একখান বিপ্লবী মৃত্যুর গেরস্থালি সুইসাইড

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: শুক্র, ১২/১০/২০১২ - ২:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গেরস্থালিতে আবহাওয়া পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি বিষয়। তবে চান্দি রক্ষার স্বার্থে ইস্টিলের হেলমেট অতি আবশ্যক। মনে রাখবেন পেটে খেলে পিঠে সয়; কিন্তু মাথা ফাটলে জীবন ক্ষয়...

আবহাওয়া বেগতিক দেখলে শান্তিপূর্ণ উপায়ে গাম্ভির্য ধারণ করে বুঝিয়ে দেয়া উত্তম যে- যাহা চলিতেছে তাহা অসাংবিধানিক। এহেন পরিস্থিতিতে আমি যারপর নাই ব্যথিত ও মর্মাহত...

তবে প্রতিপক্ষ সাংবিধান তোয়াক্কা না করলে চোখ রাঙানির সহিত মৃদু বিক্ষোভ শাস্ত্রসম্মত মহত্তম উপায়

কিন্তু যদি শাস্ত্র অকার্যকর হয়ে পড়ে তবে বাঙাল-খিঁচুনি প্রদর্শন করা যাইতে পারে। সময় নষ্ট না করে চোখ রাঙিয়ে আওয়াজ তুলুন- কাইট্টালবাম কিন্তু...

... কিন্তু প্রতিপক্ষ যদি আপনার প্রতিরক্ষা তছনছ করে আপনাকে বিগত-বামপন্থী বানিয়ে ফেলে তবে সত্ত্বর আন্দোলনের বিকল্প পন্থা আবিষ্কার করুন...

এক্ষেত্রে আরো বৃহৎ শিরস্ত্রাণ ধারণ করে শান্তিপূর্ণ উপায়ে প্রতিপক্ষকে আপনার শক্তি বুঝিয়ে দিন- চাইলেই দাবায়ে রাখতে পারবা না হামাক...

কিন্তু আপনার নিজের মেধাখাটানো আবিষ্কার যদি আপনারই আহাজারি কিংবা বজ্রকণ্ঠ না শোনার হাতিয়ার হিসেবে প্রতিপক্ষের হাতে ব্যবহৃত হয়...

কিংবা আপনারই প্রতিরক্ষা দেয়াল শূন্যে উপড়ে ঢংঢং বাজিয়ে আপনারই জান-প্রাণ-কান ঝালাপালা করে তোলা হয়। তখন?

তখন ঘাউড়ামি বাদ দিয়ে আম্রিকান গণতন্ত্র চর্চা উত্তম উপায়। মনে রাখবেন অস্তিত্ব না থাকলে বিজয় বেহুদা। ...এইবার ক্ষমতাময়ের মনে সহানুভূতি উদ্রেকের জন্য করুণা প্রার্থনা করুন- ক্ষিদা নাগছে... দুগগা ভাত দেও...

কিন্তু। তাতে যদি এই ফল হয়; গুনেগুনে আঠারোটা ভাতের দানার সাথে ক্ষমতাময় আপনার পাতে তিনটা কাঁচালঙ্কা ফিক্কা ফালাইয়া বিশ্বব্যাংকের মতো কয়- খা। খাইয়া মর... তখন?

...তখন ডানের মন্ত্রী হয়ে বসা বাম-বৃদ্ধদের মতো মুমূর্ষু বিপ্লবকে স্মরণ করে একটা রামখিঁচুনি দিন- জ্বালাইয়া কইলাম ছারখার কইরা দিমু সব...

এরপর বইসা বইসা নিজেরে ছাই করেন আর মনে মনে বলেন- বাপে বিয়া কইরা তার নিজের জীবন শহীদ কইরা দিলো... তাও হালায় একবার কইল না- বাজানরে তোর আগের বিপ্লবী কর্মসূচি মোতাবেক একচল্লিশ নম্বর জন্মদিনে বিষ খাইয়া মইরা যা; তাও তুই বিয়াইত্তা দলে যোগ দিস না বাজান। একবার বিয়াইত্তা দলে যোগ দিলে সারাজীবন আঠারোটা ভাতের লগে তিনটা মরিচ চাবাইয়া বুকজ্বলা আর গ্যাস্টিক বাড়াইয়া পরেরদিন টয়লেটে বইসা একলা একলা উহু-আহা করবি; কিন্তুক বুড়া হইবার আগে মরতে পারবি না কুনুদিন...

বৌম্যাডাম নাহয় আমার দীর্ঘদিনের শত্রু; সে কইতেই পারে বিয়া কইরা ফালাও। কিন্তু আমার নিজের বাপেও কি শত্রু আছিল আমার?

০২
আজ বারো অক্টোবর দুহাজার বারো। আজ চল্লিশ পার হয়ে একচল্লিশে পড়লাম। আজ আমার মরে যাবার কথা ছিল। কিন্তু হিসাবে গণ্ডগোল... বৌম্যাডাম নিজে বচ্ছরে তিনবার মরার টেরাই দিলেও আমারে সে বুড়া-হবড়া-ছ্যাঁচড়া হইবার আগে মরার পারমিশন দিতে নারাজ। কী বিপদ। বিয়া কইরা সকল স্বাধীনতা হারাইলাম। এখন দেখি মরার অধিকারটাও গেছেগা আমার....
২০১২.১০.১২ শুক্রবার


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হাসি

দিগন্ত বাহার এর ছবি

অস্তিত্ব না থাকলে বিজয় বেহুদা গড়াগড়ি দিয়া হাসি

তারেক অণু এর ছবি

শুভ জন্মদিন! ভিসুভিয়াসের পাদদেশ থেকে জমাট লাভার শুভেচ্ছা । কোলাকুলি

মুস্তাফিজ এর ছবি

শুভ জন্মদিন লীলেন'দা। ভালো থাকবেন।

...........................
Every Picture Tells a Story

অতি সাধারন এর ছবি

যতদিন বেঁচে থাকুন এই রকম আনন্দ নিয়া বেঁচে থাকুন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।

মারুফ

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন লিনেন ভাই।
বুড়া-হাবড়া-ছ্যাঁচড়া হইবার আগে মরার পারমিশন দিতে আমরা সকলেই নারাজ !!!
হাসি

সাফিনাজ আরজু

সাফিনাজ আরজু  এর ছবি

বানান ভুলের জন্য আন্তরিক দুঃখিত ওঁয়া ওঁয়া

স্যাম এর ছবি

শুভ জন্মদিন।

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন লীলেন'দা!

ক্রেসিডা এর ছবি

শুভ জন্মদিন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

শুভ জন্মদিন লীলেন'দা...

সুমাদ্রী এর ছবি

শুভ জন্মদিন লীলেন'দা।।।আরও বহুদিন কাঁচামরিচ আর আঠারোটা ভাত খেয়ে বেঁচে থাকুন।।।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

রু এর ছবি

শুভ জন্মদিন।

বন্দনা এর ছবি

শুভ জন্মদিন লীলেন্দা।

সবজান্তা এর ছবি

শুভ আবির্ভাব দিবস লীলেন ভাই...

যাক বিয়ের কল্যাণে আড্ডাই শুধু বন্ধ হয় নাই, আপনার দীর্ঘদিনের শিডিউলড মরার প্ল্যানেও বাগড়া লাগছে দেঁতো হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

হো হো হো


_____________________
Give Her Freedom!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন লীলেনদা...
বিয়ে করে মরার অধিকার আর বাঁচার স্বাধীনতা সব হারাইছেন, কিন্তু লেখাটা হারায়েন না...
তাহলে বড্ড ক্ষতি হয়ে যাবে

______________________________________
পথই আমার পথের আড়াল

onindita এর ছবি

আরে পাগলও নাকি নিজের ভালো বুঝতে পারে!
আর আপনি তো মহামতি লীলেন চোখ টিপি
হিসেব নিকেশ কষে চলতে থাকেন।
তবে নজরুলের সাথে আমি ও একমত।
লেখা লেখি তো অবশ্যই কবিতাও চাই ঘন ঘন।
তা নাহলে জীবনে থাকলই কী স্যার হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

শুভ জন্মদিন লীলেন্দা!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনার্য সঙ্গীত এর ছবি

বিয়েটা আপ্নে এমন সময়ে করছিলেন যেন আমি যাইতে না পারি! গজব পড়ছে এখন বুঝেন!
মরতে দিতে অস্বীকৃতি জানানোয় ভাবীকে অভিনন্দন! ভাবীর জয় হোক! মু হা হা হা শয়তানী হাসি

শুভ জন্মদিন লীলেন্দা হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অরফিয়াস এর ছবি

শুভ জন্মদিন লীলেন্দা !! দেঁতো হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

প্রৌঢ় ভাবনা এর ছবি

মাত্র চল্লিশ পার করেই এত্ত কথা!
আামী সময় শুভ হোক আপনার।

তাপস শর্মা এর ছবি

যত্তসব! একচল্লিশ নাম্বারে মরার কথা কইয়াও মরলেন না হে দাদাঠাকুর। লানত ও দিক্কার

০২

নেক্সট কবে মরবেন? কবে নাগাদ আমরা আশাবাদী হতি পারি?

টোকাই এর ছবি

১।
ইয়ে লীলেন্দা, এর মাঝে মৃদু মেশওকাত দ্বারা প্রহার টার্মটা কখন আসিবে?


ধুর, বিয়া মাইনষে করে!


সেইরাম হইছে
ও হ্যাঁ, হ্যাপী বাড্ডে

খেকশিয়াল এর ছবি

হো হো হো শুভ জন্মদিন লীলেনদা

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

চরম উদাস এর ছবি

দেঁতো হাসি
শুভ জন্মদিন।

ধুসর জলছবি এর ছবি

শুভ জন্মদিন লীলেনদা। হাসি

সুমিমা ইয়াসমিন এর ছবি

শুভ জন্মদিন। লীলেনদা, প্রতিটি দিনই সুন্দর হোক আপনাদের!

কড়িকাঠুরে এর ছবি

শুভ জন্মদিন লীলেন'দা... হাসি

ক্লোন৯৯ এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।

ওডিন এর ছবি

লীলেন'দা, মরণের অধিকার হারানোর শুভেচ্ছা।

আর সকালবেলা তো শুভ জন্মদিন কইলামই। ওই আরকি। দেঁতো হাসি

তীরন্দাজ এর ছবি

শুভ জন্মদিন লীলেন! ভালো থাকবেন, আনন্দে থাকবেন এই কামনায়...

**********************************
যাহা বলিব, সত্য বলিব

যুমার এর ছবি

শুভ জন্মদিন লীলেন'দা।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন!

আপনি যখন 'জীবিত' ছিলেন তখন 'বিবাহিত' আহমেদুর রশীদ আপনার জন্মদিনের রচনা লিখতেন। এখন আপনি 'বিবাহিত' বলে তিনি আর আপনাকে নিয়ে রচনা লেখেন না।

যে কারণেই হোক, আপনার লেখা পাওয়া গেলো যে সেটাই বরং লাভ।

আপনার সাথে আড্ডাপ্রত্যাশী কেউ কেউ মাঝে-মধ্যে আমার কাছে আপনার খোঁজ জানতে চান। আমি ছাই কী বলবো! আমি নিজেই কি তা জানি? আপনার সাথে ফেব্রুয়ারীর তীর্থযাত্রা ছাড়া আর অন্য কোন সময় তো দেখা হয় না।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

জন্মদিনের অনেক শুভেচ্ছা।
-ফিওনা।

অবনীল এর ছবি

শুভ জন্মদিন দাদা।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

মাহবুব লীলেন এর ছবি

আমার দুঃখু কেউ তো বুঝলই না; উল্টা আমার দুর্দশা নিয়া তামাশা করল সবাই...

তানিম এহসান এর ছবি

শুভ জন্মদিন লীলেন্দা।

ব্যাঙের ছাতা এর ছবি

আগেরদিন আপনার "ছায়ামুখ" পড়ার পরে হিসেব করার চেষ্টা করছিলাম আপনার জন্মদিনের তারিখটা। মনের মধ্যে কেমন জানি অস্বস্তি হচ্ছিল, ভয় লাগছিল, আজ আপনার লেখা পড়ে খুব আনন্দ হচ্ছে। খুব আনন্দ হচ্ছে।

|জণারন্যে নিঃসঙ্গ পথিক| এর ছবি

শুভ জন্মদিন মাহবুব লীলেন।

একই দিনে আমারো জন্মদিন , বুঝতেই পারতেছি আপনে আমার মতই খ্রাপ লোক - খালি আন্দুলন করেন হাসি

এক লহমা এর ছবি

শুভ জন্মদিন, লীনেন! আপনার বৌম্যাডামকে অভিনন্দন আমাদের সকলের জন্য একটা মহৎ কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন‌্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বৌম্যাডামকে খুশী রাখুন, লেখা জারী রাখুন।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।