দুটি অণু সায়েন্স ফিকশন-৫

নিলয় নন্দী এর ছবি
লিখেছেন নিলয় নন্দী [অতিথি] (তারিখ: বুধ, ১৪/১১/২০১২ - ২:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বানলা শীন

আমার কাজটা খুব ঝঞ্ঝাটের। এক গ্রহ থেকে অন্য গ্রহে খনিজ পদার্থ আনা নেয়া করি। আজ থেকে শ’খানেক বছর আগের প্রযুক্তিতে চললে বোধহয় এক জীবন লেগে যেত গন্তব্যে পৌঁছতে। হাইপার ডাইভ প্রযুক্তিতে চলি বলে প্রায় হাজার বছরের পথ পার হই এক দিনে। তারপরও ভাল লাগে না। কোথায় সেই সিনর গ্রহ আর কোথায় এই মলানটেক ! ক্লান্তিতে দু’চোখ বুজে আসে। গাঢ় অন্ধকারের ভেতর দিয়ে আমি তাকাই স্ক্রিনে ভেসে ওঠা নটিরা গ্রহের দিকে। হ্যাঁ, এই গ্রহের মাটিতে নেমে একটু হলেও ঘরে ফেরার তৃষ্ণা মেটে আমার। ভীষণ অতিথিপরায়ণ এর অধিবাসীরা।
আমি চালাই কখনো নিজের জাহাজ, কখনো বা আমার প্রতিষ্ঠানের। আমার ওপর আস্থা আছে বলে তারা নতুন নতুন সব জাহাজ নির্দ্বিধায় আমাকে চালাতে দেয়। আমি আসা-যাওয়ার পথে সম্ভব হলেই নটিরায় নামি। মিথ্যে বলব না, এই গ্রহের একজনকে আমার ভারী ভালো লেগেছে। অবাক হয়েছি পৃথিবীবাসীদের মতোই তার কালো চুল দেখে। আমার পার্থিব জিভে অবশ্য ওর নামটা উচ্চারণ করতে পারি না। ঠেলেঠুলে বলে দেই- বানলা শীন।
যখন পৌঁছলাম, নটিরা গ্রহের আকাশে তখন দ্বিতীয় চাঁদ উঠেছে। আকাশ আর মাটি এক অদ্ভুত নীলচে আলোয় ভেসে গেছে। নটিরার অধিবাসীদের হাঁটাচলায় ধীরছন্দ। এ বোধহয় দ্বিতীয় চাঁদের প্রভাব। অনেকেই এক হাত তুলে আমাকে নীরবে স্বাগত জানাল। আমিও ধীর গতিতে হেঁটে পৌঁছলাম বানলার প্রাসাদে। আঁধার ঘর। মেঝে পর্যন্ত বিস্তৃত জানালার পাশে দাঁড়িয়ে সে চাঁদ দেখছিল। আমাকে দেখে বানলা মোহনীয় ভঙ্গিতে ঘুরে দাঁড়াল। তারপর মেলে ধরল তার গভীর দু’চোখ-
‘এতদিন কোথায় ছিলেন?’

মহাপতঙ্গ

সার্জেন্ট রিজি দু’হাতে ছাড়াতে চেষ্টা করলেন নিজের গলা। কোন ফল হলো না। মকবুলের লোহার মতো হাত দু’টি সাঁড়াশি হয়ে চেপে বসেছে গলায়। কাশবার চেষ্টা করেও একটু শ্বাস বের হলো না গলা দিয়ে। মকবুল কি জানালার বাইরে ফেলে দেবে তাঁকে?
২১৩৪ সাল থেকে পালিয়ে এসেছে চার খুনের আসামী মকবুল পাঠান। সোজা এসে আস্তানা গেড়েছে ২০১৩-তে। মিনিট দশেক আগেও মকবুলের ধারণা ছিল না হোটেলের এই কামরায় তাকে গ্রেপ্তার করতে ঢুকে পড়বেন সার্জেন্ট রিজি। দু’জন মুখোমুখি দাঁড়িয়ে ছিল বেশ কিছুক্ষণ। কথা কাটাকাটিও হয়েছিল কিছুটা। রিজির মুহুর্তের অসতর্কতায় একটা পোর্সিলিনের প্লেট ছুড়ে তাঁর হাতের ইলেকট্রিক ব্লোগানটা মেঝেতে ফেলে দিয়েছে মকবুল। হাতাহাতির শুরুতেই রিজি বুঝতে পেরেছিলেন এ যাত্রায় আর টিকে থাকা যাবে না। মকবুলের শারীরিক শক্তি তাঁর তুলনায় প্রায় দ্বিগুণ। সে সম্ভবত রিজিকে জানালা দিয়ে ফেলে দিয়ে খুনের দায় এড়াতে চাইবে।
এদিক-ওদিক হাত বাড়িয়ে রিজি ভেজা লোমশ কী একটা হাতে পেলেন। মুঠোর মধ্যে সেটা ভরে নিয়ে মকবুলের কনুইতে ঠেকালেন তিনি, ‘তেলাপোকা !’
আকাশ ফাটিয়ে চিৎকার করে উঠল মকবুল। রিজির গলা ছেড়ে দিয়ে নিজের কনুই নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। নিমেষের মধ্যে পোর্সিলিনের প্লেটটা তুলে নিয়ে মকবুলের মাথায় ভাঙলেন সার্জেন্ট রিজি। আসামী ধরাশায়ী।
মেঝেতে বসে হাঁপাতে লাগলেন সার্জেন্ট। পকেটের মোবি ফোনটা বিপ বিপ শব্দে সংকেত দিচ্ছে। মেঝেতে ফোনটা রেখে হলোগ্রাফিক মুডে চালু করলেন তিনি। ‘হ্যাঁ, রেয়ান বলো !’
‘স্যার কি পেলেন মকবুলকে?’
‘পেয়েছি ! তুমি ঠিকই বলেছিলে রেয়ান। ব্যাটার পতঙ্গাতঙ্ক আছে।’
‘কী স্যার...?’
‘ভাগ্য ভালো, আসার আগে ওর পুরো মেডিক্যাল রিপোর্টটা দেখে এসেছিলাম। এত বড় দামড়া একটা লোক, তার নাকি এন্টোমোফোবিয়া। মকবুলকে তেলাপোকার ভয় দেখিয়ে ঘায়েল করেছি !’
‘কীভাবে স্যার?’
হাতের মুঠোয় থাকা জিনিসটার দিকে তাকালেন সার্জেন্ট রিজি। তাঁর হাতে একটা হাতলভাঙ্গা টুথব্রাশ ছাড়া আর কিছুই নেই !


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

‘এতদিন কোথায় ছিলেন?’

দেঁতো হাসি

লেখা -গুড়- হয়েছে

ফারাসাত

নিলয় নন্দী এর ছবি

ছিলাম তো আশেপাশেই হাসি
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তারেক অণু এর ছবি

অনেক দিন পর লিখলেন!

চলুক

নিলয় নন্দী এর ছবি

হুম ! প্রায় পাঁচ মাস পরে।
এবার থাকব নিয়মিত।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

চরম উদাস এর ছবি

চলুক
প্রথমটা দারুণ

নিলয় নন্দী এর ছবি

কোলাকুলি

সত্যপীর এর ছবি

হেভি জোস, বিশেষ করে এক নম্বরটা।

চলুক হাততালি

..................................................................
#Banshibir.

নিলয় নন্দী এর ছবি

হো হো হো আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আয়নামতি এর ছবি

ভীনগ্রহেও বনলতা সেন আছে দেখি দেঁতো হাসি

নিলয় নন্দী এর ছবি

খাইছে

রিক্তা এর ছবি

প্রথম গল্পের শেষ লাইন পড়ে আবার ব্যাক ট্র্যাক করে পেলামঃ

সিনর -> সিংহল
মলানটেক-> মালয় সাগর
নটিরা -> নাটোর
বানলা শীন -> বনলতা সেন

হেহেহে জোস!

রিক্তা
--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

নিলয় নন্দী এর ছবি

দূর ভাই ! দিলেন তো মেড ইজি বইটা খুলে !
দেঁতো হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ধুসর জলছবি এর ছবি

চলুক চলুক নটিরার বানলা শীন খাইছে
অনেকদিন পর লিখলেন। ভাল লিখিয়েরা এত কম লিখলে হয়!!

নিলয় নন্দী এর ছবি

কন কী? আমিও তো আপনার লেখা বিশেষ ভালো পাই !
বিশেষ করে সেই সিন্ডারেলা লেখাটা অনেক দিন মনে থাকবে।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

CannonCarnegy এর ছবি

প্রথমটা বেশি ভাল লেগেছে।
তেলাপোকা! কি রিজি মুখে বললো? মকবুল গলা চেপে ধরে ছিল না?

নিলয় নন্দী এর ছবি

দেখলেন? একমাত্র আপনিই এই গল্পটা নিয়ে মন্তব্য করলেন ! চিন্তিত
হ্যাঁ, রিজি মুখেই বলেছে। তবে সেটা ঠোঁট নেড়ে।
লেখা -গুড়- হয়েছে

কীর্তিনাশা এর ছবি

মজারু হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নিলয় নন্দী এর ছবি

দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি

নীড় সন্ধানী এর ছবি

দুটোই ভালো লেগেছে চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

নিলয় নন্দী এর ছবি

ধন্যবাদ নীড়দা।
আমি ভেরিয়েশনের দিকে বেশি লক্ষ্য রাখি বলে দু রকম স্বাদের দুটো গল্প দিই।
পরে দেখি ইমব্যালান্সড হয়ে এক দিকে বেশি ভোট পড়ে যায়। ইয়ে, মানে...
দেখি পরের পর্বে কী করা যায়।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নীলকান্ত এর ছবি

জটিল লাগলো।


অলস সময়

নিলয় নন্দী এর ছবি

লেখা -গুড়- হয়েছে মিষ্টিমুখ।

ব্রুনো  এর ছবি

চলুক
তেলাপোকা কিছু হইলো? জিনিস হইলো মাকড়সা মন খারাপ

নিলয় নন্দী এর ছবি

তাইলে বস আপনের অ্যারাচনোফোবিয়া আছে। মন খারাপ
আমার ছিল ছোটবেলায়। কিভাবে সারল বলতে পারি না !

ব্রুনো  এর ছবি

হ, আর বইলেন না। এইট লেগড ফ্রিকস নামে একটা ফালতু মুভি দেখতে বসছিলাম স্কারলেট জনসনরে দেখার জন্য। শেষে না পারি দেখতে না পারি উঠতে (ভয়েরও বোধহয় আকর্ষন থাকে)! আমার সাথের সবগুলা হাসতেছে আর আমি চোখমুখ শক্ত করে মনিটরের দিকে তাকিয়ে আছি মন খারাপ । এর পর থেকে স্কারলেট জনসনরে দেখলেই আমার বুকে কাপন ওঠে, ভয়ে।

নিলয় নন্দী এর ছবি

"জনোসনোফোবিয়া" খাইছে খাইছে খাইছে
মেডিক্যাল হিস্ট্রিতে আপনিই প্রথম !

খেকশিয়াল এর ছবি

হাহাহা প্রথমটার তুলনা হয় না হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নিলয় নন্দী এর ছবি

থেংক্যু ! থেংক্যু !
লইজ্জা লাগে

সুহান রিজওয়ান এর ছবি

চাল্লু হাসি
চলুক

নিলয় নন্দী এর ছবি

চাল্লু থাকবে।
পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

বন্দনা এর ছবি

শেষেরটা বেশি ভালো লাগছে।

নিলয় নন্দী এর ছবি

লেখা -গুড়- হয়েছে

কুমার এর ছবি

উত্তম জাঝা!

নিলয় নন্দী এর ছবি

বাঘের বাচ্চা

অনার্য সঙ্গীত এর ছবি

আপনার সায়েন্স ফিকশন লেখা দেখলেই খুশি হয়ে যাই। অসাধারণ। আপনার প্রশংসা আপনার লেখার শুরু থেকেই করছি। প্রশংসা অপচয় হচ্ছে না!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নিলয় নন্দী এর ছবি

কী বলে কৃতজ্ঞতা জানাব? আপনারা পড়ছেন বলেই তো লেখার উৎসাহ পাচ্ছি !
এই সিরিজের প্রথম মন্তব্যকারী কিন্তু আপনিই। হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বানলা শীন!!! দেঁতো হাসি
প্রথমটায় মজা পাইসি।
আর দ্বিতীয়টা ভালো লাগসে। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নিলয় নন্দী এর ছবি

চোখ টিপি
হাসি

বাউলিয়ানা এর ছবি

চলুক

দুটোই চমৎকার লেগেছে।

নিলয় নন্দী এর ছবি

সঙ্গে থাকুন, আরো আসছে।
পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

আব্দুল গাফফার রনি এর ছবি

দুটোই চমৎকার!! সচলে ফেরার জন্য ধন্যবাদ

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

নিলয় নন্দী এর ছবি

হ্যাঁ রনি, ওয়েল্কাম্ব্যাক !!!
হাসি

সজল এর ছবি

প্রথমটা সেই রকম চলুক
হাতে গোনা যে কয়জনের লেখা দেখলেই পড়ে ফেলি, আপনি তার এক জন।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

নিলয় নন্দী এর ছবি

ইয়ে, মানে... ইয়ে, মানে... ইয়ে, মানে...

জুন এর ছবি

ফিরে আসাটা সেরকম হইছে বস। হাততালি

যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...

নিলয় নন্দী এর ছবি

কোলাকুলি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক


_____________________
Give Her Freedom!

নিলয় নন্দী এর ছবি

আচ্ছা ! হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

ব্যাপক লাগল! চলুক

নিলয় নন্দী এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তীর্থ চক্রবর্তী এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।