কূর্ম ব্যাঙ

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
লিখেছেন সবুজ পাহাড়ের রাজা (তারিখ: বিষ্যুদ, ১৩/০৯/২০১২ - ৮:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উপরে ছবিটি দেখে নিশ্চয় চিন্তা করছেন, কি এটা? কচ্ছপ নাকি?

না, এটি কচ্ছপ নয়; কচ্ছপের মত দেখতে এক প্রজাতির ব্যাঙ। এর নাম 'কূর্ম ব্যাঙ'। ইংরেজীতে বলে 'Turtle Frog'। বৈজ্ঞানিক নাম 'Myobatrachus Gouldii'।

কূর্ম ব্যাঙ পৃথিবীর অদ্ভুত দর্শন ব্যাঙগুলোর একটি।

কচ্ছপ-দর্শন খুব ক্ষুদ্রাকৃতির এই ব্যাঙ সাধারণত: মাত্র ০৫ (পাঁচ) সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে। কচ্ছপের মত খোলস থাকলে কূর্ম ব্যাঙকে কচ্ছপ বলেই মনে হত। কূর্ম ব্যাঙের মুখ আর মাথার অংশ চিকচিকে ছোট, সুন্দর আর আদুরে। এদের পেটের অংশটা হলুদাভ-সাদাটে হয়ে থাকে, সাথে বাদামী ছোপ ছোপ দাগ। পিঠের অংশটুকু হালকা গোলাপী বা, গাঢ় বাদামী হয়ে থাকে। আর এদের পেশীর ছবি তো দেখতেই পাচ্ছেন; ছোটখাট কুস্তিগীর ধরণের।

কচ্ছপের মত দেখতে ও বেশ কিছু বিষয়ে কচ্ছপের সাথে মিল থাকায় একে ইংরেজীতে 'Turtle Frog' বলে, বাংলায় বলা যায় 'কূর্ম ব্যাঙ'।[০১]

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের জেরাল্ডটনফিল্টজজেরাল্ড নদী তীরবর্তী অঞ্চল কূর্ম ব্যাঙের আদি ও প্রধান আবাসস্থল।

কূর্ম ব্যাঙ জীবনের অধিকাংশ সময় বালিময় মাটির নিচে কাটিয়ে দেয়। বৃষ্টির শেষে এরা মাটি থেকে বেরিয়ে মাটির উপরিভাগে আসে। অন্যান্য ব্যাঙের সাথে এর কিছু পার্থক্যও আছে। অন্যসব ব্যাঙ শরীরের পিছনের দু'পা দিয়ে গর্ত খুঁড়ে কিন্তু কূর্ম ব্যাঙ শরীরের সন্মুখভাগের দু'পা (কচ্ছপরাও একই কাজ করে) দিয়ে গর্ত খুঁড়ে। উন্মুক্ত অরণ্যাঞ্চল, গুল্ম জন্মে এমন অঞ্চলের মাটিতে, পাথরের নিচে বা, বালিতে এরা ঘর বাঁধে। ধূসর রঙের বালি এদের খুব প্রিয়; একবার পেলেই হয় ধাঁই করে ছুটে চলে যাবে বালির ভিতর। পানি চলাচল করে এমন স্থান আর শক্ত মাটি এদের খুব অপছন্দ।

কূর্ম ব্যাঙের সবচেয়ে প্রিয় খাবার উঁই পোকা। আকৃতিতে ছোট হলেও কম পেটুক নয় এরা। এক বসায় এরা চারশ'র বেশি উঁই পোকা সাবার করে দিতে পারে।

প্রজনন ঋতুতে (বর্ষার শেষে) পুরুষ কূর্ম ব্যাঙ 'এঁ-ওঁ' 'এঁ-ওঁ' ধ্বনিতে স্ত্রী কূর্ম ব্যাঙকে আকর্ষণ করার চেষ্টা করে। সংসর্গের জন্য এই ব্যাঙযুগল মাটির গভীরে চলে যায়। সম্ভবত: সঙ্গমের সময় এরা কেউ কাউকে দেখে না।

দেহাকৃতিতে ছোট হলেও অস্ট্রেলিয়ার অন্যান্য ব্যাঙের তুলনায় এদের ডিমের আকৃতি বেশ বড় হয়; একেকটা পাঁচ থেকে সাত মিলিমিটার। স্ত্রী কূর্ম ব্যাঙ আদ্র মাটির সামান্য গভীরে (সাধারণত: এক থেকে দুই মিটার) পনেরো থেকে পঞ্চাশটির মত ডিম পাড়ে।

সাধারণত: আমরা ব্যাঙের যে 'ব্যাঙাচি জীবনচক্রের' কথা জানি, তা কূর্ম ব্যাঙের ক্ষেত্রে প্রযোয্য নয়। কূর্ম ব্যাঙরা ডিমের ভিতর পূর্ণাঙ্গ আকৃতিতে বেড়ে উঠে। বাবা-মা কূর্ম ব্যাঙরা যত্মের সাথে ডিম ফুটিয়ে ফুটফুটে আদুরে বাচ্চা কূর্ম ব্যাঙ বের করে আনে। কূর্ম ব্যাঙ কিন্তু বেশ সংসারী। বাচ্চা জন্ম দিয়ে বা, ফুটিয়ে এরা এদের দায়িত্ব শেষ করে না। শিশু কূর্ম ব্যাঙগুলোকে এরা লালন-পালনও করে।

২০০৪ সালে IUCN কূর্ম ব্যাঙকে 'Least Concern' প্রজাতির অর্ন্তভুক্ত করে। কিন্তু সম্প্রতি পানিদূষণ, চাষের জন্য মানুষের ভূমি ব্যবহার, নগরায়ন, ভূমির লবণাক্ততা বৃদ্ধি, প্রাকৃতিক নানা প্রতিকূলতা যে হারে বেড়েছে, তাতে অদূর ভবিষ্যতে বিলুপ্ত প্রজাতির প্রাণী বা, ব্যাঙের তালিকায় কূর্ম ব্যাঙের নাম যে থাকবে না, তা হলফ করে বলা যায় না। অবশ্য অস্ট্রেলিয়ান কতৃপক্ষ কূর্ম ব্যাঙ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।

কূর্ম ব্যাঙরা বেঁচে থাকুক এই সুন্দর পৃথিবীতে, ওদের মত করে, ওদের আপন ভূমিতে।

কূর্ম ব্যাঙের ধ্বনি:

(অডিও কৃতজ্ঞতা: মুস্তাফিজ ভাই)।

তথ্য-ছবি-অডিও সহায়িকা:

০১। ছবিগুলো গুগুল ইমেজ আর্কাইভ হতে নেয়া হয়েছে।
০২। অনলাইন লিংকসমূহ: , , ,
০৩। পুস্তক সহায়তা :
ক) A field guide to Australian frogs by John S. F. Barker, Gordon Clifford Grigg, Michael J. Tyler.
খ) Reptiles and Amphibians of Australia by Harold G. Cogger.
০৪। অডিও উৎস: লিংক

পাদটীকা:

[০১] ইংরেজী 'Turtle Frog'-এর সাধারণ বাংলা করলে দাঁড়ায় 'কচ্ছপ ব্যাঙ'। বাংলায় কচ্ছপের আরেক নাম হল 'কূর্ম'। তাই, পোস্টটি লেখার সময় ইংরেজী 'Turtle Frog'-এর বাংলা হিসেবে 'কূর্ম ব্যাঙ' নামটি ব্যবহার করলাম। বাংলায় 'Turtle Frog'-এর অন্য কোন নাম আছে বলে আমার জানা নেই।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঘিনঘিন করে উঠল গা। জঘন্য দেখতে...

স্যাম এর ছবি

চলুক

সবুজ পাহাড়ের রাজা এর ছবি


নেন, এইটা ধইরা দেখেন। খুব সফট আর কিউট। হাসি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

গুরুত্বহীন এর ছবি

আমার কাছে অবশ্য সুইস শ্যালের চিকেনের মত মনে হচ্ছে। হালকা খিদেও পাচ্ছে।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

@ গুরুত্বহীন,
ইটা রাইখ্যা গেলাম...

মুস্তাফিজ এর ছবি

কূর্ম ব্যাঙ এর ডাক এর অডিয়ো আছে আমার কাছে। এখানে দিতে পারলে ভালো হইতো।
যারা শুনতে চান এখানে দেখতে পারেন https://docs.google.com/open?id=0B8a1CkApsTXPd2VUVXJDajBGbmM

...........................
Every Picture Tells a Story

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

অনেক ধন্যবাদ অডিওর জন্য।
ডাউনলোড হচ্ছে না। মন খারাপ
আমিও অনলাইনে খুজে দেখি। পাইলে পোস্টে এ্যাড করে দিবো।

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

হিমু এর ছবি

soundcloud.com এ তুলে দিতে পারেন বস।

মুস্তাফিজ এর ছবি

কূর্ম ব্যাঙ এর ডাক

...........................
Every Picture Tells a Story

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

গতরাতে আমি আপনার ডকস থেকে অডিও ফাইলটা (.wma) ডাউনলোড করে এমপি-থ্রি ফরম্যাটে কনভার্ট করে, আজ সকালে হিমু দা'র দেয়া ওয়েবসাইটে আপলোড করি। হাসি

যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ অডিওর জন্য।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

হিমু দা,
সাইটটির খোঁজ দেয়ার জন্য ধন্যবাদ।

ব্যাঙের ছাতা এর ছবি

নতুন জিনিষ জানলাম। ধন্যবাদ।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আপনাকেও পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

অমি_বন্যা  এর ছবি

নতুন, অজানা, সুন্দর । চলুক

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

শান্ত এর ছবি

লেখাটা ভালো লাগলো। দেখতে ঘিনঘিন লাগলেও চোখের মধ্যে একটা মায়া আছে।

__________
সুপ্রিয় দেব শান্ত

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

তারেক অণু এর ছবি

দারুণ, নিয়মিত লেখতে থাকুন !

বিশ্ব ব্যাঙ দিবসে এমন লেখা সহ ব্যানার আসলে আরো দারুণ হবে, মনে রেখেন!
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

চেষ্টা করবো। হাসি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

যুমার এর ছবি

ব্যাঙগুলো দেখতে খুবই বিশ্রী,ঘিনঘিনে।আমাদের দেশের ব্যাঙ এরচে অনেক সুন্দর।
নতুন কিছু জানলাম। চলুক

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

কড়িকাঠুরে এর ছবি

চলুক

এরা কী লাফাতে পারে? যে নাদুস-নুদুস অবস্থা...

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

লাফাতে পারে, তবে, এরা অধিকাংশ সময়ই নিজেদের ঘরে ঝিম মেরে কাটিয়ে দেয়।

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

সত্যপীর এর ছবি

শেষ ছবিটা মন কাইড়া নিল।

..................................................................
#Banshibir.

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

হাসি
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

অরফিয়াস এর ছবি

দেখতে খুব একটা সুবিধের না হলেও প্রাণী জগতের বৈচিত্র্য তো থাকবেই। লেখা ভালো হয়েছে, নতুন প্রজাতি জানা হলো।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

তোমার সিংহ মামাকে নিয়ে লেখা পড়লাম। বেশ লিখেছে। কিপ ইট আপ।

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

ক্লোন৯৯ এর ছবি

দারুনতো!! ভাল লাগছে। যদিও ব্যাঙ জিনিষটারে ভাল পাইনা। মনে হয় ইন্টারের সময় ব্যাঙ কাটাকুটি এর জন্য দায়ী।
চলুক

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ইন্টারের সময় ব্যাঙ কাটাকুটি

রেগে টং

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

প্রৌঢ় ভাবনা এর ছবি

ধন্যবাদ। নতুন কিছু জানা হলো।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

ফাহিম হাসান এর ছবি

ব্যাঙ আমার অতি প্রিয় প্রাণি। এইটা একটু বিদ্ঘুটে দেখতে হলেও আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে (ভাবছি চামড়াটা বেশ স্মুথ দেখাচ্ছে - কিন্তু কেন? যেই জায়গায় থাকে সেটা তো বেশ শুষ্ক মনে হল চিন্তিত )

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

এদের শরীরভর্তি চর্বি। দেঁতো হাসি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

স্পর্শ এর ছবি

খেতে কেমন?


ইচ্ছার আগুনে জ্বলছি...

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ইটা রাইখ্যা গেলাম...

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

মাহবুব লীলেন এর ছবি

ছবি পোস্ট আর সবকিছুর উপরে নামকরণটা দারুণ

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।