পানিপত ১৫২৬

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: শুক্র, ৩০/১১/২০১২ - ১০:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইউটিউব লিঙ্কঃ

অথবা, ভিমিও লিঙ্কঃ

Panipat from Satyapir Sachalayatan on Vimeo.

অথবা, ডাউনলোড লিঙ্কঃ (৪৪ মেগাবাইট)

http://www.mediafire.com/?bp5zq42c2nstv0g


মন্তব্য

দিগন্ত এর ছবি

শুধু ভিডিও কেন? যুদ্ধকৌশল নিয়ে একটা বড়সড় লেখা দিতেই পারতেন। হাসি আমার ছোটোবেলার ফেভারিট ছিল হানিবল। হানিবলের নামে উইকিতে দুটো ডায়াগ্রাম পেলাম কিন্তু কাজের কিছু নাই ওতে।

অফটপিক - আপনার ড্যানিশ সাম্রাজ্যের পরবর্তী অংশ আসা করছি। ডেনমার্ক আমার ঔপনিবেশিক তত্ত্বে একটা জায়গায় গলার কাঁটা হয়ে গেছে।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

সত্যপীর এর ছবি

লেখা তো দেইই, একটা ভিড্যুব্লগ বানায় দেখলাম কেমন লাগে।

ড্যানিশ আদ্ধেক অনুবাদ হৈসে, নামায় দিব একসময় বস।

..................................................................
#Banshibir.

দুর্দান্ত এর ছবি

দিগন্তদা কি এটা দেখেছেন? সুদানির ছেলে আলেক্সান্ডার সিদ্দিক অভিনিত।

কৌস্তুভ এর ছবি

দুর্দান্ত।

(ইয়ে, রাণা সংগ্রাম সিং কি দক্ষিণের রাজা ছিল?)

সত্যপীর এর ছবি

দক্ষিণের রাজা কৈসি নাকি? বাসায় গিয়া আবার শুনতে হবে। বলতে চাইসিলাম লোদীর রাজ্যের দক্ষিণে মহারাণার সাথে গেঞ্জাম ছিল। দক্ষিণ ভারত বুঝাইতে চাই নাই। দুক্কিত।

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

দুর্দান্ত। গুরু গুরু

সবচাইতে মজা পাইসি আফগান পদাতিক এগিয়ে আসার সময় আপনার মুখ নিঃসৃত রণস্লোগানে। আমার দেড় বছরের পিচ্চি খালাতো বোনটা এই নিয়ে ওই স্লোগানটা কয়েকবার শোনার আগ্রহ দেখাইসে আর প্রত্যেকবারেই হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। গড়াগড়ি দিয়া হাসি

আমাদের স্কুলের ইতিহাসের বইতে এই জায়গাটার নাম "পানিপথ" লেখা থাকতো। এই "পথ" আর "পত" শব্দ দু'টোর অর্থ কি একই?

ফারাসাত

সত্যপীর এর ছবি

পানিপথ কেন বলা হৈত বলতে পারলাম না। উচ্চারন পানিপত বা পানিপাত ই পাইলাম

আপনের পিচ্চি বোনরে ব্যাপক আদর দিলাম।

..................................................................
#Banshibir.

অরফিয়াস এর ছবি

আলেলেলেলেলেলেলে !!!!! পুরাই পাঙ্খা !!

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সত্যপীর এর ছবি

খাইছে

..................................................................
#Banshibir.

তুলিরেখা এর ছবি

আমিও ঐ "আলেলেলেলেলেলে" শুনে পরমানন্দিত হলাম হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সত্যপীর এর ছবি

খিক খিক।

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি
সত্যপীর এর ছবি

চিন্তিত

..................................................................
#Banshibir.

দুর্দান্ত এর ছবি

লোদির বাহিনী কামানের শব্দ শুনেনাই আর বাবরের বাহিনীর কাছে কামান ছিল, এই বিষয়টা একটু ভাবনায় ফেলল। পুরা সিল্করুটে বোমা গ্রেডের একনম্বর সোরা-বারুদের সাপ্লাইয়ার ছিল এই উপমহাদেশ - আরো নির্দিষ্ট ভাবে পাটনা ও তারো পূর্বে। লোদির রসদ-রেখার পিছনের মাল দিয়া বাবর তারে ফিট দিল; কেমনে?

আরেকটা প্রশ্ন হইল, বাবর তার এত বড় বাহিনী আর মানসামানা সিন্ধু নদ পার করল কিভাবে, এতকিছুর খরচ সে যোগাইলো কেমনে? এই সাইজের একটা নিয়মিত বাহিনী চালাইতে পারলে তো সে আগে নিজের পৈত্রিক ভিটাই দখল করতো। তার বাহিনীর ঈমানদারির নতিজা জানতে ১৪৯৭ এর সমরকান্দের ঘটনা আর তারপরে হেরাত-কাবুলে তার অবস্থানকালের ঘটনাবলী দ্রষ্টব্য।

প্রথমটার উত্তর হইল গিয়া ওস্তাদ আলি কুলি ওরফে ওসমানি র‍্যাম্বো ও স্মল আর্মস ও ব্যালাস্টিক এক্সপার্ট। ওসমানি সেলিম নাকি শিয়া সাফাউয়িদগো সাইজ করার জন্য বাবরের টিমে আলি কুলিরে ফিট করছিল। কামানের কথা আপনি বলেছেন, আমি যোগ করি তামাঞ্চা বা হাতে ধরা ছোট কামানের কথা। লোদির লোকেরা ঢাল তলোয়ার নিয়া ফাইট দিতে আইসা দেখে ফিল্ডের অন্য খেলোয়াড়েরা সবাই পিস্তল হাতে আসছে। সিনটা অনেকটা লাস্ট সামুরাই এর ফাইট সিনের মত। কিন্তু বন্দুক থাকলেই তো হবেনা, বারুদ তো লাগবে।

সেই বারুদ আসল কইত্থেইকা? বাবরের বাহিনীরে বারুদ যোগাইল কে?

সত্যপীর এর ছবি

লোদির লোকেরা ঢাল তলোয়ার নিয়া ফাইট দিতে আইসা দেখে ফিল্ডের অন্য খেলোয়াড়েরা সবাই পিস্তল হাতে আসছে।

খুবই ড্রামাটিক দৃশ্য, সিনেমা কর্লে পাবলিক খাইত চাল্লু

তুর্কি উস্তাদ আলি বারুদ তো অটোমান সাম্রাজ্য থেকেই আনার কথা। কইতে পারলাম না। বাবুর কি ভারতীয় বারুদ ব্যবহার করসিল?

পাশকথাঃ আপনে না সোরা নিয়া লেখবেন বলছিলেন?

..................................................................
#Banshibir.

রিক্তা এর ছবি

বিরাট পছন্দ হয়েছে!

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

সত্যপীর এর ছবি

কৈতেছো?

..................................................................
#Banshibir.

রিক্তা এর ছবি

আসলেই, ভিডিও অডিও ব্লগে আপনার উন্নতি রেখার ঢাল খুবই খাড়া।
তবে কথা হচ্ছে আপনি পানিপতে করেন? চিন্তিত লাইনে আসুন।

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

সত্যপীর এর ছবি

আমারে লাইনে আনার চিষ্টা ক্ষ্যান্ত দেও। আমি যেই পথ মাড়াই না ঐটাই লাইন বলে ঘোষণা করা হয় ইয়ে, মানে...

..................................................................
#Banshibir.

মন মাঝি এর ছবি

চলুক

দারুন 'ভ্লগ' হইছে।

****************************************

সত্যপীর এর ছবি

ট্রাই দিয়া দেখলাম কেমুন লাগে।

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

কোনটাই এখনো দেখতে পারলাম্না মন খারাপ
বাংলাদেশে কি ভিমিও ইউটিউব দুইটাই বন্ধ?

সত্যপীর এর ছবি

মূল পোস্টে নিচে ডাউনলোড লিঙ্ক দিলাম, দেখেন কাজ করে কিনা স্যাম ভাই।

..................................................................
#Banshibir.

মন মাঝি এর ছবি

****************************************

স্যাম এর ছবি

ধন্যবাদ সত্যপীর এবং মন মাঝি।
আমার আইএসপি তেই ঝামেলা - বাসার কানেকশনে ভিমিওতে দেখেছি গত রাতে হাসি
তবে আরেকটা সমস্যা - ক্রোম এ মন মাঝির মন্তব্য টা দেখা যাচ্ছে, ফায়ারফক্স এ কোন লেখা নাই অ্যাঁ

সত্যপীর এর ছবি

মন মাঝি ভাইয়ের কমেন্ট রেস্ট্রিক্ট করা, লগ ইন করে পড়তে হয়। আপনি ফায়ারফক্সে লগড ইন ছিলেন না বলে দেখেন নাই।

..................................................................
#Banshibir.

কীর্তিনাশা এর ছবি

মজা পাইলাম চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সত্যপীর এর ছবি

চাল্লু

..................................................................
#Banshibir.

সাফিনাজ আরজু  এর ছবি

সেইরম হইছে। জটিল, পাঙ্খা !!!
গুরু গুরু

সত্যপীর এর ছবি

থ্যাঙ্কু।

..................................................................
#Banshibir.

প্রৌঢ় ভাবনা এর ছবি

আহাহা......

সত্যপীর এর ছবি

ইয়ে, মানে...

..................................................................
#Banshibir.

মাহবুব লীলেন এর ছবি

এইটারে তো 'পানিপথ' জানতাম। মানে পানির মধ্যে পথ। কিন্তু এখন দেখি এই পত সেই পথ না... কত অজানা রে..

সত্যপীর এর ছবি

ব্যাটলফিল্ডের পাশ দিয়া খাল একখান ছিল অবশ্য, তয় যুদ্ধ মাটিতেই হৈছে লীলেন্দা।

..................................................................
#Banshibir.

দীপ্ত এর ছবি

ভালো লাগছে ভিডিও ব্লগ। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর আপনার "আলেলেলেলে"। দেঁতো হাসি

সত্যপীর এর ছবি

হি হি হি।

..................................................................
#Banshibir.

নিলয় নন্দী এর ছবি

আপনার জম্মভূমিতে যে ইউটিউব বন্ধ সেই খেয়াল আছে?
আর আমার অপিসের পিসিতে তো সাউন্ড সিস্টেম নাই।

যাউক গা, আপনে যখন দিছেন তখন ভালৈ হবে।
চলুক

সত্যপীর এর ছবি

ভিমিও লিংক তো সেজন্যই দিলাম, মিডিয়াফায়ার থিকা ডাউনলোড অপশন ও দিসি কালকে। ভিমিও কাজ করে না?

সাউন্ড ছাড়া দেইখা মজা পাইবেননা।

..................................................................
#Banshibir.

ওডিন এর ছবি

শুরু করলাম! এখনই মনে হচ্ছে দুর্দান্ত!

সত্যপীর এর ছবি

চাল্লু

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

ডাউনলোডেড ভার্শন দেখলাম এবার - খুব মজা লাগল - আলেলেলেলেলেলে --- হাহহাহহহাহহাহহাহ- আরো ভিডিও ব্লগ চাই!

সত্যপীর এর ছবি

হে হে। ধৈন্যবাদ!

..................................................................
#Banshibir.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।