গুরু

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: রবি, ০৫/০৬/২০১১ - ১০:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফেব্রুয়ারি ২৮, ১৯৫০- জুন ৫, ২০১১; আজম খান চলে গেলেন। গুরু চলে গেলেন। মুক্তিযোদ্ধা, খাঁটি মানুষ আমাদের পপসম্রাট হারিয়ে গেলেন চিরকালের জন্য।

আপনাকে আমরা মনে রাখবো, গুরু।

..
...
....


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

এই মানুষটা শুরু না করলে নিজের ভাষায় পপ গান শুনতে আমাদের আরো অপেক্ষা করতে হতো।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কবি-মৃত্যুময় এর ছবি

হে কিংবদন্তিতূল্য পপগুরু, নির্ভীক মুক্তিযোদ্ধা, তুমি-তোমার সৃষ্টি স্মৃতিতে অক্ষয়-অম্লান আছে, থাকবে অনন্ত!!!! মন খারাপ

নৈষাদ এর ছবি

আপনাকে আমরা মনে রাখবো।

ধৈবত(অতিথি) এর ছবি

মনে রাখবো...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

শ্রদ্ধা ...

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সবজান্তা এর ছবি

গান তো গায় অনেকেই, কয়জন অস্ত্র হাতে নিজের দেশের জন্য যুদ্ধও করতে পারে ?

সুমন চৌধুরী এর ছবি

আমার আমাদের সময়ের রসায়নে মিশে থাকবে ....

আয়নামতি1 এর ছবি

....... শ্রদ্ধা

অনার্য সঙ্গীত এর ছবি

শ্রদ্ধা

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

পাগল মন এর ছবি

আপনাকে আমরা মনে রাখবো গুরু

শ্রদ্ধা

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

শ্রদ্ধা

তারাপ কোয়াস এর ছবি

শ্রদ্ধা


love the life you live. live the life you love.

মন মাঝি এর ছবি

আশা করি প্যাডেল মেরে এমন কোন 'চাঙ্খারপুলে' পৌঁছে গেছ তুমি গুরু, যেখানে রোগ-শোক-অর্থাভাব-আর অর্থাভাবে চিকিৎসাভাব, আর চিকিৎসাভাবে মৃত্যু নেই। এত সুন্দর দুনিয়া ছেড়ে যাওয়ার নিষ্করুন সজ্ঞান প্রতীক্ষা নেই। আমাদের যদি কোন অপরাধ থাকে, ক্ষমা করে দিও গুরু।

****************************************

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মনে রবে আজীবন।

সৈয়দ আফসার এর ছবি

আজীবন মনে র'বে, হে গুরু...
বিনম্র শ্রদ্ধা
শ্রদ্ধা

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

নীড় সন্ধানী এর ছবি

শ্রদ্ধা

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

দ্রোহী এর ছবি

শ্রদ্ধা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

মা তার কাঁদে ছেলেটি মরে গেছে .....

বিদায় গুরু! যেখানেই থাকুন, ভালো থাকুন।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রোমেল চৌধুরী এর ছবি

শ্রদ্ধা

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

দময়ন্তী এর ছবি

শ্রদ্ধা

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

.................

______________________________________
পথই আমার পথের আড়াল

রাতঃস্মরণীয় এর ছবি

মিউজিশিয়ান বড়ভাইদের সাথে (পিয়াল ভাই, তাসনীম ভাই) গুরুর বাসায় অনেকবার যাওয়ার সৌভাগ্য হয়েছিলো। তখন গুরুর পড়ন্ত বেলা। ওরা সবাই গুরুকে মামা ডাকতেন, আমিও তাই। ওদের কাছ থেকে গুরুর অনেক কথা শুনতাম। তার সাদাসিধে জীবন দেখে হতবাক হতাম। এতো বড়ো একজন শিল্পী কিন্তু কি সাধারন জীবনযাত্রা। বাড়ির সাথে ছোট্ট একটা মুদিখানার দোকান, একজন কর্মচারী সেটা চালায়, গুরু নিজেও বসেন।

গুরুর জীবনের এক কঠিন সময়ে যখন তার ভাইয়েরা, আলম খান, খোকা খান, এরা তার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিলেন, সেইদিন গুরুর পাশে এসে একমাত্র যিনি দাড়িয়েছিলেন, গুরুও তাকে মর্যাদা দিয়েছিলেন স্ত্রী করে ঘরে তুলে। এসবই এখন ইতিহাস। একজন মহামানবের ইতিহাস।

জীবনের প্রথম টিকেট সেল স্টেজ শোতে বেস গিটার বাজিয়ে গেয়েছিলাম গুরুর গান 'জীবনে কিছু পাবো না রে'। কে বলে গুরু জীবনে কিছু পেলেন না? হয়তো পয়সা-কড়ি, বিলাস-ব্যাসন পাননি। কিন্তু যে শ্রদ্ধা-ভালোবাসা গুরু পেয়েছেন, তা এক জীবনে সবাই পায় না।

শ্রদ্ধা

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।