সচলায়তন আপগ্রেড - টীজার ০২

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ২৬/১১/২০০৯ - ২:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত দুই/তিন বছর ধরে বাংলা লেখার জন্য রীচ টেকস্ট এডিটর বানানোর চেষ্টা করছিলাম। সময়ের অভাবে এবং পর্যাপ্ত জ্ঞানের অভাবে কখনই ঠিক মতো কাজ করাতে পারিনি জিনিসটা। আজ সেটা মোটমুটি রিলিজ করার মত একটা অবস্থায় দাঁড়িয়ে গেলো। আনন্দে আমার আজকে ঘুম আসবে না। দেঁতো হাসি

আরো কিছু কাজ বাকি। কিন্তু মেজর হার্ডলটা অতিক্রম করেছি। পুরো টেকস্ট ইনসার্শন পদ্ধতিটা নতুন ভাবে সাজাতে হয়েছে। এটা আরো ইফিসিয়েন্টও হবে বলে আশা করছি। অনেক বড় বড় ডকুমেন্ট তৈরী করতে এখন কোন সমস্যা হবে না আশা করি।

সচলায়তনের নতুন ভার্সনের প্রকাশের অব্যবহিত পরে এটা প্রকাশ করার ইচ্ছে আছে। তবে এটাকে আপাতত ওপেন সোর্স করার ইচ্ছে নেই।

রীচ টেকস্ট এডিটর


মন্তব্য

পলাশ দত্ত এর ছবি

স্ক্রিনশটে যে বাণীটা পড়লাম সেটা আসলেই সত্যি কথা। অভিনন্দন কষ্ট সফল হওয়ায়।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

হিমু এর ছবি

রিচ টেক্সট এডিটর যুক্ত হলে সচলে লেখা উপস্থাপনের ব্যাপারটা একটা দারুণ মাত্রা পাবে বলে মনে করি। বিশেষ করে টেবিল ব্যবহারের জন্যে এখন যে হাড়ভাঙা খাটনি, সেটা বাঁচবে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুধু টেবিল না, ছবি বসানো, স্পেল চেকার বানানো ইত্যাদি সব কিছুই নতুন মাত্রা পাবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হাসিব এর ছবি
সাইফ তাহসিন এর ছবি

মুর্শেদ ভাই, তার মানে কি সচলের পাতায় বসে লেখার সময় ঐ স্ক্রীনটা আসবে? মানে এত্তবড় টুলবারটা সহ? নাকি এটা নামিয়ে কাজ করে তারপর সচলে আপলোড করতে হবে? সচলে বিল্টইন হলে তো সামনে বড়ই সুখের দিন আসতেছে।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সচলে বিল্টইন হবে। আলাদা করে করতে বলার কোনো মানে নাই। তাহলে তো লোকে অভ্রই ব্যবহার করতে পারে।

প্রচলিত বাংলা থেকে কনভার্ট করার ব্যপারটিও আপগ্রেড করতে হবে। এতে করে সরাসরি ফরমেটিং সহ প্রিজার্ভ করা হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সাইফ তাহসিন এর ছবি

দারুন বস!! উত্তেজনায় চোখে অন্ধকার দেখতেছি গুরু গুরু
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনিকেত এর ছবি

অসামান্য কাজ!!
গুরু গুরু

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তবে এটাকে আপাতত ওপেন সোর্স করার ইচ্ছে নেই।
মন খারাপ
রিমোটলি হোস্টেড অবস্থায় ব্যবহার করতে দিবেন? চোখ টিপি

গৌতম এর ছবি

একই প্রশ্ন আমারও। চোখ টিপি

তবে কাজটা দারুণ হয়েছে। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ইমেজ আপলোড/ম্যানেজমেন্টের জন্য বস কিছু একটা করেন। দ্রুপালের এই জিনিসটা সবচেয়ে দূর্বল মনে হয়। নতুন ভার্সনেও কি ইমেজএ্যাসিস্ট দিয়েই করছেন নাকি সেখানেও কোন চমক আছে?

রিয়াজ উদ্দীন এর ছবি

আপনার সৃষ্টির আনন্দটা অনুভব করছি। অভিনন্দন এবং ধন্যবাদ। ফলাফল দেখার আশায় থাকলাম।

ইশতিয়াক রউফ এর ছবি

অধীর আগ্রহ নিয়ে বসে আছি। কিছু টেস্ট করতে হলে জানিয়েন।

অবাঞ্ছিত এর ছবি

দারুণ!

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

রাহিন হায়দার এর ছবি

চলুক চলুক

________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

বর্ষা এর ছবি

মুর্শেদ, তোমার মতো লোকেরা এরকম অসাধারণ কাজগুলো করে বলেই ইতিহাস সৃষ্টি হয়। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা স্পেলচেক ও করা যাবে তাই না। স্যালুট বস!!
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কাজটা গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন। তবে সাজেদ চৌধুরী নামে আরেকজন একইরকম একটা রীচ টেকস্ট এডিটর বানিয়েছিলেন বহু আগেই। তিনি বোধহয় কমার্শিয়ালাইজ করেছিলেন জিনিসটা।

তবে ইতিহাস সৃষ্টির মতো বড় কিছু নয় এটা। আরো প্রচুর কাজ বাকি আছে।

স্পেলচেকার এখনও বানানো হয়নি। তবে এটাতে সেটা ইন্টিগ্রেট করা সহজ হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আহমেদুর রশীদ এর ছবি

অভিনন্দন
অভিনন্দন
অভিনন্দন...

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

যুধিষ্ঠির এর ছবি

চমৎকার! এমন নির্ঘুম রাত আরও আসুক আপনার!

পান্থ রহমান রেজা এর ছবি

চলুক
......................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

মুস্তাফিজ এর ছবি

অভিনন্দন

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

ভুতুম এর ছবি

শুধু আপনাকে অভিনন্দন জানানোর জন্য লগিন কর্লাম! চমৎকার হচ্ছে, এগিয়ে যান দ্বিগুণ উদ্যমে।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

শামীম এর ছবি

ব্যাপক হইছে ... তবে বেশি ভারী যেন হয়ে না যায় ... এমনিতেই সচলের উপর যে প্রেশার থাকে ...

উত্তম জাঝা।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

সুহান রিজওয়ান এর ছবি

থাঙ্কু থাঙ্কু থাঙ্কু মুর্শেদ ভাই !!!

... এবার তাহলে বড় বড় লেখাগুলো আর নিজের ব্লগে ড্রাফট না করে সচলেই করতে পারবো...

______________________________________________________

মধ্যরাতের কী-বোর্ড চালক

ফাহিম এর ছবি

আপনার আনন্দটা কিছুটা হলেও আঁচ করতে পারছি... অনেক অভিনন্দন।

=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

জুয়েইরিযাহ মউ এর ছবি

বাহ্ ! অপশনগুলো দেখে অনেক কাজ বেশ সহজে করা যাবে বলে মনে হচ্ছে।
অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ।
---------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অনিন্দ্য রহমান এর ছবি

কৃতজ্ঞতা


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

রণদীপম বসু এর ছবি

মাই গড ! আমার তো দেখেই চোখ কপালে উঠে গেছে ! এই যে এতো বুতাম-বাতাম-অপশন দেখা যাচ্ছে, সব ব্যবহার করা যাবে ! অনলাইনে ! মানে নরমাল ও ইউনিকোডে !

এমনিতেই আপনাদের সোর্স-ফর্জে বিডি ওয়েব টুলস কনভার্টর আর ওইদিকে অভ্র এই দুটো আমার প্রাত্যহিক সঙ্গি, তার উপরে এবার যা আগাম দেখা যাচ্ছে, অসাধারণ হবে !

কী জানাবো আপনাকে ? ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা এসব শব্দ এই কাজের কাছে বড় মামুলি ও অকিঞ্চিৎকর মনে হচ্ছে ! সেরকম একটা শব্দ বলেন যা জানালে আপনি খুব খুশি হবেন। আমি সেটাই জানাতে চাই।
অনেক অনেক শুভকামনা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্পর্শ এর ছবি

চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

শান্ত [অতিথি] এর ছবি

ধন্যবাদ, অভিনন্দন, ধন্যবাদ, অভিনন্দন, ধন্যবাদ, অভিনন্দন, ধন্যবাদ, অভিনন্দন, ধন্যবাদ, অভিনন্দন, ধন্যবাদ, অভিনন্দন, ধন্যবাদ, অভিনন্দন,

দেবোত্তম দাশ এর ছবি

অভিনন্দন বন্ধু।
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

খেকশিয়াল এর ছবি

চাল্লু! চলুক

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

লুৎফুল আরেফীন এর ছবি

এবারে আমরা গরীবেরা ধনী-শব্দ লিখতে পারব হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।