আয় তোদের মুণ্ডুগুলো দেখি ফুটোস্কোপ দিয়ে - ১

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ০১/০১/২০০৮ - ১২:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২০০৭ টা ফশ্ করে চলে যাচ্ছে মানে আমার এইখানে এখনও ১৪ ঘন্টা বাকী। পিছন দিকে তাকানোর মতো সময়ও দিচ্ছে না।
কী আর করা?
গত ৬মাসে মূলতঃ আদাবরের আজাদের গুতোগুতির চোটে পুরানো বদ্ অভ্যাসটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে,ভুলেই গেছিলাম ১সময় ক্যারিক্যাচার করতাম। পুরানো কাজ দিয়েই চল্লো বছরটা , শেষও করি বিভিন্ন সময়ে করা কিছু সচলের মুখ দিয়ে।
আসলে করি,করবো, করতেছি বলে বেশীরভাগ সচলের মুখই আঁকা হয়নি।
সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।

অরূপ

মামু দামামু দা

হিমু

শো ম চৌ

হাসান মোরশেদ

ধুসর গোধুলিধুসর গোধুলি

দ্রোহীদ্রোহী

ইশতিয়াক রউফ

বিপ্লব রহমান

বেগতিক আরিফ

প্রকৃতি প্রেমিক


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

খুব খিয়াল কইরা দাদা ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

নিজেরটা কিছু কও!
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

তানভীর এর ছবি

জব্বর আলী। ওস্তাদের মার শেষ রাইতে হাসি

========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"

তানভীর এর ছবি

দ্রোহীর চেহারা তো দেখি পুরা বারাক ওবামা!

ছি ছি প্রকৃতিপ্রেমিক!!

========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"

সুজন চৌধুরী এর ছবি

জী আকার সময়ই টের পাচ্ছিলাম বারাক ওবামার মতো হয়ে যাচ্ছে ।

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

প্রকৃতিপ্রেমিক এর ছবি

খাইছে

ইশতিয়াক রউফ এর ছবি

নাহ, নিজেরটাই পছন্দ হয়েছে সবচেয়ে বেশি! খাইছে

ভাবছি, উল্লেখযোগ্য ফিচারগুলো মিলিয়ে কিছু একটা হলে কেমন হয় -- অরূপদা'র নাক, মামুর বাবরি চুল, হিমু ভাইয়ের কুসুম কুসুম মোঁচ, বিগসি'র দাঁড়ি, হাসান মোরশেদের থুতনি, গোধূলির টুপি, আমার কান, বিপ্লবদা'র চশমা, আরিফ জেবতিকের ঠোঁট, আর প্রকৃতিপ্রেমিকের... নাহ, ওনার বেলায় প্রেম বা প্রেমিকের কাউকেই নেয়া যাচ্ছে না! চোখ টিপি আর দ্রোহীর জন্য 'বারাক ওবামা লুক-অ্যালাইক' পুরস্কার।

সুজন চৌধুরী এর ছবি

ভালো কৈছেন দাদা ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অয়ন এর ছবি

ধূসর গোধূলীরে তো পুরা সিয়েরা লিওনের ওয়ারলর্ডের মতো লাগতাছে আর হাসান মোরশেদের থুতনীটা যা হইছে না পুরা ......।

তয় প্রকৃতি প্রেমিকেরটা ইউনিক।

সুজন চৌধুরী এর ছবি

হুম
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

নজমুল আলবাব এর ছবি
সুজন চৌধুরী এর ছবি

দাদারে ! ফশকে গেলো ২-এ আপনারটা দিবো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

জব্বর হইছে ... আমারে আঁকাইবেন না? হাসি

সুজন চৌধুরী এর ছবি

২-এ দিবো, ফটুক দিয়েন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মুহম্মদ জুবায়ের এর ছবি

ফুটুক ছাড়া হয় না? যেমন প্রকৃতিপ্রেমিক... দেঁতো হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

কনফুসিয়াস এর ছবি

সর্বনাশ! তাড়াতাড়ি নামের বানান ঠিক করুন। সো মো চৌ নহে, শো ম চৌ!
গুল্লি হয়েছে!
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুজন চৌধুরী এর ছবি

দাদাগো অনেক ধন্যবাদ
জানে বাঁচাইছেন, ঠিক কইরা দিছি।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সবজান্তা এর ছবি

আমরা ছুড মানুষ। আমাগো কেরিক্যাচার কেউ করে না মন খারাপ
---------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

সৌরভ এর ছবি

কথা সইত্য। ছুডু মানুষগো ক্যারিক্যাচার কেউ করেনা।


আবার লিখবো হয়তো কোন দিন

আরিফ জেবতিক এর ছবি

আমারে দেইখা তো আমি নিজেই মুগ্ধ !

আর ভাবতাছি হাসান মোরশেদের ছবিখান বাধাই কইরা তার শ্বশুর বাড়ি দিয়া আসবো ।

সুজন চৌধুরী এর ছবি

বেগতিক'দাগো আমারে জানে মারার গতিক কইরেন না।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

কেমিকেল আলী এর ছবি

ধূসর গোধূলী আর আরিফ ভাইয়ের মুখটা যা হইছে না!!!

ফ্রেমে লটকাইয়া রাখার মত জাঝা

সৌরভ এর ছবি

অরূপ দা আর ধুগো র টা জব্বর হইসে।
প্রকৃতিপ্রেমিকের এ কেমন প্রেম?

দ্রোহী মিয়া দেখতে এইরকম নাহ। আপনারে অন্য কারো বাচ্চা বয়সের ছবি দিয়া ভুলাইসে। হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা হা হা হা।
গুল্লি গুল্লি গুল্লি গুল্লি

বিপ্লব রহমান এর ছবি

প্রকৃতি প্রেমিকের ক্যারিক্যাচায় (বিপ্লব)


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হাসান মোরশেদ এর ছবি

বহবারম্ভে লঘুক্রিয়া!
----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমারটা কৈ? দেঁতো হাসি
নাকি খোমা পছন্দ হয়নি? হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রেজওয়ান এর ছবি
দ্রোহী এর ছবি

সুজন্দার আঁকা ঠিকাছে তবে আমি এখন দেখতে অন্যরকম হয়ে গেছি। হাসি

এই যে আমারে দেখেন হাসি


কি মাঝি? ডরাইলা?

সৌরভ এর ছবি

মাঝি, এইটা নিজে আঁকছেন নাকি? আপ্নে তো জাইগা ঘুমাইতেসেন প্রতিভা।
@দ্রোহী



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- সব চর্বিখানেওয়ালাদের মাঝে আমি শুটকি খাওয়া কুবের। মন খারাপ
অ দাদা, আংশিক রঙিন কইরে দেবেন কইছেলেন যে!
_________________________________
<সযতনে বেখেয়াল>

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মুর্শেদ ভাইয়ের স্কেচ দেখে একদিন ভাবছিলাম আপনাকে একটা রিকোয়েস্ট করবো আমার স্কেচ করার জন্য। কিন্তু আপনিতো আমারে একেবারে বসাইয়া (পড়তে হবে দাঁড়াইয়া) দিলেন।
অ্যাঁ ইয়ে, মানে... খাইছে

রায়হান আবীর এর ছবি

চরম......
গুলি গুলি গুলি গুলি গুলি গুলি

সুজন চৌধুরী এর ছবি

কারে গুলি মারেন?!!!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

রায়হান আবীর এর ছবি

ইয়ে মানে,
দাঁড়ান রাইফেলে গুলিটা ভইরা নেই। তারপর দেখি কি করা যায়।
গুল্লিগুল্লিগুল্লিগুল্লি

অমিত আহমেদ এর ছবি

এই পোস্টটা এত্ত পরে দেখলাম ক্যামনে? জব্বর হয়েছে, জব্বর!

লুৎফুল আরেফীন এর ছবি

আমি আরোও পরে দেখলাম, যাক দেখেছি যে এটাই আল্লাহর রহমত!

বস বসের মতোই আঁকছেন হাসি

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

তারেক এর ছবি

খাইছে! পুরা টাশকি। বেবাকরে তো ভচকাইয়া দিছেন এক্কেরে... গড়াগড়ি দিয়া হাসি
মা কালীর কসম! ধূগোদারে দেইখা ডরাইছি।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

গুরু আমারো একটা বানাইসিলেন, এইখানে সেভ করে গেলাম দেঁতো হাসি

তবে আমার খোমা কিন্তু বদলায় গেসে, এইটা দেখলে এখন আর কেউ চিনবে না দেঁতো হাসি


................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সুজন চৌধুরী এর ছবি

ওহ! অনেকদিন পড়ে দেখলাম।
আপনার নতুন খোমা কেমন হৈছে?


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

সুজন চৌধুরী এর ছবি

বাহ! আপনে দেখি পুরাই পাল্টায় গেছেন, সেইভ করে রাখলাম।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আইচ্ছা দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সাইফ তাহসিন এর ছবি

তয়, পিপিদারে যে লোটা ধরায়া দিসেন, উনার মত মাটির মানুষের কপালে এরাম ধরা, গড়াগড়ি দিয়া হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সুজন চৌধুরী এর ছবি
বিপ্রতীপ এর ছবি

পিপিদার কার্টুন আজকেই প্রথম দেখলাম ...হাস্তে হাস্তে আরেকটু হলে চেয়ার থেকে পড়ে গেছিলাম... গড়াগড়ি দিয়া হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

সুজন চৌধুরী এর ছবি

পইড়েন্না ভাই! পিপিদা কিন্তু এখনো প্রকৃতি প্রেমিকই আছে!
খুব খিয়াল কৈরা!


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

প্রবাসিনী এর ছবি

বাহ! বেশ মজার তো।

আপনার পোস্টের তারিখ দেখে একটু উষ্টা খেলাম।

তবে একটা কথা বলি, একটা মেয়েরও কিন্তু ছবি আঁকেন নাই। সচল কি শুধু ছেলেদেরই আছে নাকি?
(সরি, সারাদিন জেন্ডার নিয়ে পড়া-লেখা করি তো, তাই মনে হল)

মডুর কাছে প্রশ্ন, সচলের রেজিস্টার্ড সদস্যদের কয় ভাগ মেয়ে, কয় ভাগ ছেলে, কোন গ্রুপের কত ভাগ সচল, হাচল, অতিথি লেখক---এই সব নিয়ে একটা পোস্ট দেয়া যায় না?
________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।