ছবি দেখে ঘুরে আসা, সুন্দরবনে প্রথম দিনের বাকিটুকু

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: শনি, ২২/০৮/২০০৯ - ২:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

নজরুল ভায়ের লেখার সাথে তাল মেলানো মুশকীল, লোকটা দুই হাতে লিখতে পারে। আমার ছবি প্রসেস করতে সময় লাগে, তার সাথে আছে জিও ট্যাগিং, ইদানীং প্রায় সব ছবিতেই জিও ট্যাগিং করে দিই, ফ্লিকারে যখন ছবি দেখেন তখন ডানদিকের কলামে ম্যাপ বলে একটা লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করলে ছবিটা যেখানে তোলা সে জায়গাটা দেখা যায়। সেটাই জিও ট্যাগিং। নীচে প্রথম দিনের ম্যাপ দিলাম।
map1
আপনারা নজরুল ভায়ের লেখায় ইতিমধ্যেই আতিয়ার ভায়ের সাথে পরিচিত। আমাদের সহযাত্রীদের মাঝে উনিই সিনিয়র। আতিয়ার ভায়ের দুই ছেলে, দুই মেয়ে, বিয়ে দিয়েছেন সবারই। ছেলে দুটো উনার সাথেই থাকে। বাপ্পীদা’র বড়ভায়ের সাথে কাজের সুবাদে এখন বাপ্পীদা’র সহকারী, অনেক বিষয়ে আতিয়ার ভায়ের উপর নির্ভর করতে দেখেছি উনাকে। বছরে ৩/৪ মাস নিজের ট্রলারে মাছ ধরেন কিংবা ভাড়া খাটান বাকী সময় চাষাবাদ করেন, ধানী জমির ফসল দিয়ে সারাবছর চলে যায়। সংসারে সাচ্ছন্দ থাকা সত্ত্বেও এবয়সে জঙ্গলে ঘোরাঘুরী একটু অবাক করার মতই। কিন্তু নেশা বলে কথা, বাপ্পিদা ডেকেছেন আর উনি আসেননি তা হয়নি কখনো। নিচের ছবিটা আতিয়ার ভায়ের।
১।
20090813_5021
সুন্দরবনের ফরেস্ট অফিসগুলোর একটা বিশেষত্ব আছে। সবগুলোই হয় নদী বা খালের পাড়ে। ৬/৭ হাত উঁচু মাচার উপর। চারদিকে কাঠের বেড়া দেয়া এবং অবশ্যই একটা পুকুর থাকবে। বনচারী জেলে, মওয়াল,ডাকাত, সরকারী কর্মচারী এমনকী বাঘ ও হরিনের পিপাসা মেটায় এসব পুকুরের পানি। প্রত্যেকটা অফিসে নদী থেকে উঠে আসার চমৎকার কাঠের জেটী, জেটীর সৌন্দর্য মানে গঠন দিয়ে সেই ফরেস্ট অফিসের প্রভাব বোঝা যায়। এসব অফিসে ফরেস্ট অফিসার ছাড়াও থাকেন বন্দুকধারী গার্ড, কিছু কিছু অফিস যেগুলো টেলিফোন নেটওয়ার্কের আওতায় বা গুরুত্ব কম সেসব জায়গায় বন্দুকধারী গার্ড রাখা হয়না। নিচের ৪টা ছবি দুইটা ফরেস্ট অফিসের আর একটা জেটির।
২।
20090813_5027
৩।
20090813_5026
৪।
20090813_4911
৫।
20090813_4910
এবারে নীচের ছবিগুলো দেখুন। বলে দিতে হবেনা যে এগুলো জেলেদের মাছ ধরার ছবি। মাছ ধরার অনেক নিয়ম কানুন দেখেছি, তবে এখানে যে কথাটা আমি উল্লেখ করতে চাই তা হলো জেলেদের সততা। বাপ্পিদা মাছ চাইতেই ওরা মাছ দিয়ে দিলো কিন্তু কিছুতেই আমাদের থেকে পয়সা নিলোনা, ওরা কর্মচারী, পয়সা নিলে ধর্ম নষ্ট হবে, মোকামে ফিরে মালিককে জানাবে ওমুককে এই কয়টা মাছ দিয়েছে।
৬।
IMG_5392
৭।
20090813_4950
৮।
20090813_4948
৯।
20090813_4935
শেষ ছবিদুটো সিডর আর পরবর্তীতে আইলার শিকার লোকজনের বাঁধের উপর বসতির ছবি। এ গ্রামটার আরেকটা বিশেষত্ব হলো এখানেই জন্মেছিলেন পচাব্দী গাজী।
১০।
20090813_4974
১১।
20090816_5788


মন্তব্য

উজানগাঁ এর ছবি

শুরু করতে না করতেই শেষ হয়ে গেল। এতো ছোট পোস্ট দিলে হয় ক্যামনে!

শেষের ছবিটাতে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে। অসাধারন।

মুস্তাফিজ এর ছবি

ছবিতো আর একদিনে তোলা হয়না। আসলে একটু বিবরন না থাকলে ছবি দেখে মজা নাই, তাই দেরী।

...........................
Every Picture Tells a Story

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শেষের ছবিটা কখন তুলছেন? দারুণ সুন্দর... আহ্...
আবার যাইতে মঞ্চাইতেছে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

পরেরবার গেলে আমারে বইলেন হাসি

মুস্তাফিজ এর ছবি

পরেরবার গেলে আমারে বইলেন

ঐভাবে হয়না।
আপনার যাবার ইচ্ছা থাকলে দিন তারিখ ঠিক করেন, দেখবেন হাজির

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠিকাছে। এরপর ছুটি ম্যানেজ করতে পারলেই আপনাদের কাছে ছুটে আসব হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আর আমি চাকরির গুষ্ঠি উদ্ধার করে যাবো... হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কীর্তিনাশা এর ছবি

আমিও লিস্টে নাম দিলাম। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুস্তাফিজ এর ছবি

এইটা সেই বাঁধের উপর

...........................
Every Picture Tells a Story

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

মাচা'র ছবি দিলেন না?

অসাধারন ছবি সবগুলোই। আর জেলেদের সততা'র ব্যাপারটা খুবই মুগ্ধ করলো।

আবারো ধন্যবাদ মুস্তাফিজ ভাই

মুস্তাফিজ এর ছবি

দিলামতো!!

...........................
Every Picture Tells a Story

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

বুঝতে পারছিনা কোনটা, আরেকটা দেন

অতন্দ্র প্রহরী এর ছবি

খুবই সুন্দর ছবি। বিশেষ করে শেষেরটা। কিন্তু এত কম কেন? আরো বেশি করে দিয়েন পারলে। নজু ভাইয়ের জ্বর। উনি পরের পর্ব লেখার আগেই আপনে ছবিগুলা প্রসেস করে ফেলেন খাইছে

মুস্তাফিজ এর ছবি

নজু ভাইয়ের জ্বর।

হুঁ, সুন্দরী ভাইরাস হাসি
আমারেও ধরসে

...........................
Every Picture Tells a Story

সমুদ্র এর ছবি

শেষের ছবিখান ক্ল্যাসিক হইছে! তিন নাম্বারটাও দারুণ।

"Life happens while we are busy planning it"

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ

...........................
Every Picture Tells a Story

অনিন্দিতা চৌধুরী এর ছবি

ইশ্ ছবিগুলো এত সুন্দর যে আমার ও খুব যেতে ইচ্ছে করছে।
পরের বার গেলে কিন্তু আমাদের সঙ্গে নিতে হবে মুস্তাফিজ ভাই।
দারুণ অভিজ্ঞতা নিসন্দেহে!

মুস্তাফিজ এর ছবি

আপনারা রেডী করেন আমরা যাবো

...........................
Every Picture Tells a Story

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আপনারা রেডি করেন মানে কী, মুস্তাফিজ ভাই?
অনিন্দিতা যাবে, আমি যাবো, এই কথা ফাইনাল।
এইবার বলেন, কবে...
দিস টাইম আই অ্যাম ড্যাম সিরিয়াস...

........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুস্তাফিজ এর ছবি

অনিন্দিতা, আপনি, প্রহরী তিন জন, আমাকে নিয়ে চার।
ড্যাম সিরিয়াস হবার আগে দিনক্ষণ ঠিক করেন।

...........................
Every Picture Tells a Story

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আচ্ছা
অচিরেই জানাচ্ছি।
আমি যাওয়ার উত্তেজনাটা এখনি টের পাচ্ছি, মুস্তাফিজ ভাই... দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুস্তাফিজ এর ছবি

হাসি

...........................
Every Picture Tells a Story

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আমার নামটাও লিস্টিতে রাইখেন গোআফা।

মুস্তাফিজ এর ছবি

ওয়েট লুজ করতে হবে নাহয় নৌকা একদিকে কাত হয়ে ডুবে যাবার ভয় আছে।

...........................
Every Picture Tells a Story

মাহবুব লীলেন এর ছবি

ভ্রমণসঙ্গীদের তালিকা দেখে এইবার মুস্তাফিজ ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করতেই হচ্ছে...

হে বাঘ
তুমি মানুষটারে কষ্ট না দিয়ে এক থাবায় মেরো

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সেইটা ঠিকঠাকমতো হলো কিনা দেখার জন্য আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন, মশাই।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুস্তাফিজ এর ছবি

হো হো হো

...........................
Every Picture Tells a Story

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

এভাবে খেদানোর জন্যি দিক্কার মন খারাপ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আহা !
মন খারাপ করে না, সিমন।
গভীর জঙ্গলে গিয়ে আমাদের যদি হঠাৎ ক্যানিব্যাল হয়ে যেতে ইচ্ছে করে, তার একটা ব্যবস্থা তো সঙ্গে থাকতেই হবে, তাই না?
আপনি অবশ্যই আমাদের সাথে যাবেন। চোখ টিপি দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

জ্বিনের বাদশা এর ছবি

জটিল সব ছবি!!!!চলুক

সুন্দরবনের কিছু জেলেরা ভোঁদড়কে দিয়ে মাছ ধরায়,
জাপানীরা মহাউৎসাহে এই বিরল পদ্ধতি প্রায়ই ওদের টিভিতে দেখায়

আপনারা খোঁজ পেয়েছিলেন নাকি তাদের?

=======================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুস্তাফিজ এর ছবি

ন্যাট জিওতে দেখেছিলাম একবার। এবারে যেয়ে খোঁজ নিয়েছি, শুনলাম এখন এসবের প্রচলন কমে গেছে। ভোঁদরও চোখে পড়েনি, শুধুমাত্র ফেরার আগেরদিন রাতে পুকুর পাড়ে নড়াচড়া দেখে অনুমান করেছি সেটা ভোঁদর ছিলো।

...........................
Every Picture Tells a Story

মামুন হক এর ছবি

ভাইয়েরা আমারেও নিয়া যাইয়েন।
ছবি দেইখা মাথা নষ্ট।

মুস্তাফিজ এর ছবি

কেন? সুন্দরবন দেখতে নাকি কাদা সংগ্রহে? হো হো হো

...........................
Every Picture Tells a Story

মামুন হক এর ছবি

ঐ মিয়া কাদা ছোড়াছুড়ি করা ঠিক না হাসি
সুন্দর বন দেখতেই যামু, কাদা ছুইয়াও দেখমুনা।
এত কিছু দেখলাম, নিজে দেশটাই ভালো মতো দেখা হইলনা। আসলে দেশে থাকতে কোথাও যাওয়ার পয়সাও ছিলনা। আপ্নের ছবি দেইখা মনটা উদাস হইল ভাইজান।

মুস্তাফিজ এর ছবি

নভেম্বরের শেষ আর ডিসেম্বরের প্রথম সপ্তায় প্লান আছে, দেখেন ধরতে পারেন কীনা।

...........................
Every Picture Tells a Story

সবজান্তা এর ছবি

বছর দুয়েক আগে আমরা কয়েক বন্ধু মিলে সুন্দরবনে গিয়েছিলাম। আমাদের মধ্যে অবশ্য কোন ফটোগ্রাফার ছিলো না। তাই এতো সুন্দর কোন ছবি নাই ট্যুরে। তবে আপনাদের ট্যুরটা অনেক বেশি ডিটেইলড, ভালো লাগলো।

তবে সম্ভবত আপনারা যেদিকে গিয়েছেন সেদিকটায় আমরা যাই নাই। আমাদের রুটে কচিখালি, কটকা, দুবলার চর ইত্যাদি ছিলো।

শেষের ছবিটা মারাত্মক।

আমি একটা আইডিয়া দেই, আপনি আর নজরুল ভাই মিলে যুগ্ম পোস্ট দ্যান। তাহলে দারুণ হয়।


অলমিতি বিস্তারেণ

মুস্তাফিজ এর ছবি

আপনি আর নজরুল ভাই মিলে যুগ্ম পোস্ট দ্যান। তাহলে দারুণ হয়।
হুঁ, লোকজন আবার এখানেও গন্ধ খুজবে। শয়তানী হাসি

কচিখালি, কটকার সাথে দুবলার চর কোনভাবেই যায়না, কারন কচিখালি, কটকা সুন্দরবনের একদিকে আর দুবলার চর অন্যদিকে। হিরনপয়েন্ট থেকে বরঞ্চ দুবলার চর কাছে।
কচিখালি কিংবা কটকা যাবার সহজ পথ হলো খুলনা থেকে মংলা দিয়ে আর দুবলারচর, হিরনপয়েন্ট এদিকে যাবার রাস্তা হলো সাতক্ষীরা থেকে।

...........................
Every Picture Tells a Story

সবজান্তা এর ছবি

ওই অঞ্চল নিয়ে তেমন ভালো ধারণা নাই। আমরা খুলনা শহর থেকে লঞ্চে উঠেছিলাম। আমাদের যে ট্যুর প্ল্যান দেওয়া হয়েছিলো তা'তে দুবলার চর দেওয়া হয়েছিলো, কিন্তু উত্তাল সমুদ্রের কারণে ( যতোদূর মনে পড়ে দুবলার চর যেতে হলে সমুদ্রের মোহনা হয়ে যেতে হয়) আর সময় স্বল্পতার কারণে, এবং সর্বোপরি লঞ্চের ফিটনেসের যা-তা অবস্থার কারণে আর দুবলা যায় নি লঞ্চ। আমরা কচিখালি আর কটকা পর্যন্ত ঘুরেই (আরো দুই চারটা জায়গার নাম ছিলো, ভুলে গেছি) ক্ষান্ত দিয়েছিলাম।


অলমিতি বিস্তারেণ

মুস্তাফিজ এর ছবি

হুঁ তাই বলেন। লঞ্চের লোকজন প্রথমেই ফাঁকি দিয়েছেন আপনাদের কটকা হয়ে দুবলারচর যাবার কথা বলে, পরে খারাপ আবহাওয়ার কথা বলে পার পেয়েছে। ঐদিক দিয়ে দুবলারচর যাওয়া যায়না।

তবে কটকা সুন্দর যায়গা।

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

মুগ্ধ ছবি দেখে।
একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন আছে। তিন নম্বর ছবিটাতে কি কোন ওয়াইড অ্যাংগেল লেন্স ব্যবহার করছেন?

/
রেশনুভা

মুস্তাফিজ এর ছবি

জ্বী, ১০-২২ মিমি

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

সুন্দর বনে আসলে খবর দিয়েন। আমি কাছে আছি।
মনুষ্যত্বের দল

এম. এ. আহম্মদ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আপনার লেখাও কিন্তু খুব ভালো হচ্ছে।
আর ছবিগুলোরতো জবাব নাই।

আপনার ছবি তোলার মধ্যে কি কিছু নতুন ভঙ্গি যোগ হচ্ছে। ঠিক এরকম ছবি আগে আপনার ব্লগে দেখি নাই মনে হচ্ছে। সাধারণত: আপনার ছবিগুলো একটু দূরে থেকেই তোলা থাকে।
মাঝে দুইটা ছবি দেখলাম, অফিস আর জেটির ছবি, নীচ থেকে ওয়াইড-এ্যান্গেল লেন্সে তোলা। খুব ভালো লাগছে দেখতে।

অনেক সময় লাগে পোস্ট দিতে তারপরও বলি, এই ক'টা ছবি দিয়েও আরো বর্ণনা জুড়ে দিতে পারতেন। আমরা যারা যাই নাই তাদেরতো মন ভরে না।

পরবর্তী পর্বের জন্য আগাম ধন্যবাদ।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মুস্তাফিজ এর ছবি

লেখার উন্নতি যদি কিছুটা হয় তার কৃতিত্ব সচলায়তনের।
ঠিক ধরেছেন, সাধারণত ওয়াইড ল্যান্সই আমার পছন্দ, ইদানীং ৭০-২০০ এর প্রেমে পড়েছি

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

নজরুল ভাই-এর লেখা আপনাদের সুন্দরবন ভ্রমণ-এর কাহিনী পড়ে এবং মন্তব্য থেকে জানতে পেরেছি মস্তাফিজ ভাই মানেই আসাধারণ ছবি। ৩, ৪ নং ছবি খুব খুব ভাল লাগলো। আর শেষের ছবিটা তো ক্লাসিক।পরের পর্বের
অপেক্ষায় রইলাম।

নৈশী।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ নৈশী। মানুষ মুস্তাফিজকে পছন্দ করেন বলেই আমার তোলা ছবি উনাদের কাছে অসাধারণ লাগে। অথচ দেখুন আমাদের সাথে যারা গিয়েছিলেন তার মাঝে একজন ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তার কথা কিন্তু উনারা বলছেন না।

...........................
Every Picture Tells a Story

কাজী আফসিন শিরাজী এর ছবি

খুবই চমৎকার!!!!!!!

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ

...........................
Every Picture Tells a Story

হিমু এর ছবি

ছবিগুলি দারুণ!

মুস্তাফিজ ভাই, ছবিগুলি কি ক্রমিকসহ দেয়া যাবে? তাহলে আলোচনা করতে সুবিধা হয়।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মুস্তাফিজ এর ছবি

সিওর, করে দিচ্ছি

...........................
Every Picture Tells a Story

বালক এর ছবি

এইসব অসাধারণ ছবি দেখে ইচ্ছে করে আমি যদি এমন তুলতে পারতাম ! চলুক

_____________________________________________
কার জন্য লিখো তুমি জলবিবরণ : আমার পাতার নৌকা ঝড়জলে ভাসে...

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

মুস্তাফিজ এর ছবি

ব্যাপারনা, চেষ্টা করেন মানে তুলতে থাকেন, হয়ে যাবে। সবই অনুশীলন।

...........................
Every Picture Tells a Story

যুধিষ্ঠির এর ছবি

হ্যাঁ!! আজকের ছবি সব আপনি-আপনি ধরনের হয়েছে! ৩, ৬, ১১ নাম্বারগুলো দারুণ! সবগুলোই ভালো লাগলো। ছোট সাইজের ছবিতে মন ভরে না মন খারাপ

মুস্তাফিজ এর ছবি

একদিন সময় করে ৪/৫ দিনের জন্য সুন্দরবন ঘুরে আসেন, আশা মিটবে।

...........................
Every Picture Tells a Story

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বনে ঘোরার মতো অনুভূতি হচ্ছে। চলুক।

মুস্তাফিজ এর ছবি

চলবে

...........................
Every Picture Tells a Story

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

চলুক উত্তম জাঝা! হাততালি

ছায়ামূর্তি [অতিথি] এর ছবি

চলুক

পান্থ রহমান রেজা এর ছবি

দারুণ!
................................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ

...........................
Every Picture Tells a Story

কীর্তিনাশা এর ছবি

দুর্দান্ত !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ কীর্তিনাশা

...........................
Every Picture Tells a Story

দময়ন্তী এর ছবি

শেষ ছবিটা একটা মাস্টারপিস৷ তার ঠিক আগেরটাও সুপার্ব!
-----------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ দিদি

...........................
Every Picture Tells a Story

সাইফুল আকবর খান এর ছবি

ফাটানি হৈছে বস! যাইতে মঞ্চায়! মন খারাপ
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মুস্তাফিজ এর ছবি

মঞ্চাইলেই ত হয়

...........................
Every Picture Tells a Story

সাইফুল আকবর খান এর ছবি

না বস। কই?! মন খারাপ
"যার হয় তার হয়। আমার হয় না।" (শেষের কবিতা)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।