স্টিকার : বাসে

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: সোম, ২৬/০১/২০০৯ - ১১:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:


কয়েকদিন আগে রাতে শাহবাগ থেকে একটা বাসে উঠে কয়েকটা স্টিকার লাগিয়েছিলাম বাসের ভেতরে । তারপর এক কোনায় চুপচাপ বসে পড়লাম । ফার্মগেটে এসে অনেক লোক উঠে বাসটা ঠাসাঠাসি করে ভরে ফেলল । যেসব জানালার কাঁচে স্টিকার লাগিয়েছিলাম তার একটার পাশে বসেছিলেন মধ্য বয়সী এক ভদ্রলোক । স্টিকার দেখেই এই প্রসঙ্গে পাশের জনের সাথে আলাপ জমে গেল । আমি কান পেতে শুনতে থাকি তাদের কথা । জানালার পাশের ভদ্রলোকই বক্তা, অন্যজন হুঁ-হাঁ করে সমর্থন দিয়ে যাচ্ছেন । কথা বার্তায় বুঝতে পারি স্টিকারে বক্তব্যের সাথে এই ভদ্রলোক সহমত । আড্ডাবাজ জাতি আমাদের, কিছুক্ষণের মধ্যেই আশেপাশে দাঁড়িয়ে আর বসে থাকা লোকজনের মধ্যে কয়েকজন আলোচনায় যোগ দেন ।

বিচার কি আসলে করতে পারবে ?

বিচার করতে কি আসলেই চায়, নাকি আবার মূলা ঝুলাইল ?

এদের নির্বাচনী ওয়াদাতো আসলে মূলা ঝুলানর মত । সবাই বলেছে যুদ্ধাপরাধীদের বিচার চাই, তাই এরাও বলেছে বিচার চাই । আসলে কি চায় না চায় ওরাই ভাল জানে ।

দেখা যাবে পাঁচ বছর ধরে এই নিয়ে অনেক রকম ভুং-ভাং করে আসল কাজ কিছু না করেই বিদায় হবে । যাওয়ার সময় বলে যাবে বিচার নিয়ে ব্যাস্ত ছিলাম তাই অন্য কাজে হাত দিতে পারিনি ।

আস্তে আস্তে হতাশা আর আশঙ্কার দিকে যেতে থাকে আলোচনার ধারাটা । এই সুযোগে এতক্ষণ চুপ করে থাকা মুরুব্বি গোছের এক লোককে সরব হতে দেখা যায় ।

যুদ্ধাপরাধী কেউ থাকলে আসলেই বিচার হওয়া উচিৎ । একবার বিচার হয়ে গেলে পরে আর কেউ এটা নিয়ে কথা বলবে না ।

আমার সন্দেহ হয় তার কথায় । খুব চেনা সুর । এই সুর আগেও শুনেছি কয়েকবার ।

সন্দেহ সঠিক প্রমানিত হতে আর সময় লাগেনা যখন সেই লোক নানা রকম যুক্তির অবতারনা করে প্রমান করে দেন পাকিস্তানী আমলেই ভাল ছিলেন । আট আনায় কত কিছু পাওয়া যেত । এক আনা চালের দাম বেড়েছিল তাতেই নাকি কত লোকে আন্দোলনে গেল । তিনি নাকি তখনো বিরক্ত হয়েছিলেন । এখনো বিরক্ত হন এসব দেখলে ।

এর পর আলোচনাটা থেমে যায় । কয়েকজন অবাক হয়ে মুখ চাওয়া-চাওয়ি করেন । আমি আমার আধা অন্ধকার কোনা থেকে চুপ করে তাকিয়ে লক্ষ করতে থাকি যুক্তিবাদীকে । রাজাকার চেনা যায় চোখ কান খোলা রাখলেই । অনেক সময় তারাই আওয়াজ দিয়ে জানান দেয় নিজের পরিচয় ।

বাস ভর্তি লোক শুধু অবাক হয়েই খালাস, কেউ প্রতিবাদ করল না । দিন শেষে কাজ থেকে বাড়ি ফেরার বাসে সবাই কি ক্লান্ত কাজের চাপে নাকি সবার চিন্তা-ভাবনা আর বিবেকও ক্লান্ত এত বছর ধরে হতাশার মুখোমুখি হতে হতে ।


পরেরদিন বিকালে আজিমপুর থেকে দুলদুলের একটা বাসে উঠেছিলাম । স্টিকার লাগানর জন্য সুবিধাজনক একটা জায়গা খুঁজতে গিয়ে চোখে পড়ল একটা জানালার কাঁচের উপর আমাদের স্টিকারটা । আমার আগেই তাহলে কেউ এই বাসে উঠেছিল, স্টিকার লাগিয়ে নেমে গেছে । আমি ছাড়াও কেউ কেউ তাহলে স্টিকার লাগায় । কে হতে পারে ? সচলদের কেউ, যেসব বন্ধুরা স্টিকার চেয়ে নিয়েছিল তারা কেউ অথবা একেবারেই অচেনা সেসব ছেলেমেয়েরা কেউ যারা আমাকে একটা স্টিকার লাগাতে দেখে হাত বাড়িয়ে দিয়েছিল একটা স্টিকারের জন্য ।

এই বাসেই হয়ত একটু পর উঠবে কয়েকজন বিভিন্ন বয়সী লোকজন । বিভিন্ন পেশা আর সামাজিক অবস্থানের । স্টিকার দেখে কেউ কেউ আলোচনা করবেন, কেউ করবেননা । আর মাঝে মাঝে রাজাকারেরা কেউ সবাইকে অবাক করে দেবে দৃঢ় কণ্ঠে ঘোষনা দিয়ে যে পাকিস্তানি আমলেই ভাল ছিলেন ।

যা ইচ্ছা ঘোষনা করুক । বাসের ভেতরে এখনি স্টিকার লাগনর দরকার নেই, আমি বাসের বাইরে লাগাই । বাসের জানালা থেকে হাত বাড়িয়ে বাসের গায়ে একটা স্টিকার লাগিয়ে দিলাম । বাস ভর্তি সবাই প্রায় আমারই বয়সী । আর দুটো স্টিকার লাগাব আমি বাসের ভেতরে, সিটের পেছনে যেই প্লাস্টিকের বোর্ড থাকে সেই বোর্ডে । জানি এই দুটো স্টিকার লাগাতে দেখেই বাসের ভেতর থেকে কেউ একজন একটা স্টিকার চাইবে । গত কয়েকদিন যতবার বাসে উঠে স্টিকার লাগিয়েছি ততবার এরকম ঘটেছে । প্রতিবারই কেউ এগিয়ে এসেছে । কিছুদিন আগেই চট্টগ্রামের সাইফুল্লা, যার সাথে এরকম করেই পরিচয় হয়েছিল, শুদ্ধস্বর থেকে এক বান্ডিল স্টিকার নিয়ে গেছে চট্টগ্রাম শহরে লাগাবে বলে । বাসের বাইরে স্টিকারটা লাগান শেষ করার আগেই বাস ছেড়ে দিয়েছে । সামনের দিকের সিটে একটা আর পেছনের দিকের সিটে একটা করে স্টিকার লাগাব । তারপর আমি ভাল দেখে একটা খালি সিটে বসে পড়ব চুপকরে । মনে পড়ে অঞ্জনের একটা গান - শেষ বলে কিছু নেই ।


অঞ্জন দত্তের সেই গানটা -

শেষ বলে কিছু নেই

যখন মনের ভেতর সূর্যটা হঠাৎ ডুবে যায়
যখন আশা ভরসা সব রাস্তা হারায় ।

যখন ভর দুপুরে পথের ধারে একলা করে ভয়
যখন বাসে ভিড়ে গলার ভেতর কান্না চাপতে হয় ।

জেনো তোমার মতই আমি হাতড়ে বেড়াই
জেনো তোমার মতই আমার বন্ধু একটা চাই ।

যেমন মাঝ দরিয়ার নৌকো ফিরে আসে কিনারায়
ওরে মানুষ যখন আছে, তখন হাতও জুটে যায় ।

শেষ বলে কিছু নেই ।।

শেষ যেখানেই, জেনো শুরু সেখানেই ।


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

চলুক
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

এনকিদু এর ছবি

হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নিবিড় এর ছবি

রাইয়্যান ভাই আমিও রাস্তায় দেখছি স্টিকার তখন খুব ভাল লাগছে । আমি আর আমার বন্ধু সেলিম যেখানে পাই সেখানেই লাগাই ।
আপনের মত আমিও আজব কিছু ঘটনা দেখছি । সবাই কে স্টিকার বিলি করার সময় আমারি কিছু ক্লাস মেট এই ব্যাপারে প্রশ্ন তুলছে । আবার এর উল্টা ঘটনাও আছে । আমি এই রকম স্টিকার দিই শুনে আমার কিছু ক্লাসমেট আবার কাছ থেকে চেয়ে নিয়ে গেছে । সত্যি বড় আজিব দুনিয়া ।
চালায়া যান চলুক
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

আমিও রাস্তায় দেখছি স্টিকার তখন খুব ভাল লাগছে ।

অসাধারণ একটা অনুভূতি হয় । আরো ভাল লাগে যখন অচেনা লোকজন, বিভিন্ন বয়সের, শ্রেনীর, পেশার এসে আগ্রহ প্রকাশ করে । রাজাকারদের কথা বাদ দাও, ওদের আচরনে মাথা গরম টরম করার কিছু নাই । আমাকে এরকম প্রশ্ন করলে আমি কোন উত্তর দিই না । দাড়ি-গোঁফের ফাঁক দিয়ে যতখানি সম্ভব সুন্দর করে একটা হাসি দিয়ে চলে আসি । হাসির অর্থ যে যার মত বুঝে নিক । আমার কাছে হাসির মানে হল দুইজন মানুষের মধ্যে সংযোগকারী সরলরেখা । মানুষটা রাজাকার হলেও । একটা সুন্দর হাসি দিয়েই যদি রাজাকারের কলিজার মধ্যে ঢুকে পড়া যায় খারাপ কি ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সবজান্তা এর ছবি

আজিমপুর থেকে বসুন্ধরা সিটি পর্যন্ত যত বাস যায়, তার অনেকগুলিতেই আমি লাগিয়েছি। মোহাম্মদপুর-মতিঝিল রুটের বাসে লাগিয়েছি।

লোকাল বাস যখন যেটায় উঠছি, স্টিকার মারা অব্যাহত আছে।

আমাদের স্টিকার মারা চলছে, চলবে।


অলমিতি বিস্তারেণ

এনকিদু এর ছবি

শাবাশ বন্ধু, চালিয়ে যাও ।

ভিডিওর কাজ শুরু হলে কিন্তু আওয়াজ দিস ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পলাশ দত্ত এর ছবি

রেটিং ছাড়া আর কিছু দিতে পারলাম না এনকিদু।।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

এনকিদু এর ছবি

আচ্ছা ঠিকাছে হাসি

আপনার ঐ বাড়ির মালিকের কি হল, যেই বাড়িতে স্টিকার লাগনর পর তুলে ফেলেছিল । ধরেছিলেন পরে ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

দারুণ হয়েছে !
বাংলা ব্লগস্ফিযার ঘুরে ঘুরে একটা বিষয়ে আমি নিশ্চিৎ। মিস্তিরিগিরির দক্ষ হাতগুলো লেখালেখিতেও সমান সিদ্ধহস্ত !
আমার মতোদের যে কী উপায় হবে শেষপর্যন্ত...!! আলু-পটলের ব্যবসার খোঁজ নেয়ার দরকার এখন থেকেই !

গুড জব এনকিদু...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

ধন্যবাদ রণদা ।

আপনার পর্যবেক্ষণটা আসলেই ঠিক । এই যেমন ধরেন রাগিব ভাই, শামীম ভাই, হিমু ভাই প্রমূখদের দেখে দেখে আমরা ছোটরাও শিখছি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

এনকিদু এর ছবি

ধন্যবাদ হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ইশতিয়াক রউফ এর ছবি

দুর্দান্ত প্রয়াস। অব্যহত থাকুক।

এনকিদু এর ছবি

ধন্যবাদ হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অভ্রনীল এর ছবি

চলুক

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

এনকিদু এর ছবি

হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তানভীর এর ছবি

চলুক

এনকিদু এর ছবি

হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

দ্রোহী এর ছবি

এনকিদু এর ছবি

ধন্যবাদ ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি

স্টিকার নিয়ে সবার অভিজ্ঞতাসম্বলিত পোস্টগুলোর ক্যাটেগরিতে স্টিকার লিখতে ভুলবেন না কেউ। পরে স্টিকার ক্যাটেগরিতে ক্লিক করলে একটা সামষ্টিক ছবি পাওয়া যাবে এ প্রকল্পের।

এনকিদুর স্টিকারপঞ্জি চমৎকার হচ্ছে!


হাঁটুপানির জলদস্যু

এনকিদু এর ছবি

ধন্যবাদ হিমু ভাই ।

স্টিকার নিয়ে নিজেদের অভিজ্ঞতা গুলো সবাই লিখলে খুব ভাল হয় । হিমু ভাই যেরকম বললেন, পুরো ব্যাপারটার একটা সামষ্টিক ছবি পাওয়া যায় । অন্যদের লেখা শীঘ্রই পড়ার আশায় রইলাম ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সবজান্তা এর ছবি

স্টিকার নিয়ে কয়দিন ধরে খুব মাথা গরম অবস্থায় আছি। আমি রোজ সকালে লাইব্রেরীতে উঠার সময় লিফটের দরজায় ( বন্ধ লিফট, আরো অনেক স্টিকারই লাগানো সেখানে) লাগিয়ে দিয়ে যাই, রাতের বেলা দেখি কোন বাচ্চা রাজাকার কিংবা রাজাকারের বাচ্চা সে'টা ছিঁড়ে ফেলেছে।

আমিও দেখতে চাই,ওরা কত ছিঁড়তে পারে।


অলমিতি বিস্তারেণ

হাসান মোরশেদ এর ছবি

'বাঁধন ছেড়ার হয়েছে কাল...'
অভিনন্দন কমরেডস!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এনকিদু এর ছবি

ধন্যবাদ কমরেড ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অমিত আহমেদ এর ছবি
এনকিদু এর ছবি

ধন্যবাদ অমিত ভাই হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রানা মেহের এর ছবি

এনকিদু ইন এ্যাকশন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

এনকিদু এর ছবি

হা হা দেঁতো হাসি
ধন্যবাদ ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

বিপ্রতীপ এর ছবি

চলুক
এভাবে হস্ত উচুঁ করে সমর্থন জানানো ছাড়া আর কিছু করতে পারলাম না মন খারাপ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

এনকিদু এর ছবি

আচ্ছা ঠিকাছে হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুমন চৌধুরী এর ছবি
এনকিদু এর ছবি

জয় হোক !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কীর্তিনাশা এর ছবি

আমার আরো কিছু স্টিকার আনা হলো না এখনও মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

হায় হায় !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভূঁতের বাচ্চা এর ছবি

স্টিকার সংগ্রামের সবসময় সফলতা কামনা করি।
কদু ভাই ভাল থাকবেন।
আর আসলেই তো
শেষ বলে কোনো কথা নেই।

------------------------------

--------------------------------------------------------

এনকিদু এর ছবি

ধন্যবাদ ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

গৌতম এর ছবি

আমি চার-পাঁচটি স্টিকার লাগিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু জায়গায়। সেগুলো এখনও বহাল তবিয়তে আছে। আরো কিছু স্টিকার লাগবে। দেখি, আপনার সাথে একদিন দেখা করে নিয়ে আসবো।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

এনকিদু এর ছবি

আমার সাথেই দেখা করতে হবে এমন কথা নেই । শুদ্ধস্বরে গেলেও স্টিকার পাবেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

আপনার দেখি অনেক অভিজ্ঞতা হচ্ছে।

=============================

এনকিদু এর ছবি

আর কইও না, ব্যাপক অভিজ্ঞতা হইতেছে !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।