শুভ জন্মদিন স্বাধীন ভাই

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: বুধ, ১৭/০৬/২০০৯ - ১০:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্বাধীন ভাইকে আমি চিনি ছাত্রজ়ীবন থেকে, আমার শিক্ষক ছিলেন, পরে কলিগ। ছাত্রজীবনে যেমন সহপাঠীরা বন্ধুতে পরিনত হয় তেমনি কর্মজীবনে সহকর্মীরাও পরিনত হয় কাছের কিছু মানুষে, অনেকটা বন্ধুর মত।স্বাধীন ভাই আমার কাছে সেরকমই একজন। শিক্ষকতা তার পেশা , ফুটবল তার নেশা আর ইতিহাস ও দর্শন তার নিত্যসাথী। একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে আছি গত আড়াই বছর ধরে। কিছুদিন আগে তার অফিসে গিয়ে দেখি সেখানে নদীপ্রকৌশলের বইয়ের বদলে দর্শন আর সমাজতন্ত্রের বই, সচলে লেখার জন্য পড়াশুনা করছেন। এখানে আসা অবধি নিজেকে জড়িয়ে রেখেছেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডে। শাপলা ভাবী, রাইসা আর মাহিনকে নিয়ে তার সাজানো সুন্দর জীবনে আজকের দিনটি (১৭ জুন) বিশেষ কিছু বহন করে। শুভ জন্মদিন স্বাধীন ভাই।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শুভ জন্মদিন। কিন্তু স্বাধীন ভাইকে তো চিনলাম না। সচলে লেখেন নাকি?

সচল জাহিদ এর ছবি

স্বাধীন ভাই

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

স্বাধীন [অতিথি] এর ছবি

ধন্যবাদ প্রকৃতিপ্রেমিক ভাই। আসলে তেমন বেশী লিখিনি। পড়ালেখা আর সংসার করে লিখার জন্য বাড়তি সময় একটা পাই না বললেই চলে। সচলে আসি মুলত পড়ার জন্যই। ফাঁকে ফাঁকে সময় পেলে লিখি। চেষ্টা করবো নিয়মিত লেখা দিতে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি কম লেখেন বলেই প্রথমে চিনতে পারিনি। শুরু হোক আপনার লেখালেখি।

তুলিরেখা এর ছবি

শুভ জন্মদিন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

স্বাধীন [অতিথি] এর ছবি

অশেষ ধন্যবাদ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্বাধীন [অতিথি] এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই।

গৌতম এর ছবি

শুভ জন্মদিন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

স্বাধীন [অতিথি] এর ছবি

ধন্যবাদ গৌতমদা।

স্বাধীন [অতিথি] এর ছবি

জাহিদ
এই কামডা কি করলা? জনসম্মুখে এমনতর লজ্জা না দিলেই কি হতো না।
আমি কেন যেন লগইন করতে পারছি না। কিছু বলে না আবার লগইন ও হয় না।
যা হোক অনেক ধন্যবাদ তোমার এই চমকের জন্য।

স্বাধীন [অতিথি] এর ছবি

ধন্যবাদ গোধূলি দাদা।

আহমেদুর রশীদ [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন

স্বাধীন এর ছবি

ধন্যবাদ রশীদ ভাই।

বন্যরানা এর ছবি

শুভ জন্মদিন।

স্বাধীন এর ছবি

অনেক ধন্যবাদ।

রণদীপম বসু এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভ কামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন সবাইকে নিয়ে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্বাধীন এর ছবি

অশেষ ধন্যবাদ রণ'দা।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন

স্বাধীন এর ছবি

ধন্যবাদ সিমন ভাই।

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন,স্বাধীন।

স্বাধীন এর ছবি

ধন্যবাদ অনিকেত দা।

অনিন্দিতা এর ছবি

শুভ জন্মদিন।

তানভীর এর ছবি

স্বাধীনকে মনে হয় চিটাগাং-এ মোস্তফা নামে দেখেছি হয় সাব্বিরের বাসায় না হয় মনিলাল স্যারের কাছে পড়ার সময়, মনে পড়ছে না। খালি গানটাই মনে আছে- "মোস্তফা মোস্তফা, ডোন্ট ওরি মোস্তফা" খাইছে

ডোন্ট ওয়ারি ম্যান, শুভ জন্মদিন!

স্বাধীন এর ছবি

সাব্বিরের বাসায় দেখতে পারো। মনিলাল স্যারের বাসায় আমি পড়িনি।

"মোস্তফা মোস্তফা, ডোন্ট ওরি মোস্তফা"
তখনকার সময় হিট গান ছিল.........। ধন্যবাদ তোমাকে।

ফারুক হাসান এর ছবি

শুভ জন্মদিন !

স্বাধীন এর ছবি

ধন্যবাদ ফারুক ভাই।

ইশতিয়াক রউফ এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা! হাসি

স্বাধীন এর ছবি

ধন্যবাদ ইশতি।

ভূঁতের বাচ্চা এর ছবি

জন্মদিনে অফুরান শুভেচ্ছা রইল।
----------------------------------------

--------------------------------------------------------

স্বাধীন এর ছবি

ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা জানাই।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন স্বাধীন। ভালো থাকুন, সুস্থ্য থাকুন, আনন্দে থাকুন। সচল থাকুন, সচল রাখুন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্বাধীন এর ছবি

ধন্যবাদ আরিফ ভাই। ভাল থাকবেন।

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন।
সচলে নিয়মিত হন জন্মদিনে এই প্রত্যাশাটুকু রেখে গেলাম।

স্বাধীন এর ছবি

ধন্যবাদ রেজা ভাই। নিয়মিত পড়ি এবং মন্তব্য করি। আর নিয়মিত লেখারও চেষ্টা করবো।

লুৎফুল আরেফীন এর ছবি

শুভত্তোম জন্মদিন!
একদম না চিনেই কাউরে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, এরকম আর হয় নাই; জীবনে প্রথম ঘটতে যাচ্ছে! এই জন্য দিনটা আমার জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ।

ভালো থাকেন স্বাধীন ভাই। আপনি হয়তো লিখেন, আমি পড়িনাই। চেনা জানা বলতে এইটাই বোঝাতে চাইছি। অনেক অনেক শুভ কামনা - সপরিবারে।

স্বাধীন এর ছবি

শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।

রেনেট এর ছবি

ওনার নাম প্রথম চোখে পড়ে মুক্তিযোদ্ধা খালেদের জন্য তহবিল গঠনের সময়।
জন্মদিনের শুভেচ্ছা রইলো।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

স্বাধীন এর ছবি

ধন্যবাদ রেনেট।

বিপ্লব রহমান এর ছবি

শুভ জন্মদিন।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

স্বাধীন এর ছবি

ধন্যবাদ বিপ্লব ভাই।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দেরী হয়ে গেলো।
তবুও, শুভকামনা...

স্বাধীন এর ছবি

শুভকামনায় কোন দেরী বলে কিছু নেই। ধন্যবাদ শিমুল ভাই।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

শুভ জন্মদিন। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বাধীন এর ছবি

অনেক ধন্যবাদ।

তানবীরা এর ছবি

শুভ জন্মদিন স্বাধীন। ভালো থাকুন, সুস্থ্য থাকুন, আনন্দে থাকুন। সচল থাকুন, সচল রাখুন।

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এইখানে কপিরাইট আইন লঙ্ঘিত হইসে। আমি মামলা করুম।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।