বৃষ্টি বনাম আমার সচলত্ব প্রাপ্তি

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: সোম, ০৭/০৭/২০০৮ - ৯:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত শুক্র শনি দুদিন বাসায় বসে বসে বৃষ্টির অপেক্ষায় ছিলাম। কখন একটু ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আর আমি সেই বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে মজা করে ভিজি না সে অনেক দিন। কিন্তু হতচ্ছাড়া বৃষ্টিও যেন সাপ্তাহিক ছুটি পেয়েছে। তেমন মুশলধারায় তো নামলোই না। মাঝে মাঝে একটু ঝিরি ঝিরি ভাব তুলে পুরা গায়েব। তাই ঐ দুদিন বসে বসে বৃষ্টির চোদ্দ গুষ্ঠিকে বিভিন্ন নামে সম্বোধন করাই আমার সাড় হলো। অথচ দেখুন গতকাল রোববার অফিস থেকে বাসায় ফিরছি। সিএনজি থেকে নেমে বাসার পথে হাটা শুরু করেছি - ব্যাস শুরু হয়ে গেল। ঝর ঝর ঝর - বৃষ্টি যেন তার চোদ্দ গুষ্ঠি নিয়েই হাজির হয়ে গেল। পাঁচ মিনিটে ভিজে সারা। যখন বরন-ডালা নিয়ে বসে ছিলাম তখন তার দেখা নেই। আর এখন যখন তার দরকার নেই তখন ঝর ঝর ঝর। মেজাজটা খিঁচড়ে গেল তখনই। বৃষ্টির চোদ্দ নয় এবার আঠাশ গুষ্ঠির নাম উদ্ধার করলাম আমি। বাসায় ফিরে বউর সাথেও হালকা ঝগড়া বাধলো। আমি নাকি ইচ্ছা করে ছাতা নিয়ে যাই না, যাতে বৃষ্টিতে ভিজতে পারি। ব্যাস গেল আমার রাতের শান্তিও। মেজাজ খারাপ অবস্থাতেই আজ অফিসে এসে ঢুকলাম। মেজাজ খারাপ করেই কম্পিউটার ওপেন করলাম। সচলায়তন ওপেন করে যখন লগইন করছি তখনো মেজাজ খারাপ। কিন্তু লগইন করার পড়েই মেজাজ একেবারে ঠান্ডা মেরে গেল। আহা এ কি দেখি! আমার নামের পাশে অতিথি কথাটা নেই। তবে কি আমি সচল হলাম? ভালো করে দেখলাম আবার। একটা মন্তব্যও করলাম, রেটিং দেবার অপশন পেয়ে পাঁচতারা দিলাম। আমার মন্তব্য সাথে সাথে চলে আসলো। আহা ! তাই তো, আমি তো সচল হয়ে গেছি তাহলে। (এখনো কোন কনফার্মেশন মেইল পাই নি বলে একটু দ্বিধায় আছি, সত্যিই সচল হয়েছি তো?)

এখন মনে আমার ভিষন আনন্দ হচ্ছে। মেজাজ খারাপ ভাব উধাও। আর সেই আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করতেই আমার এই পোস্ট - শুনুন আমার প্রিয় সচলায়তনের বন্ধুরা শুনুন, আমি আজ সচল হয়েছি !!


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

গেল, কীর্তিনাশাও এখন ঘোষনা দিয়ে লাপাত্তা হয়ে গেল...

কীর্তিনাশা এর ছবি

না জনাব আছি আপনাদের সাথে সিন্দাবাদের ভূতের মত।
অফ যা দা রেকর্ড : আর কোন যাবার জায়গা থাকলে তো যামু!)
---------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমার মনে হয় আমাদের সবাইকে প্রতিমাসে একবার করে অতিথি করে দেয়া উচিৎ। ভালো ১০ লেখা লিখলে আবার সচল। নাহলে আমাদের চর্বি জমে যায়। আর এই চর্বি জমা তালিকায় আমি মনে হয় সবার উপরে থাকব। মন খারাপ

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কীর্তিনাশা এর ছবি

সেইটা ওস্তাদ আপনার ছবি দেইখাই আমরা বুঝবার পারতাছি। হে হে হেঃ
-------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

গৌতম এর ছবি

আপনার সাথে পুরোপুরি একমত। আমি প্রতিদিন ৮ ঘণ্টা সচল থাকি- বাকি সময় অতিথি।

নিজের বাড়িতে অতিথি হিসেবে থাকার মজাই আলাদা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কীর্তিনাশা এর ছবি

ঠিক কইছেন গৌতম দা।
-------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

আরে ওস্তাদ ডর দেহান কেন?দেশে জরুরী অবস্থা চলতাছে, নাইলে অক্ষন আন্দোলন শুরু করতাম। স্লোগান হইতো - অরূপের চামড়া, ধইরা খালি কামড়া!
---------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আকতার আহমেদ এর ছবি

সচল কীর্তিনাশাকে বিশাল অভিনন্দন !
সচল থাইকেন.. সচল রাইখেন

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ আকতার ভাই।
চেষ্টায় আছে কাইজুদ্দিন (মানে কীর্তিনাশা)
-------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পান্থ রহমান রেজা এর ছবি

আমারও নামের পাশে অতিথি লাগানো আছে। খারাপ লাগে না। কেমন একটা বেড়ানো বেড়ানো ফিলিংস অনুভব করি।

কীর্তিনাশা এর ছবি

বেড়াতে থাকেন ভাই। বেড়াতে বেড়াতে একদিন স্থায়ী হয়ে যাবেন।
-------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শেখ জলিল এর ছবি

সচল প্রাপ্তির জন্য অভিনন্দন। নিয়মিত লিখুন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ জলিল ভাই। আপনারা সাহস দিলে চেষ্টা করবো।
-------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

অভিনন্দন কীর্তিনাশা

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ খেকশিয়াল ভাই।
----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এস এম মাহবুব মুর্শেদের সাথে সম্পূর্ণ একমত... তবে আমি ছাড়া... আমারে আবার অচল বানাইলে পরে ইহ জিন্দিগীতে আর সচল হইতে পারুম না...
যা হোক... নজরুল... থুক্কু কীর্তিনাশাকে অনেক অভিনন্দন সচলত্ব পাওয়ায়... এখন মন দিয়া কাজ করেন আর সচলায়তনে লেখেন। এক শনিবারে দেখা হবে... রানা কই গেলো? দেখিনা কয়দিন ধইরা?
_________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই। আমিও দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছি। রানা অফিসের কাজে ইদানিং ভিষন ব্যস্ত। কাজের চাপ একটু কমলেই আবার মেশিন স্টার্ট দিবে।
-------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক অনেক অভিনন্দন।

কীর্তিনাশা এর ছবি

অনেক অনেক ধন্যবাদ অপ্র ভাই।
---------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মৃদুল আহমেদ এর ছবি

আরে নজরুল? তাই নাকি? দারুণ! এইবেলা তাইলে লিইখ্যা ফাটায়া ফালাও!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ মৃদুল ভাই। কিন্তু ফাটামু যে কি বুঝতাছি না।
-----------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

আপনাকে পুরো সচলত্ব প্রাপ্তির জন্য অভিনন্দন।

[ভূঁতেঁরঁ বাঁচ্চাঁ]

কীর্তিনাশা এর ছবি

ধঁন্যবাঁদ আঁপনাঁকে। আঁপনিঁও দ্রঁত সঁচল হঁন সেঁই কাঁমনা।
------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তীরন্দাজ এর ছবি

আপনাকে অভিনন্দন জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ তীরু ভাই।
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রায়হান আবীর এর ছবি

আস্লালুয়ালাইকুম। ইয়া হাবিবি...

দ্রুত গুলাগুলি শুরু করেন...পাঁচ তারা দিয়া স্বাগতম।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ রায়হান আবীর। ইয়া হাবিবি .........
তয় গোলাগুলি করা যাবে না। ওস্তাদের নিষেধ আছে।
পাঁচতারার জন্য আবারো ধন্যবাদ।
--------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি
কীর্তিনাশা এর ছবি

সাট্টিফিকেট দেহান। নাইলে আবার কইলাম - ইয়া হাবিবি!!
----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সদ্য পেলাম খবর খাসা -
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সচল হলেন কীর্তিনাশা হাসি

অভিনন্দন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ সন্ন্যাসী দা। অসম্ভব ভালো ছড়ার জন্য বেসম্ভব ধন্যবাদ!!
------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রেনেট এর ছবি

স্বাগতম কীর্তিনাশা!
বেশি বেশি করে লিখে পুরানো সচলদের উপর থেকে চাপ কমান দেঁতো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ রেনেট। কিন্তু ইডা কি কইলেন? সচল হইলে মানুষ নাকি লেখালেখি থেকে ছুটি পায় শুনছি।
-------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রেনেট এর ছবি

তা কথা কিছুটা ঠিকই শুনেছেন...
কিন্তু
নতুন কেউ সচল হলে পুরানোদের এই ডায়ালগ দেয়ার নিয়ম চাল্লু
(চিন্তা নাই, আপনি ও দিতে পার্বেন ভবিষ্যতে)
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কীর্তিনাশা এর ছবি

আচ্ছা তাইলে আমিও রেডি থাকলাম। নতুন কেউ সচল হইলেই তারে এই ডায়ালগ দিমু।
---------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আহমেদুর রশীদ এর ছবি

অচল দিনে সচল কীর্তিনাশা

অভিনন্দন।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ, রশীদ ভাই।
---------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রাফি এর ছবি

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

আপনার সচলত্বে অভিনন্দন।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ।
----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পুতুল এর ছবি

অভিনন্দন! সচল থাকুন সব খানে।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ পুতুল দাদা। চেষ্টা থাকবে সব সময়।
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আলমগীর এর ছবি

পুতুলের নিকটা মনে হয় পাল্টাতেই হবে। যে হারে সবাই আপা ডাকে।

কীর্তি বিনাশ কারীকে স্বাগতম।

কীর্তিনাশা এর ছবি

অ্যা! কন কি আলমগীর ভাই! আমি কি জেন্ডারে ভুল করলাম?
----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নিঝুম এর ছবি

অনেকেই বলেন , সচল প্রাপ্তিতে সবাই কেমন যেন চুপশে যান । কি কারনে যেন আর লিখেন না কিংবা লিখতে চান না । আমার মনে হয় সবার বেলায় এই কথা ঠিক না । কেউ কেউ হয়ত এমন । আমার মনে হয় লেখার কোয়ালিটিটাও মাথায় রাখা প্রয়োজন । অনেক লিখলাম কিন্তু কারো একদম ভালো লাগলো না , এটার থেকে অল্প লিখাই ভালো যা সবার মন ছুঁয়ে যায়। কীর্তিনাশা ভালো লেখক । ভবিষ্যতে আরো লিখবেন । এই আশাই করি ।

সচল প্রাপ্তিতে অনেক শুভ কামনা রইল ।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

কীর্তিনাশা এর ছবি

নিঝুম ভাই ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। তবে আমার চেয়ে অনেক ভালো লেখক আছেন এখানে। যাদের ভেতর আপনিও একজন। আমি তাঁদের লেখা পড়ি আর মাথানত করে শ্রদ্ধা জানাই।
--------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুশফিকা মুমু এর ছবি

অনেক অনেক অভিনন্দন কীর্তিনাশা ভাই দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কীর্তিনাশা এর ছবি

অনেক অনেক ধন্যবাদ আপনাকে মুমু।
-------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পরিবর্তনশীল এর ছবি

হাই বাডি! ওয়েলকাম! ইয়ো হয়ে যাব চিন্তা করছি। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কীর্তিনাশা এর ছবি

আপনাকেও ওয়েলকাম।
---------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অভ্রনীল এর ছবি

অভিনন্দন আপনাকে... আমিও অপেক্ষায় আছি... নামের পাশের থার্ড ব্রাকেট থেকে অতিথি নামটা যে কবে সরবে!!

| আমার বাংলা ব্লগ | আমার ইংলিশ ব্লগ |

কীর্তিনাশা এর ছবি

সরে যাবে ভাই। অচিরেই সরে যাবে। আপনি শুধু লিখতে থাকেন আর অন্যদের লেখায় কমেন্ট করতে থাকেন।
------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দৃশা এর ছবি

শালগম শালগম !!!
মানুষ কি হাবি জাবি জিনিস দিতাছে আপনারে...হুর ...হুর... স্বাগতম দিয়া কি হইব... দিন শেষে শালগমই কাজে আইব... ভাবীও খুশি হইয়া 'শালগমে মুসাল্লাম' বানাইয়া খাওয়াইব।
সচল হওয়ার খুশিতে এক বস্তা শালগমীয় শুভেচ্ছা।

দৃশা

কীর্তিনাশা এর ছবি

যাউগ্গা, তরকারী হিসাবে শালগম খারাপ না। আপনার এক বস্তা শালগম গ্রহন করলাম। আর আপনারেও দাওয়াত দিলাম - আমার বাসায় আইসা শালগম মুসাল্লাম খাওয়ার। শুভেচ্ছার জন্য ধন্যবাদ।

--------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

স্বপ্নাহত এর ছবি

খাইসে!!
কীর্তিনাশা সচল চাবি
পাইসে!!

অভিনন্দন ভাইজান। হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

কীর্তিনাশা এর ছবি

হ পাইসি!!
ধন্যবাদ ভাইজান।
-------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

সচলত্ব প্রাপ্তিতে অভিনন্দন । একটু দেরী হয়ে গেল, কিছু মনে নিয়েন না হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কীর্তিনাশা এর ছবি

মনে নেয়ার কি আছে এনকেদু ভাই? সচলে আমরা সবাই বন্ধু। তাই এখানে মনে করা করির কিছু নাই। আপনার অভিনন্দনের জন্য ধন্যবাদ।
------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রণদীপম বসু এর ছবি

হা হা হা ! নামেই যিনি কীর্তিনাশা, এবার যে কার কীর্তি নাশ করবেন তিনি, বুঝতে পারতেছি না।
তয় সচল হওয়ার জন্য অর্ধসচলের পক্ষ থেকে অচল অভিনন্দন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

রনদীপমকে সচল করার জন্য জোর আবেদন জানাচ্ছি। উনাকে চা দিতে দিতে আমার হাত ব্যাথা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

হা হা হা! নিজের কীর্তি ছাড়া আর কারো কীর্তি নাশ করুম না করুম না কথা দিলাম।
আপনিও দ্রুত সচল হন এই কামনা রইলো।
-------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

অভিনন্দন!
তবে সচল হওনের পর লম্বা ডুব দিলে উপরের কথাটা প্রত্যাহার কইরা নিতে পারি।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ জুলিয়ান ভাই। আপনিও দ্রুত সচল হবেন এই প্রত্যাশা।
----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মাহবুব লীলেন এর ছবি

আপনার সচলত্ব প্রাপ্তির আনন্দে ওইদিন আমি অফিসেই যাইনি
পবসে বসে বৃষ্টি দেখেছি আর বলেছি আহারে বেক্কল ছাড়া কেউ এমন বৃষ্টির দিনে অফিস করে?

তখনই নিচে তাকিয়ে দেখি আপনি অফিস যাচ্ছেন জবুথবু হয়ে

কীর্তিনাশার অফিস যাত্রাকীর্তিনাশার অফিস যাত্রা

কীর্তিনাশা এর ছবি

হ আমি হইলাম বেক্কল গোলাম হোসেন যার কোন উপায় নাই লীলেন ভাই।
------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানবীরা এর ছবি

জবর খাসা কীর্তিনাশা,
দিলাম পদ্ম জলে ভাসা।

সচল হওয়ার আনন্দ আমি জানি, সদ্য সচলতো, আনন্দ অক্ষয় হোক বৎস আপনার

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

অসংখ্য ধন্যবাদ আপনাকে তানবীরা। সচল হওয়ার মজা আসলেই অন্যরকম। মডুদের এই সুযোগে একটা বিশাল ধন্যবাদ দিয়া দিলাম এমন একটা সিস্টেমের জন্য।
----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি

- এইবার সব নাশ কইরা ফেলেন বস।
আর শুনেন বউয়ের কথায় কান দিয়েন না। বাইরে থেকে ঘরে ঢুকার সময় কয়েক কিলো তুলা কানে গুঁজে দিয়ে হেরপর ঘরে ঢুকবেন। বউ চিল্লাইতে থাকুক যতোখুশী, আপনে জিটিভিতে হাম ভি কাভি জামাই থা সিরিয়াল দেখতে লাইগা যান।

ইয়া হাবিবি চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কীর্তিনাশা এর ছবি

কোন লাভ নাই ধুগো ভাই। কানের তুলা খুচাইয়া বাইর কইরা তারপর চিল্লাইবো। আর টিভি দেখবো? হায় রে ধুগো ভাই, বিয়া করেন নাই তাই জানেন না টিভির রিমোট সব সময় বউগো সম্পত্তি।

তয় আপনের কমেন্টের জন্য - ইয়া হাবিবি!
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।