মাহবুব আজাদ হিমুর সাক্ষাৎকার - পর্ব ১

বেতারায়তন এর ছবি
লিখেছেন বেতারায়তন (তারিখ: রবি, ২৮/০২/২০১০ - ৮:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বেতারায়তনের পক্ষ থেকে মাহবুব আজাদ হিমুর একটি সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। সর্বোচ্চ তিন পর্বের এটি প্রথম পর্ব। চেষ্টা করা হবে আরো একটি পর্বের মধ্যে সাক্ষাৎকারটি সীমিত রাখতে।

বাঙ্গালী সুযোগ পাইলে মাইক্রোফোন ছাড়তে চায় না। হাসি

পর্ব ২
পর্ব ৩


মন্তব্য

FaSiK ফাসিক [অতিথি] এর ছবি

আমার কাছে ইনফর্মাল মনে হয় নাই। উপস্থাপক হিসেবে নারী কন্ঠ বেশ আকর্শনীয় হত। খারাপ লাগে নাই...

বোহেমিয়ান এর ছবি

হেহে!! পুরাই ফর্মাল কথা বার্তা!!
আজ এট্টু স্পিড পাইলাম , তাই শুনতে পারলাম ।
উপ সম্পাদকের মন্তব্য নিয়ে কোন লেখা সচলে নাই?
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

দ্রোহী এর ছবি

হে হে হে....

সাক্ষাৎকার নিতে গেলেই সবাই কেমন গোল গোল করে কথা বলে!

ধুসর গোধূলি এর ছবি

- একটা জিনিষ চিন্তা কর্ছেন মেম্বর ভাই? কেউ আমাগোরে দিয়া বইয়ের ফ্ল্যাপও লেখায় না, ইন্টারভিউও নেয় না! মন খারাপ

হায়রে নাদান জাতি, ইন্টারভিউ কী জিনিষ সেই জ্ঞানই আমরারে দান করবার দিলি না!

লন এক কাম করি মেম্বর। আমরা আমরাই একজন আরেকজনের ইন্টারভিউ নিয়ে সচলে আপাইয়া দেই। লোকজন দেখুক, শুনুক, শিখুক কিছু আমরার থেকে! না কী কন? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার মনে হয়েছে এটা হিমুর স্বাভাবিক ভয়েস হাসি এধরনের আলাপচারিতায় হিমুর অভিজ্ঞতা কম (কারণ হিমু এর আগে বই লেখেনি বা বই লিখে পুরস্কারও পায়নি)। সেকারণে আলাপ একটু ভারী মনে হয়েছে। অবশ্য এরকমই আশা করেছিলাম। শুরুর দিকে বরং ইনফর্মাল (হালকা মেজাজের) ছিল যেটা আমার প্রথম মন্তব্যে বলেছি।

পরের পর্বের অপেক্ষায়।

সুহান রিজওয়ান এর ছবি

ইশতি ভাইয়ের বয়েস (ভয়েস আর্কী...) এইরাম আশা করি নাই।

সাক্ষাৎকার পুরাই ফর্মাল রুপ ধারণ করলো পরে...

সেই উপ-সম্পাদকের মত জানার অপেক্ষায়...

পরের পর্বের আশায়...

_________________________________________

সেরিওজা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক
আগামী পর্বের অপেক্ষায়...

রেশনুভা এর ছবি

হমম। বেশ ভারী সাক্ষাৎকার। হিমু ভাইয়ের কথা ভালো লাগলো, অনলাইনে আমাদের মাঝেই ওনাকে পাওয়া যাবে বলে। হাসি
----------------------------------------------

আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।

মণিকা রশিদ এর ছবি

যথেষ্ট ফর্ম্যাল লাগলো। তবে সাক্ষাৎকার তো মাহবুব আজাদের। সে হিসেবে একটু আলাদা( ফর্ম্যাল পড়তে হবে) হওয়াই মনেহয় ঠিক আছে।

প্রথম দুই মিনিট পুরাপুরি নির্মল বিনোদন!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তুলিরেখা এর ছবি

শুনলাম। ভালো। তবে লেখা পড়ে যেরকম পৌরুষপূর্ণ গলা কল্পনা করি তার সঙ্গে গলা মিললো না। কারুরই। তা কী আর করা!
বেশ একটা চ্যাট গল্প জোক আড্ডা ধরনের সাক্ষাৎকার হলে আরো ভালো লাগতো। বার বার "উত্তমরূপে মাধ্যমিক চিকিৎসা" মনে পড়ে যাচ্ছিলো, এমন লেখকের থেকে বেশ একটা মুক্তকন্ঠ আলাপচারি পেলে ভালো লাগতো আরো।
আচ্ছা, প্রমিত ভাষা ব্যবহার না করে যার যার নিজস্ব টানের ভাষায় বেতার আলাপ করা যায় না? তাহলে আরো খোলামেলা হয়।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ওসিরিস এর ছবি

বাঙ্গালী সুযোগ পাইলে মাইক্রোফোন ছাড়তে চায় না।

কতা সইত্য।। যেসব কতা কইসেন তাও সইত্য।।

***********************************************
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???

অতিথি লেখক এর ছবি

খাসা সাক্ষাৎকার। ইশতি ভাই আর মুর্শেদ ভাইরে অনেক ধন্যবাদ। বাকি পর্ব জলদি আসুক।

কৌস্তুভ

সুবিনয় মুস্তফী এর ছবি

১ মিনিট পয়েন্টে লিখতেসি - এখন পর্যন্ত পুরাই কমেডি! বাকিটা শুনি খাইছে

এডিট - 'শিক্ষানবিশ' মন্তব্যে উত্তম জাঝা। শুনলাম তনুজা যে কবিতা পুরষ্কারটা জিতলো, সেও আমারব্লগের নিয়মিত লেখক। এই পুরষ্কারগুলা ব্লগের জন্যে মাইলফলক + মূলধারার প্রতি এক রকম চ্যালেঞ্জ হিসাবে দেখি।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

মুস্তাফিজ এর ছবি

১। "মাহবুব আজাদ হিমু" এই পুরোটা ব্যবহার করলে ক্যামন হয়?
২। বই প্রকাশের আগ্রহ প্রকাশের জন্য নাজমুল আলবাবকে শুভেছা।
৩। তথাকথিত শিক্ষানবীশদের প্রতি তাচ্ছিল্য প্রদান আসলে ভয় থেকে আসে।
৪। মাধ্যম হিসাবে অনলাইন এবং প্রিন্ট মিডিয়ার পার্থক্যটা মনে হয় সাময়ীক। একদিন এ তফাতটা থাকবেনা।
৫। বই পড়ে পঁচা ডিম ছুড়লে গায়ে লাগেনা, কিন্তু ব্লগে ছুড়লে লাগে।
৬। বুঝলাম প্রকাশক বই চাইলেই আপনি লিখবেন।

...........................
Every Picture Tells a Story

সুমন চৌধুরী এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বুঝলাম যে ডিজিটাল লেখক হিমু কাগুজে লেখক মাহবুব আজাদ হইলো দ্দীণু কবির খোঁচা খায়া... ধন্য সেই উপসম্পাদকীয়... চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অপরাজিতা [অতিথি] এর ছবি

এই যদি ইনফর্মাল সাক্ষাতকার হয়, ফর্মাল কোনটা?

পুরস্কার প্রাপ্তিতে মাহবুব আজাদকে অভিনন্দন। বইটা পড়াছি।

দময়ন্তী এর ছবি

প্রথমদিকটা হো হো হো
সাক্ষাত্কারটা এখনও পর্যন্ত বেশ ফর্ম্যালই তো লাগল৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

আলমগীর এর ছবি

উদ্যোগটা খুব ভাল। তবে
- ঈশতির কথা ভাল লেগেছে।
- মামু বেশী বেশী ইংরেজী শব্দ বলছেন।
- হিমুর কথার ধরনে ঋতুপর্ণের সাথে মিল দেখছি দেঁতো হাসি
- হিমু আইডেন্টি নিয়ে মিথ্যা কথা বলছে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খাইছে আসলেই তো লক্ষ্য করি নাই! এর পর থেকে হার্ট এন্ড সোল ট্রাই করব এভয়েড করতে। উপস্ ইয়ে, মানে...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রাহিন হায়দার এর ছবি

হিমুর কথার ধরনে ঋতুপর্ণের সাথে মিল দেখছি

হিমু ভাই শুনলে আত্মহত্যা করবে! এইটার কথা মনে পড়ল। দেঁতো হাসি
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

তাসনীম এর ছবি

মাহাবুব আজাদতো রীতিমতো বুদ্ধিজীবী...একটু টক শো টক শো লাগল। হিমু সম্পুর্ণ অনুপস্থিত হাসি

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ইনফর্মাল হওয়াতে ভালো লেগেছে, তবে ইশতি কি উধাও হয়ে গেল? ইশতির প্রশ্ন কই? (১২ মিনিট শোনার পরে এই মন্তব্য করছি।)

মামুন হক এর ছবি

হুট করে শেষ হয়ে গেল...মজা পাচ্ছিলাম। এখন একটা বালিকা পরিবেষ্টিত ভিডিও সাক্ষাৎকার দেখতে চাই হাসি

যুধিষ্ঠির এর ছবি

বেশি ফর্মাল সাক্ষাৎকার। সচলদের সাক্ষাৎকারে, বিশেষ করে হিমুর, যদি গ্লাম-প্লাম-কর্লাম-খুপখ্রাপ-কামড়-লুল এইসব আবহ না থাকে, তাইলে ক্যাম্নে কী!

রেনেট এর ছবি

মাহবুব আজাদ...
মাহবুব আজাদ...
মাহবুব আজাদ...
মাহবুব আজাদ দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ইশতিয়াক রউফ এর ছবি

সেই ২০০৩ সাল থেকে জানতাম মাহবুব-উল-আজাদ হিমু দ্য গেসমাস্টার রয়েসয়ে নারীলিপ্সু! :'(

ইশতিয়াক রউফ এর ছবি

উফফ... আমাকে বেইজ্জত করার সুযোগটা ছাড়লো না বড় ভাই!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওই জায়গাটাতেই মজা হইছে। চোখ টিপি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শুভাশীষ দাশ এর ছবি

শুনলাম। হাসি

ধুসর গোধূলি এর ছবি

- বেতারায়তনকে মাইনাস।

অবশ্য অসুবিধা নাই। কারন আমি চিন্তা করছি একটা "অন্যকিছু, অন্যভাবে" করার। দেখা যাক। সময়মতো পাবলিককে জানানো হবে। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক