আমাদের বেহালা বাদক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: শুক্র, ১৮/০৯/২০০৯ - ১০:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এদেশের বিনোদন পাতায় যারা প্রদায়ক হিসাবে কাজ করে, তাদের নিয়া আমি এতোটাই হতাশ যে কথাই কইতে ইচ্ছা করে না। সেই কালে রুম্পার মাধ্যমে পরিচয় একটা গ্রুপের সঙ্গে। এরা প্রদায়ক বিনোদন পাতার। তারই মধ্যে একজন আমাদের এই অনার্য্য সঙ্গীত

প্রথম দিনেই এইটার উপরে মেজাজ ব্যাপক খারাপ হইলো... পিচ্চি পিচ্চি একটা পোলা, কিন্তু কথা শুনলে মনে হয় বিরাট কিছু... মনডা চাইলো একটা থাবড়া দেই...
পরবর্তীতে মেজাজ খারাপের পরিমান বাড়লো ব্যাপক। এই পোলার নেতৃত্বে তার বন্ধুদল শুধু ছোলা আর পুরি খায়া আমারে ফতুর বানায়ে দিলো। কিন্তু ততদিনে আমি এদের ব্যাপারে মহামুগ্ধ। অনার্য্য সঙ্গীতের পরিচয় ধীরে ধীরে পাইতে থাকলাম।
যথারীতি যেটা হয়, আমার সঙ্গে গাছ পাতা দিয়া পূর্ব পরিচয় বাইর হয়া যায়। এর বেলাতেও তাই হইলো, দেখা গেলো তার বোন আর দুলাভাই আমার খুবই পরিচিত, একসময়ের বিরাট সঙ্গী। তারপর দেখা গেলো সে আমার খুব বন্ধু রাসেল 'ও নীলের পাণ্ডা...

পড়াশোনা তার মাইক্রোবায়োলোজি নিয়া (খাইছে, ব্যাপক ডরাইছি)। ভাবলাম স্ট্যামফোর্ডে পড়ে, সেখানে আর কী শিখে? কিন্তু সে যে বিষয়টা খুব ভালো বোঝে, তা নিশ্চয়ই সচলে তার ভাইরাস সিরিজ পড়েই বুঝতে পারতেছেন?
অনার্য্য দূর্দান্ত অনুবাদ করে। খুব ঝরঝরে। তার কাছে অনুরোধ থাকলো ভালো কিছু অনুবাদ সচলে দেওয়ার জন্য। গ্রাফিক্সেও ভালো কাজ করে... (ঐ ব্যাটা, মাঝে মাঝে সুন্দর দেখে কিছু ব্যানার করে দিস)

তবে এর যে ব্যাপারটা ঈর্ষণীয়... তা হইলো সে বেহালা বাজায়। বাজানোর জন্য বা ব্যাবসার জন্য না, সে বাজায় অন্তরের জন্য। শুধু এই একটা গুণের জন্যই তার ব্যাপারে আমার সারাজীবনের মুগ্ধতা জারী আছে, থাকবে।
সে অবশ্য এই বিষয়ে আমার গুরু হইতে রাজী হইছে। ভাবতেছি ঈদের পরে বেহালায় তার শিষ্যত্ব গ্রহণ করবো।

যাহোক, এতো কথা বলার কারন হইলো আজকে এই পোলার জন্মদিন...

শুভ জন্মদিন অনার্য্য সঙ্গীত...


মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি

আজকে শুক্রবার , তায় আবার শবে কদরের বন্ধ। আজকে জন্মদিন হয় ক্যামনে ?

অনিন্দ্য রহমান এর ছবি

শুধু শুক্রবার না, জুমাতুল বিদা হাসি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অনার্য সঙ্গীত এর ছবি

আরিফ ভাই, আমি আপনার বিশ্বসাহিত্য কেন্দ্রীয় ১০০% খাঁটি ছোটভাই। দেখলেই চিনবেন দেঁতো হাসি । এখন কন, অফ ডে'তে পয়দা না হইলে আপনার ইজ্জত থাকতো!
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

যুধিষ্ঠির এর ছবি

শুভ জন্মদিন, সঙ্গীতজী।

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ'জী দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ভ্রম এর ছবি

শুভ জন্মদিন অনার্য্য সঙ্গীত!

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ ভ্রম হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সুহান রিজওয়ান এর ছবি

অনার্য্য ভায়ের লেখায় ব্যাপক ভাইটামিন আসে- থুক্কু - ভাইরাস আসে, তাই ভালু পাই...।
শুভ জন্মদিন !!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

অনার্য সঙ্গীত এর ছবি

আমার লেখায় ভাইরাসের ওষুধও তো আসে দেঁতো হাসি
শুভেচ্ছার জন্য ধন্যবাদ হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন অনার্য্য সঙ্গীত হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ নিবিড় হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

জি.এম.তানিম এর ছবি

জন্মদিন শুভ হোক...

(ক্যাক কুকের আবেদন জানায় গেলাম...)
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ

(আবেদন গৃহীত হইছে। সত্বর ঠিকানা পাঠান!)
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

উজানগাঁ এর ছবি

শুভ জন্মদিন অনার্য্য সঙ্গীত হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

অনেক ধন্যবাদ হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রেনেসাঁ [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন অনার্য্য সঙ্গীত... ।

@ আরিফ জেবতিক: জ্যামে পইড়া বিষ্যুদবারের গাড়ী শুক্রবারে পৌঁচেছে.......... এটা ভগবানের মিসটেক, উনার কিছুই করার নাই।

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রায়হান আবীর এর ছবি

অনার্য্য সঙ্গীত, এতো গুন আপনার। বেহালা শোনাবেন কবে?


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

অনার্য সঙ্গীত এর ছবি

লইজ্জা লাগে । উঁহু! শোনাইতে পারব না ভাই। জারিজুরি ফাঁস হয়ে যাক আর কি! দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রেনেট এর ছবি

জন্মদিনের অনেক শুভেচ্ছা, অনার্য্য সঙ্গীত।
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অনার্য সঙ্গীত এর ছবি

অনেক ধন্যবাদ
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তীরন্দাজ এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা অনার্য সঙ্গীত!

নজরুল ভাই! বেহালা শিখেন। দারুন একটা ঘটনা হইব। জানুয়ারীতে আইতাছি, বেহালা শুনুম!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনিন্দিতা এর ছবি

শুভ জন্মদিন অনার্য সঙ্গীত।

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মুস্তাফিজ এর ছবি

শুভ জন্মদিন অনার্য্য সঙ্গীত

...........................
Every Picture Tells a Story

অনার্য সঙ্গীত এর ছবি

থ্যাঙ্ক ইউ মুস্তাফিজ ভাই হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ধুসর গোধূলি এর ছবি

- বেগতিক ভাইয়ের মতোন আমিও চিন্তায় পইড়া গেছিলাম। এই সাপ্তাহিক বন্ধের দিনে ক্যামনে জন্মদিন হয়!

সচলে একজন আছে, তার জন্মের সময় ঈদের ছুটিতে ঈশ্বর কারখানা বন্ধ করে ছুটি উদযাপনে যাওয়ার আগে সদ্য বানানো মাটির শরীরটারে একটু শুকায়ে নেয়ার জন্য ওভেনের ভিতরে ঠেসে দিয়েছিলো পিৎজা'র মতো। কিন্তু কারখানার দরোজা বন্ধ করার সময় আর সেই সদ্য তৈরী করা মাটির শরীরের কথা মনে ছিলো না ঈশ্বরের। ছুটি শেষে ফিরে এসে দেখে মাটির ঐ পুতুল উড়োজাহাজ মার্কা আলকাতরা মাখাইলে যেরকম হয়, সেরকম খান্দানী কালার হয়ে আছে। পরিশেষে আর কি, ঐ অবস্থাতেই পানিতে ঘঁষাঘঁষি কইরা, ইট্টু সুনু পাউডার মাখাইয়া দিলো দুনিয়াতে পাঠাইয়া। আপনের লগে আবার মিলও আছে তার। সেদিন হাতে বেহালা নিয়া শুরু করছিলো প্রায়। পরে অনেক হাতে পায়ে ধরে থামানো হইছে তারে। নাইলে মাথা আর তার জাগায় থাকতোনা একজনেরও। যন্ত্রণায় উড়ে চলে যেতো মেঘের দেশে!

আশা করি আপনারে সেই রকম কোনো সমস্যায় পড়তে হয় নাই। হৈলেও সমস্যা নাই। যেমনটা নাই আমার উল্লেখিত ব্যক্তির। অসম্ভব গুণী সে। আপনিও। যারা বাদ্য যন্ত্র নিয়ে খেলে, আমি তাদেরকে শ্রদ্ধা করি। এইটা একটা ঈশ্বর প্রদত্ত গুণ।

আপনার বেহালা শোনার অপেক্ষায় থাকলাম বস। শুভ জন্মদিন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অনার্য সঙ্গীত এর ছবি

থ্যাঙ্ক ইউ ধুগো'দা হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন নিকোলাই আইভানোভস্কী লিউয়েন হুক সঙ্গীত! ভালো থাকুন, আনন্দে থাকুন, ভাইরাসমুক্ত থাকুন!!!

জন্মদিন উপলক্ষ্যে আপনার কোন খাওয়ানোর দরকার নেই, আমরাই আপনাকে খাওয়াবো। শুধু এই ছুটিতেই একটা দিন ঠিক করুন সারা রাত আপনার বেহালা শুনবো। ইলেকট্রনিক বাজনাগুলোর হট্টগোলে এই তারযন্ত্রের প্রেমে পড়া মানুষ আমাদের ধারে কাছে আছে ভাবতেই ভালো লাগে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ পান্ডব'দা। (বেহালা কিন্তু ইলেক্ট্রিকও হয় দেঁতো হাসি)
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

বালক এর ছবি

শুধু এই একটা গুণের জন্যই তার ব্যাপারে আমার সারাজীবনের মুগ্ধতা জারী আছে, থাকবে।

আমারো...

শুভ জন্মদিন বেহালা বাদক...

_____________________________________________
"যে কথায় কবিতা জন্মাতো সে-কথার শিরায় শিরায় বিষ, এক-একটা কথার ছোবলে কবিতার খাতা পুড়িয়ে দিস..."

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ ভাই হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতন্দ্র প্রহরী এর ছবি

জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মেহদী হাসান খান এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ মেহদী ভাই হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রণদীপম বসু এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা অনার্য্য। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। সবসময়, সবাইকে নিয়ে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনার্য সঙ্গীত এর ছবি

রণদা, অনেক ধন্যবাদ হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন ।

নৈশী।

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ নৈশী হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নজমুল আলবাব এর ছবি

শুভ জন্মদিন।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অনার্য সঙ্গীত এর ছবি

থ্যাঙ্ক ইউ নাজমুল ভাই
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

তুমি এসেছিলে বলেই আমরা নজরুল ভাইয়ের কাছ থেকে এমন সুন্দর একটা লেখা পেলাম। শুভ জন্মদিন অনার্য্য সংগীত দা।

আপনাদের সবাইকে অগ্রীম ঈদ মোবারক।

দলছুট।
===========
বন্ধু হব যদি হাত বাড়াও।

অনার্য সঙ্গীত এর ছবি

তিন/চার জন্মদিন ওয়ালা কেউ হয়ে যাই কি বলেন? দেঁতো হাসি তাইলে নজরুল ভাইয়ের কাছ থেকে আরো বেশি লেখা পাওয়া যাবে! হয়তো একসময় উনি আমার জীবনী লেখক হিসাবে বিখ্যাতও হয়ে যাবেন দেঁতো হাসি খাইছে

অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

চশমাওয়ালি এর ছবি

শুভ জন্মদিন অনার্য্য সঙ্গীত ।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ চশমিশ হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

আরিফ জেবতিক এর ছবি

বুঝলাম যে ভুল কইরা শুক্রবারে জন্ম নিছে।
কিন্তু বেহালা না শুইনা হেপি বাড্ডে কইতে পারলাম না।

অনার্য সঙ্গীত এর ছবি

মন খারাপ । বেহালা শুইনা তো মাইর দিবেন বইলা মনে হইতেছে মন খারাপ
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন অনার্য্য সঙ্গীত!
এত চমৎকার একটা গুণের কথা এতদিন লুকিয়ে রেখেছিলেন কেন?
আর সবার মত আপনার বাজনা শোনার তীব্র বাসনা ব্যক্ত করলাম। হাজার বছর ধরে আপনার বেহালায় সুর উঠুক, ভাষা পা'ক সুখ সুঃখের লাল নীল পদাবলী--আপনারই হাতে।

এমন একজন গুনী লোকের সাথে পরিচয় করিয়ে দেবার জন্যে নজু ভাই কে বিশ লক্ষ তারা---

অনার্য সঙ্গীত এর ছবি

আল্লারে... লইজ্জা লাগে । থ্যাঙ্ক ইউ ভাই ।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাইফ তাহসিন এর ছবি

শুভ জন্মদিন, আমাদের হাসপাতাল ওয়ালা, অসম্ভব রকমের ভালো কাটুক আপনার এই দিনটি এবং এর পরবর্তি দিনগুলো। বেহালা বাদক যখন আপনে, এই গানটা কেমন লাগল, জানাইয়েন। মেটালের সাথে বেহালার সমন্বয়।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ সাইফ ভাই হাসি
ইন্টারনেটটা মেলা পেইন দিচ্ছে ভাই। এখনো দেখতে পারিনাই। দেখে নিশ্চয়ই জানাবো। অবশ্য সচল থেকে আমাকে ব্যান করে দেবে বলে মনে হচ্ছে। ৩০ জনের কমেন্টে এক সঙ্গে রিপ্লাই করছি ইয়ে, মানে...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

_প্রজাপতি এর ছবি

শুভ জন্মদিন অনার্য্য সঙ্গীত, আপনার টুং টাং শোনার অপেক্ষায় রইলুম।

----------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ প্রজাপতি। (আমার বেহালা তো প্যাঁ পুঁ করে। টুং টাং কেমনে করাই ইয়ে, মানে... )
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

হিমু এর ছবি

জন্মদিনে শুক্না রজনের শুভেচ্ছা।

কিছু কথা ছিলো।

১. "অনার্য" হবে বোধহয়। যতবার আপনার মন্তব্য দেখি, মনে হয় লিখেছেন অন্যায্য সঙ্গীত হো হো হো

২. বাঘা বায়েন হয়ে যান শৃগালায়তনে। বেহালা বাজিয়ে রেকর্ড করে পডকাস্টিং করতে পারেন।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অনার্য সঙ্গীত এর ছবি

রজনের জন্য ধন্যবাদ, শুভেচ্ছার জন্যেও ধন্যবাদ।

১: আজাইরা মাইনষের নামের বানান তো, তাই একটু আজাইরা। নিয়ম-নীতি নাই! আর অনার্য্য লিখতে লিখতে অভ্যেস হয়ে গেছে। য'ফলা বাদ দিলে নেংটা লাগে খাইছে । অবশ্য এক প্রুফ রিডার বছর দুই আগে বলছিল 'প্রব্লেম নাই। নামের বানান'। আপনে চাইলে খাসি কিনেন দুইটা। নতুন কইরা আকিকা করি দেঁতো হাসি
2: হে হে অবশ্য অবশ্য। (ভেনেসা মে'র পিস থাইকা কাইটা মাইরা দিলে কি ধরা খামু দেঁতো হাসি )
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

পেন্সিলে আঁকা পরী এর ছবি

শুভ জন্মদিন! হাসি
-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দুষ্ট বালিকা এর ছবি

'ক্যাক-কুক ক্যাক-কুক ক্যাক-কুক ক্যাক-কুক ক্যাক-কুক'

আমাদের দাবী, আমাদের দাবী, মানতে হবে, মেনে ন্যান! দেঁতো হাসি

জরমোদিন শুব হক!

---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনার্য সঙ্গীত এর ছবি

'প্যাঁক পুঁক খ্যাক খ্যাক হিক হিক চিঁউ চিঁউ চটাশ'
(বাংলা অনুবাদ: কাইলকা আমার জন্মদিন উপলক্ষে শাহেনশাহ সিমন ভাই বাবুর্চি রেস্টুরেন্টে ইফতার পার্টি দিছে চোখ টিপি । দাওয়াত থাকলো। দেঁতো হাসি )

ধনমোবাদ দুর্বা দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দুষ্ট বালিকা এর ছবি

বাবুর্চির পানে যাবার আগ্রহ বাড়লো! চোখ টিপি

---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনার্য সঙ্গীত এর ছবি

এই তথ্য আল্লার ওয়াস্তে জাঁহাপনা সিমন ভাই'কে জানান। বালিকাদিগের অনুপস্থিতি দেখিয়া উনি ইফতার মেন্যু হইতে আইটেম অনুপস্থিত করিতেছেন বলিয়া সন্দেহ করি... মন খারাপ
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

শাহেনশাহ সিমন এর ছবি

শুভ জন্মদিন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অনার্য সঙ্গীত এর ছবি

আপনাকে বেশি বেশি ধন্যবাদ। দুইচারটায় আপনার পোষাবে বলে মনে হয়না হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মৃত্তিকা এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা রইলো!
আপনার প্রোফাইলের বেহালার ছবিটা খুব সুন্দর, আগেই দেখেছিলাম, আজ জানালাম।

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ হাসি

ছবিটা নেট থেকে নেয়া। কেবল কালার একটু মডিফাই করা হয়েছে।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ভূঁতের বাচ্চা এর ছবি

এহ হে, দেরি করে ফেললাম যে ভায়া !
যাই হোক জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
--------------------------------------------------------

--------------------------------------------------------

সমুদ্র এর ছবি

শুভ জন্মদিন; একদিন দেরিতে খাইছে

"Life happens while we are busy planning it"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।