ঈদ ছবির গল্প

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: বিষ্যুদ, ০৩/১২/২০০৯ - ১২:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

যাত্রা পর্ব।
প্রথম ধ্বাক্কাটা খেলাম উত্তরার শেষ প্রান্তে মাস্কট প্লাজার মোড়টা পেরুতেই। পেছনে ডান দিকে ঘষা লাগিয়ে দিলো ময়মনসিংহ গামী বাস। মিররে তাকিয়ে তাকিয়ে দেখলাম। এদিকে জ্যাম সবে মাত্র লাগতে শুরু করেছে। বন্ধের সময় সকাল আটে অত গাড়ী ঘোড়া রাস্তায় না থাকারই কথা। ভাবলাম টঙ্গী ব্রীজ পেরুলেই রাস্তা খালি, আরামে চলে যেতে পারবো। আমার ধারণা মিথ্যে প্রমানিত হলো কিছুক্ষণের ভেতরই।
চারদিকে শুধু গাড়ী আর গাড়ী, ছোট বড় যাত্রীবাহী গাড়ীর সাথে যুক্ত হয়েছে ট্রাক। সেই ট্রাকেরই আবার নানান কিসিম, কেউ মেঝেতে ত্রিপল বিছিয়েছে কেউবা তোষক। এরই মাঝে চারদিক থেকে ঝুলে ঝুলে মানুষ উঠছে। দূর্বল বিশেষ করে মহিলাদের টেনে টেনে তোলা হচ্ছে ট্রাকের উপর। উপরে উঠতে পারার বা বাড়িতে যেতে পারার সূরাহা হবার আনন্দ তাদের চোখে মুখে। টাংগাইল ছাড়া বৃহত্তর ময়মনসিংহের সব জেলায় পৌঁছার প্রধান সড়ক এটাই। সেসব রুটের বাস ছাড়াও বাড়তি কামানোর ধান্ধায় ঢাকা শহরের বিভিন্ন রুটের বাসও চলছে আগাপাশতলা মানুষে বোঝাই হয়ে সে সব গন্তব্যে। কত মানুষ ঢাকা ছাড়ে ঈদে?
গাড়ী চলছেনা। মাঝে মাঝে থেমে থাকতে হচ্ছে, এমনও হয়েছে প্রায় ঘন্টা খানিক চুপচাপ বসে আছি, এরপর একটু এগোয়, আবার থামে, আবার এগোয়। গাড়ীতে রেডিয়ো ছেড়ে রেখেছি, চার ঘন্টার এক এপিসোডে থেমে থেমে ক্যান্সারে আক্রান্ত কবি কাজী রোজীর সাক্ষাৎকার শুনলাম। ভদ্র মহিলা পনেরো বছরের উপর ক্যান্সারের সাথে লড়াই চালাচ্ছেন। গাড়ীতে আমি, রিতা আর মাতিস ছাড়াও আছে মাতিসের বন্ধু সাদ্‌। ওরা থাকে নিকেতনে আমাদের উপরের তলায়। সাদের বাবা পাকিস্তানী, বছর আটেক আগে করাচীতে ছুরীর আঘাতে মারা যান, সাদের তখন মাত্র জন্ম হয়েছে। ঘুমানোর আর স্কুলের সময়টুকু ছাড়া প্রায় পুরোটা সময় আমাদের বাসাতেই থাকে। ঢাকার ভেতর কোথাও বেড়াতে গেলে মাতিসের সাথে সাদ থাকবেই, এবারের ঈদে বাড়ী যাবার আগের দিন সাদ কে বলার সাথে সাথে রাজী, ওর মাকেও দেখলাম সানন্দে রাজী হতে, সাথে সাথে ওর ব্যাগ গুছিয়ে দিলেন। সাদের জন্য ঢাকা ছাড়া এই প্রথম, চারদিকে প্রবল উৎসূক্য নিয়ে তাকিয়ে আছে। সবই অসাধারণ লাগছে ওর কাছে। বাস ট্রাকের উপর থেকে গলা বের করে বমি করা দেখতেও তাদের আনন্দ লাগে।
ঠিক করেছিলাম তিন সাড়ে তিন ঘন্টা যাই সময় লাগুক বাড়ী পৌঁছেই নাস্তা করবো, গাড়িতে বিস্কিট আছে, ক্ষুধা লাগলে বাচ্চারা খেয়ে নেবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এসে বাড়ীতে ফোন করে জানানো হলো আমরা হয়তো দুপুরের খাবারের সময় এসে পৌঁছাবো। আমার সে ধারণাও সঠিক ছিলোনা, জয়দেবপুরের মোড় যখন পেরিয়েছি বেলা সেসময় দেড়টা, ৩২কিমি রাস্তা পেরুতে সাড়ে পাঁচ ঘন্টার উপর লেগেছে, কল্পনারও বাইরে। এর মাঝে গাড়ীতে ঘষা লেগেছে মোট পাঁচবার। শেষবার ঠিক জয়দেবপুর মোড়টা পেরুবার আগে আগেই। ঠিক করেছিলাম এযাত্রায় মেজাজগরম করবোনা। শেষ বারে তা আর ধরে রাখতে পারিনি।
আমার জীবনে যতবার ঢাকা থেকে বাড়ী গিয়েছি তার মাঝে দীর্ঘতম সময় যাত্রার সাড়ে নয় ঘন্টা পর যখন বাড়ীর গেট পেরুলাম সূর্য ততক্ষণে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে।
ঢাকার তুলনায় ময়মনসিংহে ঠান্ডা বেশী,হঠাৎ করেই কনকনে বাতাস গায়ে লাগা শুরু হলো, আব্বা জ্যাকেট বের করে দিলেন উনার। প্রতিবারের মত আমরা আড্ডায় বসে গেলাম, বাড়ির বউরা রান্না বান্নায়, আগামীকাল ঈদ।
eid adda
এক।
ঢাকায় স্কুল ছুটি থাকলে মাতিস সাধারণত দেরী করেই বিছানা ছাড়ে, ঈদের দিন সকাল সাতটার আগে ওকে বিছানা ছাড়তে দেখে তাই অবাকই হলাম। আমাদের তিন ভাই দেশের বাইরে থাকায় ওরা ছাড়া বাকি পাঁচ জন পরিবার সহ বাড়িতে। ছেলেমেয়ে মিলিয়ে সংখ্যাটা নিতান্ত কম নয়। সারা বছর খালি পড়ে থাকলেও ঈদের সময় বাড়ি গিজগিজ করে। এদিকে বাড়িতে গিজার লাগানো গোসলখানা একটাই, সাদ আর মাতিসকে গোসল দিয়ে যখন নাস্তা করাতে বসেছি ঘড়িতে আটটা বাজেনি সেসময়। নাস্তার পর ওদের নিয়ে গেলাম বাড়ীর পেছনে। সেখানে প্রথমেই পুকুর, শীত বলে পানি কম, বাঁশ ঝাড় আর সেগুন মেহগিনির বাগান। সে বাগানের পাশে ধানী জমি, তাতে পাকা ধান সোনালী হয়ে আছে। ধান ক্ষেত পেরুলেই বন। ওরা সবাই মেতে উঠলো খেলায়। একবার পুকুরের উঁচু পাড় বেয়ে উঠে আর একবার ধান ক্ষেতের ভেতর দৌড়ে বেড়ায়। সাদকে দেখলাম কিছু ধান ছিড়ে পকেটে ভরতে, ঢাকায় ফিরে মাকে দেখাবে।
Boys are taking breakfast on EID day
Walking through a paddy field
Kids are playing in wooded area
Group of boys on EID day
দুই।
ঠিক দশটায় ঈদ্‌গায়। শীতের দিন, কুয়াশা তখনও কাটেনি। এবারে জামাতে লোক সমাগম কম। কারনটা বুঝলামনা। আমাদের গ্রামে কোরবানীর নিয়মটা একটু অন্যরকম। সবাই যার যার কোরবানী নামাজের পর মাঠে নিয়ে আসে, সেখানেই কোরবানী দিয়ে ভাগের মাংস রেখে বাকিটা বাড়ি আনা হয়। এরপর সবার রেখে আসা মাংস একত্র করে গ্রামের সব পরিবারকে সমান ভাগ করে দেওয়া হয়। এছাড়াও বাড়িতে নিয়ে আসা মাংস থেকেও অনেকে গরীবদের দিয়ে থাকে। ব্যবস্থাটা একদিক থেকে ভালোই। এবারে গরু জবাইয়ের সময় আমি কাছাকাছি ছিলামনা, সময় কাটিয়েছি বাড়িতে, বাচ্চাদের সাথে।
Eid Embrace
Celebrating EID day
Eid Embrace
তিন।
দুপুরের আগে বাচ্চারা আবদার ধরলো ওরা শিকারে যাবে, কিভাবে যেন টের পেয়েছে বাড়িতে বন্দুক আছে। সেইমত বন্দুক হাতে দলবেঁধে পেছনের বাগানে। বন্দুকের ভার বইতে না পারলেও একেকজনের টার্গেট প্র্যাক্‌টিসের বিরাম নেই। সেনাবাহিনীতে থাকা আমার এক ছোট ভাই ওদের ইন্সট্রাক্টর, বাড়ির মেয়েরাও আবার বাদ যাবে কেন? ওরাও এসে জুটলো টার্গেট প্র্যাকটিসে। বাচ্চাদের সাথে মিশে আমরাও কিছুক্ষণের জন্য বয়সটা ভুলে গেলাম। ফিরে গেলাম শৈশবে। বাড়ির পেছন থেকে শুরু করে বন পর্যন্ত বেশ ক’বার দৌড়াদৌড়ি করে ক্লান্ত শরীরে বাড়িতে ফিরে খেতে বসলাম সবাই।
Kids are walking through a paddy field nearby Modhupur forest
Target Practise
Target Practise
চার।
দুপুরের পর একটু আলসেমী মত লাগলেও উঠে পড়লাম, পরদিনই ঢাকা ফিরবো, হাতে সময় কম, একবার বড়ই বাগানটা দেখে না এলে কেমন হয়। সখের বাগান। পাঁচ একরের বিশাল বাগানের গাছ গুলো দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে। এবারে ধরেছেও প্রচুর। পাতা আর ফল আলাদা করাই মুশকিল। মাস খানিক পর থেকেই খাবার উপযুক্ত হবে। গতবার ফলনের দাম পাওয়া যায়নি। খেয়াল করে দেখেছি যেকোন সব্জী বা ফল ঢাকায় যে দামে খুচরা বিক্রি হয় খামারে পাইকারী বিক্রি হয় তার তিন ভাগের একভাগ দামে, কোন কোন ক্ষেত্রে তারও কম। আমার পাশের বাগানের কাঁচামরিচ পাইকারী বিক্রি হতে দেখলাম প্রতি ৪০কেজি ৪৭৫টাকা দরে! বাগানে পৌঁছানো মাত্রই বাচ্চারা মেতে উঠলো খেলাতে।
Kids seating on a wooden watchtower inside a Lemon garden at Madhupur forest enjoying scenic beauty.
Kids are taking rest after a walk
Picking lemon from garden

পাঁচ।
সবশেষে আসুন আমাদের বাড়ির নুতন অতিথির সাথে পরিচয় করিয়ে দিই, আশা করি আগামীবছর এই সময় তাকেও অন্যদের সাথে খেলায় মেতে উঠতে দেখা যাবে।
New to our family


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

চমৎকার সব ছবি ... সবচে ভালো লাগলো ঠ্যাং ঝুলায়ে বসে থাকার ছবিটা চলুক
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

শান্ত [অতিথি] এর ছবি

প্রথম ছবির ছায়ার কাজটা দূর্দান্ত লাগলো। পা ঝুলিয়ে বসার ছবিটা দারুন হয়েছে।
নতুন অতিথিকে দেখলাম, কিন্তু পরিচয়তো পেলাম না।

মুস্তাফিজ এর ছবি

সাত নম্বর ভায়ের দ্বিতীয় ছেলে, জন্ম ২০শে সেপ্টেম্বর ২০০৯।
২০শে সেপ্টেম্বরে জন্ম নেয়া এই নিয়ে আমাদের পরিবারে ৫ জন হলো, আমার বাসাতেই দুইজন, মাতিস আর তার মা।

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ঠ্যাং ঝুলায়ে বসে থাকার ছবিটা আমারো ব্যপক পছন্দ হলো।
দুই একটা অরিজিনাল বান্দরের ছবি দিলে ভালো হতো, মুস্তাফিজ ভাই। হাসি

...........................

কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুস্তাফিজ এর ছবি

দুই একটা অরিজিনাল বান্দরের ছবি দিলে ভালো হতো

বান্দর
Jump practice
হনুমান
Capped langur (Presbytis pileatus)

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

রণদীপম বসু এর ছবি

কী ব্যাপার মুস্তাফিজ ভাই ? মনে হচ্ছে আপনি আগে থেকেই প্রস্তুত ছিলেন বাঁদর নিয়ে। শুধু কারো আবদারের অপেক্ষায় !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুস্তাফিজ এর ছবি

মনের মিল বলে একটা ব্যাপার আছেনা?
যাক্‌ আপনার জন্য বানর না হনুমানও না পাক্কা বান্দরের ছবি
fun
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

রণদীপম বসু এর ছবি

হা হা হা ! পুরা জোশ ! এগুলান উঠান কখন !!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুস্তাফিজ এর ছবি

দাদা, বানর দুইটা আমাকে দেখে মহিষের উপর ইয়োগা প্র্যাক্টিস করতেছিলো কিন্তু মহিষটা একটু বেরসিক।
বগুড়ায় তোলা।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

সাইফ তাহসিন এর ছবি

দাদা, বানর দুইটা আমাকে দেখে মহিষের উপর ইয়োগা প্র্যাক্টিস করতেছিলো কিন্তু মহিষটা একটু বেরসিক।

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

দারুন!!!

---------------------
আমার ফ্লিকার

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

অনার্য সঙ্গীত এর ছবি

আগে একবার বলেছিলাম, আবার বলি, আপনার ছবি দেখলে মনে হয় সব সৌন্দর্য আপনি ক্যামেরায় পুরে অধিকার করে নিয়েছেন। দারুণ হিংসা হয় আর নিঃশ্ব লাগে...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মুস্তাফিজ এর ছবি

হাসি
নিঃস্ব বানান ভুল

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

অনার্য সঙ্গীত এর ছবি

লিখে পরে বুঝেছি। চোখে খোঁচা দিচ্ছিল। মন খারাপ
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মুস্তাফিজ এর ছবি

হাসি
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

পান্থ রহমান রেজা এর ছবি

আমার বাড়ি যেতে সময় লেগেছে প্রায় ২৩ ঘণ্টা। তওবা করেছি, ঈদের ছুটিতে আর বাড়ি যাবো না!

ছবিগল্প দারুণ হয়েছে। গতবার আপনার কুল বাগানে আমাদের (সচলদের) যাওয়ার কথা শোনা গেলেও যাওয়া হয়নি। এবার আর মিস করতে চাই না। মাসখানেক পরে একটা সময় করেন, আমাদের একটা সচল ভ্রমণ হয়ে যাক। হাসি
.....................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

মুস্তাফিজ এর ছবি

আর যাওয়া হইছে। তোমরা খালি বলোই যামু যামু
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

পান্থ রহমান রেজা এর ছবি

যান, এইবার সবাইরে জড়ো করে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজ কাঁধে নিলাম। এবার হবেই হবে! আপনি তো জানুয়ারি মাসে দেশেই আছেন তো? জানুয়ারিতে যাওয়ার একটা পরিকল্পনা করেই ফেলি কী বলেন?
...............................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

মুস্তাফিজ এর ছবি

ঠিকাছে হাসি

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

হিমু এর ছবি

দারুণ লাগলো পড়ে। ঢাকায় যেসব বাচ্চারা থাকে, তাদের জন্যে যে কী আনন্দময় একটা সময় গেছে, সেটা বুঝতে পারছি স্পষ্ট।

ক্লাস নাইনে ওঠার পর থেকেই ঈদ ব্যাপারটা আবেদন হারিয়েছে আমার কাছে। আগে বড় ভাইবোনেরা ছুটিতে ফিরতেন, খুব হুল্লোড় হতো, পরে সবাই ছিটকে গেলাম। কত কত বছর সবাই একসাথে হই না, গ্রহ উপগ্রহের মতো দূরে দূরে ঘুরপাক খাচ্ছি। ঢাকায় শেষ ক'টা বছরের ঈদগুলিতে বের হয়ে যেতাম আমাদের ট্রেকিং ক্লাবের সাথে। শুনেছি তারাও এখন আর বেরোয় না তেমন একটা।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মুস্তাফিজ এর ছবি

বড় ভাই তখন অষ্ট্রেলীয়ায়, ঈদের দিন ঢাকায় পৌঁছানোর কথা তাই ভাবী চাইলেন ঢাকায় ঈদ করতে, সাথে সাথে বড়ভায়ের ছেলে পান্থ প্রতিবাদ করে বললো ঢাকায় কী ঈদ হয়? ঈদ হয় দাদা বাড়িতে। গ্রামের আবেদন এদের কাছে এমনই।

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

তারানা_শব্দ এর ছবি

হাহাহা!! এই জন্য ঈদে বাড়ি যেতে নেই!!! ঈদের পরদিন যেতে হয়!!

উঠোনের ছবিটা দারুন!! আলো-আঁধারের কাজটা দারুন হয়েছে!!

পা-ঝুলানো ছবিটা সবচাইতে সুন্দর!! ওরা কিসের উপর বসে ছিলো?

ছবিতে চশমা পরা ছেলেটা কে? মাতিস নাকি সাদ?

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

মুস্তাফিজ এর ছবি

আমরা ঈদের আগেরদিন গিয়েছিলাম, প্রতিবারই যাই, এবারই এমন ভীর দেখলাম।
উঠোনের ছবিটা ঈদেই তোলা তবে গত বছরের।
বাগানে একটা টং আছে। রাতে সেখানে বসে পাহাড়া দেয়া হয়। ওরা সেই ঘরের মাচায় বসেছিলো।
চশমা পড়াটা সাদ্‌। লাল পাঞ্জাবী মাতিস। মাতিসে চাইতে সাদ্‌ কয়েক মাসের বড়।

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

অনিন্দিতা চৌধুরী এর ছবি

মুস্তাফিজ ভাই আপনাদের সাথে তো আমিও বেড়িয়ে এলাম।
ছবিগুলো ভীষণ উজ্জ্বল আর জীবন্ত!
আমারো ১মটা আর পা ঝুলানো ছবিটা খুব বেশী ভাল লাগছে।

মুস্তাফিজ এর ছবি

আপনাদের সাথে তো আমিও বেড়িয়ে এলাম।

ধন্যবাদ আপনাকে।
তা খাওয়া দাওয়া কেমন লাগলো তা জানলামনা।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

সাঈদ আহমেদ [অতিথি] এর ছবি

চিরন্তন ঈদ। ছবিগুলোর মধ্যে আনন্দ আর বাংলাদেশ বেশ অদ্ভুত ভাবে মিশে আছে। অসাধারন!

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ সাঈদ আহমেদ
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

মামুন হক এর ছবি

দারুন লাগ্লো বুড়া ভাই দেঁতো হাসি

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ ছোট ভাই
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

সাইফুল আকবর খান এর ছবি

ছবি-গল্প দুই-ই অসাধারণ, বরাবরের মতোই। চলুক
বাড়িতে এত মানুষ আর এত খোলা এত আনন্দের গল্প শুনে ঈর্ষাও পেলো। হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মুস্তাফিজ এর ছবি

গৌতম বলেছেন ঈর্ষা করতে নেই।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

বন্যরানা [অতিথি] এর ছবি

প্রথম ছবিটা অসাধারন লেগেছে।
তা আপনার বাড়িটা ঠিক কোথায়? এই অধমের বাড়ির কাছাকাছি কি না বোঝার চেষ্টা করছি।

মুস্তাফিজ এর ছবি

মুক্তাগাছা শহর থেকে ১৬কিমি দূরে মধুপুরের দিকে যাবার রাস্তায় যেখানে বন শুরু সেখানে বা মধুপুরের দিক থেকে বনের ভেতর দিয়ে মুক্তাগাছার দিকে ১৬কিমি এসে যেখানে বন শেষ সেখানে। গুগুল আর্থ থাকলে 24°41'33.39"N 90° 8'35.57"E এখানে

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

বন্যরানা [অতিথি] এর ছবি

ধন্যবাদ মুস্তাফিজ ভাই।
আপনার তোলা মধুপুর শালবনের ছবি (বনের ভেতরের ল্যান্ডস্কেপ) কি কোথাও আপলোড করা আছে? আমার একাডেমিক প্রয়োজনে শালবনের বর্তমান অবস্থার ধারনা পেতে চাচ্ছি।
আপনার কোনো অবজারভেশন থাকলেও বলুন প্লিজ।

মুস্তাফিজ এর ছবি

মেইল বা ফোন দেন
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

সাইফ তাহসিন এর ছবি

মুস্তাফিজ ভাই দেখি সচলে আমার সবচেয়ে কাছের মানুষ ভৌগলিক দুরত্বে, আমার গ্রামের বাড়ি টাঙ্গাঈল জেলার ধনবাড়ি [ চোখ টিপি কসম খোদার, মশকারি করতেছি না, আগে থানা ছিল মধুপুর, এখন ধনবাড়ি থানা হয়ে গেছে] থানার মুসুদ্দি গ্রামে। এই নাম নিয়ে কতবার যে হেনস্তা হইসি কি বলব। একটা ঘটনা বলে যাই, একবার ধোলাই খাল গিয়েছি রেলিং এর জন্যে রড আর বার কিনতে। দর দাম ঠিক করে যখন ডেলিভারির জন্যে ঠিকানা বলতে গেলাম, শুনে দেখি ক্যাশে বসা লোকটা চেহারা পাল্টায় গেল, আমিও সাবধান হয়ে গেলাম, সেই ব্যাটা ফাজিল আরো ৪-৫ জন লোক ডেকে এনে বলল, বলেন ভাই, আরেক বার ঠিকানাটা বলেন। কি আড় করুম কন, মহা বেইজ্জতি ব্যাপার

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মুস্তাফিজ এর ছবি

মাতিসের নানা বাড়ী আপনাদের দিকে, ধনবাড়ী পেরিয়ে, জামালপুর থেকে সম্ভবত ২০কিমি এদিকে।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

হিমু এর ছবি

জায়গার নাম কিন্তু আরো বিপজ্জনক হতে পারতো। যেমন ধরেন, ধনপুরা, ধনখোলা, ধনবান্ধা, ধনহাটি, ধনকাঠি, ধনমারি ... । আপনি যেটা করতে পারেন, ধনবাড়ি না বলে ধনভারি বলতে পারেন চোখ টিপি , দেখবেন কেউ আর জ্বালাবে না।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

বন্যরানা [অতিথি] এর ছবি

হো হো হো।
আমি নিশ্চিত এরকম (বা এর চেয়ে......) নাম অনেকের স্টকেই আছে।

দুর্দান্ত এর ছবি

তুমি পারো ও ভাই।

দুর্দান্ত এর ছবি

তুমি পারো ও রে ভাই।

দুর্দান্ত এর ছবি

তুমি পারো ও রে ভাই।

দুর্দান্ত এর ছবি

তুমি পারোও রে ভাই।

ধুসর গোধূলি এর ছবি

- কারো বাড়ি যদি হয় 'কাছামারি'। এবার ক' এর জায়গায় প' বসিয়ে তারে ডেকে যদি কাছে আসতে বলা হয়, তাইলে ঘটনাটা কী দাঁড়াবে! চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

বন্যরানা [অতিথি] এর ছবি

আপনার মেইল আড্রেস তো পাচ্ছিনা।
আমাকে একটা মেসেজ দেন প্লিজ: rana_for@ইয়াহু ডট কম

মুস্তাফিজ এর ছবি

ওকে
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

সুহান রিজওয়ান এর ছবি

পা ঝুলিয়ে বসে থাকার ছবিটা সেরা...। কোলাকুলি আর বাচ্চাদের খাওয়া মুখে দেয়ার দৃশ্যটাও ঈদ-ঈদ ভাব জাগালো মনে।

_________________________________________

সেরিওজা

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ রিজওয়ান
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

শুভাশীষ দাশ এর ছবি

ছবি যা দিচ্ছেন বা দিবেন সবই তো অসাধারণ !!!!

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

...অসমাপ্ত [অতিথি] এর ছবি

চমৎকার সব ছবি!! ...পা ঝুলানো ছবিটা দিয়ে একটা সুন্দর সচল ব্যানার হতে পারে। (পায়ের হিসাবে গন্ডগোল লাগল)

মুস্তাফিজ এর ছবি

হুঁ, বুলস্‌ আই
সর্ব বামের পা'টা এই ফ্রেমে নাই, তবে একই সময় তোলা অন্যগুলোতে আছে। আমিও এটা আপলোড দেবার পর খেয়াল করেছি।

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

নৈষাদ এর ছবি

চমৎকার বর্ণনা আর ছবি।
ঈদে সিলেট যাওয়ার প্ল্যান থাকলেও শেষ মুহূর্তে বাদ দিয়েছি। অনেকেই অবশ্য রাস্থায় ধরা খেয়েছে। ঈদে অসাধারন একটা ঢাকা পাওয়া যায়। এবার ঈদের দিন লং ড্রাইভে গেছলাম...। আজ পর্যন্ত ট্রাফিকের অবস্থা চমৎকার ছিল। আশা করছি আগামী রবিবার থেকে বীরবিক্রমে পুরানো অবস্থায় ফিরে যাবে...।

মুস্তাফিজ এর ছবি

এত ঝামেলার পরও বাড়ি ফেরার আনন্দই অন্যরকম। এবারের অভিজ্ঞতায় হয়তো জ্যাম এড়ানোর অন্য বন্দোবস্থ হবে কিন্তু বাড়ি যাওয়া এড়ানো যাবেনা।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

কেন জানি ধানক্ষেতের আইল দিয়ে দৌড় দেয়া বাচচাদের ছবিটা সবচাইতে ভালো লাগছে...
শিকারের শেষ ছবিতে মাতিসের পোজ দেখে ভয় পাইসি।

সুন্দর ছবি।

---- মনজুর এলাহী ----

মুস্তাফিজ এর ছবি

পোজ শুধু মাতিস না সব বাচ্চারাই দিছে। আর ওদের ইন্সট্রাক্টর ছিলো সেনাবাহিনীর মেজর, ভয় পাবারই কথা। হাসি

আমার নিজের কাছে ঈদ্‌গাহে যাবার ছবিটা সবচাইতে ভালো লাগে।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

সাইফ তাহসিন এর ছবি

ছবিগুলো আমাকে স্মৃতিতে গেদাকালের ঈদের দিনগুলোর কথা মনে করিয়ে দিল। অসাধারন বললে কম হয়, আপনার জন্যে নতুন বিশেষন দরকার।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মুস্তাফিজ এর ছবি

"নাই দ্যাশে ফুটকালাই সন্দেশ" আমি হইলাম ঐরকম

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

সাইফ তাহসিন এর ছবি

হে হে হে, আমার মুখ যেরকম খারাপ, এর মাঝে খোঁচা দিয়া যাইতাম এক কোটি বার যদি আপনার কথা সত্যি হইত। কাজেই ফাটায়া পোস্ট দেন।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গতবছরও বলছিলাম, আবারো বললাম, আপনার কূলবাগানে পিকিনিকি করতে চাই...
ছবি নিয়া কথা বলার কোনো কারণ দেখি না
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুস্তাফিজ এর ছবি

পান্থ মনেহয় দায়িত্ব নিছে
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

মুর্শেদ [অতিথি] এর ছবি

সুন্দর সব ছবির জন্য ধন্যবাদ।
ছবিগুলো কি এসএলআর ক্যামেরায় তোলা ?
ক্যামেরার নাম এবং মডেলটা বলা যাবে কি?

মুস্তাফিজ এর ছবি

ক্যানন ৩০ডি

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

উজানগাঁ এর ছবি

শুধু ছবিগুলো দেখে গেলাম। পাঁচ তারা।
লেখাটা পড়া হয়নি। পড়া হলে আলাপ করা যাবে। আপাতত দৌড়...

মুস্তাফিজ এর ছবি

দাদা তারা তো চাইনি আমি। ছবির কথা বলো, না হয় ফ্লিকারেই জানিয়ো।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

শেখ নজরুল এর ছবি

সব ছবিগুলোই কথা বলছে। ছোট্ট সোনামনির নিঃষ্পাপ ঘুমটি মন কেড়ে নেয়। ধন্যবাদ আপনাকে।

শেখ নজরুল

শেখ নজরুল

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ শেখ নজরুল
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

অমিত এর ছবি

আপনার সংগে মনে হল চমৎকার একটা ঈদের ছুটি কাটিয়ে আসলাম
এরকম ঈদ আমি কখনো পাইনি। আমার ঈদের স্মৃতি হল পুরোটাই ঢাকায় বন্ধুদের সংগে। খুব ছোটবেলায় মনে আছে খালার বাড়িতে একটা গ্যাথারিং হত, এইটুকুই।
পেয়েছিল আমার বড় ভাই। সেই সময় সবাই মিলে নানার বাড়ি বগুড়ায় ঈদ করতে যেত। বিরাট মিস আমার জন্য মন খারাপ

মুস্তাফিজ এর ছবি

আমাদের আসলে অভ্যাস খারাপ হয়ে গেছে।কোন ঈদে বাড়ী না গেলে মনে হয় ঈদটা পুরোপুরি হয়নি। যেসব ঈদে বাড়ী না যাই তখন বেশী করে অনুভব করি সেটা।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

প্রকৃতিপ্রেমিক এর ছবি

লেখাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বলে মন খারাপ হলো। পড়তে পড়তে মনে হচ্ছিল আপনাদের পরিবারের সাথে মিশে গিয়েছি। এত আনন্দ দেখে হিংসায়িত হলাম।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ পিপি দা। আসেন বেড়িয়ে যান।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

স্বপ্নহারা এর ছবি

আপনি নমস্য! ছবি খুউউউউউউউউউউউউউউ...ব ভাল লেগেছে! বর্ণনা বাড়তি পাওয়া...অসাধারণ!

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ স্বপ্নহারা।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

ছবিগুলো এতো সুন্দর!!!!!!!!!
কেনু..কেনু..কেন?????????????????????????

*তিথীডোর

মুস্তাফিজ এর ছবি

তিথীডোর দেখবে তাই সুন্দর।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

কনফুসিয়াস এর ছবি

পা ঝুলানোটা বাদেও প্রথম ছবিটা আমার কাছে দুর্দান্ত লাগছে! জাস্ট জটিল!

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ কনফু
আমি মজা পেয়েছি ঈদের মাঠে যাবার ছবিটা তুলতে পেরে।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

রাফি এর ছবি

আপনার ছবি দেখে কী মন্তব্য করব ভেবে পাই না।
বিশেষণের ঘাটতি আছে আমার...
অপূর্ব সব ছবি ..

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ রাফি
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

অনুপম ত্রিবেদি এর ছবি

সাদকে দেখলাম কিছু ধান ছিড়ে পকেটে ভরতে, ঢাকায় ফিরে মাকে দেখাবে। - ভয়াবহ ভালো লাগলো। আমিও যখন জীবনের প্রথম সমুদ্র দেখি, আমার মায়ের জন্য ৩টি ঝিনুক কুড়িয়ে এনেছিলাম সৈকত থেকে। আমার মায়ের আজও সমুদ্র দেখা হয়ে উঠেনি। এখনো সেই ১৩ বছর আগের কুড়িয়ে আনা ঝিনুকগুলো দেখেই তাঁর সাধ মেটান।

কোলাকুলির ২টা আর পা ঝুলানো ছবিটা জব্বর রকমের জম্পেশ হইছে। আপনার ছবি দেখলে আর ছবি তুলতে মঞ্চায়না।

===================================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মুস্তাফিজ এর ছবি

ক্যামেরা লেন্স সব আমাকে দিয়ে দাও, আমিই তুলি হাসি
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

কল্পনা আক্তার এর ছবি

ঈদ ছবির গল্প অনেক ভালো লাগলো সেই সাথে জটিল সব ছবি মন কেড়ে নিলো!!
..................................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

মুস্তাফিজ এর ছবি

আপনার কমেন্টস দেখেও আমার খুব ভালো লাগলো, ভালো থাকবেন
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

ধুসর গোধূলি এর ছবি

- বয়াতি ভাই, ছবি দেখেই তো কাইত হয়ে গেলাম!

আপনার ভাইয়ের ছেলের কথা আসলেই ঠিক। ঢাকায় ঈদ হয় কীসের? ঈদ কী জিনিষ সেটা বুঝতে হলে যেতে হবে গ্রামে। ক্ষেতের আইল ধরে লুঙ্গি কোমরের উপর তুলে ধরে দৌঁড় দিতে না পারলে ঈদ হয় নাকি!

ধানক্ষেতের পাশে তিনজনের ছবিটা মারাত্মক। টার্গেট প্র্যাকটিসের জায়গাটায় এসে বুঝলাম, সবাই একটা বয়সে ঐরকম করে। ভার সইতে না পারলে কী হবে, বাঁটটা কাঁধের ওখানে ঠেকিয়ে এক চোখ বুঁজে ট্রিগারটা টিপতে পারলেই মনেহয় "যাহ্ শালা, দস্যু বীরাপ্পনের মতো হিরো হয়ে গেলাম বুঝি!" সেই অনুভূতি বর্ণনাতীত।

আপনার গাড়ি এমনে ডলা যে খাইলো, নকশা অংকিত হয় নাই? বাম্পার লাগানো আছে তো নাকি! দেশের গাড়িগুলোর দিকে তাকালেই আমার মায়া হয়। বেচারা কী সুন্দর গাড়িগুলাকে বাম্পার টাম্পার যাম্পার লাগায়ে কিম্ভূতকিমাকার করে ছাড়ে লোকজন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুস্তাফিজ এর ছবি

কেউ ডাকে বুড়াভাই, কেউ গুরু, এখন শুরু হইলো বয়াতী যদিও গানের ‘গ’ ও জানিনা।
‘ঈদ কী জিনিষ সেটা বুঝতে হলে যেতে হবে গ্রামে’ আমি এ কথাটার সাথে একমত। আমি বেশ কয়টা ঈদের সময় বাইরে কাটিয়েছি, বিশেষ করে রোজার ঈদ, ঘুরে বেড়ানো গেলেও ঈদের আমেজ পাওয়া যায়না।
টার্গেট প্র্যাকটিস সব বাচ্চারাই করেছে, বন্দুক তুলতে না পারলেও। এর মাঝে ওরা ঘুঘু শিকারও করেছে, সেই ঘুঘু বনে আগুন জ্বালিয়ে পুড়ে তেল লবন ছাড়াই খেয়েছে। বাধা দিইনি। ছবি তুলেছি, ফ্লিকারে দেবো হয়তো।
আমার দুইটা গাড়ী, ছোটটাতে বাম্পার লাগানো নেই, ভাগ্যিস ঐটা নেইনাই। বড়টা বিশাল, শক্তপোক্ত, বাম্পার লাগানো থাকলেও লেগেছে, সাইডে, তেমন জটিল কিছুনা। আসলে কথাটা লিখেছি যে গত পাঁচ বছরে আমার গাড়িতে যা না আঁচড় পরেছে তার চাইতে বেশী সেদিনই পড়েছে।

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

ধুসর গোধূলি এর ছবি

- ছোট গাড়িটা তেল মবিল দিয়া চকচক কইরা রাখেন। আইসা দেখুমনি ইঞ্জিনের কন্ডিশন কী! ধুগোর লগে টেক্কা দেবার মতো ধার তার খুরায় আছে কীনা! দেঁতো হাসি

আমি তো কাউরে কোনো কারণে নাম দেই না বা ডাকি না। যখন যেইটা প্রথম মনে আসে, বইলা ফেলাই। ব্যস, সেইটা ধরেই ডাকাডাকি শুরু করি। আপনের বেলাতেও তাই হৈছে। আর আপনেরে কেউ বুড়া ভাই বললেই কি আপনে 'বুড়া' হয়ে যায় নাকি। আপনের শত্তুর হোক বুড়া, যে বা যারা ডাকে তারা হোক বুড়া, আপনে ক্যা? চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুস্তাফিজ এর ছবি

গাড়ী চালানো নিয়া আমার সাথে টেক্কা? শরম পাইলাম।
আরেকটা কথা আমি মাইন্ড খাইনা. হাসি
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

ধুসর গোধূলি এর ছবি

- বয়াতি ভাই, আপনের লগে তো টেক্কা দেই নাই। দিছিলাম আপনের গাড়ির লগে। তো যাই হোক, নিজেই আইসা যখন শার্টের কলারটা ঝাঁকি দিলেন, যান আপনের লগে টেক্কাবাজি উইদ কমপ্লিমেন্টস গ্রহণ করলাম। কবে, কুতায়, ককন আমরা কাবাডি খেলুম, কন খালি। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুস্তাফিজ এর ছবি

ঢাকা>চট্টগ্রাম>রাঙ্গামাটি
ঢাকা>সিলেট>তামাবিল(স্পন্সর আলবাব)
ঢাকা>বগুড়া>লালমনিরহাট (স্পন্সর শিমুল)
আর ভালোস্পন্সর পাওয়া গেলে দেশের বাইরেও হতে পারে

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

দুর্দান্ত এর ছবি

বিলেটেড ঈদ মুবারক।
ঈদ হল সপ্তাহ ঘুরতে চলল। তবুও আপনার ছবিগুলোতে ঈদের আমেজ একদম টাটকা।
আসেন কোলাকুলিটা সেরে ফেলি।

মুস্তাফিজ এর ছবি

ঈদ মুবারক
ধন্যবাদ

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

লেখা, ছবি, সবই খুব ভালো লাগলো হাসি

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ প্রহরী

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।