ভূমিকম্প আর হৃদয়ে বাংলাদেশ

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: শুক্র, ০৪/০৯/২০০৯ - ৭:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

গতরাতে ভূমিকম্প হয়েছে, তখন আমি জেগেই ছিলাম । কিছুদিন আগে যেবার হল সেবার জেগে থাকলেও সঙ্গেসঙ্গে কাউকে খবরটা জানাতে পারিনি । এবার ভূমিকম্পের মাঝখানেই ফেসবুকে স্ট্যাসাস মেসেজ দিয়ে দিলাম । আগের ভূমিকম্পটার সময় দুই তিনবার ধাক্কা দিয়েছিল মিনিটখানেক পরপর । কিন্তু এবার একটার বেশি ধাক্কা টের পেলাম না ।

আজকে সন্ধ্যায় চ্যানেল আই এর সংবাদে দেখলাম ভূমিকম্পের উপর রিপোর্টিং হচ্ছে । জনৈক ভূতত্ত্ববিদ যিনি ভূমিকম্পের উপর বিশেষজ্ঞ, নাম এ টি এম শামসুজ্জামান (ভুল করে থাকলে কেউ ধরিয়ে দিন) ভূমিকম্পের উপর কিছু কথা বলছিলেন । আন্দামান নিকোবার থেকে শুরু করে ডাউকি ফল্ট আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন, কিন্তু ওনার সামনে বসিয়ে রাখা যেই মানচিত্রটার দিকে বার বার নির্দেশ করছিলেন তাতে বাংলাদেশ শব্দটা কোথাও লেখা ছিলনা । ভারত আর বার্মার মাঝখানে বঙ্গোপসাগরের উত্তরে "East Pakistan" নাম এর একটা দেশ দেখলাম ।

বিশেষজ্ঞ ভূতত্ত্ববিদ হলে কি নতুন মানচিত্র ব্যবহার করা নিষেধ, পঞ্চাশ বছর আগের মানচিত্র ব্যবহার করতে হয় ?

ব্যক্তির ভুলের কথা বাদ দিলাম । যেই চ্যানেলটার শ্লোগান "হৃদয়ে বাংলাদেশ" তাদের রিপোর্টিংএ তো অন্তত একটা "বাংলাদেশ" অথবা ইংরেজিতে "Bangladesh" লেখা মানচিত্র দেখান উচিত ছিল । নাকি বাংলাদেশটা শুধু হৃদয়ের মধ্যেই রেখে দেয়া সমীচীন মনে করেন, বাইরে বের করার দরকার নেই ।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

এইবারের ভূমিকম্প টের পাইনি। আগের রাতে না ঘুমানোর জন্য তাড়াতাড়ি ঘুমায়া গেসিলাম।

Easy Pakistan
't' বানায়া দেন।

আর বিষয়টা নিয়ে বলার কিছু নাই। হতাশা জানালাম।

এনকিদু এর ছবি

ধন্যবাদ ।
তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে একটা তাৎক্ষনিক ভুল করে ফেলেছিলাম আর কি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অনিকেত এর ছবি

আর সেইসাথে 'সমীচীন'----

ধুসর গোধূলি এর ছবি
সুহান রিজওয়ান এর ছবি

হুম, আমি টের পাই নাই। জানসি হচ্ছে লোকজনের ফেসবুক স্ট্যাটাসের কল্যাণে - তার মাঝে আবার আপনিই প্রথম !!

'হ্রদয়ে বাংলাদেশ' কেবল চ্যানেল আই সেরা কন্ঠ নির্বাচনের মতো কাজেই- কামে না...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সবজান্তা এর ছবি

ঘটনাটা বুঝলাম না। এর আগে যেদিন ভূমিকম্প হলো, সেদিনও আমি জেগে ছিলাম ঘটনার সময়, কিন্তু টের পাইনি। গতকালও আমি সাড়ে চারটার দিকে ঘুমাতে গিয়েছি, কই ! টের তো পাই নি। আগের বারের ভূমিকম্পগুলো টের পেয়েছিলাম, কিন্তু আজকাল পাচ্ছি না কেন মন খারাপ

তোর লেখার মূল বক্তব্যের ব্যাপারে কথা বলে মৃদুমন্দস্নিগ্ধসমীরসিঞ্চিত মনকে আন্দোলিত করতে চাই না। তবে জনৈক ভূ-তত্ববিদ এবং চ্যানেলওয়ালাদের জন্য একটা ফেসবুক গ্রুপে জয়েন করা একদম ফরজ হয়ে গিয়েছে।

East Pakistan... What Bitch ... It's called Bangladesh Now


অলমিতি বিস্তারেণ

এনকিদু এর ছবি

এরকম আরেকটা গ্রুপ আছেনা, যেখানে বলে অ্যাটলাস কিনে দেশের নাম দেখে নিতে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মুস্তাফিজ এর ছবি

আগের বারের ভূমিকম্পগুলো টের পেয়েছিলাম, কিন্তু আজকাল পাচ্ছি না কেন

সবজান্তা নীক বদলানোর সময় এসেছে কিংবা তোমাদের ওখানে ভূমিকম্প হয়নাই। হাসি

আমি তখনও সজাগ, ভাবলাম মাথা ঘুরাচ্ছে, তাই কম্পিউটার বন্ধ করে শুয়ে পড়েছিলাম।

...........................
Every Picture Tells a Story

এনকিদু এর ছবি

হ, সব্জান্তার রিটায়ারমেন্টের সময় হইছে মনে হইতেছে । আজকাল অনেক কিছুই জিগাইলে কইতে পারে না, উল্টা নিজেই দেখি অন্যদেরকে জিগায় । বানিজ্যে মন দে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রানা মেহের এর ছবি

আমাদের সবজান্তা ভাইয়ের শরীর স্বাস্থ্যের কি
ব্যাপক উন্নতি হয়েছে আজকাল? দেঁতো হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

হিমু এর ছবি

বুয়েটের কেমিস্ট্রি ল্যাবে বুনসেন বার্নারগুলির গোড়ায় খোদাই করে লেখা EPUET। একদম শুরুর দিকে এ ব্যাপারে ড. নজরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেছিলেন, দেখো, এটা যদি আমরা মুছে নতুন করে লিখতে যাই, বার্নারগুলি নষ্ট হবে। ইংল্যান্ড থেকে আনানো বার্নার, চিন্তা করে দেখো কতদিন ধরে কাজ দিচ্ছে। আমরা গুনগুন করছিলাম, তিনি তখন বললেন, আর বার্নারের কথা বলো, তোমাদের মধ্যে গুণে দেখো কতজন ক্রিকেট খেলা দেখার সময় পাকিস্তানের নাম জপতে থাকো। এক ছাগু ছেলে বললো, স্যার খেলা তো খেলাই। ড. ইসলাম চাপা গর্জন করে বলেছিলেন, তাহলে লেখা তো লেখাই।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

এনকিদু এর ছবি

এই নজরুল স্যার কি সেই স্যার না, রসায়ন মানে রান্নাবান্না বলতো ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি

আইনস্টাইন নুরুল ইসলাম বলতেন না ঐ কথা?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

এনকিদু এর ছবি

হ্যাঁ, এইবার মনে পড়েছে । আমি বার বার নজরুল ইসলাম আর নুরুল ইসলাম - এই দুই শিক্ষকের নাম গুলিয়ে ফেলি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সবজান্তা এর ছবি

হপ্তা' খানেক আগে আইনস্টাইন সাহেবকে দেখলাম অলিয়াস ফ্রঁসের ক্যাফেতে।

এই ভদ্রলোক আরেক লুল্পুরুষ। তাঁকে নিয়ে লিখলে মনে হয় ব্লগের পাতা শেষ হয়ে যাবে, কী বোর্ডের কালি ফুরিয়ে যাবে !


অলমিতি বিস্তারেণ

এনকিদু এর ছবি

অথবা কলমের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুহান রিজওয়ান এর ছবি

এই ভদ্রলোক আরেক লুল্পুরুষ।

আবার জিগস। পোলাগোটা দেইখা লিখার পর পোলা ক্লাসটেস্টে ১৩ পাইলে মিয়া ন্যূনতম ১৬ পায়...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

হিমু এর ছবি

আমি এক্টা গল্প বলি তোম্রা শোনো।

আমার এক বন্ধু, ধরা যাক তার নাম শামীম। ম্যাথ ডিপার্টমেন্টে এক লোল্পুরুষ লেকচারার ছিলেন, ধরা যাক তার নাম শাখামৃগ। শাখামৃগ মেয়েদের ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিলেন। তাদের যত্ন নিতেন। নিজের অফিসে যেতে বলতেন মেয়েদের। কুইজে মেয়েরা এক্টু বেশি নাম্বার পেতো। শুনলে মনে হবে আমি ফেল্টুশ ছেলে হয়ে ভালো ছাত্রীদের বদনাম করছি। কিন্তু ব্যাপারটা তেমন নয়। ছয় + ছয় = বারো নাম্বারের পরীক্ষায় দেখা যেতো ছেলেরা হয় ছয় নয়তো বারো পাচ্ছে, আর মেয়েরা আট থেকে বারোর মধ্যে নানান নাম্বার। বন্ধু শামীম একদিন আমাকে এসে কানে কানে ব্যাখ্যা করলো এর মাহাত্ম্য। কোনো এক কুইজে সে ছয় মার্কের এক্টা মাত্র অঙ্ক করতে পেরে দিশেহারা হয়ে শেষ মুহূর্তে কী ভেবে নামের জায়গায় শামীমের পাশে একটা আবছা ইংরেজি এ জুড়ে দিয়ে সেটাকে শামীমা বানিয়ে দিয়েছিলো। আমলনামা বার হবার পর দেখা গেলো সে বারোতে আট পেয়েছে। এই অতিরিক্ত দুই নাম্বারের জন্যে যে সেই আবছা ইংরেজি হরফটাই দায়ী, তাতে তার আর কোনো সন্দেহ নাই।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সুহান রিজওয়ান এর ছবি

পুরাই আমগো মো...লী স্যার খাইছে !!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

অতিথি লেখক এর ছবি

সমস্যাটা কোথায় ঠিক বুঝতে পারলাম না । এক দিন ও টের পাই নাই আমি । অথছ সব দিন ই computer এর সামনেই বসে ছিলাম ।

বর্ণ

সমুদ্র এর ছবি

একটা মেইল অথবা ফোন করা যায়না "হৃদয়ে বাংলাদেশ" এর কার্যালয়ে?

গতরাতেরটাই প্রথম টের পাইনি। আগেরগুলার মধ্যে একটায় ভাবছিলাম ভূতে খাট নাড়াচ্ছে।

"Life happens while we are busy planning it"

এনকিদু এর ছবি

মেইল অথবা ফোন করে কি বলবেন ? আপনি তাগোরে ভালু পান ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

মাহবুব লীলেন এর ছবি

ভূমিকম্প কী?

এনকিদু এর ছবি

সুন্দরবনে গিয়ে সাম্রাজ্যবাদী হাবিজাবি খেলে পেটের মধ্যে যা হয় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফ তাহসিন এর ছবি

নাকি বাংলাদেশটা শুধু হৃদয়ের মধ্যেই রেখে দেয়া সমীচীন মনে করেন, বাইরে বের করার দরকার নেই ।

চলুক

ঐ হালার পুত (শামসুজ্জামান) আর এই টিভি চ্যানেল ২টারেই নাকে খত দেওয়ানো দরকার

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ইশতিয়াক রউফ এর ছবি

পোস্টের মূল অংশ দেখে আশাহত হলাম। মন্তব্যগুলো পড়ে দারুণ মজা পেলাম। বিশেষ করে "ধরা যায় তার নাম শাখামৃগ"-তে।

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহা এত বছর পর সেই ৪০ বছর আগের মানচিত্র, টিভিতে কমপ্লেইন করা উচিত

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সাইফ তাহসিন এর ছবি

আসলে কমপ্লেইনে কাজ হয়না, কারন কমপ্লেইন করলে শুনবে, তার ফোন রাখা মাত্র কিছু গালি দিবে, কারন এদের কিছু আসবে যাবে না। এদের একমাত্র উপায় গন মাধ্যমে এদের মুখোশ উম্মোচন করা। এদের প্রতিযোগী আরেক দল যদি এদের ভুল ধরে, তাহলে কিছু হবার সম্ভাবনা আছে। এই পন্থায় সমস্যাটা আরো বিশাল হবে, তারপর লেগে যাবে কাদা ছোঁড়াছুঁড়ি। তখন সবাই ভুল ঠিক করার চেয়ে ভুল ধরতেই ব্যস্ত হয়ে পড়বে মন খারাপ , এসব চিন্তা করলে মাথা ঘুরতে থাকে।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

কত্তোদিন টিভি দেখিনা!! তাই এসব ছাগুয়ামি ও চোখে পড়েনা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।