জীবন থেকে নেয়া

তানবীরা এর ছবি
লিখেছেন তানবীরা (তারিখ: শুক্র, ২১/১১/২০০৮ - ৩:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কিছু নির্দোষ কথা বার্তা

১.

গাড়ি যাচ্ছে তড়তড়িয়ে একে বেকে কুমিল্লা শহরের বুক কেটে। গাড়িতে বসা মা মেয়ে আশে পাশের দৃশ্য দেখছে আর টুকটাক গল্প করছে। অনেকদিন পর বাংলাদেশের আলো হাওয়া উপভোগ করছে। কুমিল্লা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় মা চোখ বড় বড় করে মেয়েকে একটা দুর্লভ দৃশ্য দেখাচ্ছে। “মেঘ” দেখো দেখো, এই স্কুলে না আব্বু পড়েছে। তিন বছর বয়সী সদ্য প্রিস্কুলগামী মেয়ে অবিশ্বাস্য চোখে মায়ের দিকে তাকিয়ে তার চেয়েও অবিশ্বাস্য গলায় মাকে বলল, “আব্বু কি করে স্কুলে পড়বে?, স্কুলেতো ছোটরা যায়।“

২.

আড়াই বছর বয়সী মেয়ে তার পুতুল, লেগো, হাড়ি - কুড়ি, আকা পেন্সিলে মগ্ন। মা বাড়িতে টুকটাক কাজ করছেন। সদ্য সদ্য বোল ফোটা মেয়ের মুখের আধো বাধো কথা শুনতে অকারনেই টুকটাক গল্প করছেন। খুশিতে ডগমগ মা, মেয়েকে বল্লেন, “আম্মিসোনা জানো, বাবা না বাংলাদেশে একটা বাড়ি কিনেছেন।“ মেয়ে অবাক গলায় বলল, “কি কিনেছে?” মা আবার বলল, “বাড়ি বাড়ি।“ মেয়ে তার চেয়েও অবাক গলায় বলল, “সেটা কি করে আব্বু আনবে, সেটাতো অনেক ভালিইইইই (ভারী)।

৩.

মেয়ে দুষ্টুমী করলে বাবা - মা গনহারে মেয়েকে শাসায়। তোকে দিয়ে আসব ডে কেয়ারে আর বাসায় আনব না। আমরা ভালো একটা দোকান থেকে সুন্দর লক্ষী আর মিষ্টি বেবী নিয়ে আসব। মেয়ে বহুদিন এ যন্ত্রনা সহ্য করেছে, কেদেছে - কেটেছে। তারপর একদিন এসে গম্ভীর মুখে জিজ্ঞেস করেছে, ভালো বাবা মা পাওয়া যায়, এমন দোকান কোথায় আছে? কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করেছেন, কেনো কি হয়েছে? গম্ভীর মুখে বলল, তোমরা পচা বাবা - মা, তোমাদের সাথে আর থাকতে চাচ্ছি না। আমি একটা ভালো দোকান থেকে সুন্দর, লক্ষী, না খেলে কখনো মারে না এমন একটা বাবা - মা নিতে চাই।
৪.

একদিন মেয়ে স্কুল থেকে ফিরে চিন্তিত মুখে মাকে জিজ্ঞেস করল, মা তোমার হার্ট আছে? মেয়ের প্রশ্ন শুনে অবাক মা জিজ্ঞেস করলো কেনো? মা ভাবল স্কুলে কোন বাচ্চার অসুখ টসুখ হলো কিনা। মেয়ে বলল, টীচার সুজান বলল, মানুষের হার্ট থাকে, তাতে ভালবাসা থাকে। কাউকে একজনকে ভালোবাসে, আংটি দেয়, বিয়ে হয়। বলো না মা, তোমার কি হার্ট আছে, তুমি কি কাউকে বিয়ে করেছো? মনে মনে মা ভাবলো সুজান টীচার হঠাৎ কেনো, এই জ্ঞানের লনঠন নিয়া হাটা শুরু করলো পাচ বছর বয়সী বাচ্চাদের মাঝে। সুজান টীচার এর বিয়ে হবে। তার কতোগুলো কাচ্চা বাচ্চা চাই তার বিয়েতে গান গাওয়ার জন্য। তিনি স্কুলে কতোগুলো বাচ্চা সিলেক্ট করেছেন এবং গান শিখানোর আগে তার শানে নযুল হিসেবে এই তত্থ্য বিতরন করেছেন। মা বলল, আমি করেছিতো বিয়ে। মেয়ে উৎফুল্ল, কাকে মা? মা বলল, তোমার বাবাকে। মেয়ে খুবই বিরক্ত হলো মায়ের রসিকতায়। বিরক্ত গলায় বলল, বিয়েতো বাইরের কাউকে করতে হবে, আব্বুকে কি করে হবে?, আব্বুতো বাসায় থাকে, আমাদের সাথে।

৫.

প্রথমে মেয়ে শুধু প্রিস্কুলে যেতো। সপ্তাহে দু দিন আড়াই ঘন্টা। সেখানে নানা রকম দামী খেলনা যেগুলো বাসায় থাকার প্রশ্নই আসে না, তা দিয়ে পাগলের মতো খেলাধূলা করে মুখটা ব্যাজার করে ছুটির সময় বাড়ি ফিরতো। আড়াই থেকে চার এভাবেই কাটল। নেদারল্যান্ডসের নিয়মনুযায়ী চার হলেই রোজ স্কুলে যাওয়া বাধ্যতামূলক। মেয়ে স্কুলে যান আসেন খেলেন ধূলেন সবই ভালো লাগে শুধু সকালে উঠতেই তার যতো আপত্তি। একদিন গম্ভীর মুখে এসে তার মাকে জিজ্ঞেস করে, মা আমাকে কি এখন থেকে রোজ স্কুলে যেতে হবে? একদিন, তারপরদিন, সবদিন??? সারা সারা বৎসর? মা বললেন, হ্যা মা, সবাইকে তাই যেতে হয়, তোমাকেও তাই যেতে হবে। খুবই দুঃখের গলায় মেয়ে তখন বলল, আমার জীবনে তাহলে তো আর আনন্দ বলে কিছুই রইলো না...............।

উৎসর্গ ঃ শুধু তোমার জন্য ময়না পাখী।

তানবীরা
২০.১১.০৮


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

তানবীরা'পু, লেখাটা এত্তো বেশি সুইট হইসে যে কী আর কইতাম! অসাধারণ! চলুক

একদম শেষটা পড়ে একটু খারাপ লাগল, তবে বাকিগুলো পড়ে হাসলাম খুব। আপনার মেয়ের এখন থেকেই যে 'সেন্স অভ হিউমার' গ্রো করতেসে, নিশ্চিতভাবেই বড় হইলে অনেক হাসিখুশি, মিশুক, আড্ডাবাজ হবে। পিচ্চিটাকে আদর দিয়েন তো।

দেশে আসেন, মা-মেয়ে দুইজনকেই দেখতে ইচ্ছা করতেসে... হাসি

তানবীরা এর ছবি

শেষেরটা পড়ে খারাপ লাগার কিছুই নাই ইয়াং ব্রাদার। স্কুলইতো শেষ না এরপর কর্মজীবন। মেয়ে টের পাবে দুনিয়াদারী কি চীজ।

হুমম, নেমেই সুস্থির হয়ে ফোন দিবোনি, আমার দিতে দেরী হইলে তুমি দিয়া ফেলবা ফোন, দেখাতো হবেই নইলে চকলেট মেল্ট হয়ে যাবে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

হুমম, তা ঠিক, মাত্র তো কঠিন জীবনের শুরু। আগামীতে কী যে হয়! দিন দিন তো দুনিয়া বাসের অযোগ্য হয়ে যাচ্ছে মন খারাপ

ফোন দেয়া নিয়ে টেনশন কইরেন না তো আপু, আপনার দেয়া লাগবে না, আমিই দিবোনে। কারণ আপনি এতদিন পর আসতেসেন, আপনার এমনিতেই ম্যালা ব্যস্ততা থাকবে ওই সময়...

আর চকলেট তো গলার আগেই খাইতে হবে দেঁতো হাসি

আইসা ঢাকায় থাকবেন তো, নাকি আবার কুমিল্লা যাবেন?

অতন্দ্র প্রহরী এর ছবি

আরেকটা কথা, আগের পোস্ট আর এই পোস্ট- দুইটার শিরোনামই এক হয়ে গেছে। সিরিজ হচ্ছে যেহেতু, তাহলে ১, ২, ... দিলে আলাদা করা যাবে। অথবা "জীবন থেকে নেয়া" ঠিক রেখে আগে-পিছে কিছু অ্যাড করে দিতে পারেন, সুবিধা হবে তাহলে।

তানবীরা এর ছবি

এইটা জীবন ভর চালামু ভাবতাছি তাই আর নাম্বারের টেনশনে গেলাম না।

কুমিল্লাতো যাবোই, আমার গ্রাম, মফস্বল, নদী, পাহাড়, বন, পাখী এইসব খুবই পছন্দের কিন্তু আমার ঘোরান ক্ষমতাকে তুমি প্রশ্ন কইরো না, কই ত্থাইক্কা কই যামু এক দিনের মধ্যেই , শুধু যানজটটা প্রবলেম করে আজকাল।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি

- দুইজনে মিলেই গণহারে শাসায়েন না। ফলাফল নাকি বিরূপ হয় এতে!

বিয়ের ব্যাপারে আমার ছোট ভাই যখন একদম গুঁড়া ছিলো তখন প্রায় একই রকম প্রশ্ন করেছিলো আব্বাকে। ভাঙা ভাঙা শব্দে আব্বাকে অনেক উৎসাহ নিয়ে গিয়ে জিজ্ঞেস করেছে, "আব্বা আম্পে বিয়া কব্বেন?"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তানবীরা এর ছবি

তোমার তো দেখি অভিজ্ঞতা অনেক বাচচা পালার ঃ-}
ওইটা আমার ছোটবোন ও বলেছিল, তবে আব্বুকে না আম্মিকে। এইটা বোধ হয় ইউনিভার্সেল কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, পৃথিবীতে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আলমগীর এর ছবি

বড় হয়ে বিয়ে করব - এইটা কখনও বলে নাই?
একটাই?

তানবীরা এর ছবি

নিজেরটা বলে নাই তবে ওর বাকী তিন বান্ধবী মাইকেলের প্রেমে পড়েছে, ওকেই বিয়ে করবে, বিয়ে শেষে কিস করবে এটা বলেছে কিন্তু ও কাউকে বিয়ে করতে চায় না, মাইকেল শুধু ওর বন্ধু এটা বলেছে।
একটাই এই মেহেঙ্গার যুগে, আবার কি?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তানবীরা এর ছবি

থ্যাঙ্কু জী।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রেনেট এর ছবি

চমতকার লাগলো আপনাদের সুখ-দুঃখের কথন। পিচ্চি ও দেশে যাচ্ছে?
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

তানবীরা এর ছবি

পিচচি বইলো না তো রেনেট, চায়ের দোকানের বাচচাগুলোর কথা মনে পড়ে। হুমম, মা - মেয়ে দুজনেই যাচ্ছি। দেখা হচ্ছে তাহলে তোমার সাথে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রেনেট এর ছবি

ওহহো...মিস্টেক হয়ে গেল...বেবীটাও যাচ্ছে তাহলে? হাসি
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ধুসর গোধূলি এর ছবি

- মনে করলেই অনেক কিছু, না করলে কিছুই না। আমি কখনো চায়ের দোকানের কর্মচারীদের "পিচ্চি" বলে ডাকিনি। ডেকে নাম জিজ্ঞেস করেছি তারপর নাম ধরে ডেকেছি। আর ভাগনা-ভাগনি, ভাইস্তা-ভাস্তি সব গুলাকে একযোগে 'পিচ্চি', 'পুঁচকে', 'বিচ্ছু', 'বুলেট'- এই টাইপের বিশেষণে ডেকেছি, এবং ডাকবোও। আমার যদি কখনো বাচ্চা হয় (বিয়ের পরে বউয়ের আরকি) তাইলে যে কেউ স্বাধীনভাবে ডাকতেও পারবে, কারণ আমি মনে করি না এই ডাকে আদর মাখানো ছাড়া অন্য কিছু থাকতে পারে। কেউ যদি অন্য কিছু মনে করে ডেকে থাকে তাহলে সেটা তার প্রবলেম। আমার না। হাসি

আর আপনার মেয়ের নামটাই তো অসম্ভব রকমের সুন্দর, আদুরে। 'মেঘ'। এই নাম থাকলে আর অন্য বিশেষণ লাগে বুঝি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রেনেট এর ছবি

মেঘ নামটা আমি খেয়ালই করি নাই অ্যাঁ
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

তানবীরা এর ছবি

আমার যদি কখনো বাচ্চা হয় (বিয়ের পরে বউয়ের আরকি)

মন্তব্য আপনাকে (বিপ্লব)

বাকীটা নিয়ে লিখলে আলাদা পোষ্ট হয়ে যাবে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তারেক এর ছবি

ভীষণ মজা লাগলো আপনার মেয়ের গল্প। আমিও কিছু শেয়ার করি -

আমার সেজাপুর পিচকিটা এখন নার্সারিতে পড়ে। ক'দিন আগে সেজাপুর শরীর খারাপ তাই আম্মা ফোনে ওর মেয়েটাকে দুষ্টুমি করে বললেন, আপু আমার মেয়েটাকে তো তোমার কাছে রেখে আসলাম। ওকে দেখে রেখো। ও বিরক্ত হয়ে আম্মাকে বলল, "আপনার মেয়েকে আপনি নিয়ে যান তো আপনার কাছে। আমি একলা এত ঝামেলা সামলাতে পারব না।" যেন বাড়ির সবকিছু ও-ই সামলায়।

রাফিদ- মেজাপুর ছেলে। আড়াই বছর বয়স এখন। খাওয়ার সময় হলেই নাকি কাগজ দিয়ে মুখ ভর্তি করে রাখে। মুখ থেকে ওগুলো বের করে খাওয়ায় কার সাধ্যি!

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

তানবীরা এর ছবি

আজকালকার বাচচারা খুব সাহসী, সত্য কথা বলে দেয়, আমরা ভয় পেতাম।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নির্জর প্রজ্ঞা এর ছবি

আপু মেয়েটির নাম আপনি বলেননি তবে তার সম্পর্কে জেনে ভাল লাগলো। "যাহা শুনিয়াছি তাহা বিশ্বাস করিয়াছি" গতানুগতিক দলের সে না; চিন্তাভাবনা গুলো সুন্দর।

প্রার্থনা করছি স্কুলে যাওয়ার মধ্যে সে আনন্দ খুঁজে পাক।

ভালো কথা, আপনি কুমিল্লার জেনে খুশি লাগছে। আমার নিজের শহরো কুমিল্লাতে।

মা-মেয়ের জন্য শুভ কামনা।

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

তানবীরা এর ছবি

মেয়ের নাম, তানিশা তালুকদার মেঘলা। স্কুলে যেতে সে খুবই আনন্দ পায়, স্কুলের টীচার কে সে মায়ের চেয়েও ভালো পায় (ধরতে গেলে)। টীচারও খুব ভালো পায় উনাকে। সেটা তখন তখন বলেছিল। আমার বাবা - মা কুমিল্লার কিন্তু নিজে বর্ন এন্ড ব্রড আপ ইন সিটি ঢাকা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মজা লাগলো পড়ে... বেশি মজা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

তাহলে ১০০টা টাকা ছাড়েন ভাই, প্লীজ ঝালমুড়ি খাবো।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রায়হান আবীর এর ছবি

সুইট এবং নির্মল...

=============================

তানবীরা এর ছবি

ধন্যবাদ

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মুস্তাফিজ এর ছবি

ভালো লাগলো পড়ে, আপনার মেয়ের জন্য শুভ কামনা

...........................
Every Picture Tells a Story

তানবীরা এর ছবি

ভালো লেগেছে জেনে ভালো লাগলো, আপনাদের জন্যও রইলো আমাদের শুভ কামনা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নিবিড় এর ছবি

হুম...... আপনার মেয়ের উপর লেখা গুলো পড়ে আমি মোটামুটি নিশ্চিত এই মেয়ে বড় হলে দারুণ সেন্স অব হিউমারের অধিকারী হবে । তা দেশে আসছেন কবে ?

তানবীরা এর ছবি

প্লেন ঠিকঠাক মতো চললে ১৪ই ডিসেম্বরে। দেশে আসব কি মনটা বড়ই খারাপ। দেশেরতো কিছুই হবে না মাঝখান দিয়ে বেচারী কবরী ৬২ বছর বয়সে একটা ডির্ভোস খাইলো। এমনিতে তো পোলাগুলো মানুষ হয় নাই এখন নিজের এই অবস্থা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অছ্যুৎ বলাই এর ছবি

পিচ্চি ইন্টেলিজেন্ট আছে, অনেক বড় হোক।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তানবীরা এর ছবি

বলাইদা, মাকে চোখে দেখলেন না ???

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অছ্যুৎ বলাই এর ছবি

তানবীরাপু, একটু দৌড়াদৌড়িতে আছি। আপনারা দেশ থেকে ঘুরে আসেন, তারপরে হানা দিবো। কাসেলে একটা সচলাড্ডা করার প্ল্যান ছিলো, আপনারা ফিরে আসার পরে দেখি অর্গানাইজ করা যায় কি না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তানবীরা এর ছবি

অপেক্ষায় রইলাম। সামনে আসবে শুভদিন - বলাইদাকে ভোট দিন

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি

- তানবীরাপু কোলনে এসে ঘুরে যায় শুনি, আর বিশত্রিশ কিলোমিটার ক্রস করার ইচ্ছে নাকি তার হয় না! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তানবীরা এর ছবি

তানবীরা আপুরে যতো স্বাধীন মনে হয় আসলে ততো স্বাধীন তিনি না। বর - বাচ্চা সব সামলাতে হয় । তবে ২০০৯ এ কথা দিলাম।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুলতানা পারভীন শিমুল এর ছবি

খুবই সুইট এবং খুবই নির্মল। হাসি
মনে হচ্ছে মেয়েটা তার মায়ের চেয়েও এককাঠি সরেস হবে।
মিষ্টি মেঘলাকে অনেক অনেক আদর।
মেঘ নামটা আমার ভীষন প্রিয়।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তানবীরা এর ছবি

মেঘ নামটা আমার ভীষন প্রিয়।

ঠিক আছে। শয়তানী হাসি শয়তানী হাসি

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মুশফিকা মুমু এর ছবি

ওলেলেলেলে আপনার পিচ্চিটা এত্ত কিউট দেঁতো হাসি খুব মজা পেলাম হাসি বিয়ের টা শুনে হাসতে হাসতে শেষ হিহিহি।।। এগুলো হোল ট্রেজার হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

তানবীরা এর ছবি

এগুলো হোল ট্রেজার ।

রাইট মুমু, সকলের জন্য হয়তো না, মেঘ নিজেও এগুলো ভুলে যাবে কিন্তু আমার বুকের শিলাপটে আকা হয়ে থাকবে সারা জীবন।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

স্পর্শ এর ছবি

হায় হায়, দিলেন তো আমার সর্বনাশ করে!
এইভাবে কেউ লেখে??
এখন একটা একটা লক্ষীবাবু পাই কই!! মন খারাপ( মন খারাপ

....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

তানবীরা এর ছবি

বাবু পাওয়ার ব্যবস্থা যার যারটা তারে করতে হয় দেঁতো হাসি দেঁতো হাসি

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনিন্দিতা এর ছবি

ইস্ এত মিষ্টি আপনার মেয়ে! মেঘলার জন্য অনেক আদর।
আমার এক বোনঝির ছোটবেলার মজার ঘটনা মনে পড়ে গেল।

তানবীরা এর ছবি

বোনঝির কথাটা চটপট লিখে ফেলো, আমরা সবাই মজা করে পড়ি।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

s-s এর ছবি

মাস্টার কার্ডের "প্রাইসলেস " মোমেন্টস এ কিছু পাঠিয়ে দিন।

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

তানবীরা এর ছবি

হো হো হো হো হো হো

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পান্থ রহমান রেজা এর ছবি

মেঘলা ওরফে মেঘের পিতৃ-মাতৃ দেশ ভ্রমণ শুভ হোক।

অতিথি লেখক এর ছবি

মেঘলার আই কিউ দেখে আমি মুগ্ধ...এমনি তো সে কথাই বলে না....ওর জন্য আপনি একটা চমৎকার উপহার রেখে যাচ্ছেন.......সাধুবাদ জানাচ্ছি........
রিমঝিম

তানবীরা এর ছবি

হুমম, এখন বলবে কথা ঃ), ভাবতো হয়েছে ঃ)
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফ তাহসিন এর ছবি

প্রতিটাই জটিল হয়েছে, তবে

বিয়েতো বাইরের কাউকে করতে হবে, আব্বুকে কি করে হবে?, আব্বুতো বাসায় থাকে, আমাদের সাথে।

এতই জটিল যে হাসতে হাসতে আমার নাড়ী ভুড়িতে গিট্টু লেগে গেসে।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

তানবীরা এর ছবি

এতই জটিল যে হাসতে হাসতে আমার নাড়ী ভুড়িতে গিট্টু লেগে গেসে।

আপনে কোথা থেকে বানান এইগুলা ?

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দ্রোহী এর ছবি

সাত তাড়াতাড়ি একটা মেয়ের বাপ হওয়া দরকার বলে মনে হচ্ছে।

সুমন চৌধুরী এর ছবি

অপেক্ষা কিসের? দেঁতো হাসি



অজ্ঞাতবাস

দ্রোহী এর ছবি

আপনে গুরুজন। একটা উদাহরণ সৃষ্টি না করলে আমরা কেমনে আগে বাড়ি?

তানবীরা এর ছবি

কতা হাচা
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।