কস কী মমিন! - ০১

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: সোম, ০১/১২/২০০৮ - ১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইংরেজী "হোয়াট দি ফ?ক" এর যুতসই বাংলা কী হতে পারে? ধরা যাক, "কস কী মমিন!" নিউজ.কমের একটা বিভাগ হচ্ছে এই "কস কী মমিন"। যদিও তারা শিরোনাম "হোয়াট দি ফ?ক" বদলে রেখেছে "উইর্ড ট্রু ফ্রিক"। গত বেশ কিছু মাস ধরেই এ বিভাগটি বেশ ভিন্ন স্বাদের আমোদ দিচ্ছে। সেখান থেকে কিছু ঘটনা বিধৃত করছি।

সতর্কতা: স্থুল উপাদান আছে। পড়তে হলে লগইন করতে হবে।


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

ইয়ে... মেয়েরা আইফোন ব্যবহার করে না? চোখ টিপি

আলমগীর এর ছবি

এপল তো কইছে আইফোনের গ্রাহক মেয়েরাই বেশী। ত্রুটিটা জেন্ডার স্পেসিফিক হইতারে। আবার নাও হইতোরে। আপনার বান্ধবীদের আইফোন আছে তো? না থাকলে কিন্যা দিয়া দ্যাখতারেন। দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি
পান্থ রহমান রেজা এর ছবি

আলমগীর ভাই, দ্বিতীয় ঘটনাটা তো আমগোর বিজ্ঞাপন এজেন্সিগুলোর জন্য সুখবর। বাংলাদেশে হইলে খবর দিয়েন, স্টিকার সাটিয়ে দিয়ে আসবো। আমাদের কমসে কম ৫০টার মতো ব্র্যান্ড আছে। শট পড়বো বলে মনে হয় না।
তিন নম্বরটা পড়ে বেশি মজা পাইছি।

কীর্তিনাশা এর ছবি

ব্যাপক মজা দেঁতো হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দিগন্ত এর ছবি

আমি পড়েছিলাম এক আলবেনিয়ান মাতালকে ডিউটিকালে বেশী মদ খেতে দেওয়া হয়নি বলে সে বাঁধ খুলে দিয়েছিল আর সেই জলে আলবেনিয়ার রাজধানী তিরানা ভেসে গেছিল। বেশীদিন আগের নয় মাত্র ২০০২-এর ঘটনা। মজার ঘটনা, দুঃখেরও বটে ...


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

একবার আমরা কতেক বন্ধু মদ্যপান করলাম ব্যাপক... তাতে প্রাণ না ভরলে পরে আরো এক বোতল নিয়ে এক বন্ধুর বাড়িতে রাত্রিবাস করতে গেলাম। আমরা তো মাতাল হয়া ঘুমে বেহুস... এর মধ্যে এক কাবিল উঠে ড্রইং রুমে গিয়ে হিসি করতে শুরু করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। বন্ধুর বউ এবং তার ছোটবোন তো পারলে তারে মারে।
এর পরে সেই বন্ধুর বাড়িতে বন্ধ হলো মদ্যপান... আমরা বেশ অনেকদিন সেদিকে ঢুঁ মারি নাই।

তবে সর্বশেষ সংবাদ হইতেছে সেই হিসিকারী আর বন্ধুর সেই বোন বছর দুয়েক প্রেমের পরে আগামী মাসে বিয়ে করতে যাচ্ছে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অমিত আহমেদ এর ছবি

আপ্নের দোস্তের হিসির জোর আছে।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আলমগীর এর ছবি

অথবা ড্রইং রুমে উজ্জ্বল আলো ছিল তখন চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি
বিপ্রতীপ এর ছবি

হো হো হো

আলমগীর ভাইয়ের লেখাতেও জোর আছে... চোখ টিপি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সুমন চৌধুরী এর ছবি

আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও দেঁতো হাসি



অজ্ঞাতবাস

রায়হান আবীর এর ছবি

শেষেরটা কোপানি হো হো হো

=============================

জ্বিনের বাদশা এর ছবি

"ফোরামের প্রায় সবাই একবাক্যে স্বীকার করে আইফোনের এই অভাবনীয় ত্রুটির কথা। "
হাসতে হাসতে গড়াগড়ি চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সৌরভ এর ছবি

মজা পাইলাম অনেক।
জাপানিও এই ধরনের জিনিষ আছে। ইতাই নিউজ(জাপানী ভাষায়)। বাংলা ভাবার্থ করলে বোধহয় এইরকম হবে, "মমিনে কিতা কয়"।

হিরোশির গল্পটা সেইখানেই দেখলাম কালকে। আজকে দেখি গল্প অষ্ট্রেলিয়া থেকে ডাইভার্ট হচ্ছে।


আবার লিখবো হয়তো কোন দিন

অছ্যুৎ বলাই এর ছবি

হা হা হা। পোস্ট এবং নজরুল ভাইয়ের কাহিনী, দুইটাই মজা।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মাহবুব লীলেন এর ছবি

অনুবাদক হইলেও সাংবাদিক হিসেবে আপনার তুলনা নাই
বিশেষ করে তৃতীয় অংকে এসে

খেকশিয়াল এর ছবি

তিন নাম্বারটা আসলেই 'কস কী মমিন!!' হইছে .. হাহা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বস্‌, এইটা সাপ্তাহিক সিরিজ করেন। "শুক্রবারের শুষ্ক খবর" এরকম কিছু।
আর ইশারা-ইংগিতে হইলেও 'ঐসব' খবর কিছু দিয়েন। ইদানিং দিনকাল মন্দা যাইতেছে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমিও বলতে চাই যে এইটা সিরিজ করেন... আর সিরিজের নাম হিসেবে কস্ কি মমিন!! -টাই আমার বেশি পছন্দ হইছে... জটিল...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

কিছু কিছু শব্দ ইংরেজীতে দেদার শুনি, মাঝে মধ্যে হয়তো বলি কিন্তু বাংলায় শুনতে বলতে কেমন যেনো লাগে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ভূঁতের বাচ্চা এর ছবি

মজা পাইলাম।

--------------------------------------------------------

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমাদের এখানে মাঝে মাঝে (বিশেষ করে শুক্রবার সন্ধ্যার পরে) পুলিশ রাস্তা ব্লক করে গাড়ি চেক করে। তো একদিন বউ বাচ্চা সবাই বাসায় ফিরছি, পথে পুলিশের ব্লক। গাড়ির জানালার কাছে মুখ নিয়ে এসে জিজ্ঞেস করে এ্যালকোহল আছে কী-না। হাসি মুখে বলি "উই ডোন্ট ড্রিংক"। পুলিশটাও বেস রসিক, পেছনে বুস্টার সীটে বসা মেয়ের দিকে তাকিয়ে বলে "হাউ এ্যাবাউট দ্য বেবী?"

রসিকতাটা বেশ উপভোগ করি, কারণ উই ডোন্ট ড্রিংক।

কনফুসিয়াস এর ছবি

কস কী মমিন- বাক্যটা খুব পছন্দ হইসে!
বালক বয়সে "হু কেয়ার্স" বাক্যটার একটা বাংলা করসিলাম আমরা- "কে োদে!" ( বলবার সময় ঘাড় দুইটা আসমানের দিকে টান টান করে একটা ঝাঁকি দিতে হবে।)

-----------------------------------
মানুষ এত বড় যে ,
আপনি যদি 'মানুষ ' শব্দটি একবার উচ্চারণ করেন
যদি অন্তর থেকে করেন উচ্চারণ
যদি বোঝেন এবং উচ্চারণ করেন ' মানুষ' -
তো আপনি কাঁদবেন!

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ইশতিয়াক রউফ এর ছবি

আমরা বলতাম CTN... োদার টাইম নাই। খাইছে

ধুসর গোধূলি এর ছবি
আকতার আহমেদ এর ছবি

"কস কী মমিন" নামটা জটিল হইছে । এই নামেই সিরিজটা চালায়া যান আলমগীর ভাই ।

সুমন এর ছবি

জোস একটা জিনিস পাইলাম। কস কী মমিন!

অফটপিক, আলমগীর ভাই, বাংলাগানের কর্ড নিয়ে মনে হয় আপনার একটা সাইট আছে http://www.banglachord.com। এখন রেজিঃ বন্ধ। আমি সদস্য হতে মেইল করছি। যদি পারেন একটু এক্সেস দিয়েন। কাজ লাগবে।
ধন্যবাদ।

আলমগীর এর ছবি

আপনি আবার একটা ইমেইল দিন (এই রেফারেন্স সহ)।

অতিথি লেখক এর ছবি

পড়তে পারছি না...

"সতর্কতা: স্থুল উপাদান আছে। পড়তে হলে লগইন করতে হবে।"

কি করবো?

_তানজিম সৈকত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।