্ডা !

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

সৌরভ এর ছবি

মাননীয় সচলায়তন কর্তৃপক্ষ(অদৃশ্য শক্তি),
এইসব সচলবিরোধী সম্মেলন আরো কতদিন চললে কর্তৃপক্ষ এইসব দিকে নজর দেবেন?

আমি তীব্র প্রতিবাদ জানাই এইসব সম্মেলনের। এবং অনতিবিলম্বে সম্মেলনের আয়োজকদের তিনশ মিনিটের জন্যে পোস্ট ব্যান এবং অংশগ্রহণকারীদের ছয় মিনিট কমেন্ট ব্যান এর শাস্তি প্রদানের দাবি জানাই।

-

আরণ্যক সৌরভ
ভারপ্রাপ্ত আহ্বায়ক
জা-কা-জা ভায়রা-ভাই পরিষদ
আরণ্যক
স্বাক্ষর


আবার লিখবো হয়তো কোন দিন

মুশফিকা মুমু এর ছবি

সবাইরে ভালৈ পঁচাইলেন কদু ভাই, কেউ কদু ভাইকে পঁচানি পোস্ট দেনতো তারাতারি
রায়হান যে বিশ কেজি খেয়ে ফেলসিল বুঝিনাই তাইতো বলি ওর চোখ এত লাল কেন খাইছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

এনকিদু এর ছবি

শীতকালে কদু ভাল হয় । এখন কদুর সিজন । আমারে যদি কদু বলেন তাইলে আমিও বললাম আমি এখন ফর্মে আছি । আপনারা পঁচায় সুবিধা করতে পারবেন না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

তাই নাকি কদু ভাই! হো হো হো


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

এনকিদু এর ছবি

আবার জিগস্‌ !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভূঁতের বাচ্চা এর ছবি

এতো কম ছবি তুললে ক্যামনে হবে কদুভাই ?
আরো বেশি ছবি আশা করতাসিলাম।
তয় পঁচানি ভাল হইসে , সাবাশ ভাইয়া !
স্পর্শ ভাইয়ের ভিজা বিড়াল মার্কা পোজ জোস লাগছে।
শেষের ছবিতা মুমুরে দেখসেন ক্যামনে যেন জুলুজুলু চোখে তাকায়া আছে !

--------------------------------------------------------

মুশফিকা মুমু এর ছবি

জুলুজুলু চোখ?? আমিতো দেখি চোখ বন্ধ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

সুন্দর মানুষকে তো সবাই সুন্দরই বলবে, এতে খুনাখুনির কি আছে? তবে স্পর্শ মিয়া আমার সিটটা দখল করে ভাল করেন নাই।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এনকিদু এর ছবি

ভাই, অহিংস হয়ে কোন কাজ নাই । আপনি শুধু একবার বলেন ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

রেনেট ভাইরে লাল সালাম!
আর আমিতো সিট দখল করিনাই! 'পাকে চক্রে ভগবান ভুত' হয়ে গেছে! ইয়ে, মানে...
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

জ্বিনের বাদশা এর ছবি

আবার আলু পুড়বে, থুক্কু, আড্ডা হবে কবে?

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

এনকিদু এর ছবি

ভালয় ভালয় না পুড়লে কারো ঘরে আগুন লাগাইতে হবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠিক হ্যায় কদু ভাই, আপনার বাসার ঠিকানা দ্যান দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

মুশফিকা মুমু এর ছবি

অতন্দ্র প্রহরী ভাই এড্রেসটা নেন, আমি আমার ম্যাচের কাঠি নিয়ে আসতেসি, ওয়েইট করেন দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠিকাছে, আমি রাজি দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

এনকিদু এর ছবি

ঘরে অনেক ছারপোকা হয়েছে, হাতীর মত বড় একেকটা । বিছানায় বসলেই কুট কুট করে কামড়ায় । আর রাতে ঘুমানর জন্য বাতি নিভান মাত্র যা শুরু করে রে ভাই - কি আর বলব । মনে হয় আমাকেই বিছানা থেকে টেনে নামিয়ে ফেলবে !

আগুন লাগায় যদি সাফ করে দিতে পারেন তাইলে বিরাট উপকার হয় মুমু আপু । আপনারে আগাম ধন্যবাদ হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

তিতুমীর হল ৩১০ ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

কদু ভাই, আপনার দাড়ির ভেতর আবার ছাড়পোকা নাই তো? চোখ টিপি ঠিকানা তো পাইলাম। ম্যাচ যোগাড় হলেই আমরা দুইজন চলে আসব, আপনি টেনশন নিয়েন না খাইছে


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

এনকিদু এর ছবি

না ভাই, দাড়িতে ছারপোকা নাই । দাড়ির মধ্যে তেলাপোকা আছে, ওরাই সব ছারপোকা ধরে ধরে খেয়ে ফেলেছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফুল আকবর খান এর ছবি

বেশ।
টপিক-এ ঢুকতে ঢুকতে দেখি-
সব শেষ।

[ইস্! আমারে অফিসে রাইখ্যা এরা সবাই কতো কথা কয় রে ভাই! না, বাসায় একটা আন্তঃজাল বুনতেই হইবো এইবার! রীতিমতো হিংসায় পাইছে এইবার আমারে। ;)]
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।