ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৯

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: শুক্র, ০৭/১২/২০১২ - ১০:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ থেকে ১০০ কিলোবাইটের মধ্যে। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।

ব্যানার নিয়ে যে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেন এখন থেকে এই পোস্টে। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর কাজ ব্যানারে শোভা পাবে, তাই এই ধারাবাহিক পোস্টে যুক্ত হবে সব শিল্পীর নামই।

সকলকে ধন্যবাদ। সচল থাকুন, সচল রাখুন।

ব্যানার নিয়ে প্রতিক্রিয়া
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ২
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৩
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৪
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৫
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৬
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৭
ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ৮


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ব্যানার্জীরা কই, আজকে আরেকটা ব্যানার লাগতে পারে মনে হইতেছে!!! বাঘের বাচ্চা

স্যাম এর ছবি


শ্রদ্ধা

তাপস শর্মা এর ছবি

শ্রদ্ধা শ্রদ্ধা

ব্যানারের জন্যে ধন্যবাদ স্যাম ম্যান

সাফিনাজ আরজু এর ছবি

শ্রদ্ধা
এই চমৎকার ব্যানার টির জন্য অনেক অনেক ধন্যবাদ স্যামদা।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অতিথি লেখক এর ছবি

অসাম ব্যানার্স্যাম! গুরু গুরু

ফারাসাত

স্যাম এর ছবি

ধন্যবাদ তাপস, সাফিনাজ, ফারাসাত।

সুরঞ্জনা এর ছবি

নানা সময় আপনার করা ব্যানার দেখে উদ্দীপিত হয়েছি, কিন্তু ধন্যবাদ জানানো হয় নি।
আজকের অসাধারণ ব্যানারের জন্য ধন্যবাদ স্যাম

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সাফিনাজ আরজু এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু
শহীদ বুদ্ধিজীবী দিবস এর অসাধারণ ব্যানারের জন্য অসংখ্য ধন্যবাদ স্যামদা।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

তানিম এহসান এর ছবি

কি অসাধারণ ব্যানার! গুরু গুরু

স্যাম এর ছবি

ধন্যবাদ সুরঞ্জনা, সাফিনাজ, তানিম। এই গণহত্যার বিচার হতেই হবে।

তাপস শর্মা এর ছবি

সতেজ কিন্তু স্নিগ্ধ। ব্যানারটার দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করে মুস্তাফিজ ভাই; অসাধারণ
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

নূপুরকান্তি  এর ছবি

'ধনধান্যে' নয় 'ধনধান্য' হবে।

নূপুরকান্তি  এর ছবি

'ধনধান্য পুষ্প ভরা' হবে --- এ-কার নেই।

রবাহূত এর ছবি

তৃতীয় লাইনটা সম্ভবত " ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা" হবে। একটু চেক করার অনুরোধ রইল।

স্যাম এর ছবি


রুবেল শাহ এর করা এ ব্যানারটির কি সাইজ ঠিক নাই নাকি টেকনিক্যাল সমস্যা? কিছু অংশ রিপিটেড পিক্সেল - --

রুবেল  এর ছবি

সমস্যা টা ধরতে পারি নাই

রু এর ছবি


ভালো লেগেছে। টেকনিক্যাল সমস্যার কথা স্যাম উল্লেখ করেছে। ওটা না থাকলে খুবই ভালো লাগতো।

স্পর্শ এর ছবি

অনবদ্য স্যাম! আমি আপনার বিশাল বড় ফ্যান হয়ে যাচ্ছি!!
কবিতাটা কার? খুব ছুঁয়ে গেল।

একটা ফেসবুক কভার ভার্সন করা যায়?

টাইপোগ্রাফী নিয়ে একটা লেখা দেবার কথা ছিলো....


ইচ্ছার আগুনে জ্বলছি...

মৃত্যুময় ঈষৎ এর ছবি

মুগ্ধকর ব্যানার, স্যামদা!!


_____________________
Give Her Freedom!

স্যাম এর ছবি

ধন্যবাদ স্পর্শ। কবির নাম এখনো আমি জানিনা, আমাকেও ছুঁয়ে গেছে খুব।
ফেসবুক কভার ভার্সনঃ
[img][/img]
টাইপোগ্রাফী নিয়ে লেখা এখনো রেডি করতে পারিনি মন খারাপ

আহমেদ বাওয়ানী এর ছবি

স্যামদা,
ধন্যবাদ আপনার এই সব অপুর্ব ব্যানার উপহারের জন্য। বিশেষ করে ফেইসবুকের কভার ব্যানারগুলো আমাকে খুব সাহায্য করে। কিন্তু ক্রেডিট দেওয়াটা একটা ঝামেলা হয়ে যায় যেহেতু আপনি আমার ফেইসবুক বন্ধু লিস্টে নাই। তাই দয়া করে যদি আমাকে আপনি বন্ধু হিসেবে লিস্ট ঢোকান, খুব ভাল হয় আমার জন্য। আমাকে ফেইসবুকে পাওয়া যাবে এই ঠিকানায়:

http://www.facebook.com/bauani

আবারো ধন্যবাদ এত সুন্দর ব্যনারগুলো দিয়ে প্রিয় সচলায়তন কে সাজানোর জন্য।

আহমেদ বাওয়ানী

দুষ্ট বালিকা এর ছবি

ভীষণ ভালো লাগলো স্যাম! হাসি আপনাকে অনেক ধন্যবাদ!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
গণহত্যার বিচার করবো, প্রতিজ্ঞা করলাম! - দারুণ না ?

বেচারাথেরিয়াম এর ছবি

আহ স্যাম্ভাই, বেশি বস!!!
ফেবুর জন্য একটা কভারের ব্যাবস্থা থাকলে খুব ভাল হত গুরু!!!

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
কভার একটা করা হল।

স্যাম এর ছবি

আরেকটা
[img][/img]
কৃতজ্ঞতাঃ সচল অনার্য সঙ্গীত

সাফিনাজ আরজু এর ছবি

গুরু গুরু গুরু গুরু
মাথা ঠুকতে ঠুকতে মাথা ব্যাথা হয়ে গেল তো। আপনি এত বস মানুষ কেন স্যামদা? চিন্তিত
আবারও অসাধারণ একটা ব্যানার। অনেক ধন্যবাদ আপনাকে।
এই ব্যানার দেখেই তো সচলে আটকাই ছিলাম। ইয়ে, মানে...

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

স্যাম এর ছবি

হাসি অনেক অনেক ধন্যবাদ - আপনার মত একজন লেখক সচলে আটক হওয়ায় মহাখুশি।
গণহত্যার বিচার করবো, প্রতিজ্ঞা করলাম! - অসাধারণ এই লাইন টা নিয়ে আরো সুন্দর ব্যানার হওয়া উচিত ছিল।

জোহরা ফেরদৌসী এর ছবি

ব্যানারটা অপূর্ব হয়েছে । অভিবাদন স্যাম আপনাকে...

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

স্যাম এর ছবি

আসলে কৃতিত্ব কবির - যিনি লিখেছেন
"বাতাসের হিমে তিরিশ লক্ষ শহীদের করতল
জনপদ জুড়ে হাওয়ার কোরাসে আহ্বান অবিচল
আমাদের বুকে রৌদ্র লিখেছে নিহতজনের নাম
গণহত্যার বিচার করবো, প্রতিজ্ঞা করলাম!"

- আর আপনার মত যাদের ভাল লেগেছে - তাদের কাছে কৃতজ্ঞ!

তারেক অণু এর ছবি

অতি অসাধারণ ব্যানার, স্যামদার সেরা কাজগুলোর একটা, দেখেই একটা উদ্দীপনা জাগছে মনের ভিতরে।

স্যাম এর ছবি

"গণহত্যার বিচার করবো, প্রতিজ্ঞা করলাম!" - খুব ভাল লাগে - অণু দা'র মত একজন মানুষ এই প্রতিজ্ঞা অন্তরে ধারণ করে - ধন্যবাদ কমরেড!

শাব্দিক এর ছবি

"গনহত্যার বিচার করব, প্রতিজ্ঞা করলাম"
অসাধারণ!

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

অতিথি লেখক এর ছবি


অসাধারণ। -রু

স্যাম এর ছবি


ব্যানারগুলো মুছে যাওয়ার আগে এই পোস্টে থাকুক---

ঠিক এর আগে উজানগাঁ'র করা - বিজন সরকার কে নিয়ে ব্যানারটার কোন লিঙ্ক কি কোনভাবে পাওয়া সম্ভব? বা উজানগাঁ যদি অনুগ্রহ করে এখানে একটু আপ করে দিতেন!?

রু এর ছবি

একই মন্তব্য করতে আর ভালো লাগে না। কিছু না বললে প্লিজ ধরে নিবেন "অসাধারণ", "অভিভূত হয়ে পড়লাম", "চমত্কার" এই জাতীয় কিছু। তবে ভালো না লাগলে বলে যাব নিশ্চিত। যাই হোক, নববর্ষের ব্যানারটা খুব ভালো লেগেছে।

স্যাম এর ছবি

তবে ভালো না লাগলে বলে যাব নিশ্চিত।

এটাইতো চাওয়া রু! অনেক ধন্যবাদ - আসলে দুইবার ধন্যবাদ - আগের বাকিটা সহ দেঁতো হাসি
একটা ব্যানার করবেন নাকি? প্রয়োজনে টেকনিক্যাল হেল্প আমি করব।

সাফিনাজ আরজু এর ছবি

স্যামদা, এই ব্যানারটাও ফাটাফাটি হয়েছে। সাধারন কিন্তু কিভাবে কিভাবে জানি তারপরেও মন ছুঁয়ে যায়। হঠাৎ রঙ্গিন অংশটুকু ভালো লেগেছে। সারাক্ষণ এত ভালো ভালো বলতে ভালোলাগেনা। ভাবছি এখন থেকে আর কিছু বলবনা। ইয়ে, মানে... চিন্তিত

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

স্যাম এর ছবি

হাসি খারাপ হলে বইলেন খাইছে

রু এর ছবি

"মাস্টারদা সূর্য সেন"

স্যাম, আপনাকে লাল সালাম না দিয়ে থাকতে পারলাম না।

জোহরা ফেরদৌসী এর ছবি

মাস্টার দা সুর্য্যসেন লাল সালাম

স্যাম, আপনাকে অভিবাদন ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

স্যাম এর ছবি


ধন্যবাদ রু, জোহরা -
সুর্য্যসেন না সূর্য সেন -কোনটা ঠিক?

তাপস শর্মা এর ছবি

অসাধারণ। থ্যাঙ্কস স্যাম ম্যান এই মানুষটাকে নিয়ে এত্ত সুন্দর একটা ব্যানার করার জন্যে। সূর্য সেন - নিজেই একটা স্বাধীনতার নাম, বিপ্লবের নাম। লাল সালাম

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অসাধারণ!!!


_____________________
Give Her Freedom!

বেচারাথেরিয়াম এর ছবি

অসাধারন ব্যানার হইছে বস

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- সবাইকে কষ্ট করে মন্তব্য করার জন্য।
এখন কথা হল সচলায়তন এর ব্যানার এ নিউ ব্লাড চাই - এটা সচলায়তন কতৃপক্ষ চায় কিনা জানিনা (সত্যিই যদি এমন কিছু থেকে থাকে - আমার তা মনে হয়না, আপনি, আমি, আমরা মিলেই সচলায়তন) হাসি - আমি একজন সচল পাঠক হিসেবে চাই - নতুন কিছু ভাবনা আসুক ব্যানার এ ---- নতুন কিছু কাজ হোক-----
আমি কিছু টুলস জানি কিছু টেকনিক্যাল পার্টস জানা আছে - আমার সকল নিয়ে আপনাকে সহযোগিতা করতে চাই - যদি কাজে লাগে।
হোকনা একটু অন্যরকম টাইপোগ্রাফী, ছবিটা আপনি যেভাবে বসাতে ভালবাসেন সেভাবে বা অন্যকিছু...
হয়ত দেখা যাবে অনেক কষ্ট করে একটা ব্যানার করলেন সচলায়তন আপ ই করলনা - কিন্তু আপনার নিজেরতো একটা একধরণের এক্সপ্রেশন নিজে দেখতে পারলেন। আর এ ব্যাপারে সচলায়তনের উপর ভরসা রাখা যায় নিশ্চিন্তে। আমার প্রায় ৫০+ ব্যানার আছে প্রকাশিত - অপ্রকাশিতও কম না - কিন্তু ঐ যে ভরসার কথা বললাম - আমার যেগুলো অপেক্ষাকৃত বেশি খারাপ সেগুলো কখনো প্রকাশিত হয়নি - তাতে আমার ভরসা সচলায়তন এর প্রতি আরো বেড়েছে।
একধরনের অধিকারবোধ থেকে অনেক কথা বলে ফেললাম - আর কথা নয় - চলেন কাজ করি - যারা লগিন করতে পারেন তাদের জন্য তো আমার সাথে যোগাযোগ খুব ই সোজা - যারা পারেন না - তারা যদি প্রয়োজন মনে করেন এখানে লিখতে পারেন

আপনার কাজে সচলায়তন সমৃদ্ধ হোক এই কামনা করছি।

সাফিনাজ আরজু এর ছবি

কমরেড আপনাকেও লাল সালাম। হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অরফিয়াস এর ছবি

লাল সালাম, মাস্টার দা !!

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সাফিনাজ আরজু এর ছবি

মাস্টার দা সূর্যসেন লাল সালাম

অসাধারণ, ব্যানার বস!
আপনাকে শুভেচ্ছা, অভিবাদন আর আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

মৃত্যুময় ঈষৎ এর ছবি

বিশ্বাসই হতে চায় না যে আবদুশ শাকুর নেই! কত কথাই না বলার ছিল উনার বা উনাকে, কত কথাই না শোনার ছিল আমাদের বা উনার....... মন খারাপ


_____________________
Give Her Freedom!

স্যাম এর ছবি

আপনার সাথে কি পরিচয় ছিল? থাকলে বা কিছু জানলে লিখুন না প্লিজ...

মৃত্যুময় ঈষৎ এর ছবি

দিগন্তের ফেসবুকীয় বিভিন্ন লেখার মাধ্যমে নিয়মিতই আবদুশ শাকুরের আপডেট পেতাম। আমার খুব ইচ্ছে ছিল একদিন উনার সাথে কথা বলবো, হলো না। তাই এইভাবে বলা প্রিয় স্যামদা।

আর দিগন্ত একটি পোস্ট দিয়েছে।


_____________________
Give Her Freedom!

সাফিনাজ আরজু এর ছবি

শ্রদ্ধা
এখন সত্যিই বুঝতে পারছি বয়স হয়ে যাচ্ছে আমাদের, একে একে সব গুণী মানুষগুলোকে হারিয়ে ফেলছি। মন খারাপ

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

মৃত্যুময় ঈষৎ এর ছবি

কৃতজ্ঞতা স্যামদা!


_____________________
Give Her Freedom!

সাফিনাজ আরজু এর ছবি

আসলেই কৃতজ্ঞতা!
স্যামদা আপনার জন্য গুরু গুরু

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

জোহরা ফেরদৌসী এর ছবি

স্যাম আপনার “পাংখা” হয়ে যাচ্ছি যে ! সচলায়তনের ব্যানার একটি মান সম্মত শিল্প কর্ম । আপনি তা আরো উচ্চতায় নিয়ে যাচ্ছেন ।

সচলায়তনের মডারেশনে যারা আছেন তাদেরকেও এই সুযোগে ধন্যবাদ দিতে চাই...লেখার মানটি ধরে রাখার কাজটি করার জন্য । নিজেদের ব্যক্তিগত ও অ-ব্যক্তিগত হাজারও কাজের মধ্যে এরকম একটি কাজ সর্বদা করার জন্য অনেক মটিভেশন থাকতে হয় ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

ফাহিম হাসান এর ছবি

স্যাম, আপনার ব্যানারের কাজটা অসাধারণ এবং আপনার নিষ্ঠার প্রতি সম্মান

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


জয় বাংলা

______________________________________
পথই আমার পথের আড়াল

আকতার আহমেদ এর ছবি

জয় বাংলা!
স্যামকে কৃতজ্ঞতা।

সাফিনাজ আরজু এর ছবি

জয় বাংলা! দেঁতো হাসি
সেইরম হইছে বস।
কৃতজ্ঞতা রইল!

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

এরিক এর ছবি

সাবাস
খুব ভালো লাগলো

মৃত্যুময় ঈষৎ এর ছবি

কুণাচিপা দিয়া কুত্তাডারে দড়িতে ঝুলাইয়া রক্ত জিহ্বা চামড়া ছিড়া যাইতাছে এমুন ছবি দিলে ভালো হৈত, স্যাম বস!


_____________________
Give Her Freedom!

অতিথি লেখক এর ছবি

সচলায়তনের ব্যানার বাংলা ব্লগের এক বড় অলংকার, হৃদয় ছুঁয়ে যায়। হালের ব্যানারে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদের যে মুক্তিযোদ্ধার অবয়ব ফুটে উঠেছে তার নামটি কি বাংলাদেশ এখনও জানতে পারেনি? এখনও সময় আছে তাকে খুঁজে বের করার, আমি চাইনা তিয়েনআনমেন স্কয়ারের সেই নাম পরিচয়হীন ট্যাঙ্ক যুবকের মতো হারিয়ে যাক আমাদের এই বিজয়ী যোদ্ধা।

…জিপসি

ব্যাঙের ছাতা এর ছবি

জয় বাংলা। অসাধারণ!

বেচারাথেরিয়াম এর ছবি

স্যাম্ভাই একটা ফেভুকভারের ব্যাবস্থা আছে নাকি এইটার। গুরু গুরু
জয় বাংলা

স্যাম এর ছবি

মাঝে মাঝেই বিশ্বাস হচ্ছেনা ! বিচার হয়ে একটা রায় ও আজ হয়ে গেল?! আমরা আজ যারা এখানে লিখছি পড়ছি তাদের সবার জন্যই আজ একটা অন্যরকম দিন - সারাদিন কেমন ঘোরের মধ্যে ছিলাম - কিছুক্ষন আগে বাসায় ফেরার সময় পথে একটা মাঠ - মাঠের কাছে এসে ব্যানার এর ওই গেরিলার কাছাকাছি জোরে চিৎকার দিলাম 'জয় বাংলা' - বহু বছরের আটকে থাকা এক দম বন্ধ করা গুমোট শঙ্কা, ঘৃনা মিশ্রিত কি থেকে যেন হুট করে বের হয়ে এলাম - জানি এটা শুরু - - -
সবাইকে ধন্যবাদ খুব কম সময়ে করা এ ব্যানারটিও পছন্দ করার জন্য, মন্তব্যে জানানোর জন্য -
মন ভীষন ভাল - জয় বাংলা!

অরফিয়াস এর ছবি

আপনার ব্যানার নিয়ে নতুন করে তো কিছু বলার নেই ব্যানার্জিদা !! মুগ্ধতা জানিয়ে গেলাম আবার।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

রু এর ছবি

এত অল্প সময়ে এই ব্যানার করার জন্য ধন্যবাদ। সুন্দর ব্যানার।

সাফিনাজ আরজু  এর ছবি

চলুক হাসি
জয় বাংলা!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

বস, অভিনন্দন। অধমরে একদিন খাওয়ান না! দেঁতো হাসি


_____________________
Give Her Freedom!

সাফিনাজ আরজু এর ছবি

আরে স্যামদা, সচল হয়ে গেছেন দেখি। দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি
সচলাভিনন্দন!! মেলা খুশি হলাম। হাততালি
কোথাই আপনাকে শুভেচ্ছা জানাব বুঝে না পেয়ে প্রিয় শিল্পীকে তার ব্যানারের জায়গাতেই অভিনন্দন জানিয়ে গেলাম বস।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অভিনন্দন স্যামদা...

______________________________________
পথই আমার পথের আড়াল

কৌস্তুভ এর ছবি

স্যামকে অভিনন্দন। প্রোমোশন দেওয়ার জন্য অন্যায্য সঙ্গীতকে ধন্যবাদ। আর স্যামের ব্যানারগুলোয় ঠিকমত প্রশংসা জানানো হয় না তাই একেবারে পাইকারি হারে জানিয়ে গেলাম।

স্যাম এর ছবি

ধন্যবাদ অরফিয়াস, রু, সাফিনাজ , মৃত্যুময়, নজু ভাই, কৌস্তুভ - সবার মন্তব্যে আলাদা করে কৃতজ্ঞতা জানানো উচিত ছিল - আরো কিছুটা আপন হয়ে যাওয়ার সুযোগ নিলাম সবাইকে এক সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেঁতো হাসি

সাফিনাজ আর মৃত্যুময় - খানাদানা না খানাপিনা চোখ টিপি ? হবে আপনাদের সুবিধাজনক সময়ে, অবস্থানে ---

অরফিয়াস, নজরুল ভাই, কৌস্তুভ - নতুন ব্যানার এর আইডিয়া পেলে জানাবেন---

শুভেচ্ছা।

সত্যপীর এর ছবি

খানাদানার প্রস্তাব উত্তম।

..................................................................
#Banshibir.

মৃত্যুময় ঈষৎ এর ছবি

কী কমু বস, আমি আবার খাওন ছাড়া কিছু বুঝি না! দেঁতো হাসি দেখি কবে আপনাকে সুবিধায় ফেলে দেওয়া যায় চাল্লু


_____________________
Give Her Freedom!

জোহরা ফেরদৌসী এর ছবি

স্যাম, অভিবাদন স্যাম ।

সচল হওয়ার জন্য । আপনার ব্যানারের প্রশংসা অনেক করেছি । এই বেলা আর না করি ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

স্যাম এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- দেঁতো হাসি

জোহরা ফেরদৌসী এর ছবি

স্যাম, বইমেলা ব্যানারটার অন্য এক দ্যোতনা । খুব ভাল লাগল, শিল্পী ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

স্যাম এর ছবি

ধন্যবাদ জোহরা ফেরদৌসী - 'ভেঙ্গে মোর ঘরের চাবি' বই হবে নাকি? হাসি

সত্যপীর এর ছবি

দারুণ।

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

ধন্যবাদ সত্যপীর দেঁতো হাসি

রু এর ছবি

সচলত্বের অভিনন্দন। বইমেলার সুন্দর ব্যানারের জন্য ধন্যবাদ। ব্যানারে বইগুলোকে কেমন যেন বাইন্ডার মনে হচ্ছে, কিন্তু সব মিলায় খুব ভালো লেগেছে।

স্যাম এর ছবি

রু - একবার খোলা বই দিয়ে করেছিলাম - কিন্তু দেখতে যেন কেমন হয়ে গেল - মানে নিজেরই মনে হতে থাকল আগে কোথায় যেন দেখেছি খাইছে - ধন্যবাদ আপনাকে

মেঘা এর ছবি

শুরু হলো আমাদের প্রাণের মেলা! আমাদের বইমেলা! ব্যানার বরাবরের মতোই অতি চমৎকার হয়েছে।

আর ব্যানার্জি স্যাম'দা কে সচলত্বের অভিনন্দন। বলা হয় নি হয়ত কখনো যে আমি আপনার কাজের একজন মুগ্ধ ভক্ত। সচলে এসেই আগে ব্যানারের দিকে চোখ যায়। প্রত্যেকদিন নতুনত্ব দেখে নিজের অজান্তেই যেন চমকে ওঠার অপেক্ষায় থাকি। হাসি আপনি প্রত্যেকবার চমকে দিতে পারেন! ব্যানারগুলোর মতোই রঙে রঙে রঙিন হোক আপনার জীবন। এই পথ চলা যেন থেমে না যায়। সচল হবার পর সবার মত আপনিও হারিয়ে যাবেন না। অনেক শুভকামনা আপনার জন্য।

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

স্যাম এর ছবি

কি খাবেন বলেন? দরকার পরলে সত্যপীর এর ভান্ডার থেকে আনা হবে দেঁতো হাসি হাসি অনেক ধন্যবাদ মেঘা - মানে ঠিক ভাবে খুশি টা প্রকাশ করতে পারলাম্না খাইছে দেঁতো হাসি অনেক অনুপ্রানিত হলাম -

সাফিনাজ আরজু এর ছবি

বইমেলার ব্যানারের জন্য শুধুই মুগ্ধতা স্যামদা।
আহ বইমেলা, প্রানের বইমেলা। ব্যানার দেখে কিছুটা শান্তি পেলাম। ঐ অত্তগুলান বই আমার এবারও চাই , বাসায় লিস্টি পাঠাব, দেখা যাক। চিন্তিত
খুব খুব খুব মিস করছি মন খারাপ

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

স্যাম এর ছবি

বাসায় পাঠানো লিস্ট দেখায়েন আমাদের খাইছে

সাঝবাতি এর ছবি

কি অসাধারণ ব্যানার!আমি আপনার কাজের একজন মুগ্ধ ভক্ত।আমি আমার বাকি জীবন টা আপনার চমৎকার ব্যানার দেখে কাটাতে চাই খাইছে

স্যাম এর ছবি

চিন্তিত অ্যাঁ
ধন্যবাদ

শাব্দিক এর ছবি

আরেকটা জটিল ব্যানার স্যাম ব্যানার্জি চলুক

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

বেচারাথেরিয়াম এর ছবি

আজ একটা কালো ব্যানার ঝুলানোর অনুরোধ রাখছি ব্যানার্জী আর মডুদের উদ্দেশ্যে।

ব্যাঙের ছাতা এর ছবি

"দাবী একটাই, সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই"

কোটিবার, কোটি মনন্ত্বরেও দাবী আমার একটাই।

সাফিনাজ আরজু এর ছবি

প্রানের দাবি একটাই, সকল যুদ্ধাপরাধীদের যতদ্রুত সম্ভব ফাঁসি চাই !

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

বেচারাথেরিয়াম এর ছবি

অনেক দেরীতে হলেও ব্যানারটা চলে আসল, ভাল্লাগছে। অন্যরকম।

মেঘা এর ছবি

রাতের মশাল নিয়ে মিছিলের ছবি দিয়ে ব্যানার করার অনুরোধ করছি। রাতে শাহ্‌বাগ মোড় যেন অন্য কিছু! ঠিক ভাষায় প্রকাশ করার মতো না!

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"সকল যুদ্ধাপরাধীদের" কথাটি সঠিক নয়। এটা "সকল যুদ্ধাপরাধীর" হবে। মুস্তাফিজ ভাই, একটু ঠিক করে দেন বস্‌।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

বেচারাথেরিয়াম এর ছবি

ব্যকরণে বাহুল্যদোষে দুষ্ট বলা হয় মনে হয় এটাকে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ছবিটার মানুষগুলোতে 'মোশন'-এর যে এফেক্ট সেটা প্রতিবাদী অগ্রগামী মানুষ বোঝাতে কি মুস্তাফিজ ভাই? ভালো লেগেছে। চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মুস্তাফিজ এর ছবি

ব্যানারের এই ছবিটা বন্ধু অভিকের তোলা

...........................
Every Picture Tells a Story

সুজন চৌধুরী এর ছবি

আরে ভাই! উজান গাঁ!!এতদিন ছিলেন কৈ!!!? দারুণ! হৈছে ব‌্যানার!

উজানগাঁ এর ছবি

দৌড়ের উপরে ছিলাম বস। হাসি

মুস্তাফিজ এর ছবি

এই বদমাইশরা সব সময় রাতের বেলা ছবি তুলে। হ্যা...আমাদের সকাল বেলা তুলে দেখাক কোন এঙ্গেল থেকে এই রকম আসে ছবি। প্রকাশ্য জালিয়াতি, প্রকাশ্য জালিয়াতি।
বলা উচিত এটা ঢাকার কোন জায়গায়, কোন এঙ্গেল থেকে শাহবাগের মোড়ের এই ছবি পায়...আমাদের সেটা দেখাক।

...........................
Every Picture Tells a Story

উজানগাঁ এর ছবি

হে হে! আরো আসিতেছে। চোখ টিপি

অতিথি লেখক এর ছবি


অসাধারণ একটা ব্যানার, উজানগাঁ। খুব সুন্দর!
-রু

স্যাম এর ছবি

গুরু গুরু

সাজ্জাদ সাজিদ এর ছবি

এই ব্যানারেই সব বলা আছে।

বেচারাথেরিয়াম এর ছবি

শাওনদা বেশি বস হইছে!!

সুজন চৌধুরী এর ছবি

মুস্তাফিজ ভাই, এই ব্যানারটা দারুণ হয়েছে।

রু এর ছবি


মুস্তাফিজ ভাই, দারুণ হয়েছে।

মেঘা এর ছবি

মুস্তাফিজ ভাই চমৎকার ব্যানারের জন্য ধন্যবাদ।

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অসাধারণ স্যাম

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চেইনের ব্যাপারটা বুঝলাম না। চেইনটা সরালে হয় না?

স্যাম এর ছবি

ধন্যবাদ মুর্শেদ ভাই - জিপারটা খুলে যাচ্ছে খাইছে (চঊদা দেখলেই অন্য কিছু বলতে পারে) - মানে আমাদের ৭১ আর তার শপথ, তার ইতিহাস এর পথের বাধা সরে যাচ্ছে - সচলায়তনেরও --- এমন একটা ভাবনা ছিল ---- চেইন টা ছাড়া আরেকটা করার চেস্টা করব।

অরফিয়াস এর ছবি

শেকল ভাঙ্গার কনসেপ্ট থেকে একটা কিছু করতে পারেন।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সুজন চৌধুরী এর ছবি

যন্ত্রে জিপার আটকে গেছে! হহেহেহে মজা হৈছে!

স্যাম এর ছবি

দেঁতো হাসি

সুজন চৌধুরী এর ছবি

আচ্ছা জামাতীগুলার জিপার কী সামনের দিকে থাকে নাকি পিছের দিকে?

স্যাম এর ছবি

ওদের কি আর ঠিক আছে? খাইছে মেসিন্ম্যান যেদিকে চায় শয়তানী হাসি

সুজন চৌধুরী এর ছবি
জোহরা ফেরদৌসী এর ছবি

আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন অগ্নিশিখা জ্বলবেই, জ্বলবেই, জ্বলবেই...

সকল শহীদ ভাই ও বোনের স্মৃতির স্মরণে এই অগ্নিশিখা জ্বলবেই ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

সাজ্জাদ সাজিদ এর ছবি

কনসেপ্ট ভালো লাগলো স্যামদা।

সাফিনাজ আরজু এর ছবি

চলুক চলুক চলুক
অসাধারণ স্যামদা।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

দুর্দান্ত এর ছবি

ব্যানার ভাল লেগেছে।

রু এর ছবি


এইটাও ভালো লেগেছে। আগেরটাও খুব ভালো লেগেছিল।

স্যাম এর ছবি

ধন্যবাদ সবাইকে - জামাত শিবির এর যে কোন হরতাল প্রতিহত করতেই হবে ! পাকিস্তানিরা বাংলাদেশে হরতাল ডাকতে পারবেনা। এ নিয়ে একটা ব্যানার এর আইডিয়া দিন - সবাই মিলে করি একটা ব্যানার - কারো লেখা, কারো আইডিয়া, কারো রেখাচিত্র - আমাদের, পুলিশদের, আন্দোলনে থাকা সবাইকে যা একটু হলেও প্রতিনিধিত্ব করবে - আর যাদের চোখে পড়বে তাদের কিছুটা ভাল লাগবে - বা সব চিন্তা বাদ দিয়ে চলেন সচলায়তন কে নিয়ে দাড়াই এবারের একাত্তুরের সাথে।

লুব্ধক এর ছবি

ব্যানারটি খুব সুন্দর হয়েছে। নূতন ব্যানার সম্পর্কে বলব- একাত্তরের গেরিলা যোদ্ধারা- শহীদ রুমী এবং তাঁর সহযোদ্ধারা বদি, জুয়েল ও আরও অনেক নাম না জানা গেরিলা যোদ্ধা....উনাদেরকে সাথে রেখে বর্তমান প্রেক্ষাপটে কোন ব্যানার করা যায় কিনা ভেবে দেখতে পারেন।

আগামী ব্যানারের জন্য শুভ কামনা রইল।

অতন্দ্র প্রহরী এর ছবি

স্যাম ভাই, অসম্ভব সুন্দর হয়েছে ব্যানারটা! আগেরটার আইডিয়া দুর্দান্ত ছিল, কিন্তু দেখতে এইটাই বেশি ভালো দেখাচ্ছে। হাসি

লুব্ধক এর ছবি

ক্যান্সারের সাথে যুদ্ধ এবং বসবাস....

শ্রদ্ধা....হুগো শ্যাভেজ : জুলাই ১৯৫৪ - মার্চ ২০১৩।

স্যাম এর ছবি

মর্ম এর ছবি

আজকের দিনটা একজন মুশফিক আশরাফুল বা নাসিরের নয়, পুরো দলের। বাংলাদেশকে নিয়ে একটা ব্যানার করা যায় না?

সুহান রিজওয়ান-এর একটা লেখা দরকার ছিল আজকে।

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

স্যাম এর ছবি


ধন্যবাদ সবাইকে

বেচারাথেরিয়াম এর ছবি

সবুজে ডেপথ অফ ফিল্ডে সবুজ "ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন" বেশি সুন্দর। আর পাশের ক্যাপ্টেনতো বাঘের বাচ্চা

বাঘে ধরলে ছাড়েনা
১০০/২০০ ব্যাপার না

শাব্দিক এর ছবি

স্যাম'দা জোশ হইসে পুরাই!!!!
ব্যানার দেখে ই লগ ইন করলাম, কমেন্টাতে। বাঘের বাচ্চা

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

সাফিনাজ আরজু এর ছবি

ইয়েস বাঘ মামা, ইয়েস!!! "ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন" চলুক চলুক হাততালি
পুরাই পাংখা স্যাম'দা।
এমন দিন বারবার আসুক ফিরে।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অতিথি লেখক এর ছবি

ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন
এত লেখা -গুড়- হয়েছে হইছে যে আমার খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে ব্যানারটা!।
-আলোকিতা

সাক্ষী সত্যানন্দ এর ছবি

শ্রদ্ধা

স্যাম ব্যানার্জী কে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অবনীল এর ছবি

খুবি সুন্দর হয়েছে জামাল স্যারের স্মরনে ব্যানারটা। স্যামকে অসংখ্য ধন্যবাদ।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

মাহ্‌মুদ  এর ছবি

"শ্রদ্ধাঞ্জলি" (শ্রদ্ধাঞ্জলী নয়)।
শ্রদ্ধা

স্যাম এর ছবি

ভীষণ দুঃখিত! কারেকশন করে দেয়া হয়েছে - নিশ্চয়ই মডারেটর রা বিষয়টি দেখবেন । আপনাকে ধন্যবাদ মাহমুদ, অবনীল আপ্নাকেও।

জেবতিক রাজিব হক এর ছবি

বানানটা মনে হয় 'শ্রদ্ধাঞ্জলি'।

স্যাম এর ছবি


ধন্যবাদ

তারেক অণু এর ছবি

ধন্যবাদ স্যাম দা

স্যাম এর ছবি


দারুণ মুস্তাফিজ ভাই।

সচল জাহিদ এর ছবি

সুজন ভাই, এই ব্যানারটার আইডিয়া আসলে আনা হয়েছে জাতিসংঘের পানি দিবসের অফিসিয়াল ক্যাম্পেইন ম্যাটেরিয়াল থেকে। আসল সুত্র এইখানে


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

সচল জাহিদ এর ছবি

হ্যাটস অফ মুস্তাফিজ ভাই। গত বারের মত এবারও !


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

সুজন চৌধুরী এর ছবি

হা জাহিদ ভাই, সেটাতো পোস্টারেই দেয়া আছে, আমার প্রশ্নটা ছিল .....
এটার আসলটা কার করা? মানে কার কাজের অনুসরণে করা? সেই শিল্পীর নাম কি? কারণ সচলে ব্যানার শিল্পীর নাম দেয়া আছে মুস্তাফিজ ভাইয়ের নাম!!!
ব্যানারটা তো দারুণ আগেই বল্লাম।

লুব্ধক এর ছবি

"এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা আমরা তোমাদের ভুলব না...."তাঁদের সকলের প্রতি শ্রদ্ধা।

ব্যানারটির জন্য অনেক ধন্যবাদ স্যাম।

স্যাম এর ছবি

ধন্যবাদ জিএমটি - এত্ত তাড়াতাড়ি দেয়ার জন্য দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

ব্লগের নামটা আমার কাছে একটা লোগোর মতো হওয়া উচিত বলে মনে হয়। আমার কাছে মনে হয় এর কালার, ফন্ট, ডিজাইন সুনির্দিষ্ট হওয়া উচিত। ব্যানারের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এর সাথে 'সচলায়তন' লেখাটা পূর্বনির্ধারিত ফন্ট এর হলে ভাল হয়। আমরা সচলের ব্যানার এ 'সচলায়তন' লেখাটা একই রকম দেখতে চাই।

সিরাজুল লিটন

স্যাম এর ছবি

আপনার চোখ ব্যানারে পড়েছে জেনে ভাল লাগল - এবং অবশ্যই এটা একটা গুরুত্বপুর্ণ দৃষ্টিভঙ্গী (আমরা সচলের ব্যানার এ 'সচলায়তন' লেখাটা একই রকম দেখতে চাই) - কিন্তু আমার মনে হয় মানুষ সৃষ্টিশীল থাকুক - হোক না নানা রকম সচলায়তন লেখা - ফন্ট, হাতে লেখা, ছাপচিত্র - যে যেরকম পারে - সচলায়তন এ এই স্বাধীনতা আছে - এটাই চলুক - তানিম ভাই এর ব্যানারটা অনেক দ্রুত করা যতদুর জানি - আর আমার মনে হয় লেখার জায়গাটা আরেকটু ছোট হলে আরো ভাল লাগত - এনিওয়ে - হতে থাক নানা রকম -- কি বলেন লিটন ভাই?

অতিথি লেখক এর ছবি

হোক নানা রকমভাবে ;সৃষ্টিশীলতার জয় হোক। এটারও একটা আলাদা মাত্রা আছে। ধন্যবাদ ব্রাদার।

সিরাজুল লিটন

অন্যকেউ এর ছবি

চলুক

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

ফাহিম হাসান এর ছবি

আমার মতে ফন্ট বা লেটারিংয়ে ভিন্নতা আসুক। বৈচিত্রটুকু ভালোই লাগে।

তানিম এহসান এর ছবি

টুইট আর রি-টুইট করতে করতে একটা কি-বোর্ডের সব লেখা মুছে দেয়ার অপর নাম হতে পারে লড়াই! দেঁতো হাসি

ব্যানার কিভাবে এখানে পেস্ট করতে হয় জানি না, ব্যানার’টা জটিল লাগলো স্যাম’দা। গুরু গুরু

বেচারাথেরিয়াম এর ছবি

ব্যানারটার অর্থ বুঝতেই আমার গাধা মাথা একটু সময় নিয়া নিছিল। তারপর বুঝলাম, ভাল্লাগছে স্যাম্ভাই।

কড়িকাঠুরে এর ছবি

কী ক্ষুরধার!!!...

আইডিয়া কপি মারলাম ব্যানার্জি... গুরু গুরু

স্যাম এর ছবি

মারেন কড়িকাঠুরে। ধন্যবাদ তানিম, বেচারা, অতিথি।

অতিথি লেখক এর ছবি

চলুক চলুক

স্যাম এর ছবি


অনেকদিন পর ব্যানার করলেন অনার্য দা

ফাহিম হাসান এর ছবি

ব্যানারের কাজটা ভালো হয়েছে অনার্যদা, তবে এমন ব্যানার যেন আর করা না লাগে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।