উটপাখান্তিস !

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ০৬/০৭/২০১০ - ১২:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

dimbaktoo
কত ডিম্ব কত আণ্ডা হুদা কামে নষ্ট হয়
সঠিক জায়গায় ইউজ করলে পাকমনপেয়ারুর কষ্ট হয়!


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

বেশি জোস.........
সত্যি সত্যি ভইরা দিতে পারলে আরো ভালো লাগতো...

পাগল মন

মাহবুব লীলেন এর ছবি

চীনে নাকি প্লাস্টিকের ডিম বানায়? যেগুলা ভিত্রে গেলেও হজম হয় না? এইগুলা কি সেইগুলা?

সুজন চৌধুরী এর ছবি
আলমগীর এর ছবি

বন্ধুবান্ধবরা কলেজের ফাংশনে গান-বাজনা মনমতো না হওয়ায় কত ডিম নষ্ট করছে! এগুলা এখন কত ভাল কাজে দিত।

সুজন চৌধুরী এর ছবি
তারানা_শব্দ এর ছবি

হিহিহিহিহিহি...অনেক জোস হইসে !! গড়াগড়ি দিয়া হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

পৃথিবী [অতিথি] এর ছবি

নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিলাম খাইছে

সুজন চৌধুরী এর ছবি
নাশতারান এর ছবি

শান্তি।
ডিমের বৈজ্ঞানিক ব্যবহারের মাধ্যমে বিশ্বশান্তিতে বিশাল অবদান রাখার জন্য।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অছ্যুৎ বলাই এর ছবি

টুপিটা জায়গামতো!!!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুজন চৌধুরী এর ছবি
বোহেমিয়ান এর ছবি

গুরুরে আর কী কওন যায়?!!!
ব্যাপক
৫ তারা দাগানোর ইশপিশাল পার্মিশান চাই
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

হাসিব এর ছবি

দিলে একটুও রহম নাই ! মুরগী বা হাসের ছবি দিলে কি হৈতো !

সুজন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

ডিম্বথেরাপীজারি হক

স্বপ্নদ্রোহ

অতিথি লেখক এর ছবি

জবরদস্ত হইসে বস । উটপাখির এক্সপ্রেশনটা জোশ ..

ফাহিম হাসান

প্রকৃতিপ্রেমিক এর ছবি

খাইছে!

সুজন চৌধুরী এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

হো হো হো

মনে হয় এভাবে খেতেই পছন্দ, দেখছেন না মাথা কেমন বালিতে গুঁজে রেখেছে চোখ টিপি

সুরঞ্জনা এর ছবি

গুরু গুরু
জয়গুরু কালান্তিস্!!

............................................................................................
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অমিত এর ছবি

বেচারা উটপাখি! যেই জায়গায় ঠোকর দিতে যাচ্ছে, পরে হারপিক দিয়ে মুখ ধুতে হবে

ধুসর গোধূলি এর ছবি

- আমার মনে খালি কু চিন্তা!
ধরেন, ঊটপাখিটা একটা ব্যাটা ঊটপাখি। আর বহুদিন যাবৎ বেটি ঊটপাখিটা কাছে গেলেই তারে মুখ ঝামটা মারে!

এখন এই কইচ্যা চান্তারার অবস্থাটা কী খাড়াইবো! চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসপ্তক এর ছবি

গুরু গুরু ^:)^ গুরু গুরু
সিদ্ধ কইরা গরমাগরম থাকতেই......
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সুহান রিজওয়ান এর ছবি

জয় বাবা কালুনাথ !!!

_________________________________________

সেরিওজা

কৌস্তুভ এর ছবি

মু হা হা হা...
বেচারা উটপাখি... এদের তো আর চেনেনা

দ্রোহী এর ছবি
বাউলিয়ানা এর ছবি

হে হে হে মচতকার হয়েছে...

আপনাকে গুরু গুরু

নীড় সন্ধানী এর ছবি

‍‌বেচারা উটপাখি-----------

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।